সময়সূচীবিপিএল
Trending

বিপিএল ২০২৩ সময়সূচী pdf পিকচার দল পয়েন্ট টেবিল ভেনু লোগো সকল বিস্তারিত

০৬ জানুয়ারি ২০২৩ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। ইতিমধ্যে বিপিএল ২০২৩ সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে  মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স। ২৭ দিনের এ টুর্নামেন্টে প্লে অফ, ফাইনালসহ সর্বমোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তাহলে নিচের টেবিল থেকে দেখে নিন বিপিএল ২০২৩ সময়সূচী এবং সকল তথ্য।

অংশগ্রহণকারী দল০৭টি
মোট ম্যাচ৪৬টি
প্রথম ম্যাচ০৬ই জানুয়ারি ২০২৩
ফাইনাল ম্যাচ১৬ই ফেব্রুয়ারি ২০২৩
লাইভ ব্রডকাস্টদারাজ অ্যাপ, নাগরিক টিভি
প্রথম আসর২০১২
চলমান আসর২০২৩
সর্বোচ্চ জয়ী দলঢাকা দল ৩ বার (২০১২, ২০১৩, ২০১৬), কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩ বার (২০১৫, ২০১৯, ২০২২)

বিপিএল ২০২৩ সময়সূচী ( গ্রুপ পর্বের )

বিপিএল ২০২৩ সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ৩টি পর্বে। ঢাকা পর্বের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্রগ্রাম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং সিলেট পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপ পর্বের ম্যাচ গুলো প্রতিদিন ২টি করে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র শুক্রবার দিনের প্রথম ম্যাচ দুপুর ২:০০ মিনিটে এবং দিনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭:০০ মিনিটে। অনান্য দিনে প্রথম ম্যাচ দুপুর ১:৩০ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬:৩০ মিনিটে শুরু হবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স এর মধ্যকার অনুষ্ঠিত হবে।

বিপিএল সময়সূচী সর্বশেষ আপডেট: ০৬ জানুয়ারি দুপুর ১ টা বিপিএল গভর্নিং কমিটি প্রেস রিলিজ।

