আইপিএলসময়সূচী
Trending

আইপিএল 2023 সময়সূচী ও দল, পয়েন্ট টেবিল, ভেন্যু বাংলা

আইপিএল 2023 সময়সূচী pdf, আইপিএল 2023 সব দলের স্কোয়াড জানতে চেয়েছেন অনেকেই। কেননা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ১৬ তম আসর শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকেই। ইতিমধ্যে বিসিসিআই ( বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) আইপিএল 2023 সময়সূচী প্রকাশ করেছে। আইপিএল সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ ফ্রাঞ্চাইজি লীগ। সারা বিশ্বের সেরা, সেরা ক্রিকেটারদের নিয়ে প্রতিবছর শুরু হয় আইপিএল। তাই আইপিএলকে ঘিরে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে কাজ করে এক অন্যরকম উন্মাদনা। আইপিএল 2023 এ ১৬তম আসরের যাবতীয় সব আপডেট ইনফরমেশন খেলা ১৮ এর পাতায় প্রকাশ করা হবে। আর আমাদের এবারের সংখ্যায় থাকছে আইপিএল 2023 সময়সূচী pdf, আইপিএল 2023 সব দলের স্কোয়াড।

আইপিএল ২০২৩ সময়সূচী৩১ মার্চ থেমে ২৮ মে
আপিএল শুরু৩১ মাার্চ ২০২৩
আয়োজকইন্ডিয়া
পরিচালকভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড
খেলার ধরনটি২০ ( ২০ ওভার )
উদ্বোধনী ম্যাচে৩১ মাার্চ ২০২৩
ফাইনাল ম্যাচ২৮ মে ২০২৩
মোট ম্যাচ৭৪ টি
মোট দল১০ টি
সময়কাল৫৮ দিন
বর্তমান চ্যাম্পিয়নগুজরাট টাইটান্স
বর্তমান রানার আপরাজস্থান রয়্যালস

 

আইপিএল 2023 সময়সূচী pdf

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2023 শুরু হচ্ছে ৩১ মার্চ, শুক্রবার থেকে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই ইতিমধ্যে আইপিএল 2023 সময়সূচী প্রকাশ করেছে। এবারের আসরে অংশগ্রহণ করছে সর্বমোট ১০টি দল। এ ১০টি দল আইপিএল ২০২৩এ লীগ পর্বে খেলবে মোট ৭০ টি ম্যাচ। যেখানে প্রতিটি দল লীগ পর্বে ১৪ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। লীগ পর্ব শেষে পয়েন্ট বিবেচনায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চারটি দল খেলবে আইপিএল ২০২৩ এর কোয়ালিফায়ার রাউন্ডে। কোয়ালিফায়ার রাউন্ডে ৩টি ও একটি ফাইনাল সহ নকআউট পর্বে ম্যাচ থাকছে ৪টি। অর্থাৎ আইপিএল ২০২৩ এ ফাইনাল সহ সর্বমোট ৭৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলুন জেনে আসি আইপিএল 2023 সময়সূচী pdf ।

