আইপিএল
Trending

আইপিএল ২০২৩ দিল্লিতেই থাকছেন মুস্তাফিজ, দল পেতে পারে সাকিব, লিটন ও তাসকিন

Rate this post

আইপিএল ২০২৩ এর এবারের আসরে মুস্তাফিজকে দলে রেখেছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের বেধে দেওয়া নিয়ম অনুযায়ী ১৫ নভেম্বরের আগে দলগুলোকে জানাতে হবে তাদের রিটেইন এবং রিলিজ প্লেয়ারের তালিকা। গতকাল (১৫ নভেম্বর) দলগুলো তাদের রিটেইন এবং রিলিজ প্লেয়ারের তালিকা প্রকাশ করেছে। সেখানে দিল্লি ক্যাপিটালস এবার মুস্তাফিজের উপরে ভরসা রেখেছে।

গতবারের আসরে দিল্লি ক্যাপিটালস এর হয়ে মুস্তাফিজ তেমন নজর করা পারফরম্যান্স করতে না পারলেও ৮ ম্যাচ খেলে নিয়েছিলেন ৮ টি উইকেট এবং তার অভার প্রতি ইকোনোমিরে ছিল ৭.৬২। কিন্তু মুস্তাফিজ গত কয়েকটি সিরিজে দেশের হয়ে তেমন ভালো পারফরম্যান্স না করতে পারায় অনেকেই ধারণা করেছিল এবারের আসরে দিল্লি ক্যাপিটালসে হয়তো না দেখা যেতে পারে মুস্তাফিজকে।

কিন্তু সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরানো মুস্তাফিজকে যেন কিছুটা ফিরে পাওয়া গেছে। সে কারণেই হয়তো দিল্লি ক্যাপিটালস এবারের আসরেও ভরসা রাখছে মুস্তাফিজের উপর। প্লেয়ার রিলিজ রিটেইনে দিল্লি ক্যাপিটাল এর তেমন কোন বড় পরিবর্তন রাখেনি। গতবারের দিল্লি ক্যাপিটালসে খেলা শার্দন ঠাকুরকে রিলিজ করেছে দিল্লি।

আপডেট পড়ুনঃ লিটন দাস আইপিএলে দল পেলেন, কলকাতা নাইট রাইডার্সে

সাকিব, লিটন, তাসকিনকে দেখা যেতে পারে এবারের আইপিএলে

আইপিএলের এবারের আসরে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে।সাকিব তার পুরাতন দল কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলতে পারে এবারের আসরে। কলকাতা নাইট রাইডার্স গত নিলামে সাকিব আল হাসানের জায়গায় দলে রেখেছিলেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবিকে আমিতো কলকাতা নাইট রাইডার্স এবারের আসরে মোহাম্মদ নাবিকের রিলিজ করায় সাকিব কি পুনরায় দেখা যেতে পারে কলকাতায়। এছাড়াও কলকাতা নাইট রাইডার্স আলেক্স হেলস, স্যাম বিলিংস, ও পাট কামিংসকে রিলিজ করায় এবারে নিলামে(২৩ডিসেম্বর) দলে নিতে পারবেন ৪ বিদেশি ক্রিকেটারকে। তবে আইপিএলের এবারের আসলে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে দল পাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি আশাবাদী তাসকিন আহমেদকে নিয়ে।

আরো পড়ুন  আইপিএল আজকের খেলা | আইপিএল সর্বশেষ খবর

মোস্তাফিজুর রহমান আইপিএল ২০২৩ কোন দলে

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন আহমেদের বোলিং পারফরম্যান্স নিঃসন্দেহে নজর কাড়বেন আইপিএলের ফ্র্যাঞ্চেজিগুলোর। এবারের আইপিএলে তাসকিন আহমেদকে দলে নিতে সবচেয়ে বেশি আগ্রহ দেখাতে পারে কে এল রাহুলের দল লাখনৌ সুপার জয়েন্ট। কারণ লাখনো সুপার জয়েন্ট ইতিমধ্যে তাদের বিদেশি তিন পেসার চমিরা, অ্যান্ড্রুটাই ও জেসন হোল্ডারকে রিলিজ করেছে। তাছাড়াও গতবারের আসরেও লাখনৌ সুপার জয়েন্ট তাসকিন আহমেদকে দলে নিতে সরাসরি সাইনিং এর প্রস্তাব দিয়েছিলেন।এছাড়াও এবারের আইপিএলে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে খেলতে দেখা যেতে পারে লিটন দাসকে।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন দাস ইন্ডিয়ার বিপক্ষে যে মার কাটারি ব্যাটিং দেখিয়েছেন তাতে নিঃসন্দেহে নজর কেটেছে আইপিএল এর ফ্যানজিগুলোর। এবারের আইপিএলে লিটন দাস ইন্ডিয়ার বিপক্ষে মাত্র ২৭ বলে করেন ৬০ রান।লিটন দাসকে এবার আইপিএলে দলে নিতে সবচেয়ে বেশি আগ্রহী দেখাতে পারে গুজরাট টাইটান্স। কারণ গুজরাট টাইটান্স তাদের বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান রহমতুল্লাহ গুরুবাজকে রিলিজ করেছে।

