বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে দল ঘোষণা

আগামী ৫, ৮ ও ১১ জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান দল। যার জন্য বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ান ডে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ( ACC ). বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচে বড় পরাজয়ের পর অকেনটাই সেরা দল নির্বাচন করেছে এবার।

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ান ডে দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে দল

বাংলাদেশের বিপক্ষে ১৮ সদস্যার ওয়ানডে দল ঘোষণা করেছে আফগানিস্থান যেখানে হাশমতউল্লাহ শহীদিকে অধিনায়ক করেছে দলটি। নিচে স্কোয়াড দেখে নিন।

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, শহীদউল্লাহ কামাল, মোহাম্মদ নবী, ইব্রাহিম আলখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, জিয়া আকবর, ইজারুল হক নাভিদ, সেলিম শাফি, আব্দুল রহমান, সাইদ আহমেদ শিরজাদ।

বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে পরিসংখ্যান

বাংলাদেশে আফগানিস্থানের বিপক্ষে সর্বপ্রথম ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয় ১ম মার্চ ১০১৪ সালে এশিয়া কাপে। এবং সর্বশেষ বাংলাদেশ ওডিআই  ম্যাচ খেলেছে ২৮ ফেব্রুয়ারি ২০২২ সালে। আফগানিস্থান বনাম বাংলাদেশ সর্বমোট ওডিআই ম্যাচ খেলেছে ১১টি ম্যাচে। যেখানে বাংলাদেশ জয়লাভ করেছে ৭টি ম্যাচে এবং বাংলাদের জয়ের পরিমাণ ৬৩.৬৪%। অন্যদিকে আফগানিস্থান জয়লাভ করেছে ৪টি ম্যাচে। আফগানিস্থানের জয়ের পরিমাণ ৩৬.৩৬%। ওডিআই  বিবেচনায় বাংলাদেশ আফগানিস্থানের থেকে এগিয়ে থাকবে।

মোট ম্যাচ১১ টি
বাংলাদেশের জয়০৭ টি
আফগানিস্থানের জয়০৪
বাংলাদেশের জয় %৬৩.৬৪%
আফগানিস্থানের জয় %৩৬.৩৬%
ড্রা / ফলাফল হয়নি০০
ড্রা / ফলাফল হয়নি %০০%
প্রথম খেলেছিল১ম মার্চ ১০১৪
সর্বশেষ খেলেছিল২৮ ফেব্রুয়ারি ২০২২

আরো পড়ুন: বাংলাদেশ বনাম ভারত পরিসংখ্যান

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ )

4.9/5 - (50 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×