Info

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, বানী, মেসেজ ও ছবি ১৪৩০

সামনে আসছে বাংলা ১৪৩০ বঙ্গাব্দ। ইংরেজী মাসের ১৪ই এপ্রিল ২০২৩ বাংলা বছরের প্রথম মাস শুরু হবে।  পহেলা বৈশাখে বাঙালি জাতির ঐতিহ্য ধরে রাখতে চাই প্রতিটি বাঙালি। চলুন দেখে আসি পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, বানী, মেসেজ ও ছবি।

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস | বাংলা নববর্ষ কবে ২০২৩

১, ২, ৩ নতুন বছরের শুভেচ্ছা নিন। ৪, ৫, ৬, কারও এস এম এস কপি করে নয়। ৭, ৮, ৯ হাজার হাজার বছর যেন নববর্ষের এরকম উল্লাস রয়। শুভ নববর্ষ ১৪৩০

নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি॥ শুভ নববর্ষ ১৪৩০ !!

নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নিল খামে পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম শুভ নববর্ষ ১৪৩০!!

রেশমী চুরি আর রঙিন শাড়ি । ইলিশ ভাজি আর পান্তা হাড়ি । ঢাক ঢোল আর তবলা। নতুন সাজে সাজল বাংলা। এলরে পহেলা বৈশাখ। শুভ নববর্ষ ১৪৩০!!

নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কনায়, প্রজাপতির রঙ্গীন ডানায়, ফালগুনের ফুলের মেলায়, একটা কথা তোমাকে জানাতে চাই শুভ ১ লা বৈশাখ ১৪৩০!! ।

বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো। *শুভ নববর্ষ*

নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি।

নতুন বছরে ঈশ্বর যেন সর্বদা তোমার সহায় থাকেন… শুভ নববর্ষ ১৪৩০

নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ

তোমার অভিজ্ঞতা ও বুদ্ধি
দিয়ে নতুন বছরে আসা
সব বাধাকে জয় করো…
সাফল্য তোমার হাতের মুঠোয় ধরা দিক …
শুভ পয়লা বৈশাখ

নীল আকাশের খা মে ভরে, সাদা মেঘের কাগজে করে, রামধনুর রঙে লিখে, দখিনা বাতাস কে দিয়ে আমার মনের কথা পাঠালাম… শুভ ১লা বৈশাখ

আসুন গত বছরের সুন্দর স্মৃতি গুলোকে মাথায় রেখে নতুন বছরকে স্বাগত জানায়। শুভ নববর্ষ

ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ন না থাকে যেন তোর কোন সখ, এই কামনার সাথে জানাই শুভ বাংলা নববর্ষ ১৪২৮

পহেলা বৈশাখ ২০২৩ ইংরেজি কত তারিখ | বাংলা নববর্ষ ১৪৩০

অনেকেই জানেন না ২০২৩ সালে পহেলা বৈশাখ কবে হবে। তাদের জন্য এখানে নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়েছে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাংলা ১৪২৯ সালের শেষ দিন হবে ইংরেজী ১৩ এপ্রিল ২০২৩। এবং বাংলা বছর শুরু হতে চলেছে ১৪ এপ্রিল ২০২৩ রোজ শুক্রবার।

‎বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস

মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর হিজরি পঞ্জিকা অনুসরণ করে রাজারা কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করতেন। তবে আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভর থাকায় নির্দিষ্টভাবে খাজনা আদায় করতে সমস্যা হত।

সম্রাটের আদেশে জ্যোতির্বিজ্ঞানী ফতেহউদ্দিন সিরাজী সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম প্রবর্তন করেন। ১৫৫৬ খ্রিস্টাব্দের ১০ মার্চ বা ৯৯২ হিজরীতে বাংলা সন গণনা শুরু করা হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় অর্থাৎ ১৫৫৬ সালের ৫ নভেম্বর থেকে প্রথমেই সনের নাম ছিল বাংলা বর্ষ। আকবরের সময়কাল থেকে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। সেই থাকেই বাংলা নববর্ষের আবির্ভাব ঘটে।

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস পিক | বাংলা নববর্ষের পিক

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, বানী, মেসেজ ও ছবি ১৪৩০
পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, বানী, মেসেজ ও ছবি ১৪৩০
পহেলা বৈশাখের শুভেচ্ছা
পহেলা বৈশাখের শুভেচ্ছা

 

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস 1430
পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস 1430
বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, বানী, মেসেজ ও ছবি
বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, বানী, মেসেজ ও ছবি

 

পহেলা বৈশাখ ব্যানার ১৪৩০
পহেলা বৈশাখ ব্যানার ১৪৩০

পহেলা বৈশাখ ২০২৩ ইংরেজি কত তারিখ

আরো পড়ুন: শবে কদর ২০২৩ কত তারিখে

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

Rate this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button