Points Table টি ২০ বিশ্বকাপ ২০২২ পয়েন্ট টেবিল T20 World Cup 2022 Points Table

টি২০ বিশ্বকাপ ২০২২পয়েন্ট টেবিলের নিয়মিত আপডেট পেতে দেখুন আমাদের সাইটটিতে। আইসিসি টি ২০ বিশ্বকাপের পয়েন্ট তালিকা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে মোট ১৬ টি দল।তার মধ্যে ৮ টি দল আগে থেকেই নির্ধারিত রয়েছে সুপার টুয়েলভ এর জন্য। বাকি ৪ টি দল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পয়েন্ট বিবেচনায় সুযোগ পাবে সুপার টুয়েলভে। এক্ষেত্রে প্রত্যেকটি দল একেকটা ম্যাচ জয়লাভ করলে যোগ হবে ২ পয়েন্ট করে। চলুন দেখে আসি টি-২০ বিশ্বকাপ ২০২২ পয়েন্ট টেবিল

সুপার টুয়েলভের পয়েন্ট টেবিল টি২০ বিশ্বকাপ ২০২২

 

গ্রুপ ১ সুপার টুয়েলভের পয়েন্ট টেবিল

গ্রুপ ''১''
দেশের নামপতাকাম্যাচজিতহারপরিতাক্তপয়েন্টস নিট রান রেটকোয়ালিফাইড
নিউজিল্যান্ডনিউজিল্যান্ড পয়েন্ট টি ২০ বিশ্বকাপ ২০২২+২.১১৩
ইংল্যান্ড
+০.৪৭৩
অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া টি ২০ পয়েন্ট টেবিল-০.১৭৩পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২
শ্রীলঙ্কাsri lanka-০.৪২২পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২
আয়ারল্যান্ডআয়ারল্যান্ড পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২-১.৬১৫পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২
আফগানিস্থানআফগানিস্থান টি ২০ বিশ্বকাপ point table-০.৫৭১পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২

 

গ্রুপ ২ সুপার টুয়েলভের পয়েন্ট টেবিল

দেশের নামপতাকাম্যাচজিতহারপরিতাক্ত পয়েন্টস নিট রান রেটকোয়ালিফাইড
ভারতindia point Table 2022 +১.৩১৯
পাকিস্থানpakistan t 20 pointa tabil +১.০২৮
সাউথ আফ্রিকাসাউথ আফ্রিকা +০.৮৭৪পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২
নেদারল্যান্ডস-০.৮৪৯পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২
বাংলাদেশBangladesh T 20 Point Tabil-১.১৭৬পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২
জিম্বাবুয়ে জিম্বাবুয়ে পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২-১.১৩৮পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২

 

টি২০ বিশ্বকাপ ২০২২পয়েন্ট তালিকা A “গ্রুপ” আপডেট

আইসিসি টি ২০ বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে গ্রুপ পর্ব থেকে কোয়ালিফাইড হয়ে তার পর মূল পর্বে যেতে হবে। সেক্ষেত্রে দুইটি গ্রুপ থেকে মোট চারটি দল যাবে সুপার টুয়েলভে। অর্থাৎ প্রতিটি গ্রুপ এর ৪ দল থেকে দুইটি দল চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে সুপার টুয়েলভে। মোট চারটি দল খেলবে মূল পর্বে। তার জন্য গ্রুপ পর্বে খেলে পয়েন্ট তালিকার চ্যাম্পিয়ন অথবা রানার্সআপ  হতে হবে।

গ্রুপ "A"
দেশের নামপতাকাম্যাচজিতহারনিট রান রেটপয়েন্টসকোয়ালিফাইড
নেদারল্যান্ডস০৩০২০১-০.১৬২
নামিবিয়াNamibia ০৩০১০১+০.৭৩০পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২
শ্রীলঙ্কাsri lanka০৩০২০১+০.৬৬৭
ইউনাইটেড আরব আমিরাতইউনাইটেড আরব আমিরাত০৩০০০২-১.২৩৫০০পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২

 

“B” গ্রুপ পয়েন্ট তালিকা টি২০ বিশ্বকাপ ২০২২ আপডেট

এখন যে পয়েন্ট তালিকা দেখছেন সেটা হল আইসিসি টি ২০ বিশ্বকাপের “বি” গ্রুপের। এখান থেকেও দুইটি দল যাবে মূল পর্বে। চ্যাম্পিয়ান এবং রানার্সআপ দল। তাহলে চলুন দেখে আসি টি২০ বিশ্বকাপ ২০২২পয়েন্ট তালিকা “B” গ্রুপ। 

গ্রুপ "B''
দেশের নামপতাকাম্যাচজিতহারনিট রান রেটপয়েন্টসকোয়ালিফাইড
স্কটল্যান্ডস্কটল্যান্ড পয়েন্ট টেবিল টি ২০ বিশবকাপ ২০২২ ০৩০১০২ +০.৩০৪০২পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২
জিম্বাবুয়েজিম্বাবুয়ে পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২০৩০২০১+০.২০০০৪
ওয়েস্ট ইন্ডিজওয়েস্ট ইন্ডিজ পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২০৩০১০২-০.৫৬৩০২পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২
আয়ারল্যান্ডআয়ারল্যান্ড পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২০৩০২০১+০.১০৫০৪

টি ২০ বিশ্বকাপ ২০২২ যে ১৬ টি দল অংশগ্রহণ করেছে তার মধ্যে ৮টি দলের সুপার টুয়েলভ নিশ্চিত হলেও বাকি ৮টি দলের মধ্যে ৪টি দল গ্রুপ পর্বের ম্যাচ থেকে পয়েন্ট বিবেচনায় যোগ দিবে সুপার টুয়েলভে। চলুন দেখে আসি সুপার টুয়েলভ এর জন্য আগে থেকে নির্ধারিত ৮টি দল ও গ্রুপ পর্বে খেলা ৮টি দলের তালিকা।

 

 

T20 World Cup point talika টি২০ বিশ্বকাপ ২০২২ পয়েন্ট তালিকা Update
T20 World Cup point talika টি২০ বিশ্বকাপ ২০২২ পয়েন্ট তালিকা Update

টি২০ বিশ্বকাপ২০২২, গ্রুপ পর্বের ৮টি দল

গ্রুপ “এ”
১.শ্রীলংকা
২.নামিবিয়া
৩.সংযুক্ত আরব আমিরাত
৪.নেদারল্যান্ড

গ্রুপ “বি”
১.ওয়েস্ট ইন্ডিজ
৩.স্কটল্যান্ড
৩.আয়ারল্যান্ড
৪.জিম্বাবুয়ে

গ্রুপ পর্বে অংশগ্রহণকারী এই আটটি দল থেকে পয়েন্ট বিবেচনায় প্রত্যেক গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে সুপার টুয়েলভে। চলুন দেখে আসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর সুপার টুয়েলভ এর পূর্ণাঙ্গ গ্রুপ।

টি২০ বিশ্বকাপ২০২২ সুপার টুয়েলভে নির্ধারিত ৮টি দল

১.অস্ট্রেলিয়া
২.নিউজিল্যান্ড
৩.ভারত
৪.পাকিস্তান
৫.ইংল্যান্ড
৬.সাউথ আফ্রিক
৭.বাংলাদেশ
৮.আফগানিস্তান

টি২০ বিশ্বকাপ ২০২২ সুপার টুয়েলভের গ্রুপ

গ্রুপ :১
১.অস্ট্রেলিয়া
২.ইংল্যান্ড
৩.নিউজিল্যান্ড
৪.আফগানিস্তান
৫.গ্রুপ “এ” চাম্পিয়ান
৬.গ্রুপ “বি” রানার্সআপ

গ্রুপ:২
১.ভারত
২.পাকিস্তান
৩.সাউথ আফ্রিকা
৪.বাংলাদেশ
৫.গ্রুপ “বি” চাম্পিয়ান
৬.গ্রুপ “এ” রানার্সআপ

সুপার টুয়েলভে অংশগ্রহণকারী ১২ টি দল ৬টি করে দল নিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রত্যেকে প্রত্যেকের সাথে একটি করে ম্যাচ খেলবে। প্রত্যেকটা ম্যাচে জয় লাভ করে দল পাবে দুটি করে পয়েন্ট। এভাবে পয়েন্ট বিবেচনায় দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে চারটি দল খেলবে এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। সেমিফাইনালে জয়লাভকারি ২টি দল খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।টি-টোয়েন্টি বিশ্বকাপ২০২২ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর।

টি ২০ বিশবকাপ ২০২২ সব দলের স্কোয়াড

 

টি ২০ বিশ্বকাপ ২০২২ বাংলাদেশের স্কোয়াডঃ সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান(উইকেটরক্ষক/সহ-অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মুসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, এবাদত হোসেন।

টি ২০ বিশ্বকাপ ২০২২ ভারতের স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল ও অর্শদীপ সিং।

টি ২০ বিশ্বকাপ ২০২২পাকিস্তানের স্কোয়াডঃ বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আসি, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, শান মাসুদ এবং উসমান কাদির।

টি ২০ বিশ্বকাপ ২০২২ শ্রীলঙ্কার স্কোয়াডঃ দাসুন শানাকা (ক্যাপ্টেন), দনুষ্কা গুণতিলকে, পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস, চরিত আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষে, ধনঞ্জয়া ডি’সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, জেফ্রি বন্দরসে, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, দিলশান মদুশঙ্কা, প্রমোদ মদুশান। স্ট্যান্ড-বাই আছেন : আশেন বন্দরা, প্রবীণ জয়াবিক্রমে, দীনেশ চণ্ডীমল, বিনুরা ফার্নান্ডো, নুয়ানিদু ফার্নান্ডো।

টি ২০ বিশ্বকাপ ২০২২ আফগানিস্তানের স্কোয়াডঃ মহম্মদ নবি (অধিনায়ক), নজিবুল্লাহ জরদান (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমাতুল্লাহ ওমরজাই, দরউইশ রসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হাজরাতুল্লাহ জাজাই, ইব্রাহিম জরদান, মুজিব উর রহমান, নবীন উল হক, কোয়েস আহমেদ, রশিদ খান, সলিফ সফি ও উসামন ঘানি। স্ট্যান্ড-বাই আছেন : আফসর জাজাই, শারাফুদ্দিন আশরফ, রহমাত শাহ, গুলবদিন নইব।

টি ২০ বিশ্বকাপ ২০২২ দক্ষিণ আফ্রিকার স্কোয়াডঃ টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, হেনরিক ক্লাসেন, রেজা হেনরিক্স, কেশব মহারাজ, আইদেন মারক্রম, ডেভিড মিলার, লুঙ্গি নিদি, অ্যানরিক নোকিয়া, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, রিলে রসউ, তাবারেজ শামসি ও ট্রিস্টান স্টাবস। স্ট্যান্ডবাইতে আছেন: বর্ন ফরটুইন, মার্কো জানসেন ওন আন্দিলে ফেলুকায়ো।

টি ২০ বিশ্বকাপ ২০২২ অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

টি ২০ বিশ্বকাপ ২০২২ ইংল্যান্ডের স্কোয়াডঃ জোস বাটলার (ক্যাপ্টেন), মইন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রীস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।

টি ২০ বিশ্বকাপ ২০২২ নিউজিল্যান্ডের স্কোয়াডঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ‌ফার্গুসন, মার্টিন গাপ্টিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইস সোধি, টিম সাউদি।

টি ২০ বিশ্বকাপ ২০২২ নামিবিয়ার স্কোয়াডঃ গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), য়োহানেস য়োনাথান স্মিট, ডিভান লা কক, স্টেফান বার্ড, নিকোল লোফটি ইটন, য়্যান ফ্রাইলিঙ্ক, ডেভিড ভিসা, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন, বার্নার্ড শোল্টজ, টাঙ্গেনি লুঙ্গামেনি, মাইকেল ফান লিংগেন, বেন শিকঙ্গো, কার্ল বার্কেনস্টক, লোহান লউরেন্স, হেলাও ইয়া ফ্রান্স।

টি ২০ বিশ্বকাপ ২০২২ সংযুক্ত আরব আমিরাতেরঃ  সিপি রিজওয়ান (অধিনায়ক), বৃত্ত অরবিন্দ (সহ-অধিনায়ক), চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দাউদ, কার্তিক মেইয়াপ্পান, আহমেদ রাজা, জহুর খান, জুনায়েদ সিদ্দিক, সাবির আলি, আলিশান শরাফু ও আয়ান খান।

টি ২০ বিশ্বকাপ ২০২২ আয়ারল্যান্ডের স্কোয়াডঃ অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং (সহ-অধিনায়ক), মার্ক অ্যাডেইর, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ফি‍য়ন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, কোনর অলফার্ট, সিমি সিং, হ্যারি টেক্টর, লরক্যান টাকার, ক্রেগ ইয়াং।

টি ২০ বিশ্বকাপ ২০২২ স্কটল্যান্ডের স্কোয়াডঃ রিচার্ড বেরিংটন (অধিনায়ক), জর্জ মুনসি, মাইকেল লিস্ক, ব্র্যাডলি হুইল, ক্রিস সোল, ক্রিস গ্রিভস, সাফিয়ান শরিফ, জশ ডেভি, ম্যাথু ক্রস, ক্যালাম ম্যাকলিওড, হামজা তাহির, মার্ক ওয়াট, ক্রেগ ওয়ালেস, ব্র্যান্ডন ম্যাকমুলেন এবং মাইকেল জোন্স।

টি ২০ বিশ্বকাপ ২০২২ নেদারল্যান্ডসের স্কোয়াডঃ স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্যান বেক, টম কুপার, ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিডে, পল ভ্যান মিকেরেন, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, বিক্রম সিং এবং টিম প্রিংলে।

4.8/5 - (39 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×