আইপিএল
Trending

দিল্লি ক্যাপিটালস প্লেয়ার লিস্ট 2023~দিল্লি ক্যাপিটালস খেলোয়াড় 2023

দিল্লি ক্যাপিটালস প্লেয়ার লিস্ট আইপিএল 2023, আইপিএল ২০২৩ দিল্লির ক্যাপিটালস খেলোয়াড় তালিকা। দিল্লি ক্যাপিটালস আইপিএলের প্রথম আসর(২০০৮) থেকে এখনো পর্যন্ত সবগুলি (১৫ টি)আসরে অংশগ্রহণ করেছে দলটি। দিল্লি ক্যাপিটালস আইপিএলে সবগুলো আসরে অংশগ্রহণ করে তাদের সর্বোচ্চ সাফল্য ১বার(২০২০) রানার আপ। আইপিএলের গত আসর (২০২২) গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় দিল্লি ক্যাপিটালস। তবে আইপিএলের এবারে আসলে রিশভ পন্তকে অধিনায়ক করে শক্তিশালী দল গঠন করেছে দিল্লি ক্যাপিটালস। দলটির ব্যাটিং লাইনআপ কে শক্তিশালী করার জন্য দলে রাখা হয়েছে ডেভিড ওর্নার, রাইলি রুশো, রাভম্যান পাওয়েল, মানিষ পান্ডে, ফিল সল্টদের মত ব্যাটসম্যান।

দিল্লি ক্যাপিটালস প্লেয়ার লিস্ট 2023~দিল্লি ক্যাপিটালস খেলোয়াড় 2023
দিল্লি ক্যাপিটালস প্লেয়ার লিস্ট 2023

দিল্লি ক্যাপিটালস প্লেয়ার লিস্ট আইপিএল ২০২৩

আইপিএল ২০২৩ দিল্লি ক্যাপিটালস তাদের দলে ৮জন বিদেশি ক্রিকেটার ও ১৭ জন লোকাল ক্রিকেটার নিয়ে ২৫ জনের পূর্ণ সদস্য এর তালিকা ঘোষণা করেছে। দিল্লি ক্যাপিটালস আইপিএলে তাদের দল সাজিয়েছে ৮ ব্যাটসম্যান (ডেভিড ওনার, রাইলি রুশো, রাভম্যান পাওয়েল,যশ দুল, রিশাব পন্ত, ফিল সল্ট, সরফরাজ খান, মানিষ পান্ডে ও পৃথ্বী শ), ৫ অলরাউন্ডার (অক্সার প্যাটেল, লাটিল ইয়াদাব, ভিকি অস্ট্রল, রিপাল প্যাটেল ও মিসেল মার্শ) এছাড়াও দলটিতে আছে এনরিখ নারকিয়া, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, লুঙ্গি নিগিডির মত টি-টোয়েন্টির স্পেশালিস্ট বোলার। আইপিএল ২০২৩ এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে দামি প্লেয়ার রিশাব পন্ত। তাকে পেতে দলটি ব্যয় করেছে ১৬ কোটি রুপি। চলুন দেখে আসি, আইপিএল ২০২৩ দিল্লির ক্যাপিটালস খেলোয়াড় তালিকা

প্লেয়ারের নাম ভূমিকা মূল্য ( রুপি )দেশ 
ঋষভ পন্ত (c)ব্যাটসম্যান১৬.০ কোটিইন্ডিয়া
ডেভিড ওয়ার্নারব্যাটসম্যান৬.২৫ কোটিঅস্ট্রেলিয়া
পৃথ্বী শব্যাটসম্যান৭.৫০ কোটিইন্ডিয়া
রিপল প্যাটেলআলরাউন্ডার ২০.০ লাখইন্ডিয়া
রোভম্যান পাওয়েলব্যাটসম্যান২.৮০ কোটিওয়েস্ট ইন্ডিজ
সরফরাজ খানব্যাটসম্যান ২০.০ লাখইন্ডিয়া
যশ ধুলব্যাটসম্যান ৫০.০ লাখইন্ডিয়া
মিচেল মার্শআলরাউন্ডার৬.৫০ কোটিঅস্ট্রেলিয়া
ললিত যাদবআলরাউন্ডার ৬৫.০ লাখইন্ডিয়া
অক্ষর প্যাটেলআলরাউন্ডার৯.০ কোটিইন্ডিয়া
আনরিক নর্তিয়েবলার৬.৫০ কোটিসাউথ আফ্রিকা
চেতন সাকারিয়াবলার৪.২০ কোটিইন্ডিয়া
কমলেশ নাগরকোটিবলার১.১০ কোটিইন্ডিয়া
খালিল আহমেদবলার৫.২৫ কোটিইন্ডিয়া
লুঙ্গি এনগিডিবলার ৫০.০ লাখওয়েস্ট ইন্ডিজ
মুস্তাফিজুর রহমানবলার২.০ কোটিবাংলাদেশ
আমান হাকিম খানবলার ২০.০ লাখইন্ডিয়া
কুলদীপ যাদববলার২.০ কোটিইন্ডিয়া
প্রবীণ দুবেবলার ৫০.০ লাখইন্ডিয়া
ভিকি অস্তওয়ালআলরাউন্ডার ২০.০ লাখইন্ডিয়া
রাইলি রুশোব্যাটসম্যান৪.৬০ কোটিসাউথ আফ্রিকা
মনিশ পান্ডেব্যাটসম্যান২.৪০ কোটিইন্ডিয়া
মুকেশ কুমারবলার৫.৫০ কোটিইন্ডিয়া
ইশান্ত শর্মাবলার ৫০.০ লাখইন্ডিয়া
ফিল সল্টব্যাটসম্যান২.০ কোটিইংল্যান্ড
delhi capitals players 2023 দিল্লি ক্যাপিটালস প্লেয়ার লিস্ট 2023~দিল্লি ক্যাপিটালস খেলোয়াড় 2023
delhi capitals players 2023

আইপিএলে মুস্তাফিজ কোন দলে

বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমান খেলবেন এবার আইপিএলে দিল্লি ক্যাপিটাল হয়ে। মোস্তাফিজুর রহমান অবশ্যই গত আসরেও খেলেছিলেন দিল্লি ক্যাপিটাল হয়। আইপিএল মেগানিলাম (২০২২) এ মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস দলে ভেড়ায় ২ কোটি রুপিতে। এর আগে মুস্তাফিজুর রহমান সানরাইজার হায়দ্রাবাদের হয়ে খেলে দলকে করেছিলেন প্রথমবারের মতন চ্যাম্পিয়ন। এবার আইপিএলে বাংলাদেশ থেকে খেলবেন ৩ জন ক্রিকেটার। সাকিব আল হাসান ও লিটন দাস দুজনই খেলবেন কলকাতা নাইট রাইডার্স।

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

1.1/5 - (8 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button