Info

Article Rules Bangla আর্টিকেল বাংলা নিয়ম সহজে শিখুন

আজকের নিবন্ধে আর্টিকেল বাংলা নিয়ম Article Rules Bangla আর্টিকেল কাকে বলে আর্টিকেল কত প্রকার সকল আর্টিকেল বাংলা নিয়ম সহজে শিখুন।

Article Rules Bangla আর্টিকেল বাংলা নিয়ম

আর্টিকেল কি What is an Article? 

ইংরেজিতে A,An,এবং The কে Article বলা হয় । আগে Article গুলোকে আলাদা Parts of speech হিসেবে গণ্য হতো। কিন্তু এদের ব্যবহার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এদেরকে আলাদা  অংশে বিভক্ত করা হয়। 
বিঃদ্র: Article শব্দের অর্থ অবিচ্ছেদ্য অংশ।

Origin of a, an and the: ( a, an and the এর উৎপত্তি )

”One ”  সংক্ষিপ্ত হয়ে  “An” Articleএ রুপান্তরিত হয়।আবার “An” সংক্ষিপ্ত হয়ে ”a” Article এ রুপান্তরিত হয়।অন্যদিকে That থেকে  “The ” Article এ রুপ লাভ করে।

Kinds of Articles: (Article এর প্রকারভেদ)

Article দুই প্রকার যথাঃ

১। Indefinite article

২। Definite article

Indefinite article | Article Rules Bangla

a ও  an   অনির্দিষ্ট ব্যক্তি,বস্তু বা প্রানীর সংখ্যা নির্দিশ করে বলে এদেরকে Indefinite article বলে।

যেমন- a pen, a pencil, an umbrella, an owl ইত্যাদি।এক্ষেত্রে কলম,পেন্সিল,ছাতা,পেঁচা ইত্যাদি অপরিচিত বা অনির্দিষ্ট।

a ও an এর মাঝে অর্থের দিক থেকে কোন ভিন্নতা নাই।শুধু মাত্র ব্যবহারের দিক থেকে এদের ভিন্নতা দেখা যায়।

Definite article | Article Rules Bangla

Article  ”the” নির্দিষ্ট কোন ব্যক্তি ,বস্তু ,প্রাণীকে  নির্দিশ করে বলে the  কে Definite Article বলে ।যেমনঃ The pen=কলমটি ,The khata=খাতাটি অর্থাৎ এখানে নির্দিষ্ট ভাবে বোঝানো হয়েছে কলমটি। আরো পরিস্কার করে বলা যাই এই কলমটি আগে থেকে তার চেনা ছিলো তাই এটি নির্দিষ্ট হয়ে যায়।

Uses of A and An:( A এবং An এর ব্যবহার )

১।  সাধারণতঃ শব্দের শুরুতে consonant থাকলে তার পূর্বে a এবং vowel (a, e, i, o, u) থাকলে তার পূর্বে anবসে।

a fan, a girl, a mouse, an umbrella, an apple, an owl ইত্যাদি

২।  যদি শব্দের প্রথম অক্ষর h থাকে এবং h যদি ”হ”  এর মত উচ্চারিত হয় তবে তার পূর্বে a বসে এবং h উচ্চারিত না হয় তবে তার পূর্বে an বসে।

যেমনঃ a horse, a histonan, an honest Iman, an hour.

৩।  শব্দের শুরুতে যদি vowel বা vowels থাকে এবং তা যদি ইউ (u) এর মত উচ্চারিত হয় তার পূর্বে a বসে।যেমন,   a ewe, a European, a uniform, a university, a useful metal, a unique position.

৪।  O দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে an বসে। শুধুমাত্র one যুক্ত শব্দের পূর্বে a বসে। যেমনঃ

an open field, an open heart surgery, an opera, an orange, a one-eyed man, a one-taka note ইত্যাদি।

৫। সংক্ষিপ্ত শব্দের (abbreviation) প্রথম অক্ষর Vowel-এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে। যেমনঃ

 an F. R. C. S., an F. C. P. S.an M. A.  কিন্তু সংক্ষিপ্ত শব্দের (abbreviation) প্রথম অক্ষর Consonant-এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।

যেমনঃ a B. A., a B. A. G., a B. Sc.

