Info

গিজার এর দাম ওয়াটার হিটার এর দাম ( সর্বশেষ আপডেট )

গিজার এর দাম ২০২৪ সালে অনেকেই অনুসন্ধান করছেন তাইতো। কিন্তু সর্বশেষ আপডেট অনুযায়ী গিজার এর দাম ২০২৪ সালে কত এটি জানতে পারছেন না। আজকের এই পোস্টটিতে আমরা গিজার বর্তমান দাম সম্পর্কে আলোচনা করবো। বছরের শুরুটা এখন শীতকাল,আর শীতকালে গোসল করতে যাওয়া মানে এক নি দারুণ ঠান্ডার সাথে পরিচয় হওয়া।

আর এই ঠান্ডা পানিতে গোসল করার কারণে আমাদের ঠান্ডা লেগে যেতে পারে। সেতু পানিকে অবশ্যই কুসুম কমল পানিতে রুপান্তরিত করা প্রয়োজন। তবে পানি চুলায় বা গ্যাসের চুলায় ও বৈদ্যুতিক কোন কিছুতে গরম করতে গেলে আমাদের অতিরিক্ত খরচ হয়ে যায়। তবে পানিওগরম হবে ও খরচ কম আসবে এমন যদি হতে চায় তাহলে আপনি এগিয়ে ওয়াটার হিটার বা গিজার ব্যবহার করতে পারেন এতে আপনার খরচ তুলনামূলকভাবে কম আসবে অনেকটা। আসুন তাহলে আমরা জেনে নিই গিজার এর দাম।

গিজার এর দাম
গিজার এর ছবি

গিজার এর দাম নভেম্বর ২০২৪

গিজার এর দাম নির্ভর করে আপনার গিজারটির আকার, বৈশিষ্ট্য এবং ব্র্যান্ডের উপর। সাধারণত, গিজারগুলির দাম লিটার অনুযায়ি নির্ধারিত হয়। বাংলাদেশে, ৬ লিটারের গিজারটির দাম শুরু হয় ৬,০০০ টাকা থেকে। ৬৭ লিটারের গিজারটির দাম শুরু হয় ৮,০০০ টাকা থেকে। ১০০ লিটারের গিজারটির দাম শুরু হয় ১০,০০০ টাকা থেকে। তবে অবশ্যই কিছু বিষয়ের উপরে গিজারের দাম নির্ভর করে তা হলো বিচারের শক্তি, গিজারের নিরাপত্তার বৈশিষ্ট্য,কোন কোম্পানি অর্থাৎ ব্রান্ডের তৈরি। এ নিচে আমরা কিছু মডেলের গিজারের দাম উপস্থাপন করেছি আপনি দেখে নিতে পারেন।

গিজারের মডেল গিজারের দাম
Electric Glitter 6-Liter Geyserমাত্র ৬১৫০ টাকা
Portable Instant Water Geyserমাত্র ১৯৫০টাকা
Vision Electric Glossy Geyser 90-Literমাত্র ৯০৫০ টাকা
Automatic 45L Electric Geyserমাত্র ৫০০০ টাকা
RFL 67.5 Liter Tropica Geyserমাত্র ৮৮০০ টাকা
Havells Monza EC 35Lমাত্র ২১,০০০ টাকা
Shameem Tropica Geyser 15 Gallon (67.5 L)মাত্র ৯৩৫০ টাকা

তবে বাংলাদেশে গিজার বিক্রি করে এমন কিছু জনপ্রিয় ব্র্যান্ড হল:

  • গাজী
  • ওয়ালটন
  • ভিশন
  • আরএফএল
  • এরিস্টন

আমরা এখন এই সকল ব্রান্ডের গিজারের দাম সম্পর্কে আলোচনা করব।

RFL গিজার এর দাম ২০২৪ 

RFL হলো বাংলাদেশের একটি জনপ্রিয় ব্র্যান্ড। RFL গিজারগুলি তাদের টেকসইতা, নিরাপত্তা বৈশিষ্ট্য এবং সাশ্রয়ী মূল্যের জন্য বেশ পরিচিত। বাংলাদেশে ২০২৪ সালে জানুয়ারি মাসে RFL গিজারের দাম লিটার অনুযায়ী ৬ লিটারের RFL গিজারটির দাম শুরু হয় ৫,৭৭৫ টাকা থেকে,৬৭ লিটারের RFL গিজারটির দাম শুরু হয় ৮,৫০০ টাকা থেকে,১০০ লিটারের RFL গিজারটির দাম শুরু হয় ১১,৫০০ টাকা থেকে। নিচে আমরা কিছু RFL গিজার এর দাম ২০২৪ উপস্থাপন করেছি যে আপনি দেখে নিতে পারেন:

