পিএসএল
Trending

psl আজকের খেলা-পিএসএল পয়েন্ট টেবিল ২০২৩

psl আজকের খেলা, psl 2023 আজকের খেলার সময় সূচি। পিএসএল, পাকিস্তান সুপার লিগ ২০২৩ শুরু হয়েছে ১৩ই ফেব্রুয়ারি থেকে। এবার পিএসএলে লীগ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত মোট ৩৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ৩০টি ম্যাচ হবে লীগ পর্বের বাকি ৪টি ম্যাচ এর ৩টি কোয়ালিফায়ার রাউন্ড ও অন্যটি ফাইনাল ম্যাচ। পিএসএল ২০২৩ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ই মার্চ। খেলা ১৮ এর এই পেজটিতে psl আজকের খেলা তথা psl 2023 এর প্রত্যেকদিন এর সময়সূচি আপডেটের মাধ্যমে দেওয়া হয়। সাথে পিএসএল পয়েন্ট টেবিল ২০২৩ ও আপডেট পেয়ে যাবেন।

psl আজকের খেলা-পিএসএল পয়েন্ট টেবিল ২০২৩ psg point table 2023

psl আজকের খেলা

psl আজকের খেলা এই পেজটির মাধ্যমে psl 2023 এর প্রত্যেকদিনের খেলার সময় সূচি আপডেট দেওয়া হয়।

তারিখ : ১৫ই ফেব্রুয়ারি ( বুধবার)
সময় : সন্ধ্যা ৭:০০ টা ( বাংলাদেশ সময়)
আজকের খেলা : মুলতান সুলতান বনাম কয়েটা গ্লাডিয়েটরস

পিএসএল 2023 পয়েন্ট টেবিল

পিএসএল এর এবারের আসরে যে ৬টি দল অংশগ্রহণ করছে তাদেরকে নিয়ে লীগ পর্বের পিএসএল 2023 পয়েন্ট টেবিল দেয়া হলো। যা প্রতিদিন খেলা শেষ হওয়ার মাত্রই নিয়মিত আপডেট করা হয়। তাহলে চলুন দেখে আসি পিএসএল 2023 পয়েন্ট টেবিল।

দলের নামমোট ম্যাচজয়পরাজয়নিট রান রেটপয়েন্ট
পেশাওয়ার জালমি+০.১০০
লাহোর কালান্দার্স+০.০৫০
ইসলামাবাদ ইউনাইটেড+০.০০০
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
+০.০০০
মুলতান সুলতান্স-০.০৫০
করাচি কিংস
-০.১০০

পিএসএল 2023 পয়েন্ট পাওয়ার নিয়ম

পিএসএল 2023 এ প্রথমে লিগ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে ৬টি দল প্রত্যেকটি দলের সাথে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। লীগ পর্বের প্রত্যেকটি ম্যাচে জয়ের জন্য জয়ী দল কে দেওয়া হবে 2 পয়েন্ট। সেই ক্ষেত্রে পরাজিত দলের কোন ধরনের পয়েন্ট কেটে নেয়া হবে না। তবে জয়, পরাজয়ের ব্যবধানের উপর ভিত্তি করে দেওয়া হবে রানরেটের পয়েন্ট। এভাবে লিগ পর্ব শেষে যে চারটি দল পয়েন্ট তালিকায় এগিয়ে থাকবে তাদেরকে নিয়ে শুরু হবে কোয়ালিফায়ার রাউন্ড।

পিএসএল 2023 সব দলের স্কোয়াড শেষ করলাম

ইসলামাবাদ ইউনাইটেড ২০২৩ স্কোয়াড

শাদাব খান (অধিনায়ক), আসিফ আলী (সহ-অধিনায়ক), আজম খান, হাসান আলী, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম, পল স্টার্লিং, কলিন মুনরো, সোহাইব মাকসুদ, রুম্মান রইস, জিশান জমির, হাসান নওয়াজ, রাসি ভ্যান ডের ডুসেন, মুবাসির খান, টম কুরান, জাফর গোহর, গাস অ্যাটকিনসন, অ্যালেক্স হেলস, রহমানুল্লাহ গুরবাজ, ফজল হক ফারুকী ও আবরার আহমেদ।

করাচি কিংস 2023 স্কোয়াড

ইমাদ ওয়াসিম (অধিনায়ক), মোহাম্মদ আমির, আমির ইয়ামিন, শারজিল খান, কাসিম আকরাম, মীর হামজা, শোয়েব মালিক, হায়দার আলী, ম্যাথিউ ওয়েড, ইরফান খান, তাবরেজ শামসি, মোহাম্মদ উমর, বেন কাটিং, মুহাম্মদ মুসা, অ্যাডাম রসিংটন, ফয়সাল আকরাম, ইমরান তাহির, অ্যাডাম রসিংটন, জেমস ফুলার, অ্যান্ড্রু টাই, তৈয়ব তাহির ও মোহাম্মদ আখলাক।

লাহোর কালান্দার্স 2023 স্কোয়াড

শাহীন আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, রশিদ খান, কামরান গুলাম, জামান খান, ফখর জামান, হোসেন তালাত, সিকান্দার রাজা, লিয়াম ডসন, দিলবার হুসেন, ডেভিড উইজ, আবদুল্লাহ শফিক, মির্জা তাহির বেগ, আহমেদ দানিয়াল, শাওয়াইজ ইরফান, জর্ডান কক্স, জালাত খান, স্যাম বিলিংস, কুসল মেন্ডিস, শেন ড্যাডসওয়েল, আহসান ভাট্টি।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স 2023 স্কোয়াড

সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ (সহ-অধিনায়ক), ইফতিখার আহমেদ, , উইল স্মিড, ওয়ানিন্দু হাসরাঙ্গা, নাসিম শাহ, ওডেন স্মিথ, আহসান আলী, উমেদ আসিফ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ হাসনাইন, জেসন রয়, উমর আকমল, নবীন-উল-হক, আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই, আইমল খান, মার্টিন গাপটিল, ওমাইর ইউসুফ, কায়েস আহমেদ, উইল জ্যাকস, সৌদ শাকিল, ডোয়াইন প্রিটোরিয়াস, নুয়ান থুসারা।

মুলতান সুলতান 2023 স্কোয়াড

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), শান মাসুদ (সহ-অধিনায়ক), ইহসানুল্লাহ, ডেভিড মিলার, জশ লিটল, আকিল হোসেন, উসামা মীর, উসমান খান, সামিন। গুল, আনোয়ার আলী, শাহনওয়াজ দাহানি, খুশদিল শাহ, রিলি রোসোউ, টিম ডেভিড, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ সারওয়ার, আরাফাত মিনহাস, কাইরন পোলার্ড, আমাদ বাট, ইজহারুলাক নাভিদ, ওয়েন পার্নেল।

পেশোয়ার জালমি ২০২৩ স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হারিস, আমের জামাল, ভানুকা রাজাপাকসে, টম কোহলার-ক্যাডমোর, শেরফেন রাদারফোর্ড, সালমান ইরশাদ, মুজিব উর রহমান, রোভম্যান পাওয়েল, পিটার হাটজোগলো, দানিশ আজিজ, আরহাদ ইকবাল, আরিফুল হক। কাদির, সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম, হাসিবুল্লাহ খান, জেমস নিশাম, হারিস সোহেল, খুররম শাহজাদ, রিচার্ড গ্লিসন।

আরো পড়ুন: পিএসএল 2023 সময়সূচী

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram  পেজ)

Rate this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button