 Other uses of A and An( A এবং An এর অন্যান্য ব্যবহার )

১। এক জাতীয় সকলকে বুঝাতে singular common noun-এর পূর্বে indefinite article (a/an বসে।

যেমন, A cat is a faithful animal. An owl is industrious.

এভাবে, singular common noun-এর পূর্বে ব্যবহৃত a/an কে “Generalising A বা An বলে।

২। নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একটি ব্যক্তি বা বস্তুকে বুঝায় এমন noun-এর পূর্বে indefinite article (a/an) যেমন, He bought an ice-cream. I live in a tiny room.

৩। The same (একই), a certain (কোন এক) ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun-এর

পূর্বে a/an বসে। যেমনঃ

They are men of a (the same) profession.

There lived a (a certain) dog.

৪। কখনও কখনও Preposition অর্থে a ব্যবহার করা হয়, তখন সেই ‘a’ কে Disguised Preposition বলে। যেমনঃ

 The king went a (on) hunting,

৫। Plural Nounএর পূর্বে few, little, good many, lot of, great many, good deal ইত্যাদি ব্যবহৃত

হলে তাদের পূর্বে ‘a’ বসে। যেমনঃ He earns a lot of prizes. There is a little oil in the

glass. There are a few mangoes on the table. He lived a great many years, King   Shashanka had a great deal of money.

৬। সংখ্যাবাচক expression যেমনঃ couple, dozen, score (20), hundred, thousand, million,এর পূর্বে ”a” বসে।যেমনঃ  He earns a hundred taka a day. They sold a dozen pens. At least amillion of people attended the meeting.

৭। Exclamation(বিস্ময়) বুঝাতে what, how, such ইত্যাদির পরে a বা an বসে

যেমনঃ Such a long queue, What a pretty boy. How nice a dove ইত্যাদি।

৮। কিছু কিছু Phrase এর পূর্বে a/an বসে। যেমনঃ In a baby, In a hurry. In a nutshell, in a fix, in a temper, to take an interest.

৯। Singular common noun-এর পূর্বে  quite, many, rather, but, more, not ব্যবহিত হলে নিউন-এর পূর্বে a/an বসে।  যেমনঃ  Gulliver’s Travels is quite an interesting book. Mr. Sakib is rather a gentleman. You are but a child. Not a rickshaw is seen on the road.

১০। Adjective-এর পূর্বে so, too ইত্যাদি থাকলে  এদের পরে a/an বসে। যেমনঃ This is too serious a matter for her to overlook. Iron is so useful a metal. The horse is faithful an animal.

১১। তুলনা বোঝাতে Proper Noun যখন Common Noun হিসেবে ব্যবহিত হয় তখন তার  পূর্বে a/an বসে।

যেমনঃ Nelson Mandela is an Abraham Lincoln in his ideals. I see you are a Wordsworth.

১২। Abstract Noun যখন Common Noun- রূপে ব্যবহিত হয় তখন তার পূর্বে a/an বসে। যেমনঃ Helen was a beauty.

১৩। many এবং such এর পরে singular Common Noun ব্যবহিত হলে তার  পূর্বে a/an বসে। যেমনঃ Many a boy was present in the meeting.

১৪। Mr/Mrs/Miss-এর পরে a বসে যেমনঃ A Mr.Hakim called at my office.  A Mrs. Akhi sought his help.

Omission of Article | Article Rules Bangla

১। বিখ্যাত গ্রন্থের ক্ষেত্রের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে the বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে the বসে। যেমনঃ The Agnibina of Nazrul or Nazrul’s Agnibina.

২।  bed, mosque, church, hospital, prison, school, college, university, court to no

যদি সাধারণ অর্থে (primary purpose) ব্যবহৃত হয় বা পরিদর্শন করা হয় তখন এদের পূর্বে the বসে না। Example:

After I leave school, I want to go to college (as a student). Mr. Rahim is in prison for a

murder (as a prisoner). Mr. Karim goes to mosque on Friday (normally a Muslim goes to mosque) কিন্তু উপরােক্ত স্থানগুলাে যখন বিশেষ উদ্দেশ্যে পরিদর্শন করা বা ব্যবহৃত হয় তখন এদের পূর্বে the  বসে।

Example:

Mr. Khan went to the school to meet his son’s teacher (not as a pupil).