তারিখসময়খেলাফলাফলভেনু
০৬ জানুয়ারি ২০২৩দুপুর ২:০০ মি.চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট সানরাইজার্সসিলেট সানরাইজার্সমিরপুর স্টেডিয়াম
০৬ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৭:০০ মি.কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্সরংপুর রাইডার্সমিরপুর স্টেডিয়াম
০৭ জানুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.ঢাকা ডমিনেটর বনাম খুলনা টাইগার্সঢাকা ডমিনেটরমিরপুর স্টেডিয়াম
০৭ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.ফরচুন বরিশাল বনাম সিলেট সানরাইজার্সসিলেট সানরাইজার্সমিরপুর স্টেডিয়াম
০৯ জানুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স
সিলেট সানরাইজার্সমিরপুর স্টেডিয়াম
০৯ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্সচট্টগ্রাম চ্যালেঞ্জার্সমিরপুর স্টেডিয়াম
১০ জানুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সফরচুন বরিশালমিরপুর স্টেডিয়াম
১০ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.ঢাকা ডমিনেটর বনাম সিলেট সানরাইজার্সসিলেট সানরাইজার্সমিরপুর স্টেডিয়াম
১৩ জানুয়ারি ২০২৩দুপুর ২:০০ মি.চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশালফরচুন বরিশালচট্রগ্রাম স্টেডিয়াম
১৩ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৭:০০ মি.খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্সরংপুর রাইডার্সচট্রগ্রাম স্টেডিয়াম
১৪ জানুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল
ফরচুন বরিশালচট্রগ্রাম স্টেডিয়াম
১৪ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রাইডার্সচট্টগ্রাম চ্যালেঞ্জার্সচট্রগ্রাম স্টেডিয়াম
১৬ জানুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.ঢাকা ডমিনেটর বনাম সিলেট সানরাইজার্সসিলেট সানরাইজার্সচট্রগ্রাম স্টেডিয়াম
১৬ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
কুমিল্লা ভিক্টোরিয়ান্সচট্রগ্রাম স্টেডিয়াম
১৭ জানুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্সখুলনা টাইগার্সচট্রগ্রাম স্টেডিয়াম
১৭ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স
কুমিল্লা ভিক্টোরিয়ান্সচট্রগ্রাম স্টেডিয়াম
১৯ জানুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটর
কুমিল্লা ভিক্টোরিয়ান্সচট্রগ্রাম স্টেডিয়াম
১৯ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সফরচুন বরিশালচট্রগ্রাম স্টেডিয়াম
২০ জানুয়ারি ২০২৩দুপুর ২:০০ মি.চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্সখুলনা টাইগার্সচট্রগ্রাম স্টেডিয়াম
২০ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৭:০০ মি.ঢাকা ডমিনেটর বনাম ফরচুন বরিশালফরচুন বরিশালচট্রগ্রাম স্টেডিয়াম
২৩ জানুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রাইডার্সরংপুর রাইডার্সমিরপুর স্টেডিয়াম
২৩ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটর
কুমিল্লা ভিক্টোরিয়ান্সমিরপুর স্টেডিয়াম
২৪ জানুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.ফরচুন বরিশাল বনাম সিলেট সানরাইজার্সসিলেট সানরাইজার্সমিরপুর স্টেডিয়াম
২৪ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা ডমিনেটরঢাকা ডমিনেটরমিরপুর স্টেডিয়াম
২৭ জানুয়ারি ২০২৩দুপুর ২:০০ মি.রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্স রংপুর রাইডার্সসিলেট স্টেডিয়াম
২৭ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৭:০০ মি.চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশালফরচুন বরিশালসিলেট স্টেডিয়াম
২৮ জানুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম খুলনা টাইগার্স
কুমিল্লা ভিক্টোরিয়ান্সসিলেট স্টেডিয়াম
২৮ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট সানরাইজার্সসিলেট সানরাইজার্সসিলেট স্টেডিয়াম
৩০ জানুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.ঢাকা ডমিনেটর বনাম রংপুর রাইডার্সসিলেট স্টেডিয়াম
৩০ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্সসিলেট স্টেডিয়াম
৩১ জানুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.ঢাকা ডমিনেটর বনাম ফরচুন বরিশালসিলেট স্টেডিয়াম
৩১ জানুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম খুলনা টাইগার্স
সিলেট স্টেডিয়াম
০৩ ফেব্রুয়ারি ২০২৩দুপুর ২:০০ মি.ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্সমিরপুর স্টেডিয়াম
০৩ ফেব্রুয়ারি ২০২৩সন্ধ্যা ৭:০০ মি.ঢাকা ডমিনেটর বনাম রংপুর রাইডার্সমিরপুর স্টেডিয়াম
০৪ফেব্রুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
মিরপুর স্টেডিয়াম
০৪ফেব্রুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.খুলনা টাইগার্স বনাম ফরচুন বরিশালমিরপুর স্টেডিয়াম
০৭ ফেব্রুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্সমিরপুর স্টেডিয়াম
০৭ ফেব্রুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল
মিরপুর স্টেডিয়াম
০৮ ফেব্রুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা ডমিনেটরমিরপুর স্টেডিয়াম
০৮ ফেব্রুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.রংপুর রাইডার্স বনাম সিলেট সানরাইজার্সমিরপুর স্টেডিয়াম
১০ ফেব্রুয়ারি ২০২৩দুপুর ২:০০ মি.রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সমিরপুর স্টেডিয়াম
১০ ফেব্রুয়ারি ২০২৩সন্ধ্যা ৭:০০ মি.ঢাকা ডমিনেটর বনাম খুলনা টাইগার্সমিরপুর স্টেডিয়াম

(সেমি ফাইনাল ) বিপিএল ২০২৩ সময়সূচী

বিপিএল ২০২৩ এর সেমি ফাইনালে ১২ ফেব্রুয়ারি ইলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ২টি দল। দিনের দ্বিতীয় খেলায় ( সন্ধ্যা ৭:০০ মি. ) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দল। ১৪ ফেব্রুয়ারি ২য় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে ইলিমিনেটরে ম্যাচে পরাজিত দল ও প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল।