RFL গিজার এর মডেল RFL গিজারের দাম
VSN Electric Geyser RAC 45L Premiumমাত্র ৮৯৫০ টাকা
VISION Geyser 45L Primeমাত্র ৯১২৫ টাকা
Electric Instant Geyser Swift 1Lমাত্র ৩১২৫ টাকা 
Electric Geyser Glitter 6Lমাত্র ৭২৫০ টাকা
ELECTRIC GEYSER GLOSSY 30Lমাত্র ৮২৫০ টাকা
Electric Apps Control Geyser HYBRIDE 30Lমাত্র ১৫,৮৭৯ টাকা 
Shine Electric Geyser Tulip 45lমাত্র ১০,১৩৫ টাকা
Electric Geyser ROBAST 10Lমাত্র ৮৫০০ টাকা 
Electric Glitter 6-Liter Geyserমাত্র ১৬,০০০ টাকা
ELECTRIC GEYSER GLOSSY 45Lমাত্র ৯১২৫ টাকা
Vigo Geyser 30L Prime 874170মাত্র ৮২৫০ টাকা

ওয়ালটন গিজারের দাম ২০২৪

ওয়ালটন বর্তমান সময়ে একটি জনপ্রিয় কোম্পানি। ওয়ালটন কোম্পানিটি এ টিভি ফ্রিজ এ সবই পাশাপাশি বর্তমানে গিজারও বিক্রি করছে গত কয়েক বছর ধরে। মানের দিক দিয়েও ওয়ালটন কোম্পানির গিজার বেশ  ভালো বলা যায়। গত বছরের তুলনায় কিছুটা গিজার দাম বৃদ্ধি পেলেও খুব ততটা গিটারের দাম বৃদ্ধি পায়নি। নিচে আমরা ওয়ালটন গিজারের দাম সম্পর্কে উপস্থাপন করেছি ছক আকারে:

ওয়ালটন গিজারের মডেলওয়ালটন গিজারের দাম
WIWH-M45S5মাত্র ৮৭০০ টাকা 
WIWH-C45A08মাত্র ৬৭০০ টাকা 
WG-C67Lমাত্র ৯৩৯০ টাকা 
WG-C30Lমাত্র ৮০৯০ টাকা 
WG-W67Lমাত্র ১০৫৯০ টাকা 
WG-W45Lমাত্র ৯৮৯০ টাকা 
WG-W30Lমাত্র ৯১৯০ টাকা 
WIWH-GSN-45Aমাত্র ৭১৯০ টাকা 
WWH-WH35Lমাত্র ১৩,১০০ টাকা

 

ভিশন গিজার দাম ২০২৪

ইলেকট্রিক পণের দামের কথা বললে আমাদের বর্তমানে একটি ব্র্যান্ডের কথায় প্রথমে মনে পড়ে সেটি হল ভিশন। ভিশন ব্রান্ড বর্তমানে কয়েক বছর ধরেই গিজার বাজারে নিয়ে এসেছে, যা মানের দিক থেকে বেশ ভালো। বর্তমানে ব্রান্ডের দুইটি গিজার বাজারে অ্যাভেলেবেল রয়েছে। এই দুইটি গিজার মডেল ও দাম নিচে উপস্থাপন করা হলো:

ভিশন গিজারের মডেল ভিশন গিজারের দাম 
VISION Electric Geyser RAC 30L Classicমাত্র ৮২৫০ টাকা 
VISION Electric Geyser 45L Premiumমাত্র ৮৯৫০ টাকা 

 

গাজী গিজারের দাম ২০২৪ জানুয়ারি

গাজী গিজার বাংলাদেশের একটি জনপ্রিয় গিজার ব্র্যান্ড। গাজী গিজারগুলি উচ্চ মানের নির্মাণ, নিরাপদ বৈশিষ্ট্য এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য বিখ্যাত। গাজী গিজারগুলি বিভিন্ন ধারণক্ষমতা এবং বৈশিষ্ট্যের সাথে পাওয়া যায়। গাজী গিজারগুলির দাম নির্ভর করে ধারণক্ষমতা এবং বৈশিষ্ট্যের উপর। ৩৫ লিটার ধারণক্ষমতার গাজী গিজারটি প্রায় ১০,৭০০ টাকা, ৫০ লিটার ধারণক্ষমতার গাজী গিজারটি প্রায় ১৩,৬০০ টাকা এবং ১০ লিটার ধারণক্ষমতার গাজী গিজারটি প্রায় ৮,৭০০ টাকা। গাজী গিজারগুলি বিভিন্ন ধারণক্ষমতা এবং বৈশিষ্ট্যের সাথে পাওয়া যায়। ৩৫ লিটার ধারণক্ষমতার গাজী গিজারটি একটি সাধারণ পরিবারের জন্য উপযুক্ত। ৫০ লিটার ধারণক্ষমতার গাজী গিজারটি বড় পরিবারের জন্য উপযুক্ত। ১০ লিটার ধারণক্ষমতার গাজী গিজারটি ভ্রমণ প্রেমী বা ছোট পরিবারের জন্য উপযুক্ত।