Mr. Salam went to the prison to see Karim. (as a visitor, not as a prisoner.)

৩। Home-এর পূর্বে যদি descriptive word বা phrase না থাকে তাহলে তার পূর্বে the বসে না। যেমনঃ We went home. He is at home.

কিন্তু home শব্দটির পূর্বে description word বা phrase ব্যবহৃত হলে home এর পূর্বে the বসে।

Example:

We arrived at the bride’s home. For some four or five years this was the home for the queen.

৪। ঋতুর নামের পূর্বে the বসালেও চলে না বসালােও চলে ।

Example:

 The rain has set in. It dews in winter.

৫।  রাস্তা এভিনু, স্কয়ার, পার্কের নামের পূর্বে the বসে না।

Example:

In the morning I go to the Bahadurshah park.

He bought a shop in park street.

কিন্তু রাস্তার নামের শেষে road শব্দটির উল্লেখ থাকলে তার পূর্বে the বসে। যেমনঃ He bought a shop on the Mirpur Road.

৬। সাধারণতঃ Proper, Abstract Material ও Plural Common Noun-এর পূর্বে the বসে না।

Example:

Dhaka is a populous city. Forgiveness is a great virtue. Iron is a useful metal. Cows give us milk.

কিন্তু Plural Common Noun নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে the বসে।

Example:

 The women in the hall are all in red saree.

The flowers in his garden (not flowers in general) are fine.

Note: Proper Noun-এর পূর্বে পদবীবাচক শব্দ থাকলে তার পূর্বে the বসে। The poet Nazrul is our

pride. The caliph Omar was a great ruler.

Abstract Noun দ্বারা গুণ না বুঝিয়ে এ গুণ বিশিষ্ট ব্যক্তি বুঝালে অথবা ঐ গুণের ধরণ বুঝালে উক্ত Abstract Noun-এর পূর্বে the বসে এবং তার Plural-ও হতে পারে। যেমনঃ

Example:

Nazrul is the glory of Bangladesh. The crimes committed by the rulers are unpardonable.

৭। Proper Noun-এর পূর্বে Common Noun বসে যদি তা Adjective-রূপে কাজ করে তবে তার পূর্বে

Article বসে না।  যেমনঃ

Example:

Principal Hakim was a man of strict principles.

৮। Pronominal Adjective ও Numeral Adjective যখন কোন Common Noun-কে qualify করে তখন

উক্ত Common Noun-এর পূর্বে the বসে না। যেমনঃ This is my book. Each boy has a separate

৯। Rank (পদবী)/ Profession (পেশা) জাতীয় Common Noun যখন কোন Proper Noun-এর

Apposition-রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে the বসে না। যেমনঃ Dr. Salam, Vice-

Chancellor of Jahangir Nagar University was a scholar.

সম্বােধন পদরূপে ব্যবহৃত Common Noun-এর পূর্বে the বসে না। যেমনঃ Boys, you are the future leaders of the country.

১০। ভাষার নামের পূর্বে the বসে না। যেমনঃ English is an international language. কিন্তু ভাষার পরে

Language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে the ব্যবহৃত হয়। যেমনঃ The English language is very interesting to learn.

১১। হ্রদের নামের পূর্বে the বসে না। যেমনঃ Lake Superor, Lake Baikal, Lake Casplan.

১৩। দিন বা মাসের নামের পূর্বে the বসে না।

১৩। রােগের নামের পূর্বে the বসে না। যেমনঃ Cholera has broken out in the village.

Exceptional: ( ব্যতিক্রমী )  : The gout, the measles, the mumps.

১৪। Factitive verb যেমনঃ nominate, elect select, make, appoint, crown, choose প্রভূতি Verb গুলাের Complement-এর পূর্বে article বসে না। যেমনঃ We made him chairman. They elected me captain. কিন্তু Complement-টি নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে the বসে।

যেমনঃ We made him the captain of the team.

১৫।  Allah or God-এর নামের পূর্বে article বসে না। যেমনঃ Allah has created this earth.