তারিখসময়খেলাফলাফলভেনু
১২ ফেব্রুয়ারি ২০২৩দুপুর ১:৩০ মি.ইলিমিনেটর ম্যাচমিরপুর স্টেডিয়াম
১২ ফেব্রুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.
১ম কোয়ালিফায়ার
মিরপুর স্টেডিয়াম
১৪ই ফেব্রুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.
২য় কোয়ালিফায়ার
মিরপুর স্টেডিয়াম

( ফাইনাল ) বিপিএল ২০২৩ সময়সূচী

বিপিএল ২০২৩ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০ মিনিটে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালে ইলিমিনেটর ম্যাচে জয়ী দল ও ২য় কোয়ালিফায়ার ম্যাচে জয়ী দল।

তারিখসময়খেলাফলাফলভেনু
১৬ ফেব্রুয়ারি ২০২৩সন্ধ্যা ৬:৩০ মি.ইলিমিনেটর জয়ী দল বনাম ২য় কোয়ালিফায়ার জয়ী দলমিরপুর স্টেডিয়াম

বিপিএল সময়সূচী pdf পিকচার

বিপিএল ২০২৩ সময়সূচী pdf পিকচার ডাউনলোড করে রেখে দিতে পারেন যার মাধ্যমে প্রতিদিন বিপিএল ২০২৩ এর সময়সূচী কখন কোথায় হচ্ছে তা অফ লাইনেও দেখতে পারবেন।

BPL fixture 2023 pdf Picture Image
BPL fixture 2023 pdf Picture Image

বিপিএল 2023 খেলোয়ার তালিকা

বিপিএলের নবম তম আসরের জন্য ৭টি দলের স্কোয়াড প্রকাশ করা হয়েছে। প্রতিটি দলের সকল খেলোয়ারের নাম আছে। প্রতিটি দলের বিদেশী খেলোয়াড় সহ দেশের নাম উল্লেখ করা আছে। তাহলে দেখে নিন বিপিএল ২০২২ কে কোন দলে আছেন।

দলের নামখেলোয়ার তালিকা

ঢাকা ডমিনেটর্স খেলোয়াড়

তাসকিন আহমেদ, শান মাসুদ ( পাকিস্থান )সৌম্য সরকার, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, শরিফুল ইসলাম, আরাফাত সানি, আল আমিন হোসেন( সিনিয়র ), মনির হোসেন, দেলোয়ার হোসেন, মুক্তার আলী, মিজানুর রহমান, অলোক কাপালি, দিলশান মুনাবিরা ( শ্রীলঙ্কা ), সালমান ইরশাদ ( পাকিস্থান ), চামিকা করুনারত্নে ( শ্রীলঙ্কা ), আহমেদ শেহজাদ ( পাকিস্থান ), ওসমান গণি ( আফগানিস্তান ),

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলোয়াড়

আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো ( শ্রীলঙ্কা ) , আশান প্রিয়ঞ্জন ( শ্রীলঙ্কা ) , কার্টিস ক্যাম্পার, ম্যাক্স ও’ডাউড ( নেদারল্যান্ডাস ), উন্মুক্ত চাঁদ ( ইউএসএ ), কার্টিস ক্যাম্পার ( সাউথ আফ্রিকা ) শুভাগত হোম, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মৃত্যুঞ্জয় চৌধুরী, জিয়াউর রহমান, মেহেদী মারুফ, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহি, তৌফিক খান তুষার, তাইজুল ইসলাম।

খুলনা স্ট্রাইকার্স খেলোয়াড়

তামিম ইকবাল, ওয়াহাব রিয়াজ ( পাকিস্থান ) , নাসিম শাহ (পাকিস্থান) , আভিস্কা ফার্নান্দো ( শ্রীলঙ্কা ), আজম খান ( পাকিস্থান ), ইয়াসির আলী চৌধুরী রাব্বী, নাসুম আহমেদ, মোহাম্মাদ সাইফুদ্দিন, প্রিতম কুমার, পল ভ্যান মিকিরেন, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা ( শ্রীলঙ্কা ), হাবিবুর রহমান, শরিফুল ইসলাম।

