আইপিএল
Trending

কলকাতা বনাম পাঞ্জাব লাইভ | IPL 2023 KKR VS pbks Live

আইপিএল লাইভ ২০২৩, কলকাতা বনাম পাঞ্জাব লাইভ ম্যাচটি শুরু হচ্ছে আজ ১লা এপ্রিল, শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪:০০ থেকে। আইপিএল লাইভ ২০২৩ কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস লাইভ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এখন ব্যাটিং করছে পাঞ্জাব কিংস। আইপিএল লাইভ ২০২৩, কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস লাইভ ম্যাচটির স্কোর খেলা ১৮ এর পাতায় সরাসরি আপডেট করা হচ্ছে। নিচে আইপিএল লাইভ ২০২৩, কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস লাইভ আজকের ম্যাচের উভয়দলের খেলোয়াড় তালিকা সহ বিভিন্ন দেশ থেকে লাইভ দেখার উপায় জানানো হলো।

কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস লাইভ

→কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস
 →পাঞ্জাব কিংস : ১৬৭ / ৪ ( ১৭.২ ওভার )
→কলকাতা নাইট রাইডার্স : 
→ফলাফল :  

কলকাতা বনাম পাঞ্জাব লাইভ IPL 2023 KKR VS pbks Live

কলকাতা বনাম পাঞ্জাব লাইভ

আইপিএল লাইভ ২০২৩ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস লাইভ আজকে ম্যাচে কলকাতা একাদশে অধিনায়কত্ব করবেন নীতিশ রানা। এদিকে পাঞ্জাব কিংস এর আজকের ম্যাচে অধিনায়কত্ব করবেন শিখর ধাওয়ান। কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস লাইভ ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে বিকাল ৪:০০টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে পাঞ্জাবের মহালিতে অবস্থিত পাঞ্জাব ক্রিকেট সংস্থা আইএস বিন্দ্রা স্টেডিয়াম থেকে। কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস লাইভ আজকের ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যাবে টি-স্পোর্টস অ্যাপসের মাধ্যমে। কলকাতা বনাম পাঞ্জাব লাইভ আজকের ম্যাচের উভয় দলের খেলোয়াড় তালিকা দেওয়া হল।

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড আজকের ম্যাচে

কলকাতা নাইট রাইডার্স এর গত আসরের অধিনায়ক শ্রেয়াস আইর ইনজুরিতে থাকায় এবারের আসরে অধিনায়ক করা হয়েছে নীতিশ রানাকে। কলকাতার আজকের স্কোয়াডে দেখা যাবে না বাংলাদেশে দুই ক্রিকেটার সাকিব আল হাসান লিটন কুমার দাসকে। তবে বিদেশি ক্রিকেটারদের মধ্যে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে থাকছে ওয়েস্ট ইন্ডিয়ান দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। চলুন দেখে আসি কলকাতা বনাম পাঞ্জাব লাইভ আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর স্কোয়াড।

  • ব্যাটসম্যান: শ্রেয়াস আইয়ার (ইনজুরড), নিতিশ রানা (অধিনায়ক), মানদীপ সিং, রিনকু সিং
  • অল-রাউন্ডার: সাকিব আল হাসান, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, অনুকূল রায়, ডেভিড ভিসে,
  • উইকেট-রক্ষক: লিটন দাস, রহমানুল্লাহ গুরবাজ, নারায়ণ জগাদেশান।
  • বোলার: বৈভব অরোরা, হারশিত রানা, সুনীল নারিন, য়াস শর্মা, বরুণ চক্রবর্তী, লোকি ফার্গুসন, কুলোওয়ান্ত খেজরোলিয়া, টিম সাউদি,  শার্দুল ঠাকুর, উমেশ যাদব,

পাঞ্জাব কিংস স্কোয়াড আজকের ম্যাচে

কলকাতা বনাম পাঞ্জাব লাইভ আজকের ম্যাচে পাঞ্জাব কিংস এর স্কোয়াডে অধিনায়ক হিসেবে থাকবেন ভারতীয় জাতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। দলটির বিদেশি ক্রিকেটারদের মধ্যে আজকের স্কোয়াডে থাকবেন ভানুকা রাজা পাকসে, সাম কারেনরা। নিচে আইপিএল লাইভ আজকের ম্যাচে পাঞ্জাব কিংস এর স্কোয়াড দেয়া হল।

  • ব্যাটসম্যান: শিখর ধাওয়ান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ম্যাথিউ শর্ট, হারপ্রীত ভাটিয়া, অথর্ব তাইদে
  • অল-রাউন্ডার: স্যাম কুরান, সিকান্দার রাজা, মোহিত রাঠে, শাহরুখ খান, হারপীত ব্রার, রিশি ধাওয়ান
  • উইকেট-রক্ষক: প্রভসিমরান সিং, জিতেশ শর্মা, ভানুকা রাজাপাকসে।
  • বোলার: রাজ বাওয়া, নাথান ইলিস, রাহুল চাহার, আর্শদীপ সিং, কাগিসো রাবাদা, বিদ্ব্যত কাভেরাপ্পা, বালতেজ সিং, শিভাম সিং।

কলকাতা বনাম পাঞ্জাব পরিসংখ্যান | কলকাতা বনাম পাঞ্জাব লাইভ

কলকাতা বনাম পাঞ্জাব আইপিএল এর প্রথম আসর ২০০৮ সাল থেকে সর্বশেষ আসর ২০২২ সাল পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩০ টি ম্যাচে। কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস মুখোমুখি এই ৩০ টি ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করেছে ২০ ম্যাচে এবং বাকি ১০ টি ম্যাচে জয়লাভ করেছে পাঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস হেড টু হেড পরিসংখ্যানে কলকাতা নাইট রাইডার্স এখনো পর্যন্ত আইপিএলের সবগুলো আসরে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে দুইবার অন্যদিকে পাঞ্জাব কিংস আইপিএলের সবগুলো আসরে অংশগ্রহণ করে সর্বোচ্চ সাফল্য হিসেবে একবার রানার আপ।

আরো পড়ুন: আইপিএল ২০২৩ পয়েন্ট টেবিল

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

5/5 - (1 vote)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button