তারিখ ম্যাচ বাংলাদেশ সময়মাঠ
31st MarchGujarat Titans vs Chennai Super Kings8:00 PMAhmedabad
1st AprilPunjab Kings vs Kolkata Knight Riders4:00 PMMohali
Lucknow Super Giants vs Delhi Capitals8:00 PMLucknow
2nd AprilSunrisers Hyderabad vs Rajasthan Royals4:00 PMHyderabad
Royal Challengers Bangalore vs Mumbai Indians8:00 PMBengaluru
3rd AprilChennai Super Kings vs Lucknow Super Giants8:00 PMChennai
4th AprilDelhi Capitals vs Gujarat Titans8:00 PMDelhi
5th AprilRajasthan Royals vs Punjab Kings8:00 PMGuwahati
6th AprilKolkata Knight Riders vs Royal Challengers Bangalore8:00 PMKolkata
7th AprilLucknow Super Giants vs Sunrisers Hyderabad8:00 PMLucknow
8th AprilRajasthan Royals vs Delhi Capitals4:00 PMGuwahati
Mumbai Indians vs Chennai Super Kings8:00 PMMumbai
9th AprilGujarat Titans vs Kolkata Knight Riders4:00 PMAhmedabad
Sunrisers Hyderabad vs Punjab Kings8:00 PMHyderabad
10th AprilRoyal Challengers Bangalore vs Lucknow Super Giants8:00 PMBengaluru
11th AprilDelhi Capitals vs Mumbai Indians8:00 PMDelhi
12th AprilChennai Super Kings vs Rajasthan Royals8:00 PMChennai
13th AprilPunjab Kings vs Gujarat Titans8:00 PMMohali
14th AprilKolkata Knight Riders vs Sunrisers Hyderabad8:00 PMKolkata
15th AprilRoyal Challengers Bangalore vs Delhi Capitals4:00 PMBengaluru
Lucknow Super Giants vs Punjab Kings8:00 PMLucknow
16th AprilMumbai Indians vs Kolkata Knight Riders4:00 PMMumbai
Gujarat Titans vs Rajasthan Royals8:00 PMGujarat
17th AprilRoyal Challengers Bangalore vs Chennai Super Kings8:00 PMBengaluru
18th AprilSunrisers Hyderabad vs Mumbai Indians8:00 PMHyderabad
19th AprilRajasthan Royals vs Lucknow Super Giants8:00 PMJaipur
20th AprilPunjab Kings vs Royal Challengers Bangalore4:00 PMMohali
Delhi Capitals vs Kolkata Knight Riders8:00 PMDelhi
21st AprilChennai Super Kings vs Sunrisers Hyderabad8:00 PMChennai
22nd AprilLucknow Super Giants vs Gujarat Titans4:00 PMLucknow
Mumbai Indian vs Punjab Kings8:00 PMMumbai
23rd AprilRoyal Challengers Bangalore vs Rajasthan Royals4:00 PMBengaluru
Kolkata Knight Riders vs Chennai Super Kings8:00 PMKolkata
24th AprilSunrisers Hyderabad vs Delhi Capitals8:00 PMHyderabad
25th AprilGujarat Titans vs Mumbai Indians8:00 PMAhmedabad
26th AprilRoyal Challengers Bangalore vs Kolkata Knight Riders8:00 PMBengaluru
27th AprilRajasthan Royals vs Chennai Super Kings8:00 PMJaipur
28th AprilPunjab Kings vs Lucknow Super Giants8:00 PMMohali
29th AprilKolkata Knight Riders vs Gujarat Titans4:00 PMKolkata
Delhi Capitals vs Sunrisers Hyderabad8:00 PMDelhi
30th AprilChennai Super Kings vs Punjab Kings4:00 PMChennai
Mumbai Indians vs Rajasthan Royals8:00 PMMumbai
1st MayLucknow Super Giants vs Royal Challengers Bangalore8:00 PMLucknow
2nd MayGujarat Titans vs Delhi Capitals8:00 PMAhmedabad
3rd MayPunjab Kings vs Mumbai Indians8:00 PMMohali
4th MayLucknow Super Giants vs Chennai Super Kings4:00 PMLucknow
Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders8:00 PMHyderabad
5th MayRajasthan Royals vs Gujarat Titans8:00 PMJaipur
6th MayChennai Super Kings vs Mumbai Indians4:00 PMChennai
Delhi Capitals vs Royals Challengers Bangalore8:00 PMDelhi
7th MayGujarat Titans vs Lucknow Super Giants4:00 PMAhmedabad
Rajasthan Royals vs Sunrisers Hyderabad8:00 PMJaipur
8th MayKolkata Knight Riders vs Punjab Kings8:00 PMKolkata
9th MayMumbai Indians vs Royal Challengers Bangalore8:00 PMMumbai
10th MayChennai Super Kings vs Delhi Capitals8:00 PMChennai
11th MayKolkata Knight Riders vs Rajasthan Royals8:00 PMKolkata
12th MayMumbai Indians vs Gujarat Titans8:00 PMMumbai
13th MaySunrisers Hyderabad vs Lucknow Super Giants4:00 PMHyderabad
Delhi Capitals Punjab Kings8:00 PMDelhi
14th MayRajasthan Royals vs Royal Challengers Bangalore4:00 PMJaipur
Chennai Super Kings vs Kolkata Knight Riders8:00 PMChennai
15th MayGujarat Titans vs Sunrisers Hyderabad8:00 PMAhmedabad
16th MayLucknow Super Giants Mumbai Indians8:00 PMLucknow
17th MayPunjab Kings vs Delhi Capitals8:00 PMDharamshala
18th MaySunrisers Hyderabad vs Royal Challengers Bangalore8:00 PMHyderabad
19th MayPunjab Kings vs Delhi Capitals8:00 PMDharamshala
20th MayDelhi Capitals vs Chennai Super Kings4:00 PMDelhi
Kolkata Knight Riders vs Lucknow Super Giants8:00 PMKolkata
21st MayMumbai Indians vs Sunrisers Hyderabad4:00 PMMumbai
Royal Challengers Bangalore vs Gujarat Titans8:00 PMBengaluru

