Info

গভীর রাতের কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন

গভীর রাতের কষ্টের স্ট্যাটাস আমাদের অনেকের প্রিয়। যখন আমাদের হৃদয়ে কষ্ট থাকে তখন হয়তো রাতে ঘুমই আসে না। আবার কখনো অনেক রাত পর্যন্ত ঘুম আসে না শুধু কষ্টের জন্য। আমরা অনেকে গভীর রাতে কষ্টের স্ট্যাটাস খোঁজ করে থাকি ইন্টারনেটে। এ সময়ে কাছে পাওয়া এসকল কষ্টের স্ট্যাটাস গুলো কষ্টের মূহুর্তেকেও স্মৃতি করে তোলে। কষ্ট সাধারণত ২ ধরনের হয়ে থাকে মানসিক ও শারীরিক। শারীরিক কষ্টকে ক্ষনিকের কষ্ট বলা হয়ে থাকে। আর মানসিক কষ্ট দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

মানসিক কষ্ট সময়ে সময়ে এতোটাই তীব্র হয়ে উঠে যে কাউকে বলে বুজানো সম্ভব হয়ে উঠে না। বাস্তবতার কাছে হেরে গিয়ে হারিয়েছে কেউ গহীন অন্ধকারে। আবার কেউবা প্রিয় মানুষের মানসিক আঘাতে আঘাতে নিজেকে মানসিক কষ্টে এতোটাই তীব্র হয়েছে যে সেটা সেই উপলব্ধি করতে পারে। আজ আমরা আপনার সামনে গভীর রাতের কষ্টের স্ট্যাটাস উপস্থাপন করবো। আপনি চাইলে পোস্টটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন। 

গভীর রাতের কষ্টের স্ট্যাটাস

গভীর রাতের কষ্টের স্ট্যাটাস 

নিচে কিছু গভীর রাতের কষ্টের স্ট্যাটাস উপস্থাপন করা হলো আশা করি আপনার ভালো লাগবে।

গভীর রাতের কষ্টের স্ট্যাটাস

  1. যতটা অচেনা থাকি দিনে, তার থেকে অসহায় থাকি কথা না বলা নির্ঘুম রাতে। 
  2. যদি ছেড়েই যাবে চলে এই ছিল মনে,তবে কেন প্রতিরাতে কেন তুমি আসো কাঁদাতে। 
  3. শুনেছি ভালোবাসা হাসতে শেখায়, বরং এখন জেনেছি ভালোবাসা গভীর রাতে নিরবে কাঁদতে শেখায়। 
  4. যদি ভাগ্যের খাতাটা নিজের হাতে লেখা যেত,তাহলে গভীর রাতে নিরবে হারিয়ে যেতে হতো না। 
  5. আমি প্রিয় মানুষদের দূরে সরে যেতে দেখেছি, কিন্তু আজও আমাকে কেউ বুজতে শেখেনি। 
  6. সত্যি বলছি শব্দ ছাড়া কান্না কাউকে কখনো পেতে শিখায়নি।
  7. প্রিয় অবহেলা এতোটাই তীব্র যেটা তোমাকে হারিয়ে ফেলার ভয়টাও তীলে তীলে শেষ করে দেয়। 
  8.  আমি মিথ্যা বলতে পারি কিন্তু চোখের জল মিথ্যা ছিল না। 
  9. মানুষ একবার হারিয়ে গেলে ঠিক আগরে মতো করে ফিরে আসে না। 
  10. জীবনে কি পেয়েছি কি পায়নি এটা নিয়ে ছিলনা কোন দ্বন্দ্ব, সময়ে সাথে তোমার প্রেমেতে হয়েছিলাম আমি অন্ধ। দিন যায় রাত আসে তবুও গভীর রাতে তেমায় মনে পড়ে। 
  11. গভীর রাতে তাঁকেই মনে পড়ে যে বলেছিল রাত হয়েছে তুমি ঘুমিয়ে পড়ো। 
  12. এখন আর তোমাকে মনে পড়ে না কেবল স্মৃতির দেয়ালে গভীর রাতে তোমার দেওয়া কথা মনে পড়ে।
  13. ঘন কালো আকাশে দিয়েছিল যে আশা , আজ সেই কারনে নির্ঘুম চোখের কারন সেই ভালোবাসা। 
  14. তোমার প্রতি আমার নেই তো অভিযোগ। কারন তুমি আমার গভীর রাতের বেঁচে থাকার রোগ। 
  15. গভীর রাতের চেয়ে প্রিয় বন্ধু নেই, যে তোমার হারানো স্মৃতির কথা শুনবে না। 
  16. সবার আকাশে যেমন সূর্য আসে না তেমনি আমার আকাশে গভীর রাত ছাড়া অন্য কিছু থাকেনা। 
  17. কেউ ঘুমিয়ে পড়েছে, আবার কেউ ঘুম খুঁজছে। শুধু দুইটি মানুষের মধ্যে তফাৎ কেউ বিশ্বাস করেছিল আর কেউ বিশ্বাস নিয়ে মজা করেছিল। 

