Info
Trending

BSRM রডের আজকের দাম 2023 : বিএসআরএম রডের আজকের দাম আপডেট

BSRM রডের আজকের দাম 2023, BSRM রডের বাজার দর 2023। বাংলাদেশের নির্মাণ সামগ্রীর বাজারে যে সকল মানসম্পন্ন রড হয়েছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস এর তৈরি BSRM রড। BSRM রড বাংলাদেশের একমাত্র রড, যাতে মরিচা ধরার সম্ভাবনা 0% । কেননা BSRM রড তৈরি হয়  ASTM A/775/ 775 M-07b এবং  BDS IOS 14654:2013 অনুসরণ করে যা সর্বোচ্চ  লোড নিতে সক্ষম। এছাড়াও BSRM রড এর প্রত্যেকটা বার তৈরি হয় অত্যাধুনিক ইউরোপিয়ান পমেনি টেকনোলজি দ্বারা। তাই বসতবাড়ি কিংবা স্থাপনা তৈরিতে নিশ্চিন্তে ব্যবহার করা যায় BSRM রড। BSRM রড বুয়েট স্বীকৃত বাংলাদেশের নির্মাণ সামগ্রীর বাজারে সবচেয়ে বেশি চাপ সহ্যকারী রড। চলুন দেখে আসি BSRM রডের আজকের দাম 2023।

BSRM রডের আজকের দাম 2023

BSRM রডের আজকের দাম টন প্রতি ৯৭ হাজার ৫০০ টাকা চলমান। তবে এই দাম দ্রুতই পরিবর্তন হয়ে বাড়তে পারে। কেননা গত ২সপ্তাহে আগে  BSRM রডের দাম ছিল টন প্রতি ৯৪ হাজার ২০০ টাকা। হঠাৎ করে বাংলাদেশের বাজারে  রডের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে ট্রেড  কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) জানিয়েছেন সাম্প্রতিক সময়ে জ্বালা নি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায় বেড়েছে পরিবহন খরচ এছাড়াও ডলারের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় কোম্পানিগুলোর বেড়েছে আমদানি খরচ এর মধ্যে আবার বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম এসব মিলিয়ে বাংলাদেশ বাজারে গত দুই সপ্তাহে রডের দাম বৃদ্ধি পেয়েছে সাত শতাংশ হারে।

বাংলাদেশের নির্মাণ সামগ্রীর বাজারে BSRM রডের আজকের দাম ৯৭ হাজার ৫০০ টাকা যা গত মাসের শুরুতেও ছিল ৯৪ হাজার ২০০ টাকা। মাত্র দুই তিন সপ্তাহ ব্যবধানে টন প্রতি দাম বৃদ্ধি পেয়েছে ৩৩০০ টাকা। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল ও গ্যাস সামগ্রীর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এভাবে চলতে থাকলে খুব দ্রুতই আবারো বৃদ্ধি পাবে রডের দাম।

BSRM রডের আজকের দাম 2023 বিএসআরএম রডের আজকের দাম আপডেট
BSRM রডের আজকের দাম 2023 বিএসআরএম রডের আজকের দাম আপডেট

কোন কোম্পানির রড ভালো, চিনবেন কিভাবে

কোন কোম্পানির রড ভালো, ভালো রড চিনবেন কিভাবে সেটি জানতে দেখুন সম্পূর্ণ  আর্টিকেলটি। কেননা স্বপ্নের বাড়ি স্থাপনা নির্মাণে যে সমস্ত দ্রব্য সামগ্রী দরকার তাদের মধ্যে অন্যতম রড। ভালো রড দিয়ে বাড়ি নির্মাণ করা গেলেই ভূমিকম্প সহ অন্যান্য দুর্যোগ থেকে থাকা যায় নির্ভর। এজন্য আজকের প্রতিবেদনের এই নিবন্ধনটিতে দেখানো হচ্ছে কিভাবে চিনবেন ভালো রড। চলুন এখন দেখে আসি ভালো রড চেনার উপায়।

 কোন কোম্পানির রড ভালো রড চেনার উপায়

১. ভালো রড চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই রডে চৌম্বুক আকর্ষণ করবে না ও মরিচা ধরবে না।

২. ভালো রড চেনার আরেকটি সহজ উপায় হচ্ছে এই রোড ৯০ থেকে ১৩৫ ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যাবে।

৩. সাধারণত প্লেন বা সমান রডের থেকে খাচ কাটা রড গুলি বেশি ভালো হয়ে থাকে, কেননা খাচ কাটা রোডগুলি ভালোভাবে কংক্রিট এর সাথে মিশে থাকতে পারে।

৪.রড কিনতে গেলে অবশ্যই দেখতে হবে কোম্পানিটি বিএসটিআই স্বীকৃত কিনা

৫.প্রতিটি রডের গায়ে বিএসটিআই স্বীকৃত ট্রেডমার্ক থাকতে হবে।

বিএসআরএম রডের ডিলার তালিকা

বাংলাদেশের নির্মাণ সামগ্রিক বাজারে সবচাইতে ভালো রড গুলির মধ্যে অন্যতম বিএসআরএম রড। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএসআরএম রডের ডিলার তালিকা ও ফোন নাম্বার দেওয়া হল।তাহলে চলুন দেখে আসি বিএসআরএম রডের ডিলার তালিকা।

1.ডিলার নাম : জামান ট্রেডার্স
স্থান : মুক্তাগাছা, ময়মনসিংহ, বাংলাদেশ
প্রোপাইটার : মোঃ শামীম
ফোন নাম্বার : 01713587694

2.ডিলার নাম : জামান ট্রেডার্স
স্থান : সাতক্ষীরা, কলারোয়া রোড, শ্যামনগর
প্রোপাইটার : মোঃ কামরুজ্জামান
ফোন নাম্বার : 01711446051

3.ডিলার নাম : জান্নাত ট্রেডার্স
স্থান : বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ
প্রোপাইটার : মাহিউদ্দিন
ফোন নাম্বার :  01791765060

4.ডিলার নাম : জিয়া এন্টারপ্রাইজ
স্থান : কাশিপুর বাজার, বরিশাল ,বাংলাদেশ
প্রোপাইটার : হুমায়ুন কবির
ফোন নাম্বার : 01711183449

আরো পড়ুন: সকল ব্র্যান্ডের আজকের রডের দাম কত ২০২৩ জানুন

BSRM রডের আজকের দাম 2023 কত তা দেখেছেন আরো কিছু জানার জন্য নিচে কমেন্ট বক্সে কবেন্ট করে জানাতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram  পেজ)

4.8/5 - (14 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button