বর্তমান বিশ্বের সেরা ফুটবলারের মধ্যে নেইমার অন্যতম। নেইমারের মোট গোল সংখ্যা কত ক্লাব এবং জাতীয় দলে ব্রাজিলিয়ান এই স্টাইকার তার ক্যারিয়ার জুড়ে কত গোল করেছেন তার আপডেট তালিকা দেখে নিন আজকের নিবন্ধে।
নেইমারের মোট গোল সংখ্যা কত ২০২৪
নেইমার তার ক্যারিয়ার জুড়ে মোট ৪ টি ক্লাব এবং জাতীয় দলের ( ব্রাজিল ) হয়ে সর্বমোট ৭৫৯ ম্যাচ খেলে গোল করেছেন ৪৫৪ টি। ১০ আগস্ট ১০১০ সালে ব্রাজিলের মূল দলের হয়ে প্রথম ম্যাচ খেলে নেইমার যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এছাড়া নেইমারের প্রথম ক্লাব স্যান্টোস এফ সি, দ্বিতীয় ক্লাব বার্সেলোনা, নেইমারের তৃতীয় ক্লাব পিএসজি এবং নেইমারের বর্তমান ক্লাব আল হিলাল সকল ক্লাবে নেইমারের মোট গোল সংখ্যা কত তা দেখে নিন নিচে থেকে।
ক্লাব/জাতীয় দল | মোট ম্যাচ | মোট গোল | মোট এসিস্ট | হলুদ কার্ড | ডাবল হ. কার্ড | লাল কার্ড |
ব্রাজিল | ১২৮ | ৭৯ | ৫৯ | ৩২ | পায়নি | ১ |
স্যান্টোস | ১৩৯ | ৭২ | ৩৭ | ৪৫ | ২ | ১ |
বার্সেলোনা | ১৮৬ | ১০৫ | ৭৬ | ৪৩ | পায়নি | ১ |
পিএসজি | ১৭৩ | ১১৮ | ৭৭ | ৫২ | ৪ | ১ |
আল হিলাল | ৫ | ১ | ৩ | ১ | পায়নি | পায়নি |
সর্বমোট | ৬৩১ | ৩৭৫ | ২৫২ | ১৭৩ | ৬ | ৪ |
সর্বশেষ আপডেট: ২২/০৬/২০২৪
নেইমারের মোট গোল সংখ্যা স্যান্টোস ( ২০০৯-২০১৩ )
০৭ মার্চ ২০০৯ সালে স্যান্টেসের হয়ে প্রথম মাঠে নামে নাইমার। নেইমারের প্রথম ক্লাব স্যান্টেসে তিনি ১৩৯ ম্যাচ খেলে ৭২ গোল ও ৩৭ এসিস্ট করেন নেইমার। দীর্ঘ ৪ বছর নেইমার তার প্রথম ক্লাবের হয়ে ১৩৯ ম্যাচে হলুন কার্ড পেয়েছিলেন ৪৫ টি, ডাবল হলুদ কার্ড পেয়ে মাঠ ছেড়েছিলেন ২ বার এবং এক বার পুরপুরি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় এই ব্রাজিলিয়ান স্টাইকারের। নেইমারের প্রথম ক্লাব স্যান্টেসের হয়ে
ক্লাবের নাম | স্যান্টোস এফ সি |
মোট ম্যাচ | ১৩৯ টি |
মোট গোল | ৭২ টি |
মোট এসিস্ট | ৩৭ টি |
হলুদ কার্ড | ৪৫ বার |
ডাবল হলুদ কার্ড | ২ বার |
লাল কার্ড | ১ বার |
নেইমারের মোট গোল সংখ্যা বার্সেলোনা ( ২০১৩-২০১৭ )
অফিশিয়ালি ৩ জুন, ২০১৩ সালে নেইমার তার প্রথন ক্লাব স্যান্টেস ছেড়ে দ্বিতীয় ক্লাব বার্সেলোনায় যোগ দেয়। যুক্তিপত্রে পাঁচ পছরের জন্য বার্সেলোনার হয়ে খেলার চুক্তি করেন এই ফুটবল তারকা। দীর্ঘ ৫ বছর বার্সেলোনা ক্লাবে নেইমার ১৮৬ ম্যাচ খেলে ১০৫ গোল, ৭৬ এসিস্ট করেন। এছাড়া বার্সেলোনা ক্লাবে নেইমার ৪৩ বার হলুদ কার্ড এবং ১ বার লাল কার্ড দেখেছেন। তবে নেইমার কোন এক ম্যাচে দুইবার হলদ কার্ড পায়নি বার্সেলোনা ক্লাবের হয়ে।
ক্লাবের নাম | বার্সেলোনা |
মোট ম্যাচ | ১৮৬ টি |
মোট গোল | ১০৫ টি |
মোট এসিস্ট | ৭৬ টি |
হলুদ কার্ড | ৪৩ বার |
ডাবল হলুদ কার্ড | পায়নি |
লাল কার্ড | ১ বার |
নেইমারের মোট গোল সংখ্যা পিএসজি ( ২০১৭-২০২৩ )