গভীর রাতের কষ্টের স্ট্যাটাস ক্যাপশন

গভীর রাতের চাপা কষ্টের স্ট্যাটাস 

  1. যখনই আপনি কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসবেন, ঠিক তখনই অবহেলার পাএ হয়ে যাবেন ।
  2. হৃদয় বুজে কিন্তু চোখ বুজে না। ব্যাথা আছে বুকে চোখ তা মানে না। অশ্রুর জলে হারিয়েছি নিজেকে, তবুও পাইনা তাহার খোঁজ। 
  3. পৃথিবীতে সব থেকে যদি  নির্লজ্জ মনটা হয়তো আমার। ফিরে আসবে না জেনেও তার আশায় বসে থাকি। 
  4. ভালো আছি কথার মাঝেপ হাজারো কষ্ট লুকিয়ে থাকে যা প্রকাশ পায় গভীর রাতেই কেবল।
  5. কাঁদতে ভুলেছি বলে ভেবো না ভুলে গিয়েছি। হারানোর ব্যাথা কেবল গভীর রাতেই প্রকাশ পায়। 
  6. একমাএ ঝরে যাওয়া শুকনা পাতাই জানে, স্মৃতি নিয়ে বেঁচে থাকাটা বড্ড কঠিন। 
  7. জীবনের যদি বলো বিরক্তিকর ও কষ্টের অধ্যায় তাহলে সেটা গভীর রাতের কষ্ট। 
  8. যদি গভীর রাতের কষ্ট গুলো বিক্রি করা যেতো তাহলে হয়তো আজ ধনী ষ
  9. হতাম। কারন হারানোর গভীর কষ্ট যার হারায় সে বুজে।
  10. কেউ পেয়ে হারিয়ে ফেলে আর কেউ পাবার জন্য অপেক্ষা করে। শুধু ২টি মানুষের মানসিকতার পার্থক্য 
  11. একমাত্র মধ্যবিও পরিবারের  ছেলেরা জানে হাজারো স্বপ্ন বুকে পুষে রেখে কিভাবে সারাটা জীবন কাটানো যায়। 
  12. পরিবারের মানুষ গুলোকে খুশিতে রাখার কথা মস্তিষ্কে ঢুকে যায়, তখন সে পুরুষের বুকে মিথ্যা ভালোবাসার কোন স্থান পায় না। 
  13. শুনেছি মানুষ দুইটি জায়গায় হেরে যায়। এক পরিবারের কাছে আর দুই ভালোবাসার কাছে। তাহলে নিজেকে হারিয়ে তার লাভ থাকে না। 
  14. যে ইচ্ছে কখনো পূরণ হবে না, যে আশা কখনো পূর্ণতা পাবে না। সেই স্বপ্ন গুলো গভীর রাতের আধারে চোখের সামনে ভেসে উঠে। 
  15. কারো বেশি ঘনিষ্ঠ হইও না। কারন তার ছোট একটা পরিবর্তন তোমাকে আজীবন কষ্ট দিতে পারে। 
  16. সেরা শিক্ষা তো তখনই পেয়েছি যখন একটা মানুষকে বিশ্বাস করে ঠকে গিয়েছি। 
  17. আমি স্বপ্নকে হারাতে দেখেছি, নিজের মানুষগুলোকে দূরে যেতে দেখেছি। আর এখন গভীর রাতের কষ্টের যাএী। 
  18. একাকিত্ব আপনাকে বুজাবে আপনি কতটা একা, কখনো কখনো একাকিত্ব কাছের মানুষদেরকে চিনিয়ে দেয়। 

