সিপিএল

সিপিএলে সাকিবের দলের ম্যাচের সময় সূচি ২০২২

সিপিএলে সাকিবের দলের ম্যাচের সময় সূচি ২০২২

সিপিএলে সাকিবের দলের ম্যাচের সময় সূচি ২০২২
সিপিএলে সাকিবের দলের ম্যাচের সময় সূচি ২০২২

 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ( সিপিএল) খেলতে মাঠে নামবে সাকিব আল হাসান। এবার খেলবেন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে। এর আগেও বার্বাডোস ট্রাইডেন্টস ও জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠ মাতিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। এই আর্টিকেলে সাকিবের দলের সব খেলার সময় সূচি দেওয়া হয়েছে।

সাকিব টানা তিন (৩) বছর খেলেননি সিপিএল।
বিগত তিন (৩) বছর পর আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে সাকিব আল হাসানকে। সাকিব শেষবার ২০১৯ সালে সিপিএলে খেলেছে এরপর আর কোনো সিপিএল দলে তাকে দেখা যায়নি। আবারও ২০২২ সালে সিপিএলে আগমন করেছে অলরাউন্ডার সাকিব আল হাসান, থাকে সরাসরি সাইন করিয়ে নেয় গায়ানা আমাজন ওয়ারিয়র্সের ম্যানেজমেন্ট।

এশিয়া কাপ নাকি সিপিএল কোথায় খেলবে সাকিব?

ক্যারিবিয়ান টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারবেন না সাকিব কারন ২৭ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য । এশিয়া কাপের পর্দা নামবে ১১ সেপ্টেম্বর। অন্যদিকে ৩১ আগস্ট শুরু হয়ে ১ অক্টোবর পর্যন্ত চলবে সিপিএল৩১ আগস্ট শুরু হয়ে ১ অক্টোবর পর্যন্ত চলবে সিপিএল। এশিয়া কাপের পুরো ম্যাচ শেষ করে এই অলরাউন্ডার যোগ দেবেন সিপিএলে তার দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সের সাথে।

টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের প্রস্তুতি কেমন হবে?

টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে ১৬ অক্টোবর। ২০২২ সালের টি টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। ২০২১ সালের চ্যাম্পিয়ান দল ছিলো অস্ট্রেলিয়া। সাকিব আল হাসান এশিয়া কাপ ও সিপিএল খেলে নিজের প্রস্তুতিটা ভালোই করতে চায় টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য কিন্তু সমস্যা হলো সাকিব এই টুনামেন্টে ও এশিয়া কাপ খেলে কি নিজের ফিটনেস ধরে রাখতে পারবে তো।
আবার সাকিব নিজের বিশ্রামের জন্য কোনো সুযোগ পাবে না।

সিপিএলের জন্য জিম্বাবুয়ের সিরিজ খেলবে না সাকিব 

সিপিএলে অংশ নিতে বিসিবির ছাড়পত্র পেয়েছেন সাকিব। ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস বিষয়টি নিশ্চিত করেছেন। সিপিএল খেলতে সাকিব আগামী আগস্টের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে যাবে না, ছুটি নিয়ে সেই সময়টা বিশ্রামে থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) যোগ দেবেন বাঁহাতি এই অলরাউন্ডার।

সিপিএলে সাকিবের গায়ানা ওয়ারিয়র্সের ম্যাচের সূচি:

০৩ সেপ্টেম্বর, বিপক্ষে জ্যামাইকা তালাওয়াস
০৪ সেপ্টেম্বর, বিপক্ষে সেন্ট কিটস নেভিস প্যাট্রিয়টস
০৮ সেপ্টেম্বর, বিপক্ষে সেন্ট কিটস নেভিস প্যাট্রিয়টস
১০ সেপ্টেম্বর, বিপক্ষে সেন্ট লুসিয়া
১৪ সেপ্টেম্বর, বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্স
১৮ সেপ্টেম্বর, বিপক্ষে বার্বাডোস রয়্যালস
২১ সেপ্টেম্বর, বিপক্ষে জ্যামাইকা তালাওয়াস
২২ সেপ্টেম্বর, বিপক্ষে সেন্ট লুসিয়া কিংস
২৪ সেপ্টেম্বর, বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্স
২৫ সেপ্টেম্বর, বিপক্ষে বার্বাডোস রয়্যালস

 

5/5 - (3 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button