সিলেট সানরাইজার্স খেলোয়াড়

মাশরাফী বিন মোর্ত্তজা, রায়ান বার্ল ( জিম্বাবুয়ে ) , মোহাম্মদ আমির ( পাকিস্থান ) , মোহাম্মদ হারিস ( পাকিস্থান ), ধনাঞ্জয়া ডি সিলভা ( শ্রীলঙ্কা ) , থিসারা পেরেরা ( শ্রীলঙ্কা ) ও কলিন অ্যাকারম্যান (নেদারল্যান্ডস ) নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম,  রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরেজ ( ইংল্যান্ড ), কামিন্ডু মেন্ডিস ( শ্রীলঙ্কা ), গুলবাদিন নায়েব ( আফগানিস্থান ),

রংপুর রাইডার্স খেলোয়াড়

নুরুল হাসান সোহান, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে ), মোহাম্মদ নেওয়াজ (পাকিস্থান ) , হারিস রউফ (পাকিস্থান ) , শোয়েব মালিক (পাকিস্থান ), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা ) , জেফ্রি ভ্যান্ডারসে (শ্রীলঙ্কা ) , শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, রকিবুল হাসান জুনিয়র, শামীম হোসেন পাটোয়ারী, রিপন মন্ডল, নাইম শেখ, রনি তালুকদার, আজমাতুল্লাহ ওমরজাই ( আফগানিস্থান ),অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র )পারভেজ হোসেন ইমন।

ফরচুন বরিশাল খেলোয়াড়

সাকিব আল হাসান, ক্রিস গেইল, রাকিম কর্নওয়া ( ওয়েস্ট ইন্ডিস ), ইফতিখার আহমেদ ( পাকিস্থান ), করিম জানাত (আফগানিস্তান), নাভিন উল হক (আফগানিস্তান) ও কুশল পেরেরা ( শ্রীলঙ্কা ) মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, হায়দার আলী, চতুরঙ্গ ডি সিলভা ( শ্রীলঙ্কা ), মাহমুদুল্লাহ রিয়াদ, খালেদ আহমেদ, মোহাম্মদ ওয়াসিম(পাকিস্থান),উসমান কাদির (পাকিস্থান) সাইফ হাসান, ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), কাজী অনিক।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলোয়াড়

ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান (পাকিস্থান ), জস কব (নেদারল্যান্ডস), ব্র্যান্ডন কিং, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি (পাকিস্থান ), খুশদিল শাহ (পাকিস্থান ),  হাসান আলী, ও মোহাম্মদ নবি, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, আশিকুর রহমান, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, নাইম হাসান, সৈকত আলী, শন উইলিয়ামস ( জিম্বাবুয়ে ) আবরার আহমেদ, আবু হায়দার, মুকিদুল ইসলাম, চ্যাডউইক ওয়ালটন ( ওয়েস্ট ইন্ডিস )

বিপিএল ২০২৩ পয়েন্ট টেবিল

বিপিএল ২০২৩ এর পয়েন্ট টেবিলে প্রত্যেক ম্যাচে জয়ের জন্য যোগ হয় ২ পয়েন্ট করে। কোন কারনে ম্যাচ ড্রা বা পরিতাক্ত হলে সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করে উভায় দলের সাথে যোগ হয় ১ পয়েন্ট করে।

দলের নামম্যাচজয়পরাজয়পয়েন্টনিট রান রেট
সিলেট সানরাইজার্স১২+১.১৫৮
ফরচুন বরিশাল১০+০.৮২৬
কুমিল্লা ভিক্টোরিয়ান্স+০.৪২৩
খুলনা টাইগার্স+০.০৩০
রংপুর রাইডার্স-০.২১০
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-১.০২৯
ঢাকা ডমিনেটর্স-১.০৯০

আপডেট: ২৬ই জানুয়ারি, ২০২৩ ( ব্রহস্পতিবার) সময়: ৪: ৩০ PM

বিপিএল ২০২৩ ভেনু

বিপিএল ২০২৩ এর সর্বমোট ৪৬টি ম্যাচ যা মোট ৩টি ভেনুতে অনুষ্ঠিত হবে। ৪৬টি ম্যাচের মধ্যে গ্রুপ পর্ব, সেমি ফাইনাল ও ফাইনাল সহ সর্বমোট ২৬টি ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।  ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকী ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ভেনুর নামধাররন ক্ষমতা
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম২৬,০০০
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম২২,০০০
চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম২০,০০০