গভীর রাতের কষ্টের ক্যাপশন

উপরে আমরা গভীর রাতের কষ্টের স্ট্যাটস নিয়ে আলোচনা করেছিলাম এবার আমরা আলোচনা করবো গভীর রাতের কষ্টের ক্যাপশন নিয়ে। আমাদের সবার জীবনে কষ্ট আছে। কেউ প্রকাশ করতে পারি আবার কেউ প্রকাশ করতে পারি না। হঠাৎ করে কেউ বলতে পারবে না যে তার কখনো একটুও কষ্ট হয়নি। সুখ ও দুঃখ, হাসি- কষ্ট নিয়ে আমাদের জীবন। আমরা কিছু ক্যাপশন নিচে উপস্থাপন করছি আপনি চাইলে আপনার বন্ধু কর কাছে এটি শেয়ার করতে পারেন।

গভীর রাতের কষ্টের ক্যাপশন

  1. গভীর রাতের কষ্ট খুব নীরব ও বেদনাদায়ক হয় যা কখনো কাউকে প্রকাশ করা যায় না। 
  2. আজ কয়েক বছর হলো রাতের আধারে হারিয়েছি। ঘুমাতে পারিনি বহুদিন। তবুও নির্ঘুম রাতে একাকী জেগে থাকি। 
  3. ভালোবাসাটা এতোটা তিব্র বুজতে পারিনি। যা গভীর রাতেও কষ্টে ভরিয়ে তোলে। 
  4. যার হৃদয় একবার কষ্টে ভরে উঠে, সে হৃদয় আর মিথ্যা ভালোবাসায় হারিয়ে যায় না। 
  5. ছেড়ে যাচ্ছো বাঁধা নেই,কিন্তু কখনো আমায় ভুলে যেতে বলোনা। 
  6. রাতের স্বপ্ন আর ভালোবাসা এই দুইটিই কখনো সত্যি হয় না। 
  7. যদি ভালোবাসার জন্য নিজের সুখকে বিসর্জন দাও, তাহলে মনে রেখো গভীর রাতের কষ্টে তোমাকে কাঁদতেই হবে।কারন হারানো সুখ তুমি ফিরে পাবে না। 
  8. আবেগের সাথে বিবেকও বিসর্জন দিতে নেই। এবার বিসর্জন দিলে গভীর রাতে কষ্টে ভরে উঠে জীবন। 
  9. গভীর রাতের কষ্টের  আগমন বার্তা তো তখনই প্রকাশ পায় যখন তুমি একটা মানুষকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে থাকো। 

গভীর রাতের ফেসবুক কষ্টের স্ট্যাটাস

  1. যদি এভাবেই যদি হতো, সারাটা দিনের মতো রাতটাও কাটানো যেত। তবে হয়তো গভীর রাতের কষ্ট গুলি উকি দিতো না। 
  2. সেই তোমার মৃত্যুতে কষ্ট পাবে না। সে আমার কান্নার কারন কি বুজবে। 
  3. পৃথিবীতে মানুষ গুলো চিনতে একটা মূহুর্তই যথেষ্ট। 
  4. মনে ছিল অনেক স্বপ্ন, ছিল অনেক আশা। তাইতো গভীর রাতে কাঁদতে কাঁদতে এ বুকে কমে না ব্যাথা 
  5. যে ধোকা খেয়ে যায়, তাকে বোকা ভেবো না। কারন সে তোমাকে বিশ্বাস করেছিল।
  6. হঠাৎ চুপ থেকেও সব কিছু মানিয়ে নেওয়া যায়। 

শেষ কথা 

প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি গভীর রাতের কষ্টের স্ট্যাটাস সমূহ। কথায় বলে যে, গভীর রাতে কষ্টের ঢেউ যেন বেশি বাড়ে। কেউ সুখের দিন গুলোকে স্মৃতি মনে করে জীবন কাটিয়ে দেয়। আবার কেউ এই স্মৃতি নিয়ে গভীর রাতে কষ্টে থকে। জীবনে আপনাকে মানিয়ে নিতে শিখতে হবে না হলে আপনি পিছিয়ে যাবেন। আপনি এই পোস্টটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)

4.9/5 - (40 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button