বাংলাদেশ বনাম আফগানিস্তান পরিসংখ্যান ক্রিকেট ম্যাচ হেড টু হেড কেমন হতে পারে জানতে হলে আগে উভয় দলের শক্তিমত্তার দিকটা দেখতে হবে। আফগানিস্তান বিশ্বক্রিকেটের একদম নবীনতম দল হলেও টি-টোয়েন্টিতে তাদের অবস্থান বেশ শক্তিশালী। ক্রিকেটের তিন টি ফরম্যাটে মধ্যে আফগানিস্তানের প্রিয় ফরমাট টি-টোয়েন্টি। রাশিদ, নবী, মুজিদেরর মতো বিশ্বসেরা টি-টোয়েন্টি বোলিং লাইন আছে দলটিতে। আছে হজরতুল্লাহ জাজাই রহমানুউল্লাহ গুরু বাজ , নাজিবুল্লাহ জাদরানদের মত হার্ডহিটার ব্যাটসম্যান। যারা নিয়মিত পারফরম্যান্স করে আসছে বিশ্বের সব নামিদামি ফ্র্যাঞ্চাইজিগুলোতে।

এসব কারণে টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে অনেক এগিয়ে রাখা যায়।এসব দিক বিবেচনায় বাংলাদেশের টি-টোয়েন্টি স্পেশাল প্লেয়ার হিসেবে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম ছাড়া অন্য কোন নাম নেই বললেই চলে। তারপর আবার সম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমানের ফর্ম ভাবাচ্ছে দলটিকে। এছাড়াও ক্রিকেটের যে তিনটি ফরমাট আছে তার মধ্যে বাংলাদেশ টি-টোয়েন্টিতে প্রথম থেকেই দুর্বল। অধিনায়ক সাকিব আল হাসান তো বলেই দিয়েছে, বাংলাদেশ এখনো পর্যন্ত টি-টোয়েন্টিতে একটি দল হয়ে উঠতে পারেনি।
বাংলাদেশ আফগানিস্তান t20 পরিসংখ্যান
আফগানিস্তান তাদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত ৯০ টি ম্যাচ খেলেছে। এই ৯০ টি ম্যাচের মধ্যে জয়লাভ করেছে ৬১ টি ম্যাচে, যেখানে পরাজিত হয়েছে মাত্র ২৮ টি ম্যাচে। সেখানে বাংলাদেশ তাদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত ম্যাচ খেলেছে মোট ১২৫ টি।১২৫ টি ম্যাচ খেলে জয়লাভ করেছে মাত্র ৪৩ টি তে। হারতে হয়েছে ৮০টি ম্যাচে। টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের এমন পরিসংখ্যান দেখলে বোঝা যায় বাংলাদেশ থেকে আফগানিস্থান ঠিক কতটা এগিয়ে।
আরো পড়ুনঃ বাংলাদেশ বনাম পাকিস্তান পরিসংখ্যান
বাংলাদেশ বনাম আফগানিস্তান পরিসংখ্যান হেড টু হেড
আফগানিস্তান বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট ৬ বার। এই ৬ বারের মুখোমুখিতে বাংলাদেশ জয়লাভ করেছে মাত্র ২ টি ম্যাচে, যেখানে আফগানিস্তানে জয় ৪ টিতে।
Khela18 থেকে সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ ( Google News ) ফিডটি।