বিপিএল প্লেয়ারদের ক্যাটাগরি ও বেতন

অন্যবারের তুলনায় এবারের বিপিএল ২০২৩ এ প্রত্যেক ক্যাটাগরির বেতন বৃদ্ধি করেছে বিপিএল গভর্নিং কমিটি। A  ক্যাটাগরির প্লেয়ারদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ৮০ লাখ টাক। B ক্যাটাগরির জন্য ৫০ লাখ টাকা, C ক্যাটাগরির জন্য ৩০ লাখ টাকা, D ক্যাটাগরির জন্য ২০ লাখ টাকা, এ ক্যাটাগরির জন্য ১৫ লাখ টাকা, F ক্যাটাগরির জন্য ১০ লাখ টাকা এবং G ক্যাটাগরির জন্য ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্লেয়ার ক্যাটাগরিসেলারি ( BDT )
A80 Lakh
B50 Lakh
C30 Lakh
D20 Lakh
E15 Lakh
F10 Lakh
G5 Lakh

বিপিএল প্রাইজমানি 2023

বিপিএল ২০২৩ এর নবম আসরে প্রাইজমানি সম্পর্কে বিপিএল গভর্নিং কমিটি গতকাল ( ২রা জানুয়ারি ) এক সংবাদ সম্মেলনে জানিয়েছে এবারের বিপিএলে সর্বমোট প্রাইজমানি বরাদ্দ করা হয়েছে চার কোটি টাকা। তার মধ্যে চ্যাম্পিয়ান দলের জন্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি টাকা এবং রানার আপ দল পাবে এক কোটি টাকা। বাকি এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিপিএলের সেমি ফাইনালিস্ট দল এবং অনন্যা প্রাইজমানি বাবদ।

বিপিএল খেলা লাইভ দেখার উপায়

বিপিএল ২০২৩ নবম আসর শুরু হতে যাচ্ছে ৬ জানুয়ারি থেকে। এরি মধ্যে বাংলাদেশ থেকে বিপিলের লাইভ ম্যাচ গুলো দেখা যাবে দুইটি চ্যানেল  গাজী টিভি ও টি স্পোর্টস থেকে। এছাড়া বিভিন্ন দেশ থেকে বিপিএল এর লাইভ ম্যাচ দেখার উপায় নিচে দেওয়া হলো।

দেশটিভি চ্যানেল / অ্যাপস
বাংলাদেশ দারাজ এপস, নাগরিক টিভি
ভারত ফ্যান কোড
পাকিস্থান
আফগানিস্থান
শ্রীলঙ্কা
নেপাল
ভুটান
মালদ্বীপ
 Rabbitholebd Prime
ইংল্যান্ড BT Sport
ওয়েস্ট ইন্ডিজFlow Sports
যুক্তরাষ্ট্রHotster US
কানাডাHotster Canada
আয়ারল্যান্ডBT Sport

বিপিএল 2023 লাইভ স্কোর

★ সর্বশেষ আপডেট: ২৪ম ম্যাচ, ২৪জানুয়ারি, ২০২৩ ( সর্বশেষ )

→খুলনা টাইগার্স বনাম ঢাকা ডমিনেটরস
→ঢাকা ডমিনেটরস ১০৮/১০(১৯.৪)
→খুলনা টাইগার্স ১০৪/১০(১৫.৩)
→ফলাফল : ঢাকা ডমিনেটরস ২৪ রানে জয়ী
→ম্যান অফ দা ম্যাচ: তাসকিন আহমেদ ৯/৪ উইকেট

★ম্যাচ নাম্বার স্কোর : ২৩

→ফরচুন বরিশাল বনাম সিলেট সানরাইজার
→সিলেট সানরাইজার : ১৭৩/৫ ( ২০ )
→ফরচুন বরিশাল : ১৭১/৮ ( ২০ )
→ফলাফল : সিলেট সানরাইজার ২ রানে জয়ী
→ম্যান অফ দা ম্যাচ: নাজমুল হাসান শান্ত ৮৯* ( ৬৬ )