আইপিএল 2023 কোয়ালিফায়ার ম্যাচের সময়সূচী

আইপিএল 2023 সময়সূচী অনুযায়ী, আইপিএল ২০২৩ সিজনে কোয়ালিফায়ার ম্যাচে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শুরু হবে ২৩মে, ২০২৩ যা পয়েন্ট টেবিলের প্রথম এবং দ্বিতীয় নং দল । এলিমেনটর ম্যাচ শুরু হবে ২৪ মে শুরু হবে পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ নং দল। এর পর ২৬ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল এবং এলিমেনটর ম্যাচের জয়ী দল। সর্বশেষ আইপিএল ২০২৩ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮মে, ২০২৩ প্রথম কোয়ালিফায়ার ম্যাচের জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের  জয়ী দল। চলুন দেখে আসি আইপিএল 2023 সময়সূচী।

তারিখম্যাচবাংলাদেশ সময়মাঠ
23st MayGujarat Titans vs Chennai Super Kings8:00 PMChennai
24st May Mumbai Indians vs Lucknow Super Giants8:00 PMMumbai
26st MayGujarat Titans vs Mumbai Indians8:00 PMMumbai
28st MayChennai Super Kings vs Gujarat Titans8:00 PMMumbai

 

আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এর প্রথম আসর শুরু হয়েছিল ২০০৮ সালে। তারপর থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলে এখনো পর্যন্ত সর্বমোট ১৫ টি আসর সম্পূর্ণ হয়েছে। আইপিএল এর প্রথম আসর ২০০৮ সালে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়েলস। এবং আইপিএল এর সর্বশেষ আসর ২০২৩ এর চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ এখনো পর্যন্ত সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর শুরু থেকে এখনো পর্যন্ত সবগুলি আসরে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে সর্বোচ্চ ৫ বার।

আইপিএল 2023 সময়সূচী পিকচার

আইপিএলের ১৬তম আরর আইপিএল 2023 সময়সূচী পিকচার এখানে দেওয়া হল যেখানে ৭০টি ম্যাচের সময়সূচী দেওয়া আছে। আইপিএল 2023 সময়সূচী অনুযায়ী এবার আইপিএল শুরু হবে  ৩১ মার্চ প্রথম ম্যাচ দিয়ে যা ২৮ মে ২৮ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

আইপিএল ২০২৩ সময়সূচি পিকচার hd
আইপিএল 2023 সময়সূচী

আইপিএল 2023 সব দলের স্কোয়াড

আইপিএল ২০২৩ এ অংশগ্রহণ করছে সর্বমোট ১০টি দল। এই ১০টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে লীগ পর্বের ম্যাচগুলো। নিচে আইপিএল ২০২৩ সব দলের স্কোয়াড দেয়া হলো।

মুম্বাই ইন্ডিয়ান্স এর খেলোয়াড় তালিকা

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। দলটি ২০০৮ সাল (১ম আসর) থেকে ২০২২ সাল পর্যন্ত ১৫ টি আসরে অংশগ্রহণ করে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান অধিনায়ক ইন্ডিয়ান জাতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে রয়েছে সাবেক সাউথ আফ্রিকান উইকেট কিপার ব্যাটসম্যান মার্ক বাউচার। এছাড়াও দলটির বোলিং কোচ নিউজিল্যান্ডের কিংবদন্তি বোলার শেন বন্ড। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছে সদ্য আইপিএল থেকে অবসর নেওয়া ওয়েস্ট ইন্ডিজের মারকাটারি ব্যাটসম্যান কাইরন পোলার্ড। নিচে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় তালিকা দেয়া হলো।

  • ব্যাটসম্যান: রোহিত শর্মা, রমনদীপ সিং, নেহাল ওয়াধেরা, ডিওয়াল্ড ব্রেভিস, তিলক বর্মা, সূর্যকুমার যাদব
  • অল-রাউন্ডার: টিম ডেভিড, পিযুষ চাওলা, কুমার কার্তিকেয়, অর্জুন টেন্ডুলকার, শামস মুলানি, ক্যামেরন গ্রীন, হৃতিক শোকিন।
  • উইকেট-রক্ষক: ইশান কিষাণ, বিষ্ণু বিনোদ, ত্রিস্তান স্টাবস।
  • বোলার: জফ্রা আর্চার, জেসন বেহরেনডোর্ফ, দুয়ান জানসেন, আরশাদ খান, রাঘব গয়াল।

