Info

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ বিভিন্ন নিয়মে এসএসসি রেজাল্ট দেখুন

আজ ২৮ জুলাই এসএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশ করেছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সকাল নয় টায় শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান মন্ত্রীর থাতে তুলে দিয়েছে। এর পর সকাল ১০টায় সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইনে ফল প্রকাশ করা হবে।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

২০২৩ এসএসসি শিক্ষার্থীদের সম্পর্কে এবং তাদের ফলাফল নিয়ে রাজধানীর সেগুনবাগিচা থেকে সংবাদ সম্মেলন করবেন ডা. দীপু মনি।

এ বছরে দেশের ১১টি শিক্ষা বোর্ডর অধীনে ২০লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী এই এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ছাত্র ছিলো ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন এবং ছাত্রী ছিলো ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। নিচ থেকে দেখে নিন এসএসসি রেজাল্ট দেখার নিয়ম।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

এসএসসি রেজাল্ট বিভিন্ন ভাবে দেখতে পারবেন। নিচে সকল নিয়ম উদাহরণ স্বরূপ দেখানো হল!

শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট দেখার নিয়ম

১। প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে লিংক নিচে! https://eboardresults.com/v2/home.

২। প্রথম বক্স থেকে ssc/dakhil/equivalent সেলেক্ট করুণ।

৩। দ্বিতীয় বক্স পরীক্ষার বছর সেলেক্ট করুণ।

৪। তৃতীয় বক্স থেকে আপনার বোর্ড সিলেক্ট করুণ।

৫। চতুর্থ বক্স থেকে institution result সিলেক্ট করুণ

৬।পঞ্চম বক্সে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের (EIIN ) নাম্বার প্রবেশ করান।

৭। এই পর একটা ছবিতে সিকিউরিটি কোড থাকবে তা ডান পাশে টাইপ করুণ। বিঃদ্রাঃ বুঝতে না পারলে ডান পাশে Reload বাটনে ক্লিক করুণ এবং পুনরায় সিকিউরিটি কোড টাইপ করুণ।

৮। সর্বশেষ Get Result সবুজ বাটনে ক্লিক করুণ এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সকল এসএসসি রেজাল্ট দেখে নিন।

এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

আপনার যে কোন অপারেটরের সিম থেকে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুণঃ SSC <Space> First three letters of your Board <Space> Roll No < Space > Exam Year and Send to 16222।

নিচে সকল বোর্ডের সকল বোর্ডের সংক্ষিপ্ত নাম দেওয়া হল সাথে উদাহরণ সহ দেখানো হল কিভাবে এসএসসি রেজাল্ট দেখবেন।

Dhaka BoardDHA
Rajshahi BoardRAJ
Chittagong BoardCHI
Jassore BoardJAS
Sylhet BoardSYL
Barisal BoardBAR
Comilla BoardCOM
Dinajpur BoardDIN
Madrasah BoardMAD
Technical BoardTEC

 

ঢাকা বোর্ডের জন্য উদাহরণঃ SSC<space>DHA <space>Your SSC Roll<space>2023 সেন্ড করুন 16222 নাম্বারে।

রাজশাহী বোর্ডের জন্য উদাহরণঃ SSC<space>RAJ <space>Your SSC Roll<space> 2023 সেন্ড করুন 16222 নাম্বারে।

যশোর বোর্ডের জন্য উদাহরণঃ SSC<space>JAS<space>Your SSC Roll<space> 2023 সেন্ড করুন 16222 নাম্বারে।

ময়মনসিংহ বোর্ডের জন্য উদাহরণঃ SSC<space>MYM<space>Your SSC Roll<space> 2023 সেন্ড করুন 16222 নাম্বারে।

চট্টগ্রাম বোর্ডের জন্য উদাহরণঃ  SSC<space>CHI <space>Your SSC Roll<space> 2023 সেন্ড করুন 16222 নাম্বারে।

বরিশাল বোর্ডের জন্য উদাহরণঃ SSC<space>BAR <space>Your SSC Roll<space> 2023 সেন্ড করুন 16222 নাম্বারে।

দিনাজপুর বোর্ডের জন্য উদাহরণঃ SSC<space>DIN<space>Your SSC Roll<space> 2023 সেন্ড করুন 16222 নাম্বারে।

সিলেট বোর্ডের জন্য উদাহরণঃ SSC<space>SYL<space>Your SSC Roll<space> 2023 সেন্ড করুন 16222 নাম্বারে।

কুমিল্লা বোর্ডের জন্য উদাহরণঃ SSC<space>COM <space>Your SSC Roll<space> 2023 সেন্ড করুন 16222 নাম্বারে।

মাদ্রাসা বোর্ডের জন্য উদাহরণঃ Dakhil < Space > MAD < Space > Roll No < Space > 2023 সেন্ড করুন 16222 নাম্বারে।

কারিগরি বোর্ডের জন্য উদাহরণঃ SSC<Space> TEC <Space> Your SSC Roll <Space> 2023 সেন্ড করুন 16222 নাম্বারে।

আরো পড়ুনঃ এইচএসসি শর্ট সিলেবাস ২০২৪

(সঠিক খবর পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

4.9/5 - (21 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button