ঢাকা ডমিনেটর্স বনাম সিলেট সানরাইজার্স লাইভ

ঢাকা ডমিনেটর্স বনাম সিলেট সানরাইজার্স লাইভ ম্যাচ বিপিএল ২০২৩ শুরু হয়েছে আজ সন্ধ্যা ৬:৩০ থেকে। সিলেট সানরাইজার্স এবার বিপিএলে তাদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ডমিনেটরস এর বিপক্ষে। আজকের ম্যাচে সিলেট সানরাইজার্স এর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এখন সিলেট সানরাইজার্স এর বিপক্ষে ব্যাট করছে ঢাকা ডমিনেটরস। ঢাকা ডমিনেটর্স বনাম সিলেট সানরাইজার্স লাইভ ম্যাচটির যাবতীয় ম্যাচ রিপোর্ট পেতে থাকুন খেলা ১৮ এর সাথে।

ঢাকা ডমিনেটর্স বনাম সিলেট সানরাইজার্স লাইভ
ঢাকা ডমিনেটর্স বনাম সিলেট সানরাইজার্স লাইভ

ঢাকা ডমিনেটর্স বনাম সিলেট সানরাইজার্স ম্যাচের টস ফ্যাক্ট

ঢাকা ডমিনেটর্স বনাম সিলেট সানরাইজার্স ম্যাচটি শুরু হচ্ছে সন্ধ্যা ৬:৩০ মিনিটে। শীতকালে রাতে প্রচুর শিশির পড়ার কথা মাথায় রেখে ঢাকা ডমিনেটর্স বনাম সিলেট সানরাইজার্স ম্যাচে টসে জয়লাভ ইন্টারেস্টিং বিষয় হয়ে উঠেছে। আজকের ম্যাচে যে দল টসে জয়লাভ করবে অবশ্যই আগে বোলিং করার সুযোগ বেছে নেবে। কারণ রাতের সময় যত বাড়তে থাকবে পিচ তত বেশি শিশির ভেজা থাকবে। শিশির ভেজা পিছে শেষের দিকে বোলিং করতে বোলারদের খুব অসুবিধা হয় কারণ মাঠ শিশির ভেজা থাকায় বোলারা বল ঠিক মতো গ্রিপ করতে পারে না। ফলে আজকের ম্যাচে টসে জয়লাভ করি দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিবে। চলুন দেখে আসি ঢাকা ডমিনেটর্স বনাম সিলেট সানরাইজার্স এর আজকের ম্যাচে দুইদলের স্কোয়াড।

ঢাকা ডমিনেটর্সের একাদশ আজকের ম্যাচে

ঢাকা ডোমিনেটরস তাদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় পেয়েছিল ৬ উইকেটের বড় ব্যবধানে। ঢাকা ডমিনিনেটরস আজকের ম্যাচে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা সিলেট সানরাইজার্সকে হারাতে মাঠে নামবে সেরা একাদশ নিয়ে চলুন দেখে আসি ঢাকা ডোমিনেটরস এর স্কোয়াড।

১.দিলশান মুনাবিরা
২.আহমেদ শেহজাদ
৩.সৌম্য সরকার
৪.মোহাম্মদ মিঠুন
৫.নাসির হোসেন ( C )
৬.ওসমান গনি
৭.আরিফুল হক
৮.মুক্তার আলি
৯.আরাফাত সানি
১০.তাসকিন আহমেদ
১১.আলামিন হোসেন

সিলেট সানরাইজার্সের একাদশ আজকের ম্যাচে

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সিলেট সানরাইজার্স যেন এবার বিপিএলে ছুটন্ত ঘোড়া। সিলেট সানরাইজার্স এবার বিপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচে তিনটিতেই জয়লাভ করে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে চলুন দেখে আসি আজকের ম্যাচে সিলেট সানরাইজার্স এর স্কোয়াড।

১.মাশরাফি বিন মর্তুজা ( C )
২.নাজমুল হোসেন শান্ত
৩.তৌহিদ হৃদয়
৪.জাকির হাসান
৫.মুশফিকুর রহিম
৬.থিসারা পেরেরা
৭.আকবর আলি
৮.ইমাদ অসীম
৯.মোহাম্মদ আমির
১০রেজাউর রহমান রাজা
১১. মোহাম্মাদ হারিস

আরো পড়ুন: বিপিএল ২০২৩ সময়সূচী

📺 ঢাকা ডমিনেটর্স বনাম সিলেট সানরাইজার্স লাইভ ম্যাচটি সরাসরি দেখাবে দারাজ অ্যাপস ও নাগরিক টেলিভিশন

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Rate this post

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×