চেন্নাই সুপার কিংস এর খেলোয়ার তালিকা

মুম্বাই ইন্ডিয়ান্স এর পরে আইপিএলে সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস দলটি আইপিএলের প্রথম আসর থেকে খেললেও মাঝে ২টি আসর ছিলেন টুর্নামেন্টের বাইরে। তাই চেন্নাই সুপার কিংস আইপিএলে এখনো পর্যন্ত(২০২২) সর্বমোট ১৩ টি আসরে অংশগ্রহণ করে ৪বার চ্যাম্পিয়ন হয়েছে। চেন্নাই সুপার কিংস আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলা দল। দলটি এখনো পর্যন্ত মোট ৯ বার আইপিএল ফাইনাল খেলেছে। দলটির এবারের আসরের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। এছাড়াও চেন্নাই সুপার কিংস এর বর্তমান প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। দলটির ব্যাটিং কোচ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়ান সাবেক ব্যাটসম্যান মাইকেল হাসি। চেন্নাই সুপার কিংস এর বর্তমান বোলিং কোচ সদ্য আইপিএল থেকে অবসর নেওয়া ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো। নিচে চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় তালিকা দেয়া হলো।

  • ব্যাটসম্যান: রুতুরাজ গাইকোয়াড়, শাইক রশীদ, শুভ্রাংশু সেনাপতি, আজিঙ্কা রাহানে, আম্বাতি রাইডু,
  • অল-রাউন্ডার: মঈন আলি, বেন স্টোকস, শিভাম দুবে, ডোয়াইন প্রিটোরিয়াস, নিশান্ত সিন্ধু, ভগত ভার্মা, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার।
  • উইকেট-রক্ষক: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডেভন কনওয়ে
  • বোলার: দীপক চাহার, রাজবর্ধন হাঙ্গারজকার, তুষার দেশপান্ডে, সিসান্দা মাগালা, অজয় মণ্ডল, আকাশ সিং, মাথিশা পাথিরানা, সিমারজিত সিং, প্রশান্ত সোলাংকি, মহেশ থাকসিনা।

কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় তালিকা

কলকাতা নাইট রাইডার্স আইপিএলের প্রথম আসর ২০০৮ সাল থেকে সর্বশেষ আসর ২০২২ সাল পর্যন্ত সবগুলি আসরে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে ২বার। কলকাতা নাইট রাইডার্স আইপিএলে ফাইনাল খেলেছে সর্বমোট ৩বার। দলটির মালিক ইন্ডিয়ান জনপ্রিয় বলিউড নায়ক শাহরুখ খান হওয়ায় আইপিএলের অন্যতম জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৩ এবারের আসরে অধিনায়ক হিসেবে দলে রেখেছে ইন্ডিয়ান ব্যাটসম্যান নীতিশ রানাকে। কলকাতা নাইট রাইডার্স এর বর্তমান প্রধান কোচ সাবেক ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান চন্দ্রকানাথ পন্ডিত। নিচে কলকাতা নাইট রাইডার্স এর খেলোয়ার তালিকা দেওয়া হল।

  • ব্যাটসম্যান: শ্রেয়াস আইয়ার (ইনজুরড), নিতিশ রানা (অধিনায়ক), মানদীপ সিং, রিনকু সিং
  • অল-রাউন্ডার: সাকিব আল হাসান, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, অনুকূল রায়, ডেভিড ভিসে,
  • উইকেট-রক্ষক: লিটন দাস, রহমানুল্লাহ গুরবাজ, নারায়ণ জগাদেশান।
  • বোলার: বৈভব অরোরা, হারশিত রানা, সুনীল নারিন, য়াস শর্মা, বরুণ চক্রবর্তী, লোকি ফার্গুসন, কুলোওয়ান্ত খেজরোলিয়া, টিম সাউদি,  শার্দুল ঠাকুর, উমেশ যাদব,

রাজস্থান রয়্যালসের খেলোয়ার তালিকা

আইপিএলের প্রথম আসর (২০০৮) চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস। দলটি এখনো পর্যন্ত আইপিএলের সবকটি আসরে (১৫) অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে ওই একবারই। রাজস্থান রয়্যালস আইপিএলের সর্বশেষ আসর ২০২৩ এর রানার আপ দল। রাজস্থান রয়্যালসের বর্তমান অধিনায়ক ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান সাঞ্জু স্যামসাং। রাজস্থান রয়্যালসের বর্তমান প্রধান কোচের দায়িত্ব রয়েছে শ্রীলঙ্কান সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। এছাড়াও দলটির ফার্স্ট বোলিং কোচ হিসেবে রয়েছে সাবেক শ্রীলংকান ফার্স্ট বোলার লাথিস মালিঙ্গা। নিচে রাজস্থান রয়্যালসের খেলোয়ার তালিকা দেওয়া হল।

