ব্রাজিল বনাম ভেনেজুয়েলা লাইভ~Brazil vs Venezuela u20 Live

ব্রাজিল বনাম ভেনেজুয়েলা লাইভ ম্যাচ অনূর্ধ্ব ২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ২০২৩, আজকের (শনিবার) ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় ভোর ৪:৩০ মিনিটে। ব্রাজিল বনাম ভেনেজুয়েলা লাইভ ম্যাচ টি সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব ২০ দলের এবারের আসরের শেষ পর্বের খেলা। প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ পর্বে উঠেছে ব্রাজিল। ব্রাজিল শেষ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর শেষ পর্বে পাঁচটি ম্যাচের মধ্যে ইতিমধ্যে একটি ম্যাচে জয় লাভ করেছে। ব্রাজিল বনাম ভেনুজুয়েলা লাইভ ম্যাচটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে দেখার উপায় জানতে দেখুন খেলা ১৮ এর সম্পূর্ণ আর্টিকেলটি।

ব্রাজিল বনাম ভেনেজুয়েলা লাইভ~Brazil vs Venezuela u20 Live
ব্রাজিল বনাম ভেনেজুয়েলা লাইভ~Brazil vs Venezuela u20 Live

ব্রাজিল বনাম ভেনেজুয়েলা লাইভ ম্যাচ অনূর্ধ্ব২০

ব্রাজিল বনাম ভেনিজুয়েলা লাইভ ম্যাচটি কলম্বিয়ার মেট্রোপলিটন স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারিত হবে। ব্রাজিল বনাম ভেনেজুয়েলা লাইভ ম্যাচটি আজ ৪ ফেব্রুয়ারি ( শনিবার) বাংলাদেশ সময় ৪:৩০ মিনিটে শুরু হবে। বাংলাদেশ থেকে ম্যাচটি দেখা যাবে টফি অ্যাপস এর মাধ্যমে। এছাড়াও অন্যান্য দেশ থেকে ব্রাজিল বনাম ভেনিজুয়েলা লাইভ ম্যাচ টিভি দেখার উপায় নিচের টেবিলে দেয়া হল। তার আগে চলুন দেখে আসি ব্রাজিল বনাম ভেনেজুয়েলা আজকের ম্যাচের দুই দলের খেলোয়ার তালিকা।

  • পূর্ণ সময় 
  • ব্রাজিল: ৩
  • ভেনিজুয়েলা: ০

ব্রাজিলের খেলোয়ার তালিকা অনূর্ধ্ব২০ আজকের ম্যাচে

সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব২০ ছোটদের কোপা আমেরিকা বলা হয় এই টুর্নামেন্ট কে। দশটি দল নিয়ে এবারের সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব ২০ আসরটি শুরু হলেও শেষ পর্বে উঠেছে দুটি গ্রুপের তিনটি করে ছয়টি দল। শেষ পর্বে ব্রাজিল গত ম্যাচে পেরুর বিপক্ষে ৩-০ গোল ব্যবধানে জিতে পয়েন্ট তালিকায় এক নম্বরে অবস্থান করছে। তাই আজকের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে অনেকটা নির্ভর হয়ে মাঠে নামবে ব্রাজিল। চলুন দেখে আসি ভেনেজুয়েলার বিপক্ষে আজকের ম্যাচে ব্রাজিলের বেস্ট ইলেভেন।

১. আলিয়ানজা লিমা( গোল রক্ষক)
২. ক্লুইভার্থ আগুইলার
৩. আরোন সানচেজ
৪. অ্যালেক্স মিগুয়েল কাস্টোডিও
৫. নিকোলাস আমাসিফুয়েন
৬. আলভারো রোজাস কুয়েসাদা
৭. গঞ্জালো জুনিয়র আগুয়েরে
৮. ডিটার হান্স ভাযকেজ সোতো
৯. সান্ডোভাল সান্সোস
১০. কেঞ্জি ক্যাব্রেরা
১১. ব্রুনো পর্তুগাল

ভেনেজুয়েলার খেলোয়াড় তালিকা অনূর্ধ্ব২০ আজকের ম্যাচে

অনূর্ধ্ব২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ২০২৩ আজকের ম্যাচে ভেনেজুয়েলা মুখোমুখি হবে টুর্নামেন্টের ফেভারিট দল ব্রাজিলের বিপক্ষে। অনূর্ধ্ব২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ২০২৩ শেষ পর্বে গত ম্যাচে ভেনেজুয়েলা প্যারাগুয়ের সাথে ১-১ গোল ব্যবধানে ড্র করে। শেষ পর্বে পয়েন্ট তালিকায় ভেনেজুয়েলার বর্তমান অবস্থান চার নম্বরে। তাই ব্রাজিলের বিপক্ষে আজকের ম্যাচটি ভেনেজুয়ালার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে আসি ব্রাজিলের বিপক্ষে আজকের ম্যাচে ভেনেজুয়েলার বেস্ট ইলেভেন।

  1. এফ.সি বেনিতেজ গুতেরজ (গোলকিপার)
  2. আর. এ রিভাস এ্যালেজোনেস
  3. সি.এ. রোজাস টোরেস
  4. এ.জে. কোভা আরবিনা
  5. এল.এন. পেনা ডিয়াজ
  6. ই.ই রুইজ রোজাস
  7. টি. সেগোভিয়া
  8. এন.এ.জিমেনেজ রামি
  9. ডি. মার্তিনেজ
  10. উইকেলম্যান কারমনা
  11. কেভিন কেলসি

আরো পড়ুন: বিশ্বের সেরা ফুটবলার কে ২০২৩

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

3/5 - (5 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×