ফুটবল
Trending

পিএসজি বনাম রেনাইস লাইভ ম্যাচ~হেড টু হেড পরিসংখ্যান 

পিএসজি বনাম রেনাইস লাইভ ম্যাচ, ফ্রান্সের পেশাদার লীগ-১ কাপে আজ (১৯ মার্চ) মুখোমুখি হচ্ছে ফ্রান্সের দুই শীর্ষ ক্লাব পিএসজি বনাম রেনাইস। পিএসজি বনাম রেনাইস লাইভ আজকের ম্যাচটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে দেখার উপায়, পিএসজি বনাম রেনাইস লাইভ আজকের খেলার ম্যাচ প্রেডিকশন সহ দুই দলের খেলোয়াড় লিস্ট নিচে জানানো হলো।

পিএসজি বনাম রেনাইস লাইভ ম্যাচ~পিএসজি আজকের খেলা
পিএসজি বনাম রেনাইস লাইভ ম্যাচ~পিএসজি আজকের খেলা

পিএসজি বনাম রেনাইস লাইভ ম্যাচ

ফ্রান্সের পেশাদার লীগ-১ কাপে ২০২২-২৩ এবারের মৌসুমে আজকের ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্সের দুই শীর্ষ ক্লাব পিএসজি বনাম রেনাইস। ম্যাচটি শুরু হবে আজ ( ১৯ই মার্চ), রবিবার বাংলাদেশ সময় রাত ১০:০৫  মিনিটে। পিএসজি বনাম রেনাইস আজকের লাইভ ম্যাচটির স্কোর সরাসরি আপডেট করা হলো খেলা ১৮ এর পেজটিতে। এছাড়াও পিএসজি বনাম রেনাইস আজকের লাইভ ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যাবে টফি অ্যাপস থেকে। নিচে পিএসজি বনাম রেনাইস লাইভ ম্যাচটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে দেখার উপায় জানানো হলো.

  • পিএসজি: ০
  • রেনাইস: ১
  • সময়: ৪৬ মিনিট

পিএসজি বনাম রেনাইস লাইভ ম্যাচটি দেখার উপায়

লিগ ১ এর সকল খেলা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে দেখা যাবে Sports 18 – 1 SD/HD এছাড়া ইউএসএ থেকে দেখা যাবে beIN SPORTS টিভি চ্যানেলে। বাংলাদেশ থেকে পিএসজি বনাম রেনাইস সহ লিগ ১ এর সকল খেলা দেখা যাবে Sports 18 – 1 SD/HD চ্যানেলটিতে। আপনারা Toffee apps এ  Sports 18 – 1 SD/HD চ্যানেলটি দেখতে পারবেন সেখানে থেকেও লাইভ দেখতে পারবেন।

পিএসজি বনাম রেনাইস লাইভ আজকের খেলার ম্যাচ প্রেডিকশন

ফ্রান্সের লীগ-১ কাপে ২০২২-২৩ এবারের মৌসুমে আজকের ম্যাচটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ। পিএসজি এখনো পর্যন্ত লীগ-১ কাপে এবারের মৌসুমে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। পিএসজি লীগ-১ কাপে ২০২২-২৩ মৌসুমে এখনো পর্যন্ত ২৭ টি ম্যাচ খেলে ২১ টি ম্যাচেই জয়লাভ করে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে পিএসজির আজকের ম্যাচের প্রতিপক্ষ রেনাইস লীগ-১ কাপে ২০২২-২৩ মৌসুমে এখনো পর্যন্ত ২৭ টি ম্যাচ খেলে ১৪ টি ম্যাচে জয় লাভ করে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৬ নাম্বারে অবস্থান করছে। তাই বলাই যায় পিএসজি বনাম রেনাইস লাইভ আজকের ম্যাচটি বেশ জমজমাট হবে। চলুন জেনে আসি পিএসজি বনাম রেনাইস লাইভ আজকের ম্যাচটিতে দুইদলের খেলোয়াড় লিস্ট।

পিএসজি বনাম রেনাইস হেড টু হেড পরিসংখ্যান

পিএসজি বনাম রেনাইস হেড টু হেড সর্বমোট ৮৯ বার খেলেছে যেখানে পিএসজি জয়লাভ করেছে ২৩ বার। পিএসজির জয়ের পরিমাণ ৪৬.৯৪ %। অন্যদিকে রেনাইস জয়লাভ করেছে ১৬ ম্যাচে। রানাইসের জয়ের পরিমাণ ৩২.৬৬%। দুই দলের ৮৯ বারের দেখায় ১০ টি ম্যাচ ড্রা হয়েছে। ড্রার পরিমাণ ২০.৪১%।

পিএসজির খেলোয়াড় লিস্ট আজকের ম্যাচে

পিএসজির খেলা মানেই লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়র ৩ বিশ্বসেরা স্ট্রাইকারের চোখ ধাঁধানো আক্রমন। তবে আজকের ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তবে পিয়াজের খেলোয়াড় লিস্টে প্রথম থেকেই মাঠে দেখা যাবে অপর দুই স্ট্রাইকার লিওনেল মেসি ও কিলিয়ার এমবাপ্পিকে। চলুন দেখে আসি আজকের ম্যাচে পিএসজির খেলোয়াড় লিস্ট।

  • Goalkeepers: Donnarumma, Rico, Letellier.
  • Defenders: Bitshiabu, Mendes, Bernat, Pembele, Perreira.
  • Midfielders: Verratti, Ruiz, Vitinha, Sanches, Zaire-Emery, Gharbi.
  • Forwards: Messi, Mbappe, Ekitike, Housni.

স্টেড রেনাইস খেলোয়াড় লিস্ট আজকের ম্যাচে

স্টেড রেনাইসকে আজকের ম্যাচে পিএসজির সাথে জিততে হলে খেলতে হবে নিজেদের সর্বোচ্চ দিয়ে। কেননা পিএসজির আক্রমণ ভাগে নেতৃত্ব দিবেন বর্তমান বিশ্বের সেরা দুই স্ট্রাইকার লিওনেল মেসি ও কিলিয়ার এমবাপ্পি। চলুন দেখে আসি আজকের ম্যাচে স্টেড রেনাইস খেলোয়াড় লিস্ট.

  • Goalkeepers: Alemdar, Mandanda, Salin.
  • Defenders: Theate, Rodon, Omari, Wooh, Belocian, Truffert, Meling, Spence, Traore, G. Doue.
  • Midfielders: Ugochukwu, Santamaria, Tait, Bourigeaud, Majer.
  • Forwards: Toko Ekambi, Salah, Doku, Gouiri, Kalimuendo.

আরো পড়ুন: পিএসজি খেলার সময় সূচি ২০২৩

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

5/5 - (6 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button