  • ব্যাটসম্যান: শিমরন হেটমেয়ার, দেবদূত পাড়িকাল, কুনাল রাঠোর, যশস্বী জাইসাওয়াল, রিয়ান পরাগ, জো রুট।
  • অল-রাউন্ডার: আব্দুল বাসিত, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন।
  • উইকেট-রক্ষক: সঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, ডনোভান ফেরেইরা, ধ্রুভ জুরেল।
  • বোলার: মুরুগান অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যিওঝবেন্দ্র চাহল, নভদীপ সাইনি, আকাশ বশিষ্ঠ, অ্যাডাম জাম্পা, কেএম আসিফ, কেসি কারিয়াপ্পা, ওবেদ ম্যাকয়, কুলদীপ সেন, কুলদীপ যাদব, সন্দীপ শর্মা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলোয়াড় ২০২৩

আইপিএলের প্রথম আসর ২০০৮ সাল থেকে সর্বশেষ আসর ২০২৩ সাল পর্যন্ত সবগুলি আসরে অংশগ্রহণ করার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দলটি বিভিন্ন সময় বিশ্বের নামিদামি ক্রিকেটার দলে ভিড়িয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি একবারও। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলে সর্বোচ্চ সাফল্য দুইবার রানার আপ হওয়া। আইপিএল ২০২৩ এ এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর অধিনায়ক হিসেবে দলে রয়েছে ভারতীয় জাতীয় দলের ব্যাটসম্যান বিরাট কোহলি। দলটির বর্তমান প্রধান কোচ সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। নিচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর খেলোয়াড় তালিকা দেওয়া হল।

  • ব্যাটসম্যান: ফাফ ডু প্লেসি ( অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, সুয়াস প্রভুদেশাই।
  • অল-রাউন্ডার: মনোজ ভান্ডাগ, গ্লেন ম্যাকওয়েল, ওয়ান্নিদু হাসারাঙ্গা, ডেভিড উইলি, মাহিপাল লমরোর, মিচেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ।
  • উইকেট-রক্ষক: ফিন অ্যালেন, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত।
  • বোলার: আকাশ দীপ, জস হ্যাজেলউড, মোহাম্মদ সিরাজ, রাজন কুমার, কর্ন শর্মা, রেস টপলি, অবিনাশ সিং, সিদ্ধার্থ কাউল, হারশাল প্যাটেল, সনু যাদব, হিমাংশু শর্মা।

পাঞ্জাব কিংস খেলোয়াড় 2023

পাঞ্জাব কিংস আইপিএল এর প্রথম আসর ২০০৮ সাল থেকে সর্বশেষ আসর ২০২২ সাল পর্যন্ত মোট ১৫ টি আসরে অংশগ্রহণ করেছে। পাঞ্জাব কিংস দলটিও রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এর মত নামিদামি ক্রিকেটার দলে ভিড়িয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি একবারও। দলটির সর্বোচ্চ সাফল্য আইপিএল ২০১৪ সালে রানার আপ। পাঞ্জাব কিংস এর বর্তমান কোচ সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রেভর বেলিস। এছাড়া দলটির ব্যাটিং কোচ হিসেবে রয়েছে সাবেক ভারতীয় ব্যাটসম্যান অসীম জাফর। পাঞ্জাব কিংস এর বর্তমান কোচ ভারতীয় জাতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। নিচে পাঞ্জাব কিংস এর খেলোয়াড় তালিকা দেওয়া হল।

  • ব্যাটসম্যান: শিখর ধাওয়ান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ম্যাথিউ শর্ট, হারপ্রীত ভাটিয়া, অথর্ব তাইদে
  • অল-রাউন্ডার: স্যাম কুরান, সিকান্দার রাজা, মোহিত রাঠে, শাহরুখ খান, হারপীত ব্রার, রিশি ধাওয়ান
  • উইকেট-রক্ষক: প্রভসিমরান সিং, জিতেশ শর্মা, ভানুকা রাজাপাকসে।
  • বোলার: রাজ বাওয়া, নাথান ইলিস, রাহুল চাহার, আর্শদীপ সিং, কাগিসো রাবাদা, বিদ্ব্যত কাভেরাপ্পা, বালতেজ সিং, শিভাম সিং।

