বিপিএল
Trending

ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স লাইভ~কুমিল্লা বনাম বরিশাল

ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স লাইভ ম্যাচটি আজ দুপুর ১:৩০ মিনিটে চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজকের ( ১৪ই জানুয়ারী ) প্রথম ম্যাচটিতে বিপিএল ২০২৩ এ ৩ ম্যাচ খেলে ২ ম্যাচে জয় এবং এক ম্যাচে হার নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা ফরচুন বরিশাল। প্রতিপক্ষ হিসেবে থাকছে গতবারের চ্যাম্পিয়ান কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তবে এবারের বিপিএলে সেভাবে মেলে ধরতে পারেনি দলটি। এবারের বিপিএলে দুই ম্যাচ খেলে একটিতেও জয়য়ের দেখা পাইনি ফরচুন বরিশাল। তবে যাদের ট্যাগ লাইন বর্ণ টু উইন, সুতরাং আশা করাই জায় ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স লাইভ দেখার পর তাদের আজকের ম্যাচে জয়লাভ  করার। আজকের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টসে জিতে আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এখন ব্যাট করছে ফরচুন বরিশাল।

ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স লাইভ~কুমিল্লা বনাম বরিশাল
কুমিল্লা বনাম বরিশাল

ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স আজকের ম্যাচে টিস ফ্যাক্টর

বিপিএল ২০২৩ নবম আসর শীতকালে অনুষ্ঠিত হওয়াই রাতের ঘন কুয়াশা ও শিশির ভেজা পিচ ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে প্রতিটি ম্যাচে। বিপিএলের প্রতিটি ম্যাচে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে টসে জয়লাভকারী দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছে। কারণ দিনের প্রথম খেলায় পিজ কিছুটা ভেজা থাকাই প্রথম পাঁচ ওভার ফাস্ট বোলাররা কিছুটা অ্যাডভান্টেজ পাই। আবার রাতের ম্যাচগুলোতে অতিরিক্ত শিশির পড়ায় একই সমস্যা দেখা দিচ্ছে।

ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স লাইভ

→ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
→ফরচুন বরিশাল : ১৭৭/৬ ( ২০ ওভার )
→কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৬৫/৭ ( ২০ ওভার )
→ফলাফল : ফরচুন বরিশাল ১২ রানে জয়ী 

আজকের ম্যাচে ফরচুন বরিশালের একাদশ

ফরচুন বরিশাল এবার বিপিএলে সর্বমোট ৩টি ম্যাচে অংশগ্রহণ করেছে, যেখানে ২টি ম্যাচে জয় এবং একটি ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের ৩নাম্বারে অবস্থান করছে। এবারের বিপিএলে সাকিবের ফরচুন বরিশাল আজকের ম্যাচে জয়লাভ করতে পারলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নাম্বারের যাবে।

১. সাকিব আল হাসান ( C )
২. মাহমুদুল্লাহ রিয়াদ
৩. মেহেদী হাসান মিরাজ
৪. এনামুল হক বিজয় ( W )
৫. কামরুল ইসলাম রাব্বি
৬. কাজী অনিক ইসলাম
৭. সানজামুল ইসলাম
৮. ইফতেখার আহমেদ
৯. করিম জানাত
১০. ইব্রাহিম জাদরান
১১. চতুরঙ্গ ডি সিলভা

আজকের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ 

ইমরুল কায়েসের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে এখনো পর্যন্ত তিন বার ২০১৫, ২০১৯ ও সর্বশেষ ২০২২ এ চ্যাম্পিয়ান হওয়া দল এখন পয়েন্ট টেবিলের তলানিতে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স টানা ২ হারের পর আজ তাদের শেরা একাদশ নিয়ে মাঠে নামার প্রচেষ্টাই সেরা একাদশ সাজিয়েছে।

১. ইমরুল কায়েস ( C )
২.লিটন দাস
৩. মোসাদ্দেক হোসেন
৪. জাকের আলি
৫. মুস্তাফিজুর রহমান
৬. চাদউইক ওয়ালটন
৭. তানভির ইসলাম
৮. নাইম হাসান
৯. মোহাম্মাদ রিজওয়ান
১০. হাসান আলী
১১.খুশদিল শাহ

আরো পড়ুন: বিপিএল ২০২৩ পয়েন্ট টেবিল

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

5/5 - (17 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button