★ম্যাচ নাম্বার স্কোর : ২২

→ঢাকা প্লাটুন বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
→কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৬৪/৬ (২০ ওভার)
→ঢাকা প্লাটুন ১০৪/৯ (২০ ওভার)
→ফলাফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬০ রানে জয়।
→ম্যান অফ দা ম্যাচ: খুশদিল শাহ্‌ ৩০ ( ১৭ ) +২৪/২

★ম্যাচ নাম্বার স্কোর : ২১

→চট্টগ্রাম চ্যালেঞ্জার বনাম রংপুর রাইডার্স
→রংপুর রাইডার্স ১৩৫/৮ (২০ ওভার)
→চট্টগ্রাম চ্যালেঞ্জার ১২৪ (১৬.৩ ওভার)
→ফলাফল :রংপুর রাইডার্স ৬ উইকেটে জয়।
→ম্যান অফ দা ম্যাচ: শোয়েব মালিক  ৭৫* / ( ৪৫ )

★ম্যাচ নাম্বার স্কোর : ২০

→ফরচুন বরিশাল বনামঢাকা প্লাটুন
→ফরচুন বরিশাল : ১৭৩ / ৫ ( ২০ )
→ঢাকা প্লাটুন : ১৬০ / ৪ ( ২০ )
→ফলাফল : ফরচুন বরিশাল ১৩ রানে জয়ী
→ম্যান অফ দা ম্যাচ: ইফতেখার আহমেদ ৫৬* ( ৩৪ )

★ম্যাচ নাম্বার স্কোর : ১৯

→খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
→ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৫৭ /৯ (২০)
→খুলনা টাইগার্স :১৫৯ /৩ ( ১৯.২)
→ফলাফল : খুলনা টাইগার্স ৭ উইকেটে জয়লাভ করেছে।

→ম্যান অফ দা ম্যাচ: মাহামুদুল হাসান জয় ৫৯ (৪৪ )

★ম্যাচ নাম্বার স্কোর : ১৮

→ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স
→ফরচুন বরিশাল : ২৩৮/৪ (২০)
→রংপুর রাইডার্স : ১৭১/৯ ( ২০ )
→ফলাফল : ফরচুন বরিশাল ৬৭ রানে জয়লাভ করেছে।

→ম্যান অফ দা ম্যাচ: ইফতিখার আহম্মেদ  ১০০ ( ৪৫ ) রান

★ম্যাচ নাম্বার স্কোর : ১৭

→ঢাকা প্লাটুন বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
→কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৮৪/৪ (২০ ওভার)
→ঢাকা প্লাটুন ১৫১/৪ (২০ ওভার)
→ফলাফল :কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩৩ রানে জয়।
→ম্যান অফ দা ম্যাচ: খুশদিল শাহ্‌ ৬৪ ( ২৪ ) রান

★ম্যাচ নাম্বার স্কোর : ১৬

→কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স
→সিলেট সানরাইজার্স : ১৩৩/৭ ( ২০ )
→কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৩৪/৫ ( ১৯)
→ফলাফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫ উইকেটে জয়ী
→ম্যান অফ দা ম্যাচ: লিটন কুমার দাস ৭০ ( ৪২ )

★ম্যাচ নাম্বার স্কোর : ১৫

→খুলনা টাইগার্স বনাম রংপুর রেঞ্জার্স
→রংপুর রেঞ্জার্স : ১২৯/১০ ( ২০)
→খুলনা টাইগার্স : ১৩০/১ (১৮.২)
→ফলাফল : খুলনা টাইগার্স ৯ উইকেটে জয়ী
→ম্যান অফ দা ম্যাচ: ওয়াহাব রিয়াজ ৪/১৪

★ম্যাচ নাম্বার স্কোর : ১৪

→চট্টগ্রাম চ্যালেঞ্জার বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
→চট্টগ্রাম চ্যালেঞ্জার ১৩৫/৮ (২০ ওভার)
→কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৩৭/৪ (১৭.৩ ওভার)
→ফলাফল :কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ উইকেটে জয়।
→ম্যান অফ দা ম্যাচ: লিটন কুমার দাস  ৪০/ ( ২২ )

