চট্টগ্রাম বনাম রংপুর লাইভ~চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রেঞ্জার্স লাইভ

চট্টগ্রাম বনাম রংপুর লাইভ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রেঞ্জার্স লাইভ ম্যাচ বিপিএল ২০২৩, ম্যাচটি শুরু হয়েছে আজ দুপুর ১:৩০ মিনিট থেকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রেঞ্জার্স আজকের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে টসে হেরে এখন ব্যাট করছে রংপুর রেঞ্জার্সচট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রেঞ্জার্স লাইভ ম্যাচটি সরাসরি লাইভ আপডেট করা হচ্ছে খেলা ১৮ এর পাতায়।

চট্টগ্রাম বনাম রংপুর লাইভ

→রংপুর রেঞ্জার্স বনাম চট্টগ্রাম চালেঞ্জার্স
→ রংপুর রেঞ্জার্স  : ১৭৯/৬ ( ২০ ওভার )
→চট্টগ্রাম চালেঞ্জার্স : ১২৪ /৯ ( ১৬.৩ ওভার )
→ফলাফল : রংপুর রেঞ্জার্স ৫৫ রানে জয়ী

চট্টগ্রাম বনাম রংপুর লাইভ~চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রেঞ্জার্স লাইভ
চট্টগ্রাম বনাম রংপুর লাইভ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রেঞ্জার্স আজকের ম্যাচের টস ফ্যাক্ট

বিপিএল ২০২৩ শুরু হয়েছিল ঢাকা পর্বে মাঝে আটটি ম্যাচ চট্টগ্রাম পর্বে অনুষ্ঠিত হয়ে বিপিএল আবার ফিরেছে ঢাকা পর্বে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রেঞ্জার্স আজকের ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করবে কারণ বিপিএল ২০২৩ শীতকালে অনুষ্ঠিত হওয়ায় রাতে প্রচুর শিশির পড়ে ফলে দিনের প্রথম খেলায় প্রথম ৫ ওভার পিচ থাকে অনেকটা ভেজা। এই ভেজা উইকেটে খেলার প্রথম পাঁচ ওভার দলের ফাস্ট বোলারা পিচ থেকে অতিরিক্ত অ্যাডভান্টেজ পেয়ে থাকে। ফলে আজকের ম্যাচে টসে জয়লাভ করে দল টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিবে। চলুন দেখে আসি বিপিএল ২০২৩ এর ২১ তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রেঞ্জার্স আজকের ম্যাচে দুই দলের স্কোয়াড।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোয়াড আজকের ম্যাচে

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবার বিপিএলে এখনো পর্যন্ত খুব একটা ভালো অবস্থানে নেই সেকথা বলাই যায় কারণ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবার বিপিএলে গ্রুপ পর্বে এখনো পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে জিততে পেরেছে মাত্র দুটিতে। বিপিএল ২০২৩ এর পয়েন্ট তালিকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অবস্থান ৬ নম্বরে। ফলে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী থাকবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চলো দেখে আসি আজকের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর সেরা একাদশ।

১. শুভাগত হোম ( C )

২. আফিফ হোসেন

৩. ম্যাক্স ও’ডাউড 

৪. মেহেদী হাসান রানা

৫. উসমান খান ( W )

৬. ফরহাদ রেজা

৭. তাইজুল ইসলাম

৮. নিহাদুজ্জামান

৯. খাওজা নাফায়া

১০. জিয়াউর রহমান

১১. দারউইশ রাসুলি

রংপুর রেঞ্জার্সের স্কোয়াড আজকের ম্যাচে

তরুণ অধিনায়ক নুরুল হাসান সোহান এর নেতৃত্বে রংপুর রেঞ্জার্স এবার বিপিএলে খুব একটা ভালো অবস্থানে নেই সে কথা বলাই যায়। রংপুর রেঞ্জার্স এবার বিপিএলে গ্রুপ পর্বে এখনো পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে জয় লাভ করেছে মাত্র দুটি ম্যাচে। পয়েন্ট তালিকায় রংপুর রেঞ্জার্সের অবস্থান পঞ্চম। চলুন দেখে আসি আজকের ম্যাচে রংপুর রেঞ্জার্স এর সেরা একাদশ।

১.মোহাম্মদ নাঈম
২. রনি তালুকদার
৩. পারভেজ হোসেন ইমন ( W )
৪. শামীম হোসেন
৫. মেহেদী হাসান
৬. হারিস রউফ
৭. হাসান মাহমুদ
৮. আসমাতুল্লাহ ওমরজাই
৯.  শোয়েব মালিক ( C )
১০. রবিউল হাসান
১১. রকিবুল হাসান

আরো পড়ুন: বিপিএল ২০২৩ সময়সূচী 

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ )

Rate this post

Leave a Comment