দিল্লি ক্যাপিটালস এর খেলোয়ার তালিকা

দিল্লি ক্যাপিটালস দলটি আইপিএলের শুরুর দিকে দিল্লি ডেয়ারডেভিলস নামে পরিচিত ছিল। দলটি আইপিএলের প্রথম আসর ২০০৮ সাল থেকে সর্বশেষ আসর ২০২২ সাল পর্যন্ত সবগুলি আসরে অংশগ্রহণ করে সর্বোচ্চ সাফল্য হিসেবে রানার আপ হয়েছে ১বার। দলটির বর্তমান অধিনায়ক অস্ট্রেলিয়ান মারকাটারি ওপেনার ডেভিড ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালস এর বর্তমান প্রধান কোচ সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান রিকি পন্টিং। নিচেদিল্লি ক্যাপিটালস এর খেলোয়াড় তালিকা দেওয়া হল।

  • ব্যাটসম্যান: ইয়াশ ধুল, মনিশ পান্ডে, রাইলি রুশো, ডেভিড ওয়ার্নার  (অধিনায়ক), রোভমান পাওয়েল, সরফরাজ খান, পৃথ্বী শ।
  • অল-রাউন্ডার: ললিত যাদব, মিচেল মার্শ, রিপাল প্যাটেল, অক্ষর প্যাটেল।
  • উইকেট-রক্ষক: ফিল সল্ট।
  • বোলার: খলিল আহমেদ, মুস্তাফিজুর রহমান, আমান খান, প্রবীণ দুবে, কুলদীপ যাদব, মুকেশ কুমার, কামলেশ নগরকোটি, লুঙ্গি এনগিডি, আনরিক নর্তিয়ে, ভিকি অস্তোয়াল, চেতন সাকারিয়া, ইশান্ত শর্মা।

সানরাইজার্স হায়দ্রাবাদ খেলোয়াড় তালিকা

সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির আইপিএলে প্রথমবার অভিষেক ঘটে ২০১৩ সালে। তারপর থেকে এখনো পর্যন্ত (২০২২) সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলের সর্বমোট দশটি আসরে অংশগ্রহণ করেছে।সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের সর্বোচ্চ সাফল্য হিসাবে আইপিএল ২০১৬ চ্যাম্পিয়ন হয় । এছাড়া দলটি ২০১৮ আইপিএল ফাইনাল খেলে। সানরাইজার্স হায়দ্রাবাদের বর্তমান অধিনায়ক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার এইডেন মার্কারাম। দলটির বর্তমান প্রধান কোচ সাবেক ওয়েস্টইন্ডিয়ান ব্যাটসম্যান ব্রায়ান লারা। নিচে সানরাইজার্স হায়দ্রাবাদের খেলোয়ার তালিকা দেওয়া হল।

  • ব্যাটসম্যান: এইডেন মার্করাম (অধিনায়ক), আব্দুল সামাদ, মায়াঙ্ক আগারওয়াল, আনমোলপ্রীত সিং, হ্যারি ব্রুক, নিতিশ রেড্ডি, রাহুল ত্রিপাঠি, সমর্থ ব্যাস,
  • অল-রাউন্ডার: সানভির সিং, বিভ্রান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, মার্কো জানসেন
  • উইকেট-রক্ষক: হেনরিখ ক্লাসেন, গ্লেন ফিলিপস, উপেন্দ্র যাদব।
  • বোলার: আকিল হোসেইন, মায়াঙ্ক দাগার, ফজলহক ফারুকি, কার্তিক তিয়াগি, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মারকান্ডে, টি. নটোরাজন, আদিল রশিদ, উমরান মালিক

গুজরাট টাইটান্স খেলোয়াড় তালিকা

গুজরাট টাইটান্সের আইপিএলের অভিষেক হয়েছে ২০২২ সালে গত আসরে। গুজরাট টাইটান্স নিজেদের প্রথম আসরেই করেছে বাজিমাত। প্রথমবারের মতো আইপিএল খেলতে এসে হয়েছে চ্যাম্পিয়ন। দলটির বর্তমান অধিনায়ক ভারতীয় জাতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। গুজরাট টাইটান্সের বর্তমান প্রধান কোচ সাবেক ভারতীয় ফাস্ট বোলার আশিস নেহেরা। নিচে গুজরাট টাইটান্স খেলোয়াড় তালিকা দেওয়া হলো।

  • ব্যাটসম্যান: অভিনব মনোহর, ডেভিড মিলার, সাই সুদর্শন, শুভমান গিল, কেন উইলিয়ামসন।
  • অল-রাউন্ডার: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, রাহুক্ল তেওয়াটিয়া, রশিদ খান, শিভাম মাভি।
  • উইকেট-রক্ষক: শ্রীকার ভরত, উরভিল প্যাটেল, ঋদ্ধিমান সাহা, ম্যাথিউ ওয়েড।
  • বোলার: মোহাম্মদ শামি, আলজেরি জোসেফ, জশুয়া লিটল, দর্শন নালকান্ডে, নুর আহমেদ, রবিশ্রীনিবাসন সাই কিশোর, প্রদীপ সাংওয়ান, মোহিত শর্মা, ওডেন স্মিথ,  জয়ন্ত যাদব, ইয়াশ দয়াল।

