বিপিএল
Trending

খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লাইভ

খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লাইভ বিপিএল ২০২৩ ম্যাচটি শুরু হবে আজ(৯ জানুয়ারি) সন্ধ্যা ৬:৩০ মিনিটে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার আজকের ম্যাচের যাবতীয় ম্যাচ রিপোর্ট পেতে চোখ রাখুন খেলা ১৮ এর পাতায়।

খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লাইভ
খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লাইভ

খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লাইভ ম্যাচ

বিপিএল ২০২৩ এর ষষ্ঠ ম্যাচে আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স মুখোমুখি হবে। খুলনা বনাম চট্টগ্রামের আজকের ম্যাচ টি দুই দলের কাছে সমান গুরুত্বপূর্ণ কারণ চট্টগ্রাম এবং খুলনা বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় নিচের দিকে আছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকারস এর কাছে হেরে যায় ৮ উইকেটের বড় ব্যবধানে ফলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের প্রথম ম্যাচে হেরে বিপিএল পয়েন্ট তালিকা নিচের দিকে অবস্থান করছে তাই খুলনা টাইগার্সের সাথে আজকের ম্যাচে জিততে মরিয়া হয়ে উঠবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অন্যদিকে খুলনা টাইগারসও এবার বিপিএলে তাদের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের কাছে ছয় উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল ফলে আজকের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর বিপক্ষে জয়ের সর্বোচ্চ চেষ্টা করবে তামিম ইকবালের খুলনা টাইগার্স। চলুন দেখে আসি আজকের ম্যাচে চট্টগ্রাম বনাম খুলনার দুই দলের সম্ভাব্য একাদশ।

→খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম চালঞ্জার্স
→খুলনা টাইগার্স :১৭৮/৫(২০)
→চট্টগ্রাম চালঞ্জার্স :১৭৬/১
→ফলাফল :চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ উইকেটে জয়লাভ করেছে।

খুলনা বনাম চট্টগ্রাম ম্যাচের টস ফ্যাক্ট

খুলনা বনাম চট্টগ্রাম এর আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে। খুলনা বনাম চট্টগ্রামের ম্যাচের টসে জয়লাভকারী দল অতিরিক্ত অ্যাডভান্টেজ পেতে টসে জয়লাভ করে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে কারণ শিশির ভেজা পিচে শেষ ইনিংসে বোলারদের বোলিং করতে অসুবিধা হয়। অতিরিক্ত শিশির পড়ায় বোলাররা ঠিকমতো বল গৃপ করতে পারেনা তাছাড়াও রাতে অতিরিক্ত কুয়াশা পড়ায় ফিল্ডারদের ফিল্ডিং করতে অসুবিধা হয়। এক্ষেত্রে আজকের ম্যাচে টসে জয় লাভ কারী দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে যা ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

খুলনা টাইগার্সের একাদশ

১. আভিস্কা ফার্নান্দো

২. মাহমুদুল হাসান জয়

৩. মুনিম শাহরিয়ার

৪. সাব্বির রহমান

৫. শারজিল খান

৬. তামিম ইকবাল ( C )

৭. ইয়াসির আলী চৌধুরী রাব্বী

৮. দাসুন শানাকা

৯. মোহাম্মাদ সাইফুদ্দিন

১০. নাহিদুল ইসলাম

১১. পল ভ্যান মিকিরেন

১২. শরিফুল ইসলাম

১৩. ওয়াহাব রিয়াজ

১৪. অ্যান্ড্রু বালবির্নি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর একাদশ

১. আফিফ হোসেন ( C )

২. আল আমিন

৩. আশান প্রিয়ঞ্জন ( শ্রীলঙ্কা )

৪. অভিষেক মিত্র

৫.মেহেদী মারুফ

৬. আশান প্রিয়ঞ্জন ( শ্রীলঙ্কা

৭. ম্যাক্স ও’ডাউড ( নেদারল্যান্ডাস )

৮. উন্মুক্ত চাঁদ ( ইউএসএ )

৯. উসমান খান ( পাকিস্থান )

১০. অভিষেক মিত্র

১১. শুভাগত হোম

১২. ফরহাদ রেজা

১৩. ফরহাদ রেজা

১৪. তৌফিক খান তুষার

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button