ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে কলম্বিয়ার রবার্তো মেলান্দেজ মেট্রোপলিটন স্টেডিয়ামে। ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের আজকের ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৬ টাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রাজিল বনাম কলম্বিয়া আজকের ম্যাচটি লাইভ স্কোর পরিসংখ্যান নিয়ে আজকের নিবন্ধ সাজানো। তাহলে চলুন দেখে আসি কলম্বিয়া বনাম ব্রাজিল লাইভ স্কোর।
ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ
ব্রাজিলের গত ম্যাচে ম্যাচ তাদের সেরা খেলোয়াড় নেইমার ইঞ্জুরিতে থাকা, গত ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে পরাজিত বাড়তি চাপে রাখছে দলটির। অন্যদিকে কলোম্বিয়া তাদের গত ম্যাচে ইকুয়েডরের সাথে একই ভাবে তাদেরও চাপে থাকতে হচ্ছে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের আজকের ম্যাচে ব্রাজিল বনাম কলম্বিয়া দুই দলের জন্যই জয়টা বেশ জরুরী।
- ব্রাজিল: ১
- কলম্বিয়া: ২
- সময়: সম্পূর্ণ সময়
কলম্বিয়ার সাথে ব্রাজিলের খেলোয়াড় তালিকা
বিশ্বকাপের বাছাইপর্বে ইতিমধ্যে ৪ ম্যাচে শেষ হয়েছে যেখানে ব্রাজিল দুই জয় এক পরাজয় ও এক ড্রা নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় নাম্বারে অবস্থান করছে দলটি। ফিফা র্যাংকিং এ ১৮১২.২ পয়েন্ট নিয়ে তৃতীয় নাম্বারে অবথান করছে। যেখানে ব্রাজিলের অবনতি হয়েছে ২৫.৪১ পয়েন্ট। ব্রাজিলের পরে অবস্থান করছে ইংল্যান্ড। দলটির র্যাংকিং পয়েন্ট ১৮০৭.৮৮ ব্রাজিলকে টপকে তৃতীয় নাম্বারে যেতে এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। আজকের ম্যাচে পরাজিত হলে সেটাও পূরণ হবে। তাই ব্রাজিল আজকের ম্যাচে নেইমার ছাড়া সেরা একাদশ সাঁজিয়েছে।
Alisson; Marquinhos, Bremer, Gabriel M., Augusto; Bruno G, Luiz; Rodrygo, Martinelli, Vinicius; Jesus
ব্রাজিলের সাথে কলম্বিয়ার খেলোয়াড় তালিকা
ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে দলটি চার ম্যাচের তিন ম্যাচে ড্রা ও একটি ম্যাচে জয় নিয়ে পঞ্চম নাম্বারে অবস্থান করছে কলম্বিয়া দলটি। আজকের ম্যাচে ব্রাজিলের সাথে পরাজিত হলে এই পজিশন আরও নিচে যাওয়া ঠেকাতে দলটির সেরা একাদশ আজকে মাঠে নামবে। অন্যদিকে নেইমারের মত তারকা দলে না থাকায় বাড়তি একটা সুযোগ পাচ্ছে দলটি।
Montero; Mosquera, Cuesta, Sanchez, Machado; Uribe, Castano; Arias, Rodriguez, Diaz; Borre Maury
ব্রাজিল বনাম কলম্বিয়া পরিসংখ্যান হেড টু হেড
ব্রাজিল বনাম কলম্বিয়া হেড টু হেড সর্বপ্রথম ম্যাচ খেলে ২১ জানুয়ারী ১৯৪৫ সালে কোপা আমেরিকার এক ম্যাচে যেখানে প্রথম ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোল ব্যাবধানে জয়ী হয় ব্রাজিল। তার পর থেকে এখনও পর্যন্ত সর্বমোট ৩৫ ম্যাচ খেলেছে যেখানে ব্রাজিল জয়লাভ করেছে ২১ ম্যাচে। ব্রাজিলের জয়ের পরিমাণ ৬০%। অন্যদিকে কলম্বিয়া জয়লাভ করেছে ৩ ম্যাচে। কলম্বিয়ার জয়ের পরিমাণ ৮.৫৭%। এই ৩৫ ম্যাচের ১১ ম্যাচ ড্রা হয় যেখানে ড্রার পরিমাণ ৩১.৪৩%। ব্রাজিল বনাম কলম্বিয়া হেড টু হেড সর্বশেষ ম্যাচ খেলে ১১ই নভেম্বর ২০২১ সালে। সর্বশেষ ম্যাচে ১-০ গোলে জয় পায় ব্রাজিল।ব্রাজিল বনাম কলম্বিয়া মুখোমুখি পরিসংখ্যান বিবেচনায় ব্রাজিল অনেকটাই এগিয়ে থাকবে।
এবার চলুন ব্রাজিল ও কলম্বিয়ার ফিফা র্যাংকিং পরিসংখ্যান দেখে আসি। ফিফা ব্যাংকিং এ ১৮১২.২ পয়েন্ট নিয়ে তৃতীয় নাম্বারে আছে ব্রাজিলও অন্যদিকে কলম্বিয়া ১৬২৬.৬ পয়েন্ট নিয়ে ১৭ নাম্বারে অবস্থান করছে কলম্বিয়া। ফিফা র্যাংকিং পরিসংখ্যান বিবেচনায়ও ব্রাজিল থাকছে অনেক এগিয়ে।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম উরুগুয়ে লাইভ
ব্রাজিল বনাম কলম্বিয়া আজকের ম্যাচ লাইভ দেখার উপায়
ফিফা বিশ্বকাপের সকল ম্যাচ ফ্রিতে দেখতে ফিফার অফিশিয়াল ওয়েবসাইট https://www.plus.fifa.com/ লিংকে গিয়ে ফ্রি রেজিস্টেশন করে সরাসরি খেলা দেখতে পারবেন। রেজিস্টেশনের জামেলা এড়াতে চাইলে ফেসবুকে জিয়ে সার্চ করুন “Brazil vs Colombia Live” ফ্রি হয়তো দেখতে পারবেন তবে মাঝে মাঝে বন্ধ হতে পাবে। তাই কোন রকম ঝামেলা ছাড়া অফিশিয়াল সাইট থেকে আজকের ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ খেলা দেখুন।
(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)