এশিয়া কাপ

এশিয়া কাপে সর্বোচ্চ রান ও উইকেট কার ২০২৩ জানুন আপডেট

নামম্যাচইনিংসরানসর্বোচ্চ ইনিংস
সুবমান গিল ২৭৫১২১
কুশল মেন্ডিস ২৫৩৯২
 সাদিরা সামারাবিক্রমা ২১৫৯৩
বাবর আজম ২০৭১৫১
মোহাম্মাদ রিজওয়ান১৯৫৮৬

সর্বশেষ আপডেটঃ ১৭/০৯/২০২৩ 

এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট কার ২০২৩

এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী শ্রীলঙ্কার মাথিশা পাথিরানার। ৫ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করছে। তালিকার দ্বিতীয় নাম্বার অবস্থানে রয়েছে শ্রীলঙ্কার ডুনিথ ওয়েল্লালাগে। তিনিও ৫ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছে । 

তৃতীয় নাম্বারে আছে শাহীন আফ্রিদি ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে এই তালিকার তৃতীয় স্তানে রয়েছে। এই তালিকার চতুর্থ স্থানে আছে ভারতের কুলদীপ যাদব ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছে। সর্বশেষ পঞ্চম অবস্তানে রয়েছে হারিস রউফ ৪ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছে হারিস রউফ। গড় বেশি থাকায় তালিকার পঞ্চম স্থানে রাখা হয়েছে তাকে। 

নামম্যাচউইকেটএভারেজবল
মাথিশা পাথিরানা ১১২২.৬৪২৩৩
ডুনিথ ওয়েল্লালাগে১০১৭.২০২৪০
শাহীন আফ্রিদি ১০২৩.৫০২৪৬
কুলদীপ যাদব১১.৩৩১৬৫
হারিস রউফ১৩.৩৩১৫০

এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ রান স্কোরার

এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া। তার এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে ১২২০ রান করেছেন। তবে টি২০ ফরম্যাটে এশিয়া কাপে সর্বোচ্চ স্কোরার বিরাট কোহলির। এশিয়া কাপের টি২০ ফরম্যাটে বিরাট কোহলির রান ৪২৯।

আরো পড়ুন: এশিয়া কাপ ২০২৩ সময়সূচি

এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রহক

এশিয়া কাপের ওডিয়ায় ফরম্যাটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। এশিয়া কাপের ইতিহাসে সে ৩০ উইকেট নিয়েছে। এশিয়া কাপের টি ২০ ফরম্যাটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ভারতের মিডিয়াম ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। এশিয়া কাপের টি ২০ ফরম্যাটে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছে ভুবনেশ্বর।

(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী কে? এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী কে? বা এশিয়া কাপে সবচেয়ে বেশি রান কার ২০২৩? এমন সব প্রশ্নের আপডেট উত্তর জানতে নিয়মিত চোখ রাখুন খেলা ১৮ সাইটে। এই নিবন্ধে চলমান এশিয়া কাপ ২০২৩ এর সকল ম্যাচের সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রহকারী তালিকার নিয়মত আপডেট পাবেন। এশিয়া কাপে সর্বোচ্চ রান ও উইকেট কার ২০২৩

এশিয়া কাপে সর্বোচ্চ রান কার ২০২৩

এশিয়া কাপ ২০২৩ এর ১৩ টি ম্যাচের মধ্যে ইতিমধ্যে ১০টি ম্যাচ শেষ হয়েছে। গ্রুপ স্টেজ থেকে সুপার ফোরে উঠেছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। গ্রুপ স্টেজ সহ সর্বমোট ৬ দল নিয়ে এশিয়া কাপ ২০২৩ আসরের সর্বোচ্চ রান স্কোরারের সবার উপরে আছে ভারতের সুবমান গিল। ৫ ম্যাচ খেলে ২৭৫ রান করেছন। দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। ৫ ম্যাচের ৫ ইনিংস খেলে ২৫৩ রান করেছেন।

এশিয়া কাপ ২০২৩ এ তৃতীয় সর্বোচ্চ রান সাদিরা সামারাবিক্রমার। ৫ ম্যাচের ৫ ইনিংস খেলে ২১৫ রান করেছেন। এশিয়া কাপে চতুর্থ সর্বোচ্চ রান স্কোরার পাকিস্তানের বাবর আজমের। ৫ ম্যাচে ৪ ইনিংস খেলে বাবর আজম করেছেন ২০৭ রান। এশিয়া কাপে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী মোহাম্মাদ রিজওয়ান। ৪ ম্যাচ সর্বোচ্চ রান স্কোরার তালিকায় পঞ্চম অবস্তানে আছেন। তিনি ৫ ম্যাচের ৪ ইনিংস খেলে ১৯৫ রান করেছে।

নামম্যাচইনিংসরানসর্বোচ্চ ইনিংস
সুবমান গিল ২৭৫১২১
কুশল মেন্ডিস ২৫৩৯২
 সাদিরা সামারাবিক্রমা ২১৫৯৩
বাবর আজম ২০৭১৫১
মোহাম্মাদ রিজওয়ান১৯৫৮৬

সর্বশেষ আপডেটঃ ১৭/০৯/২০২৩ 

এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট কার ২০২৩

এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী শ্রীলঙ্কার মাথিশা পাথিরানার। ৫ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করছে। তালিকার দ্বিতীয় নাম্বার অবস্থানে রয়েছে শ্রীলঙ্কার ডুনিথ ওয়েল্লালাগে। তিনিও ৫ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছে । 

তৃতীয় নাম্বারে আছে শাহীন আফ্রিদি ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে এই তালিকার তৃতীয় স্তানে রয়েছে। এই তালিকার চতুর্থ স্থানে আছে ভারতের কুলদীপ যাদব ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছে। সর্বশেষ পঞ্চম অবস্তানে রয়েছে হারিস রউফ ৪ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছে হারিস রউফ। গড় বেশি থাকায় তালিকার পঞ্চম স্থানে রাখা হয়েছে তাকে। 

নামম্যাচউইকেটএভারেজবল
মাথিশা পাথিরানা ১১২২.৬৪২৩৩
ডুনিথ ওয়েল্লালাগে১০১৭.২০২৪০
শাহীন আফ্রিদি ১০২৩.৫০২৪৬
কুলদীপ যাদব১১.৩৩১৬৫
হারিস রউফ১৩.৩৩১৫০

এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ রান স্কোরার

এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া। তার এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে ১২২০ রান করেছেন। তবে টি২০ ফরম্যাটে এশিয়া কাপে সর্বোচ্চ স্কোরার বিরাট কোহলির। এশিয়া কাপের টি২০ ফরম্যাটে বিরাট কোহলির রান ৪২৯।

আরো পড়ুন: এশিয়া কাপ ২০২৩ সময়সূচি

এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রহক

এশিয়া কাপের ওডিয়ায় ফরম্যাটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। এশিয়া কাপের ইতিহাসে সে ৩০ উইকেট নিয়েছে। এশিয়া কাপের টি ২০ ফরম্যাটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ভারতের মিডিয়াম ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। এশিয়া কাপের টি ২০ ফরম্যাটে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছে ভুবনেশ্বর।

(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

4.9/5 - (15 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button