১৬।  শরীরের অঙ্গ-প্রতঙ্গ এবং পােশাক-পরিচ্ছদ ইত্যাদির পূর্বে the বসে না। কারণ তারা Possessive

Adjective .যেমনঃ Raise your right hand. She took off her shirt.

১৭। খেলার নামের পূর্বে the বসে না। He plays football.

১৮। Possessive Case-এর পরে কোন Noun থাকলে তার পূর্বে the বসে না। যেমনঃ It is my book.

১৯।  ভ্রমণ সম্পর্কিত যানবহান বা ভ্রমণ পথের পূর্বে article বসে না। যেমনঃ by bus, by train, by launch,

by air, by sea, by water, by river ইত্যাদি।

২০।  Phrase-এ ব্যবহৃত কোন কোন singular common noun-এর পূর্বে article বসে না। যেমনঃ learn by

heart, take offence ইত্যাদি।

He went there on foot.

 A begger begs from door to door. ইত্যাদি।

Repetition of Articles

১।  দুই বা ততােধিক Adjective যদি একই Noun-কে qualify করে তখন প্রথম Noun-টির পূর্বে article বসে।

যেমনঃ He has a red and white horse. (লাল সাদা একটি ঘােড়া)

কিন্তু দুইবা ততােধিক Adjective যদি একই Noun কে qualify না করে ভিন্ন ভিন্ন Noun-কে qualify করে,

তাহলে প্রত্যেকটি Noun-এর পূর্বে a/an বসে। যেমনঃ I have a red horse and a white horse.

(আমা দুটি ঘােড়া আছে, একটি লাল এবং একটি সাদা)।

২।  দু’টি Noun and দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে প্রথম Noun-টির পূর্বে the বসে। কিন্তু যদি Noun দুটি দ্বারা ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু বুঝায় তাহলে উভয় Noun-এর পূর্বে the বসে এবং তখন Verb Plural হয়। যেমনঃ The Headmaster and secretary is present in the meeting (একই ব্যক্তি)।

The Headmaster and the secretary are present in the meeting. (ভিন্ন ব্যক্তি)।

৩। Singular Noun-এর পূর্বে দুই বা ততােধিক Adjective থাকলে তাদের প্রত্যেকটির পূর্বে the বসে। কিন্তু Noun-টি Plural হলে শুধু প্রথম Adjective-টির পূর্বে the বসে।

I have read the fourth and the fifth chapter of the book.

৪। ক )  অনেক সময় article প্রয়ােগে অর্থের পরিবর্তন হয়ে যায়। যেমনঃ few বলতে প্রায় কিছুই বুঝায় না। a few বলতে অল্প সংখ্যক বুঝায় এবং the few বলতে খুব অল্প সংখ্যক তবে সবগুলাে বুঝায়।

I have few books. (বই নাই বললে চলে)

I have a few books. (অল্প সংখ্যক বই)

I have the few books. (অল্প সংখ্যক বই তবে তার সবগুলাে

খ )  আর little বলতে প্রায় কিছুই (পরিমাণ) বুঝায় না। a little বলতে সামান্য পরিমাণ বুঝায় এবং the little বলতে সামান্য পরিমাণ তবে তার সবটুকু বুঝায়।

I have little ice. (চাল নাই বললে চলে)

I have a little rice. (সামান্য চাউল)

I have the little ruce. (সামান্য চাউল তবে সবটুকু)।

আরো পড়ুন: Student Life Composition

৫। তুলনা বুঝাতে দুটি Noun যদি একই ব্যক্তিকে নির্দেশ করে তাহলে প্রথম Noun-টির পূর্বে article বসে। কিন্তু Noun দুটি যদি দুটি ভিন্ন ব্যক্তিকে নির্দেশ করে, তবে প্রত্যেকটি object-এর পূর্বে article বসে। যেমনঃ She is a better singer than dancer. (একব্যক্তি) She is a better singer than a dancer. (ভিন্ন ব্যাক্তি।

আশা করি উপরের Article Rules Bangla গুলা ভালভাবে পড়লে এই একটি মাত্র নিবন্ধে Article খুব ভাল ভাবে শিখে যাবেন। এখেনে অনেক গুলো বই এর সাহায্য নিয়ে সহজ করে  লেখা হয়েছে। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ>)

4.9/5 - (20 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button