বর্তমান বিশ্বের সেরা ফুটবলারের মধ্যে নেইমার অন্যতম। নেইমারের মোট গোল সংখ্যা কত ক্লাব এবং জাতীয় দলে ব্রাজিলিয়ান এই স্টাইকার তার ক্যারিয়ার জুড়ে কত গোল করেছেন তার আপডেট তালিকা দেখে নিন আজকের নিবন্ধে।

নেইমারের মোট গোল সংখ্যা কত ২০২৫
নেইমার তার ক্যারিয়ার জুড়ে মোট ৪ টি ক্লাব এবং জাতীয় দলের ( ব্রাজিল ) হয়ে সর্বমোট ৭২৬ ম্যাচ খেলে গোল করেছেন ৪৪২ টি। ১০ আগস্ট ১০১০ সালে ব্রাজিলের মূল দলের হয়ে প্রথম ম্যাচ খেলে নেইমার যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এছাড়া নেইমারের প্রথম ক্লাব স্যান্টোস এফ সি, দ্বিতীয় ক্লাব বার্সেলোনা, নেইমারের তৃতীয় ক্লাব পিএসজি এবং চতুর্থ ক্লাব আল হিলাল তবে বর্তমানে নেইমারের প্রথম ক্লাব স্যান্টোস এফ সি- র হয়ে খেলছেন। সকল ক্লাবে নেইমারের মোট গোল সংখ্যা কত তা দেখে নিন নিচে থেকে।
Table Data:
ক্লাব/জাতীয় দল | মোট ম্যাচ | মোট গোল | মোট এসিস্ট | হলুদ কার্ড | ডাবল হ. কার্ড | লাল কার্ড |
---|---|---|---|---|---|---|
ব্রাজিল | ১২৮ | ৭৯ | ৫৯ | ৩২ | পায়নি | ১ |
স্যান্টোস | ২৩২* | ১৩৯ | ৬৯ | ৬৭ | ২ | ৩ |
বার্সেলোনা | ১৮৬ | ১০৫ | ৭৬ | ৪৩ | পায়নি | ১ |
পিএসজি | ১৭৩ | ১১৮ | ৭৭ | ৪৯ | ৪ | ১ |
আল হিলাল | ৭ | ১ | ৩ | ১ | পায়নি | পায়নি |
সর্বমোট | ৭২৬ | ৪৪২ | ২৮৪ | ১৯২ | ৬ | ৬ |
নেইমারের মোট গোল সংখ্যা স্যান্টোস ( ২০০৯-২০১৩ ) ( ২০২৫- বর্তমান )
০৭ মার্চ ২০০৯ সালে স্যান্টেসের হয়ে প্রথম মাঠে নামে নাইমার। নেইমারের প্রথম ক্লাব স্যান্টেসে তিনি ২৩২ম্যাচ খেলে ১৩৯ গোল ও ৬৯ এসিস্ট করেন নেইমার।
ক্লাবের নাম | স্যান্টোস এফ সি |
মোট ম্যাচ | ২৩২ টি |
মোট গোল | ১৩৯ টি |
মোট এসিস্ট | ৬৯ টি |
হলুদ কার্ড | ৬৭ বার |
ডাবল হলুদ কার্ড | ২ বার |
লাল কার্ড | ৩ বার |
নেইমারের মোট গোল সংখ্যা বার্সেলোনা ( ২০১৩-২০১৭ )
অফিশিয়ালি ৩ জুন, ২০১৩ সালে নেইমার তার প্রথন ক্লাব স্যান্টেস ছেড়ে দ্বিতীয় ক্লাব বার্সেলোনায় যোগ দেয়। যুক্তিপত্রে পাঁচ পছরের জন্য বার্সেলোনার হয়ে খেলার চুক্তি করেন এই ফুটবল তারকা। দীর্ঘ ৫ বছর বার্সেলোনা ক্লাবে নেইমার ১৮৬ ম্যাচ খেলে ১০৫ গোল, ৭৬ এসিস্ট করেন। এছাড়া বার্সেলোনা ক্লাবে নেইমার ৪৩ বার হলুদ কার্ড এবং ১ বার লাল কার্ড দেখেছেন। তবে নেইমার কোন এক ম্যাচে দুইবার হলদ কার্ড পায়নি বার্সেলোনা ক্লাবের হয়ে।
ক্লাবের নাম | বার্সেলোনা |
মোট ম্যাচ | ১৮৬ টি |
মোট গোল | ১০৫ টি |
মোট এসিস্ট | ৭৬ টি |
হলুদ কার্ড | ৪৩ বার |
ডাবল হলুদ কার্ড | পায়নি |
লাল কার্ড | ১ বার |
নেইমারের মোট গোল সংখ্যা পিএসজি ( ২০১৭-২০২৩ )
৫ আগস্ট ২০১৭ সালে নেইমার তার তৃতীয় ক্লাব পিএসজিতে যোগ দেন। পিএসজির হয়ে নেইমার ১৭৩ ম্যাচ খেলে ১১৮ গোল এবং ৭৭ এসিস্ট করেন। বেইমার পিএসজিতে মোট ৬ বছর খেলে ৫২ বার হলুদ কার্ড, ৪ বার ডাবল হলুদ কার্ড ও ১ বার লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে।
ক্লাবের নাম | পিএসজি |
মোট ম্যাচ | ১৭৩ টি |
মোট গোল | ১১৮ টি |
মোট এসিস্ট | ৭৭ টি |
হলুদ কার্ড | ৪৯ বার |
ডাবল হলুদ কার্ড | ৪ বার |
লাল কার্ড | ১ বার |
নেইমারের মোট গোল সংখ্যা আল হিলাল ( ২০২৩- ২০২৪)
২০২৩ সাল ছিলো পিএসজির জন্য এক অন্যরকম বছর। একই বছরে লিওনেল মেসি ও নেইমার পিএসজি থেকে বিদায় নেয়। ২০২৩ সালের ১৫ই আগস্ট নেইমার সৌদি আরবের ক্লাব আল হিলাল ক্লাবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়। তবে ইনজুরির কারনে খেলতে না পারাই ক্লাব কর্তৃপক্ষ তাকে ছাড়ে দেয়। পরে ২০২৫ সালের শুরুতে আবারো স্যান্টেস ক্লাবে যোগ দেয়।
ক্লাবের নাম | আল হিলাল |
মোট ম্যাচ | ৭ টি |
মোট গোল | ১ টি |
মোট এসিস্ট | ৩ টি |
হলুদ কার্ড | ১ বার |
ডাবল হলুদ কার্ড | – |
লাল কার্ড | – |