এবার আইপিএল নিলামে প্লেয়ার কেনাই কোন দলের কাছে থাকছে কত টাকা

গতবার আইপিএল ২০২৩ মেগা নিলাম অনুষ্ঠিত হয় এবারের নিলামে প্লেয়ার কিনতে দলগুলোর কাছে খুব কম টাকায় থাকবেন। তবে যেসব দল প্লেয়ার রিলিজ বেশি করেছেন সেসব রিলিজ প্লেয়ারের জায়গায় নিতে পারবেন অন্য বিদেশি প্লেয়ারদের। তাছাড়াও গতবার নিলামে দল গুছিয়ে ফ্র্যাঞ্চেজিগুলি যে টাকা অবশিষ্ট রেখেছিল তার সাথে পাঁচ কোটি রুপি যোগ হয়ে এবারের নিলামে প্লেয়ার কিনতে পারবেন দলগুলি। চলুন দেখে আসি এবারে নিলামে দলগুলির হাতে রয়েছে কত টাকা।

১.পাঞ্জাব কিংস
গতবার নিলামে পাঞ্জাব কিংস দল গুছিয়ে অবশিষ্ট রেখেছিল ৩.৪৫ কোটি রুপি তার সাথে যোগ হবে অতিরিক্ত ৫ কোটি রুপি। অর্থাৎ এবার নিলামে পাঞ্জাব কিংসের হাতে থাকছে ৮.৪৫ কোটি রুপি। তাছাড়াও রিলিজ প্লেয়ারের জায়গায় দলে নিতে পারবেন নতুন প্লেয়ার।

২.চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংসের হাতে গতবার নিলামে অবশিষ্ট ছিল ২.৯৫ কোটি রুপি তার সাথে আরো যোগ হবে অতিরিক্ত ৫ কোটি রুপি। তাহলে এবার নিলামে চেন্নাই সুপার কিংস এর হাতে থাকছে ৭.৯৫ কোটি রুপি। সাথে রিলিজ প্লেয়ার এর জায়গায় নিতে পারবেন নতুন প্লেয়ার।

আরো পড়ুন  আইপিএল 2023 সময়সূচী ও দল, পয়েন্ট টেবিল, ভেন্যু বাংলা

৩.রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু
গতবার নিলামে বেঁচে যাওয়া ১.৫৫ কটি রূপির সাথে এবারে নিলামে যোগ হবে আরও ৫ কোটি রুপি। অর্থাৎ এবারের নিলামের জন্য রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ব্যয় করতে পারবেন ৬.৫৫ কোটি রূপি।তার সাথে রিলিজ প্লেয়ারের নিতে পারবে নতুন প্লেয়ার।

৪.রাজস্থান রয়েলস
রাজস্থান রয়েলসের হাতে অবশিষ্ট টাকা ছিল ৯৫ লাখ রুপি। তার সাথে আরো পাঁচ কোটি রুপি যোগ হয়ে এবারে নিলামে তারা ব্যয় করতে পারবে ৫ কটি ৯৫ লাখ রুপি।

৫.কলকাতা নাইট রাইডার্স
শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের কাছে গতবার নিলামে বেচে যাওয়া ৫০ লাখ রুপি সাথে যোগ হবে ৫ কোটি রুপি। অর্থাৎ এবার নিলামের কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার কিনতে বসবে সাড়ে পাঁচ কোটি রুপি নিয়ে।সাথে রিলিজ প্লেয়ারের জায়গায় নতুন প্লেয়ার দলে নেয়ার সুযোগ তো থাকবেই।

৬.গুজরাট টাইটানস
গতবার মেগা নিলামে বেঁচে যাওয়া ১৫ লাখ রুপির সাথে অতিরিক্ত পাঁচ কোটি রুপি যোগ হয়ে গুজরাট টাইটানসের হাতে জমা হচ্ছে ৫ কটি ১৫ লাখ রুপি।

এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার হায়দারাবাদ এবং দিল্লী ক্যাপিটালস প্রত্যেকটি দলের হাতে গতবার নিলামে বেচে যাওয়া টাকা আছে ১০ লাখ রুপি করে সাথে অতিরিক্ত যোগ হবে ৫ কটি। অর্থাৎ এবারের আইপিএল ২০২৩ নিলামে এই তিনটি দল ব্যয় করতে পারবেন সমান ৫.১০ কোটি রুপি।লাখনো সুপার জয়েন্টের কাছে গতবার নিলামের কোন অবশিষ্ট অর্থ না থাকায় এবারে নিলামে তারা প্লেয়ার কিনতে বসবে ৫ কোটি রূপি নিয়ে। সাথে রিলিজ প্লেয়ারের সমমূল্যে দলে নিতে পারবেন নতুন প্লেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!