লখনউ সুপার জায়ান্টস খেলোয়াড় তালিকা

লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্সের মত আইপিএলে অভিষেক হয়েছে ২০২২ সালে গত আসরে । দলটি নিজেদের প্রথম আসরেই নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। লখনউ সুপার জায়ান্টসের বর্তমান অধিনায়ক ভারতীয় জাতীয় দলের ওপেনার কে এল রাহুল। দলটির বর্তমান প্রধান কোচ সাবেক জিম্বাবুয়ান ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ার। এছাড়াও লখনউ সুপার জায়ান্টসের ফাস্ট বোলিং কোচ হিসাবে রয়েছে সাবেক সাউথ আফ্রিকান ফাস্ট বোলার মর্নে মরকেল। নিচে লখনউ সুপার জায়ান্টস খেলোয়াড় তালিকা দেওয়া হল।

  • ব্যাটসম্যান: মানান ভোহরা, প্রিরাক মানকাড।
  • অল-রাউন্ডার: দীপক হুডা, করন শর্মা, ক্রুনাল পান্ডিয়া, কাইল মেয়ার্স, মার্কাস স্টয়নিস, আয়ুশ বাদনি, কৃষ্ণাপ্পা গৌতম, ড্যানিয়েল শামস, স্বপ্নিল সিং।
  • উইকেট-রক্ষক: কেএল রাহুল (অধিনায়ক), নিকলাস পুরান, কুইন্টন ডি কক।
  • বোলার: আভেশ খান, মার্ক উড, রবি বিষ্ণুই, জয়দেব উনাদকাট, ইয়াশ ঠাকুর, রোমারিও শেফার্ড, অমিত মিশ্র, নাভিন উল হক, মোহসিন খান, মায়াঙ্ক যাদব, যুধবীর সিং।

আইপিএল ২০২৩ কোন দল কোন গ্রুপে

আইপিএল ২০২৩এ ১০টি দল লীগ পর্বের জন্য পাঁচটি করে দল নিয়ে দুটি গ্রুপে ( A ও B ) বিভক্ত হয়েছে। নিচে
আইপিএল ২০২৩ কোন দল কোন গ্রুপে তা ছক আকারে দেওয়া হলো

গ্রুপ (A )গ্রুপ ( B )
কলকাতা নাইট রাইডার্সসানরাইজার্স হায়দ্রাবাদ
মুম্বাই ইন্ডিয়ান্সগুজরাট টাইটান্স
দিল্লি ক্যাপিটালসপাঞ্জাব কিংস
লখনউ সুপার জায়ান্টসরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রাজস্থান রয়্যালসচেন্নাই সুপার কিংস

 

লীগ পর্বে সর্বমোট ৭০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে প্রত্যেকটি দল ১৪ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মধ্যে প্রত্যেকটি দল তার নিজের গ্রুপের দলগুলোর সাথে ১টি করে ম্যাচ খেলবে এবং অপজিট গ্রুপের দলগুলোর সাথে খেলবে ২টি করে ম্যাচ। এভাবে লীগ পর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ থাকা ৪টি দল খেলবে কোয়ালিফায়ার রাউন্ডে।

আরো পড়ুন: আইপিএল কে কতবার কাপ নিয়েছে দেখুন ২০০৮ থেকে ২০২২ 

আইপিএল ২০২৩ পয়েন্ট টেবিল

আইপিএল ২০২৩ এ পয়েন্ট বিবেচনা করা হবে শুধুমাত্র লীগ পর্ব থেকে কোয়ালিফায়ার রাউন্ডের যাওয়ার জন্য। আইপিএল 2023 সময়সূচী অনুযায়ী এবার আইপিএলের লীগ পর্বে ৭০ টি ম্যাচে থাকছে। এক্ষেত্রে দলগুলি প্রতিটি ম্যাচে জয়ের জন্য পাবে ২টি করে পয়েন্ট। কোন কারনে ম্যাচ পরিত্যাক্ত হলে অথবা টাই হলে উভয় দল ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নিবে। লীগ পর্বে ১০টি দল প্রত্যেকেই ১৪ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।সেই ক্ষেত্রে দলগুলি ৫টি করে দল নিয়ে ২টি গ্রুপে( এ ও বি ) বিভক্ত হবে। প্রতিটি দল লীগ পর্বে নিজ গ্রুপের দলগুলির সাথে একটি করে ম্যাচ খেলবে এবং অপজিট গ্রুপের দলগুলির সাথে ম্যাচ খেলবে দুটি করে। নিচে আইপিএল ২০২৩ পয়েন্ট টেবিল দেওয়া হল।