৫ আগস্ট ২০১৭ সালে নেইমার তার তৃতীয় ক্লাব পিএসজিতে যোগ দেন। পিএসজির হয়ে নেইমার ১৭৩ ম্যাচ খেলে ১১৮ গোল এবং ৭৭ এসিস্ট করেন। বেইমার পিএসজিতে মোট ৬ বছর খেলে ৫২ বার হলুদ কার্ড, ৪ বার ডাবল হলুদ কার্ড ও ১ বার লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে।
ক্লাবের নাম | পিএসজি |
মোট ম্যাচ | ১৭৩ টি |
মোট গোল | ১১৮ টি |
মোট এসিস্ট | ৭৭ টি |
হলুদ কার্ড | ৫২ বার |
ডাবল হলুদ কার্ড | ৪ বার |
লাল কার্ড | ১ বার |
নেইমারের মোট গোল সংখ্যা আল হিলাল ( ২০২৩- বর্তমান )
২০২৩ সাল ছিলো পিএসজির জন্য এক অন্যরকম বছর। একই বছরে লিওনেল মেসি ও নেইমার পিএসজি থেকে বিদায় নেয়। নেইমারের বর্তমান ক্লাব আল হিলালে নেইমার চলতি বছরের ১৫ই আগস্ট নেইমার সৌদি আরবের ক্লাব আল হিলাল ক্লাবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়। নেইমার তার বর্তমান ক্লাব আল হিলালের হয়ে এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১ গোল ৩ এসিস্ট করেন। আল হিলালে নেইমার কোন লাল কার্ড এখনও না পেলেই একটি হলুদ কার্ডের দেখা পেয়েছে।
ক্লাবের নাম | আল হিলাল |
মোট ম্যাচ | ৫ টি |
মোট গোল | ১ টি |
মোট এসিস্ট | ৩ টি |
হলুদ কার্ড | ১ টি |
ডাবল হলুদ কার্ড | পায়নি |
লাল কার্ড | পায়নি |
ব্রাজিলের হয়ে নেইমারের মোট গোল ২০১০-২০২৪
ব্রাজিলের মূল দলের হলে জায়গা পাওয়া নেইমারের বয়স তখন ছিলো ১৮ বছর ৬ মাস ৫ দিন। ০৮ অক্টবর ২০১০ সালে নেইমার ব্রাজিলের মূল দলের হলে প্রথম ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক ফ্রেন্ডলি ম্যাচে। প্রথম ম্যাচে ৭২ মিনিট খেলে নেইমার ১ গোল এবং দলের স্কোর ২-০ গোল ব্যাবধানে দলকে জেতাতে বড় ভূমিকা রাখে। তার পর থেকে নেইমার ব্রাজিলের হয়ে এখনও পর্যন্ত ১২৮ ম্যাচ খেলে ৭৯ গোল ও ৫৯ এসিস্ট করতে সক্ষম হয়। ১৪ বছর জাতীয় দলে ১২৮ ম্যাচে নেইমার ৩২ বার হলুদ কার্ড এবং কোপা আমেরিকায় এক বার লাল কার্ডের দেখা পেয়েছে এই ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র।
জাতীয় দল | ব্রাজিল |
মোট ম্যাচ | ১২৮ টি |
মোট গোল | ৭৯ টি |
মোট এসিস্ট | ৫৯ টি |
হলুদ কার্ড | ৩২ বার |
ডাবল হলুদ কার্ড | পায়নি |
লাল কার্ড | ১ বার |
বর্তমান সময়ের এই সেরা ফুটবলারকে চেনেন না এমন কোন ফুটবল প্রিমি পাওয়া যাবেনা। বাংলাদেশ আর্জেন্টিনার পর ব্রাজিলের সমর্থক হওয়ার একটিই কারণ নেইমার। প্রিয় খেলোয়াড়ের খেলা একবার দেখতে ও আর্জেন্টিনার সমর্থকদের সাথে ভিভিন্ন সময় তর্কে জড়াতে নেইমারের মোট গোল সংখ্যা কত তার সঠিক আপডেট খবর রাখতে চার নেইমারের ভক্তরা। যার কারনে এখানে প্রকাশিত প্রতিটি তথ্য আপডেট এবং নেইমারের জাতীয় দল বা ক্লাবের খেলা শেষ হওয়া মাত্রই আপডেট করা হয়।
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজে )