Economic

MEC ও MEI এর মধ্যে পার্থক্য

মূলধনের প্রান্তিক দক্ষতা (MEC) এবং বিনিয়ােগের প্রান্তিক দক্ষতা (MEI) ধারণা দুটির মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যেমন-

MEC ও MEI এর মধ্যে পার্থক্য

১। অতিরিক্ত এক একক মূলধন নিয়ােগ করে যে অতিরিক্ত আয় প্রত্যাশা করা হয়, সেই প্রত্যাশি আয় হারকে বলা হয় MEC। অন্যদিকে, অতিরিক্ত এক একক বিনিয়ােগের ফলে যে হারে নীট আয় মুনাফা প্রত্যাশা করা হয়, তাকে বলা হয় MEI ।

২। MEC মূলধনের সাথে সম্পর্কিত । কিন্তু MEI বিনিয়ােগের সাথে সম্পর্কিত।

৩। MEC নির্ণয়ের সময় মুলধনের যােগান দামকে নির্দিষ্ট বা স্থির ধরা হয়। কিন্তু MEI নির্ণয়ের সময় মূলধনের যােগান দামকে পরিবর্তনশীল ধরা হয় ।

৪। MEC মূলধন মজুতের (capital stock) সাথে সম্পর্কিত। কিন্তু MEI বিনিয়ােগের প্রবাহ (investment flow) এর সাথে সম্পর্কিত।

৫। MEC এবং MEI উভয় রেখাই বামদিক থেকে ডানদিকে নিমগামী হয় । তবে MEC রেখার তুলনায় MEI রেখা অধিক খাড়া হয়। কারণ, বিনিয়ােগ বাড়াতে থাকলে যে হারে MEC হ্রাস পায়, MEI তার চেয়ে অধিক হারে হ্রাস পায়।

MEC ও MEI এর মধ্যে পার্থক্য দেখানাে হলাে। আশা করি MEC ও MEI এর মধ্যে যে পার্থক্য রয়েছে তা ভাল ভাবে বুঝতে পেরেছেন আরো কিছু জানার থাকতে নিচে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ……

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

3.5/5 - (8 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button