Uncategorizedফুটবল

ব্রাজিলের খেলা কবে 2023~ব্রাজিলের খেলা লাইভ বাংলাদেশ সময়

ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ ৫ বার চাম্পিয়ান দলের বিশ্বের সকল দেশেই তাদের সমার্থক পরিপূর্ণ। এই নিবন্ধে ব্রাজিলের খেলা কবে? ব্রাজিলের খেলা বাংলাদেশ সময় লাইভ দেখবেন কিভাবে? প্রতিটি ম্যাচের ফলাফল জানবেন আজকের প্রতিবেদনে। তাহলে চলুন দেখে আসি বাংলাদেশ সময়ে ব্রাজিলের খেলা।

ব্রাজিলের খেলা কবে

ব্রাজিলের খেলা কবে 2023

রোনালদো নাজারিও থেকে শুরু করে হালের নেইমার, ভিনিসিয়াস জুনিয়রদের দারুণ ফুটবল নৈপুণ্যতায় ফুটবিলকে অন্য মাত্রায় নিয়েছে ব্রাজিল। তারা শুধু দেখিয়েছে ফুটবলের মাধ্যমে নিজেকে, দেশকে ও একটি খেলাকে কতটা জনপ্রিয় করা যায়। বাকিটা ফুটবল প্রেমীরা দেখেছে। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে দল ভাল করছে না পয়েন্ট টেবিলে দিনে দিনে নিচের দিকে যাচ্ছে। তবে ফুটবল প্রেমীদের আশা ও ভরসা ঘুরে দাঁড়াবে ব্রাজিল! দেখবে সারা বিশ্ব। তারা সব সময় তাদের প্রিয় দল ব্রাজিলের খেলা কবে, কখন, প্রতিপক্ষ দল কে এবং খেলার ফলাফল জানতে চাই, তারা দেখে নিতে পারেন।

  • ব্রাজিলের পরবর্তী ম্যাচ: ২২ শে নভেম্বর, ২০২৩
  • প্রতিপক্ষ: আর্জেন্টিনা
  • বাংলাদেশ সময়: ৬ টা ৩০ মিনিট
  • সরাসরি সম্প্রচার: www.plus.fifa.com ( ফ্রি )
তারিখবাংলাদেশ সময়ম্যাচফলাফল
২২/১১/২০২৩ভোর ৬ টা ৩০ মিনিটআর্জেন্টিনা বনাম ব্রাজিল 
০৫/০৯/২০২৪TBDব্রাজিল বনাম ইকুয়েডর 
১০/০৯/২০২৪TBDপ্যারাগুয়ে বনাম ব্রাজিল 
১০/১০/২০২৪TBDব্রাজিল বনাম চিলি 
১৫/১০/২০২৪TBDব্রাজিল বনাম পেরু 
১৪/১১/২০২৪TBDভেনেজুয়েলা বনাম ব্রাজিল 
১৯/১১/২০২৪TBDব্রাজিল বনাম উরুগুয়ে 
২০/০৩/২০২৫TBDব্রাজিল বনাম কলম্বিয়া 
২৫/০৩/২০২৫TBDব্রাজিল বনাম আর্জেন্টিনা 
০৪/০৬/২০২৫TBDব্রাজিল বনাম ইকুয়েডর 
০৯/০৬/২০২৫TBDব্রাজিল বনাম প্যারাগুয়ে 
০৯/০৯/২০২৫TBDব্রাজিল বনাম চিলি 
১৪/০৯/২০২৫TBDবলিভিয়া বনাম ব্রাজিল 

ব্রাজিল বনাম আর্জেন্টিনা ২২ নভেম্বার, ২০২৩

ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ৬ষ্ঠ ম্যাচে ঘরের মাটিতে মুখোমুখি হবে আর্জেন্টিনার সাথে। ইতিমধ্যে ব্রাজিল বাছাইপর্বে ৫ ম্যাচের ২ জয় ২ পরাজয় ও ১ ম্যাচে ১-১ গোলে ড্রা করে দলটি পয়েন্ট টেবিলের পঞ্চম নাম্বারে অবস্থান করেছে। ব্রাজিলের উপরে আরও ৩ দল অবস্থান করছে যারা ফিফা পয়েন্ট টেবিলের ব্রাজিলের নিচে। প্রথমে অবস্থান করছে শুধুমাত্র বিশ্বসেরা আর্জেন্টিনা।

গত ১৭ নভেম্বর ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিলে দুই দলই তাদের প্রতিপক্ষর কাছে পরাজিত হয়েছে। ব্রাজিলের আজকের ম্যাচে ব্রাজিল পরাজিত হলে ২০২৬ বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হলে আরও এক পা এগোবে।

ব্রাজিলের পরবর্তী খেলা ব্রাজিল বনাম ইকুয়েডর ০৫ সেপ্টেম্বর ২০২৪

ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের ৭ম তম ম্যাচে ব্রাজিল খেলবে ইকুয়েডোরের সাথে। খেলাটি ০৫ সেপ্টেম্বর ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো বাংলাদেশ সময় কখন খেলাটি অনুস্থি তবে তা জানা যাইনি। পরিসংখ্যান বলে ব্রাজিল বনাম ইকুয়েডোরের মধ্যকার সর্বমোট ৩৫ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ব্রাজিল জয়লাভ করেছে ২৭ ম্যাচে, ব্রাজিলের জয়ের পরিমাণ ৭৭.১৪% 

অন্যদিকে ইকুয়েডর জয়লাভ করেছে মাত্র ২ ম্যাচে। উকুয়েডরের জয়ের পরিমাণ ৫.৭১%। দুই দলের মধ্যকার ৩৫ ম্যাচের ৬ ম্যচে ড্রা হয়েছে। ড্রার পরিমাণ ১৭.১৫%। 

২০২৬ বিশ্বকাপ খেলতে কিছুটা হলেও সস্থির আভাস পাবে ব্রাজিল। কেননা তাদের পরবর্তী প্রতিপক্ষের থেকে তারা বেশ ভাল পারফর্ম করে ম্যাচ জয়ের আশা রাখতে পারে। যারা অনলাইনে খুঁজে থাকেন তারা মনে রাখুন ২০২৪ সালে ব্রাজিলের খেলা ৫ সেপ্টেম্বর ২০২৪। 

(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (1 vote)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button