★ম্যাচ নাম্বার স্কোর : ১৩

→ঢাকা প্লাটুন বনাম সিলেট সানরাইজার্স
→ঢাকা প্লাটুন : ১২৮/৭ ( ২০ ওভার )
→চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৩৪/৫ (১৯.২ ওভার)
→ফলাফল : সিলেট সানরাইজার্স ৫ উইকেটে জয়ী
→ম্যান অফ দা ম্যাচ: ইমাদ ওয়াসিম ৩/২০

★ম্যাচ নাম্বার স্কোর : ১২

→ঢাকা প্লাটুন বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
→ঢাকা প্লাটুন : ১৫৮/৬ ( ২০ )
→চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৫৯/২ (১৯.৪)
→ফলাফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৮ উইকেটে জয়ী
→ম্যান অফ দা ম্যাচ: আফিফ হোসেন ৬৯ ( ৫২ )*

★ম্যাচ নাম্বার স্কোর : ১১

→ফুরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
→ফুরচুন বরিশাল : ১৭৭ / ৬ (২০)
→কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৬৫/৭ ( ২০)
→ফলাফল : ফুরচুন বরিশাল ১২ রানে জয়ী
→ম্যান অফ দা ম্যাচ: সাকিব আল হাসান ৮১ ( ৪৫ )*

★ম্যাচ নাম্বার স্কোর : ১০

→খুলনা টাইগার্স বনাম রংপুর রেঞ্জার্স
→খুলনা টাইগার্স : ১৩০/ (১৯.৪)
→রংপুর রেঞ্জার্স : ১৩১/৬ ( ১৯.৩)
→ফলাফল : রংপুর রেঞ্জার্স ৪ উইকেটে জয়ী
→ম্যান অফ দা ম্যাচ: রবিউল হক ৪/২২ ( ৪ )

★ম্যাচ নাম্বার স্কোর : ৯

→ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
→ফরচুন বরিশাল : ২০২/৭ (২০)
→সিলেট সানরাইজার্স : ১৭৬/৪ ( ২০)
→ফলাফল : ফরচুন বরিশাল ২৬ রানে জয়ী
→ম্যান অফ দা ম্যাচ: ইফতেখার আহমেদ ৫৭* ( ২৬ )

★ম্যাচ নাম্বার স্কোর : ৮

→ঢাকা প্লাটুন বনাম সিলেট সানরাইজার্স
→সিলেট সানরাইজার্স :২০১/৮
→সিলেট সানরাইজার্স :১৩৯/১০(১৯.৩)
→ফলাফল :সিলেট সানরাইজার্স ৬২ রানে জয়ী
→ম্যান অফ দা ম্যাচ: তৌহিদ হৃদয় ৪৬ বলে ৮৪ রান

★ম্যাচ নাম্বার স্কোর : ৭

→ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স
→রংপুর রাইডার্স: ১৫৮/৭ (২০)
→ফরচুন বরিশাল : ১৬২/২ ( ১৯.২ )
→ফলাফল : ফরচুন বরিশাল ৬ উইকেটে জয়লাভ করেছে।

→ম্যান অফ দা ম্যাচ: মেহেদী হাসান  ৪৩ ( ২৯ ) এবং ২/২১ ( ৪ )

★ম্যাচ নাম্বার স্কোর : ৬

→খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
→খুলনা টাইগার্স :১৭৮/৫(২০)
→চট্টগ্রাম চ্যালেঞ্জার্স :১৭৯/১
→ফলাফল :চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ উইকেটে জয়লাভ করেছে।

→ম্যান অফ দা ম্যাচ: উসমান খান ১০৩ (৫৮ )

★ম্যাচ নাম্বার স্কোর : ৫

→কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স

→কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৪৯/৬ ( ২০ )

→সিলেট সানরাইজার্স: ১৫০/৫ ( ১৭.৪ )

→ফলাফল : সিলেট সানরাইজার ৫ উইকেটে জয়ী
→ম্যান অফ দা ম্যাচ: তৌহিদ হৃদয় ৩৭ বলে ৫৭ রান