আইপিএল 2023 সময়সূচী
আইপিএল 2023 সময়সূচী

 

দলের নামম্যাচজয়পরাজয়TiedNRNRRপয়েন্ট
গুজরাত টাইটান্স১৪১০+০.৮৩৫২০
চেন্নাই সুপার কিংস১৪+০.৩৮১১৭
লখনউ সুপার জায়ান্টস১৪+০.৩০৪১৭
মুম্বাই ইন্ডিয়ান্স১৪+০.১৮০১৬
রাজস্থান রয়্যালস১৪-০.১৪৮১৪
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু১৪+০.১৪০১৪
কলকাতা নাইট রাইডার্স১৪-০.২৫৬১২
পাঞ্জাব কিংস১৪-০.৩০৪১২
দিল্লি ক্যাপিটালস১৪-০.৫৭২১০
সানরাইজার্স হায়দরাবাদ১৪১০-০.৫৫৮

সর্বশেষ আপডেট: ২৫/০৫/২০২৩ সময়:  ১:০৫ AM

আইপিএল ২০২৩ ভেন্যু লিস্ট

আইপিএলের ১৬ তম আসর শুরু হচ্ছে ৩১ মার্চ থেকে। বিসিসিআই ঘোষিত আইপিএল 2023 সময়সূচী তে এবার আইপিএলের ১০টি দলের প্রতিযোগিতায় ফাইনালসহ সর্বমোট ৭৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ৭৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্ডিয়ার ১২ টি পৃথক ভেন্যুতে। আইপিএলে অংশ নেওয়া দশটি দলের প্রত্যেকের নিজ নিজ ভেন্যু ( হোম গ্রাউন্ড) এর তালিকা নিচে দেওয়া হল।

•মুম্বাই ইন্ডিয়ান্স দলটির হোম ভেন্যু মুম্বাই শহরে অবস্থিত ওয়াংখেড়ে স্টেডিয়াম । এটির ধারণ ক্ষমতা প্রায় ৩৩ হাজার।

•লাখনৌ সুপার জয়েন্ট দলটির হোম ভেন্যু ভারতের লখনৌ শহরে অবস্থিত একনা ক্রিকেট স্টেডিয়াম। একনা ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৫০ হাজার।

•পাঞ্জাব কিংস দলটির হোম ভেন্যু ভারতের মোহালীতে অবস্থিত ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়াম। ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ২৬ হাজার।

•সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির হোম ভেন্যু হায়দ্রাবাদ শহরে অবস্থিত রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৫৫ হাজার।

•রাজস্থান রয়ালস এর হোম ভেন্যু ভারতের জয়পুরে অবস্থিত সয়াই মানসিং স্টেডিয়াম। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় ২৫ হাজার।

•কলকাতা নাইট রাইডার দলটির নিজেদের হোম ভেন্যু ভারতের কলকাতায় অবস্থিত বিখ্যাত ইডেন গার্ডেন্স স্টেডিয়াম। ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ৭০ হাজার।

•দিল্লি ক্যাপিটালস দলটির আইপিএলে নিজেদের হোম ভেন্যু ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়াম। এ স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৪০ হাজার।

•গুজরাট টাইটান্স দলটির আইপিএলে নিজেদের হোম ভেলু ভারতের আহমেদাবাদে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ১ লক্ষ ৩২ হাজার।

•রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলটির আইপিএলে নিজেদের হোম ভেন্যু ভারতের বেঙ্গালুরু শহরে অবস্থিত এম. চিন্মাস্বামী স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৩৫ হাজার।

•চেন্নাই সুপার কিংস দলটির আইপিএলে নিজেদের হোম ভেন্য ভারতের বিখ্যাত চেন্নাই শহরে অবস্থিত এম. এ. চিদম্বরম স্টেডিয়াম এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৫০ হাজারের বেশি।

•আসাম ক্রিকেট সংস্থা স্টেডিয়ামটি ভারতের গুয়াহাটি শহরে অবস্থিত। এ স্টেডিয়ামে ২০২৩ আইপিএলে রাজস্থান রয়্যালসের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামে ধারণ ক্ষমতা ৫০ হাজারের বেশি।

•হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামটি ভারতের ধর্মশালায় অবস্থিত। এই স্টেডিয়ামে আইপিএল ২০২৩ এ পাঞ্জাব কিংস এর দুটি খেলা অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা প্রায়ই ২৩ হাজার।

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

4.9/5 - (105 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button