এরিস্টন গিজার এর দাম ২০২৪

এরিস্টন গিজারের নাম হয়তো কারো কাছে  নতুন হয়ে থাকবে না আবার কারো কাছে নামটি অনেক পুরাতন। দামের ও মানের সাথে এই গিজার কোম্পানিটি বরাবরই প্রতিযোগিতা পূর্ণ বাজারে রয়েছে। নিচে আমরা কিছু এরিস্টন গিজার এর দাম উপস্থাপন করেছি:

এরিস্টন গিজার মডেলএরিস্টন গিজার এর দাম
Ariston Electric Storage Water Heater 15Lমাত্র ১৭,৪৯৯ টাকা 
ARISTON Geyser italy 30L plasticমাএ ১৬,৯৯০ টাকা
Ariston Electric 10 Litreমাএ ১৩,০০০ টাকা
Ariston Electric Storage Water Heater 15Lমাত্র ১৬,৯০০ টাকা 

 

কোন গিজার ভালো 

২০২৪ সালে এসে কোন গিজার ভালো হবে সেটা বলা একটু কঠিন হয়ে পড়ে। তবে বিচার কোনটি ভালো বেশি এটি মূলত নির্ভর করে আপনার বাজেট ও গিজারের ধারন ক্ষমতার উপরে। আমাদের দেশে কয়টি এর জনপ্রিয় গিজার তৈরি কোম্পানি রয়েছে। আপনি এ সকল কোম্পানি যেকোনো একটি কোম্পানি থেকে আপনার পছন্দের গিজারটি কিনতে পারেন।  তবে গিজার কেনার সময় আপনাকে নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করতে হবে:

  • লিটার: আপনার বাড়ির চাহিদা অনুযায়ী গিজারটির লিটারেজ নির্বাচন করুন।
  • ক্ষমতা: গিজারটির ক্ষমতা যত বেশি হবে, তত বেশি দ্রুত গরম জল পাওয়া যাবে।
  • গ্যারান্টি: গিজার কেনার সময় দীর্ঘমেয়াদী গ্যারান্টি প্রদান করে এমন ব্র্যান্ডের গিজার নির্বাচন করুন।
  • মূল্য: আপনার বাজেট অনুযায়ী গিজার নির্বাচন করুন।

গিজার ব্যবহারের নিয়ম

গিজার কিনলেই তো হবেনা কিছু ও নিয়ম রয়েছে। এ সকল নিয়ম আপনাকে অবশ্যই পালন করতে হবে না হলে এ কি ভুলে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে। গিজার পরে করার পরে আপনাকে অবশ্যই হ্যাঁ যে সকল বিষয় অনুসরণ করতে হবে তা আমরা নিচে সুস্পষ্টভাবে উপস্থাপন করছি:

  1. প্রথমত,গিজারটি নিরাপদে ব্যবহার করার জন্য, একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের মাধ্যমে গিজারটি সংযোগ ইলেকট্রিক সংযোগের সাথে। 
  2. গিজারের পাওয়ার সুইচ চালু করার আগে, নিশ্চিত করুন যে গিজারটিতে পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে কিনা গিজারের মধ্যে। 
  3. গিজারটি চালু করার পরে, গিজারটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এতে গিজারটির ভেতরে জমে থাকা ধুলোবালি ও কাদামাটি পরিষ্কার হয়ে যাবে। 
  4.  আপনি যে তাপমাত্রায় গিটারটি ব্যবহার করতে চাচ্ছেন সেই তাপমাত্রায় গিজারটিতে নির্ধারণ করুন। 
  5. গিজারটি ব্যবহার করার সময়, গিজারটির চারপাশে ১ মিটার পরিমাণ জায়গা অবশ্যই ফাঁকা রাখুন। এতে গিজারটি ভালোভাবে বাতাস পাবে এবং ঠান্ডা হতে পারবে।
  6. গিজারটি বন্ধ করার পূর্বে অবশ্যই আপনাকে গিটারের ভিতরে থাকা গরম পানি বের করে ফেলতে হবে যাতে গিজারটি নষ্ট না হয়ে যায়। 

তবে এছাড়াও আর কিছু নিয়ম আপনাকে অসংখ্য করতে হবে যে গিজারের সম্পূর্ণ অংশটি আপনি পানিতে পূর্ণ করবেন না। এমন কিছু ও নিয়ম অনুসরণ করলে আপনি ও আপনার গিজারটি ভালো থাকবে। 

শেষ কথা

 আশা করি আমরা আপনাকে, গিজার এর দাম ২০২৪ সম্পর্কে অবহিত করতে পেরেছি। যদি আপনার এই পোস্ট তথা গিজারের দাম ২০২৪ সম্পর্কে কোন মতামত বা প্রশ্ন থাকে কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন খেলা১৮ টিম দ্রুত এর উত্তর দিব। 

(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (3 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button