আজকের প্রতিবেদনে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড পরিসংখ্যান টি২০, ওডিআই, টেস্ট সকল ফরম্যাটের আপডেট পরিসংখ্যান পেয়ে যাবেন আজকের এই নিবন্ধে। চলুন দেখে আসি বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের আপডেট পরিসংখ্যান।
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি২০ পরিসংখ্যান
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড হেড টু হেড টি২০ পরিসংখ্যানে সর্বমোট ৮ বার দেখা হয়েছে ২০০৯ সালের ৭ই জুন টি২০ বিশ্বকাপে। এবং সর্বশেষ ২০২৩ সালের ৩১ই মার্চ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড হেড টু হেড ৮ বারের দেখায় আয়ারল্যান্ড জয়লাভ করেছিল ২টি ম্যাচে এবং বাংলাদেশ জয়লাভ করেছে ৫টি ম্যাচে।
মোট ম্যাচ | ৮ |
বাংলাদেশের জয় | ৫ |
আয়ারল্যান্ড জয় | ২ |
বাংলাদেশের জয় % | ৬২.৫% |
আয়ারল্যান্ড জয় % | ২৫% |
ড্রা বা ফলাফল হয়নি | ১ |
ড্রা বা ফলাফল হয়নি % | ১২.৫% |
প্রথম খেলেছিল | ৭ই, জুন ২০০৯ |
সর্বশেষ খেলেছিল | ৩১শে, মার্চ ২০২৩ |
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ওডিআই পরিসংখ্যান
বাংলাদেশ আয়ারল্যান্ড পরিসংখ্যানে হেড টু হেড ওডিআই সর্বমোট ম্যাচ খেলেছে ১৬টি যেখানে আয়ারল্যান্ডের জয় ২টি ম্যাচে। আয়ারল্যান্ড জয়ের পরিমাণ ১২.৫%। অন্যদিকে বাংলাদেশের জয় মাত্র ১১টি ম্যাচে। বাংলাদেশের জয় ৬৮.৭৫%। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড হেড টু হেড সর্বপ্রথম ওডিআই ম্যাচ খেলে ১৫ই, এপ্রিল ২০০৭ সালে। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড হেড টু হেড সর্বশেষ ওডিআই ম্যাচ খেলে ১৪ই মে ২০২৩ সালে।
মোট ম্যাচ | ১৬ |
বাংলাদেশের জয় | ১১ |
আয়ারল্যান্ড জয় | ২ |
বাংলাদেশের জয় % | ৬২.৫% |
আয়ারল্যান্ড জয় % | ২৫% |
ড্রা বা ফলাফল হয়নি | ০ |
ড্রা বা ফলাফল হয়নি % | ০০% |
প্রথম খেলেছিল | ১৫ই এপ্রিল, ২০০৭ |
সর্বশেষ খেলেছিল | ১৪ই মে, ২০২৩ |
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট পরিসংখ্যান
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড মধ্যকার টেস্ট পরিসংখ্যানে সর্বমোট ১ টি ম্যাচ খেলেছে যেখানে বাংলাদেশের জয় ১টি ম্যাচে। বাংলাদেশের জয়ের পরিমাণ ১০০%। অন্যদিকে আয়ারল্যান্ড জয় নেই একটি ম্যাচেও। আয়ারল্যান্ড জয়ের পরিমাণ ০০%। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড হেড টু হেড ১ টি ম্যাচে একটি ম্যাচও ড্রা হয়নি। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সর্ব প্রথম ম্যাচ খেলে ৪ই, এপ্রিল ২০২৩ সালে।
মোট ম্যাচ | ১ |
বাংলাদেশের জয় | ১ |
আয়ারল্যান্ড জয় | ০০ |
বাংলাদেশের জয় % | ১০০% |
আয়ারল্যান্ড জয় % | ০০% |
ড্রা বা ফলাফল হয়নি | ০ |
ড্রা বা ফলাফল হয়নি % | ০০% |
প্রথম খেলেছিল | ৪ই, এপ্রিল ২০২৩ |
সর্বশেষ খেলেছিল | ৪ই এপ্রিল, ২০২৩ |
আরো পড়ুন: বাংলাদেশ ইংল্যান্ড পরিসংখ্যান
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড মধ্যকার সকল ফরম্যাট ( টি২০, টেস্ট, ওডিআই ) সর্বমোট ২৫টি ম্যাচ খেলেছে যেখানে আয়ারল্যান্ড ৪টি ম্যাচে জয়লাভ করেছে। সকল ফরম্যাট আয়ারল্যান্ডের জয়ের পরিমাণ ১৬%। অপরদিকে বাংলাদেশ জয়লাভ করেছে ১৭টি ম্যাচে। বাংলাদেশের জয়ের পরিমাণ ৬৮%। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ১টি ম্যাচে ফলাফল হয়নি। ফলাফল না হওয়ার পরিমাণ ৪%। সকল ফরম্যাটে বাংলাদেশ আয়ারল্যান্ড পরিসংখ্যানে বাংলাদেশ অনেকটাই এগিয়ে থাকবে।
(সঠিক খবর পেতে ফলো করুন আমাদের Google News পেজ)