★ম্যাচ নাম্বার স্কোর : ৪

→ফরচুন বরিশাল বনাম সিলেট সানরাইজার
→ফরচুন বরিশাল : ১৯৪/৭ ( ২০ )
→সিলেট সানরাইজার : ১৯৬/৪ ( ১৯ )
→ফলাফল : সিলেট সানরাইজার ৬ উইকেটে জয়ী
→ম্যান অফ দা ম্যাচ: তৌহিদ হৃদয় ৩৪ বলে ৫৫ রান

★ম্যাচ নাম্বার স্কোর : ৩
→খুলনা টাইগার্স বনাম ঢাকা ডমিনেটরস
→খুলনা টাইগার্স ১১৩/৮(২০)
→ঢাকা ডমিনেটরস ১১৭/৪(১৯.১)
→ফলাফল : ঢাকা ডমিনেটরস ৬ উইকেটে জয়ী
→ম্যান অফ দা ম্যাচ:নাসির হোসেন ২/২৯ + ৩৬ রান

★ম্যাচ নাম্বার স্কোর : ২
→রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
→রংপুর রাইডার্স :১৭৬/৫(২০)
→কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৪২/১০(১৯.১)
→ফলাফল : রংপুর রাইডার্স ৩৪ রানে জয়ী
→ম্যান অফ দা ম্যাচ:রনি তালুকদার ৬৭ রান ৩১ বলে

ম্যাচ নাম্বার স্কোর : ১
→চট্টগ্রাম চ্যালেঞ্জার বনাম সিলেট সানরাইজার্স
→চট্টগ্রাম চ্যালেঞ্জার ৮৯/৯(২০)
→সিলেট সানরাইজার্স ৯০/২(১২.৩)
→ফলাফল : সিলেট সানরাইজার ৮ উইকেটে জয়।
→ম্যান অফ দা ম্যাচ: রেজাউর রহমান রাজ ৪/১৪(৪)

বিপিএল ২০২৩ লোগো png

বিপিএল ২০২৩ এর জন্য সেপ্টেম্বারের শুরুতে নতুন লোগো তৈরির জন্য নির্দেশ দেয় বিসিবি। বিসিবির নির্দেশ অনুযায়ী অয়োজন করা হয় লোগো ডিজাইন কন্টেস। লোগো ডিজাইন কমটি চূড়ান্ত ভাবে ৪টি লোগো নির্বাচন করলে সেখান থেকে নির্দিষ্ট লোগো বাছায়ের জন্য ভোট দেওয়ার আহবান জানায় বিসিবি। দর্শকদের ভোটা ভোটির মাধ্যমে নিচের লোগো টি ২০২৩ বিপিএল এর জন্য নির্বাচন করা হয়েছে।

বিপিএল ২০২৩ লোগো BPL 2023 logo png
বিপিএল ২০২৩ লোগো BPL 2023 logo png

বিপিএল ২০২৩ খেলার নিয়মাবলী

বিপিএল ২০২৩, ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে চলতে থাকবে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবার বিপিএলে ৭টি দলের অংশগ্রহণে যে ৪৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে তার মধ্যে গ্রুপ পর্বের ম্যাচ এর সংখ্যা ৪২ টি। অর্থাৎ গ্রুপ পর্বে প্রতিটি দল ম্যাচ খেলার সুযোগ পাবে ১২টি করে।গ্রুপ পর্বে প্রত্যেক দল ১২টি করে ম্যাচ খেলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ৪টি দল খেলবে সেমিফাইনালে। সেক্ষেত্রে বিপিএলের সিস্টেম অনুযায়ী সেমিফাইনালের এলিমেনেটরি ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল।

এলিমেনেটরি ম্যাচে জয়ী দল খেলবে সরাসরি বিপিএল এর ফাইনালে অপরদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় থাকা তিন ও চার নম্বর দল। এক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে জয়ী দল ও এলিমেনেটরি ম্যাচে পরাজিত দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। সেক্ষেত্রে সেমিফাইনালের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে এলিমেনেটরি ম্যাচে জয়ী দলের বিপক্ষে। বিপিএল ২০২৩ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শেষ কথা: আশাকরি বিপিএল ২০২৩ সময়সূচী সহ সকল আপডেট পাবেন খেলা১৮ পাতায়। আরো কিছু জানার জন্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আশাকরি সঠিক উত্তরটি পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

4.9/5 - (151 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button