কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের লিভাই’স স্টেডিয়াম । ২০২৪ কোপা আমেরিকায় “ডি” গ্রুপের ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭ টাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচটি লাইভ স্কোর পরিসংখ্যান নিয়ে আজকের নিবন্ধ সাজানো। তাহলে চলুন দেখে আসি কলম্বিয়া বনাম ব্রাজিল লাইভ স্কোর।
ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ
ব্রাজিলের গত ম্যাচে পানামের বিপক্ষে বড় জয় কোপা আমেরিকার পয়েন্ট টেবিলে যোগ হয়েছে ৩ পয়েন্ট এবং কোস্ট রিকার সাথে ড্রা করে হয়েছে ১ পয়েন্ট। ব্রাজিলের সর্বমোট ৪ পয়েন্ট নিয়ে “ডি” গ্রুপে দ্বিতীয় নাম্বারে অবস্থান করছে তারা। তাদের সেরা খেলোয়াড় নেইমার ইঞ্জুরিতে থাকায় দলের হাল ধরেছে ভিনিসিয়াস জুনিয়র গত ম্যাচে করেছে জোড়া গোল। এদিকে কলম্বিয়া গত দুই ম্যাচে টানা জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা।
- ব্রাজিল: ১
- কলম্বিয়া: ১
- সময়: সম্পূর্ণ সময়
ব্রাজিলের খেলোয়াড় তালিকা
কোপা আমেরিকায় ১৫ তম আসরে মোট ১৬টি দল ৪ গ্রুপে খেলছে। “ডি” গ্রুপে আছে ব্রাজিল, কলম্বিয়া, কোস্টা রিকা ও প্যারাগুয়ে। ইতিমধ্যে কোস্টা রিকা ও প্যারাগুয়ে এবারের আসর থেকে বিদায়ের দার প্রান্তে। কেননা প্যারাগুয়ে একটি ম্যাচেও জয় পায়নি এবং কোস্টা রিকা একটি ম্যাচে ড্রা করার কারেনে তাদের ১ পয়েন্ট ইতিমধ্যে যোগ হয়েছে, আর কালকের ম্যাচে প্যারাগুয়েকে পরাজিত করতে পারলে হবে ৪ পয়েন্ট। কিন্ত শুধু জয় পেলেই হবে না টিকে থাকতে করতে হবে ৭ গোল। তবে ব্রাজিলকে শুধু জয় বা ড্রা হলেই চলে যাবে কোয়াটার ফাইনালে, এ যেন অটো পাস।
ব্রাজিলের খেলোয়াড়ঃ অ্যালিসন; দানিলো, বেরালদো, মারকুইনহোস, আরানা; গুইমারেস, গোমেস; সাভিও, পেরেইরা, রদ্রিগো; এন্ড্রিক।
কলম্বিয়ার খেলোয়াড় তালিকা
২০০১ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ান এবারের আসরে ছন্ধে আছেন। এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটোতেই জয়লাভ করে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। এই ম্যাচে পরাজিত হলেও কোয়াটার ফাইনাল খেলবে কলম্বিয়া। সুতরাং বাড়তি কোন চাপ নিয়ে খেলতে হবে না কলম্বিয়া কে।
কলম্বিয়ার খেলোয়াড়ঃ ভার্গাস; মুনোজ, সানচেজ, কুয়েস্তা, মাচাদো; কাস্তানো, উরিবে, আরিয়াস; সিনিস্টেরা, দুরান, দিয়াজ
ব্রাজিল বনাম কলম্বিয়া পরিসংখ্যান হেড টু হেড
ব্রাজিল বনাম কলম্বিয়া হেড টু হেড সর্বপ্রথম ম্যাচ খেলে ২১ জানুয়ারী ১৯৪৫ সালে কোপা আমেরিকার এক ম্যাচে যেখানে প্রথম ম্যাচে ৩-০ গোল ব্যাবধানে জয়ী হয় ব্রাজিল। তার পর থেকে এখনও পর্যন্ত সর্বমোট ৩৬ ম্যাচ খেলেছে যেখানে ব্রাজিল জয়লাভ করেছে ২১ ম্যাচে। ব্রাজিলের জয়ের পরিমাণ ৫৮.৩৩%। অন্যদিকে কলম্বিয়া জয়লাভ করেছে ৪ ম্যাচে। কলম্বিয়ার জয়ের পরিমাণ ১১.১২%। এই ৩৬ ম্যাচের ১১ ম্যাচ ড্রা হয় যেখানে ড্রার পরিমাণ ৩০.৫৫%। ব্রাজিল বনাম কলম্বিয়া হেড টু হেড সর্বশেষ ম্যাচ খেলে ১৬ই নভেম্বর ২০২৩ সালে। সর্বশেষ ম্যাচে ২-১ গোলে জয় পায় কলম্বিয়া। ব্রাজিল বনাম কলম্বিয়া মুখোমুখি পরিসংখ্যান বিবেচনায় ব্রাজিল অনেকটাই এগিয়ে থাকবে।
এবার চলুন ব্রাজিল ও কলম্বিয়ার ফিফা র্যাংকিং পরিসংখ্যান দেখে আসি। ফিফা ব্যাংকিং এ ১৭৯১.৮৫ পয়েন্ট নিয়ে চতুর্থ নাম্বারে আছে ব্রাজিল। অন্যদিকে কলম্বিয়া ১৬৬৯.৪৪ পয়েন্ট নিয়ে ১২ নাম্বারে অবস্থান করছে কলম্বিয়া। ফিফা র্যাংকিং পরিসংখ্যান বিবেচনায়ও ব্রাজিল থাকছে অনেক এগিয়ে।
ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ দেখার উপায়
বাংলাদেশ থেকে কোপা আমেরিয়ার সকল ম্যাচ দেখতে পারবেন Toffee App, T-Sports App ও T-Sports টিভি চ্যানেল থেকে।
(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)