উয়েফা চ্যাম্পিয়নস লীগ সময়সূচী ২০২২ ২০২৩~Champions League Schedule

উয়েফা চ্যাম্পিয়নস লীগ সময়সূচী ২০২২~২০২৩। উয়েফা চ্যাম্পিয়ন লীগ, ইউরোপের সেরা সেরা ক্লাবগুলো নিয়ে বসে উয়েফা চ্যাম্পিয়ন লীগের আসর। উয়েফা চ্যাম্পিয়ন লিগ শুধু ইউরোপই না, সারা বিশ্বের ফুটবল ক্লাবগুলোর মধ্যে সেরা প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট।ইউরোপের ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট ৩২ টি দল। প্রথমে এই ৩২ টি দল ৪ টি করে দল নিয়ে ৮ টি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্ট শুরু করে।

উয়েফা চ্যাম্পিয়নস লীগ সময়সূচী ২০২২ ২০২৩~Champions League Schedule
Champions League Schedule ২০২৩

গ্রুপ পর্বে প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকায় শীর্ষ দুটি দল নিয়ে শুরু হয় রাউন্ড অফ ১৬। রাউন্ড ১৬ই প্রতিটি দল একে অন্যের সাথে হোম এবং অ্যাওয়ে দুটি করে ম্যাচ খেলে সেখান থেকে পয়েন্ট বিবেচনায় চারটি দল পৌঁছে যাই সেমিফাইনালে। উয়েফা চ্যাম্পিয়ন লীগে এখনো পর্যন্ত সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন লিগের সর্বশেষ আসরেও চ্যাম্পিয়ন হয়েছিলো রিয়াল মাদ্রিদ।

উয়েফা চ্যাম্পিয়নস লীগ সময়সূচী রাউন্ড অফ ১৬ (লেগ ১)

উয়েফা চ্যাম্পিয়ন লিগ সময়সূচি ২০২৩ রাউন্ড ১৬ এ লেগ ১ -এ পিএসজি, মিলান, লিভারপুল, ক্লাব ব্রুগ ,ডর্টমুন্ড , আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, আরবি লিপজিগ, ইন্টার (১৫ থেকে ২৩)ফেব্রুয়ারি পর্যন্ত মুখোমুখি হবে নিজেদের হোম ভেনুতে, বায়ার্ন মিউনিখ, টটেনহাম, বেনফিকা, চেলসি, রিয়াল মাদ্রিদ, নাপোলি, ম্যানচেস্টার সিটি, পোর্তো এত বিপক্ষে। চলুন দেখে আসি উয়েফা চ্যাম্পিয়ন লিগের রাউন্ড ১৬ এর সময়সূচী

তারিখ বাংলাদেশ সময় ম্যাচফলাফল
১৫ফেব্রুয়ারী, ২০২৩রাত ২টাপিএসজি বনাম বায়ার্ন মিউনিখ 
১৫ফেব্রুয়ারী, ২০২৩রাত ২টামিলান বনাম টটেনহাম 
১৬ফেব্রুয়ারী, ২০২৩রাত ২টাক্লাব ব্রুগ বনাম বেনফিকা 
১৬ফেব্রুয়ারী, ২০২৩রাত ২টাডর্টমুন্ড বনাম চেলসি 
২২ফেব্রুয়ারী, ২০২৩রাত ২টালিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ 
২২ফেব্রুয়ারী, ২০২৩রাত ২টাআইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট বনাম নাপোলি 
২৩ফেব্রুয়ারী, ২০২৩রাত ২টাআরবি লিপজিগ বনাম ম্যানচেস্টার সিটি 
২৩ফেব্রুয়ারী, ২০২৩রাত ২টাইন্টার বনাম পোর্তো 

 

রাউন্ড অফ ১৬ (লেগ ২) চ্যাম্পিয়নস লীগ সময়সূচী

উয়েফা চ্যাম্পিয়ন লীগের সময়সূচী রাউন্ড ১৬ এর লেগ-২ তে দলগুলি পুনরায় মুখোমুখি হবে একইভাবে প্রতিপক্ষ দলগুলোর হোম ভেনুতে। যেখানে নিজেদের হোম ভেনুতে বায়ার্ন মিউনিখ, টটেনহাম, বেনফিকা, চেলসি, রিয়াল মাদ্রিদ, নাপোলি, ম্যানচেস্টার সিটি, পোর্তো ৮ থেকে ১৬ মার্চ পর্যন্ত মুখোমুখি হবে পিএসজি, মিলান, লিভারপুল, ক্লাব ব্রুগ ,ডর্টমুন্ড , আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, আরবি লিপজিগ, ইন্টার এর বিপক্ষে।রাউন্ড ১৬ থেকে পয়েন্ট বিবেচনায় চারটি দল খেলবে উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে।

তারিখ বাংলাদেশ সময় ম্যাচফলাফল
০৮মার্চ ২০২৩রাত ২টাডর্টমুন্ড বনাম চেলসি 
০৮মার্চ ২০২৩রাত ২টাক্লাব ব্রুগ বনাম বেনফিকা 
০৯মার্চ ২০২৩রাত ২টাপিএসজি বনাম বায়ার্ন মিউনিখ 
০৯মার্চ ২০২৩রাত ২টামিলান বনাম টটেনহাম 
১৫মার্চ ২০২৩রাত ২টাইন্টার বনাম পোর্তো 
১৫মার্চ ২০২৩রাত ২টাআরবি লিপজিগ বনাম ম্যানচেস্টার সিটি 
১৬মার্চ ২০২৩রাত ২টাআইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট বনাম নাপোলি 
১৬মার্চ ২০২৩রাত ২টালিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ 

উয়েফা চ্যাম্পিয়নস লীগ টিমগুলি ( রাউন্ড অফ ১৬ )

  • রিয়াল মাদ্রিদ
  • ম্যানচেস্টার সিটি
  • লিভারপুল
  • আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
  • ইন্টার
  • পোর্তো
  • মিলান
  • টটেনহাম
  • পিএসজি
  • বায়ার্ন মিউনিখ
  • ক্লাব ব্রুগ
  • বেনফিকা
  • ডর্টমুন্ড
  • চেলসি

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

Rate this post

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×