ফুটবল
Trending

ফুটবল বিশ্বকাপ ২০২২ সময় সূচি FIXTURES WORLD CUP 2022

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ শুরু হওয়ার আর কিছু দিন বাকি এর মধ্যে প্রতিটি ফুটবল দল নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিটা ভালো করেই সেরেছে । তাই তো কিছু সংখ্যক ফুটবল দল বিশ্বকাপ জিততে নিজেদের বিলিয়ে দিচ্ছিলো বিশ্বকাপ ফুটবল ২০২২ এর বাছাই পর্বে । ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগমুহূর্তেই প্রস্তুতি ধমদার।

গ্রুপ পর্ব ফুটবল বিশ্বকাপ ২০২২ সময় সূচি

নভেম্বর ২০, কাতার বনাম ইকুইডর, রাত ১০টা

নভেম্বর ২১, ইংল্যান্ড বনাম ইরান, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২১, সেনেগাল বনাম নেদারল্যান্ডস, রাত ১০টা

নভেম্বর ২২, ইউএসএ বনাম ওয়েলস, রাত ১টা

নভেম্বর ২২, আর্জেন্টিনা বনাম সৌদি আরব, বিকাল ৪টা

নভেম্বর ২২, ডেনমার্ক বনাম টুনিশিয়া, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২২, মেক্সিকো বনাম পোল্যান্ড, রাত ১০টা

নভেম্বর ২৩, ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া, রাত ১টা

নভেম্বর ২৩, মরক্কো বনাম ক্রোয়েশিয়া, বিকাল ৪টা

নভেম্বর ২৩, জার্মানি বনাম জাপান, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৩, স্পেন বনাম কোস্টারিকা, রাত ১০টা

নভেম্বর ২৪, বেলজিয়াম বনাম কানাডা, রাত ১টা

নভেম্বর ২৪, সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন, বিকাল ৪টা

নভেম্বর ২৪, উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৪, পর্তুগাল বনাম ঘানা, রাত ১০টা

নভেম্বর ২৫, ব্রাজিল বনাম সার্বিয়া, রাত ১টা

নভেম্বর ২৫, ওয়েলস বনাম ইরান, বিকাল ৪টা

নভেম্বর ২৫, কাতার বনাম সেনেগাল, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৫, নেদারল্যান্ডস বনাম ইকুইডর, রাত ১০টা

নভেম্বর ২৬, ইংল্যান্ড বনাম ইএসএ, রাত ১টা

নভেম্বর ২৬, টুনিশিয়া বনাম অস্ট্রেলিয়া, বিকাল ৪টা

নভেম্বর ২৬, পোল্যান্ড বনাম সৌদি আরব, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৬, ফ্রান্স বনাম ডেনমার্ক, রাত ১০টা

নভেম্বর ২৭, আর্জেন্টিনা বনাম মেক্সিকো, রাত ১টা

নভেম্বর ২৭, জাপান বনাম কোস্টারিকা, বিকাল ৪টা

নভেম্বর ২৭, বেলজিয়াম অনাম মরোক্কো, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৭, ক্রোয়েশিয়া বনাম কানাডা, রাত ১০টা

নভেম্বর ২৮, স্পেন বনাম জার্মানি, রাত ১টা

নভেম্বর ২৮, ক্যামেরুন বনাম সার্বিয়া, বিকাল ৪টা

নভেম্বর ২৮, দক্ষিণ কোরিয়া বনাম ঘানা, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৮, ব্রাজিল বনাম সুইজারল্যান্ড, রাত ১০টা

নভেম্বর ২৯, পর্তুগাল বনাম উরুগুয়ে, রাত ১টা

নভেম্বর ২৯, ইকুইডর বনাম সেনেগাল, রাত ৯টা

নভেম্বর ২৯, নেদারল্যান্ডস বনাম কাতার, রাত ৯টা

নভেম্বর ৩০, ইরান বনাম ইউএসএ, রাত ১টা

নভেম্বর ৩০, ওয়েলস বনাম ইংল্যান্ড, রাত ১টা

নভেম্বর ৩০, টুনিশিয়া বনাম ফ্রান্স, রাত ৯টা

নভেম্বর ৩০, অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক, রাত ৯টা

ডিসেম্বর ১, পোল্যান্ড বনাম আর্জেন্টিনা, রাত ১টা

ডিসেম্বর ১, সৌদি আরব বনাম মেক্সিকো, রাত ১টা

ডিসেম্বর ১, ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম, রাত ৯টা

ডিসেম্বর ১, কানাডা বনাম মরক্কো, রাত ৯টা

ডিসেম্বর ২, জাপান বনাম স্পেন, রাত ১টা

ডিসেম্বর ২, কোস্টারিকা বনাম জার্মানি, রাত ১টা

ডিসেম্বর ২, দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল, রাত ৯টা

ডিসেম্বর ২, ঘানা বনাম উরুগুয়ে, রাত ৯টা

ডিসেম্বর ৩, সার্বিয়া বনাম সুইজারল্যান্ড, রাত ১টা

ডিসেম্বর ৩, ক্যামেরুন বনাম ব্রাজিল, রাত ১টা

দ্বিতীয় রাউন্ড (নকআউট পর্ব) গ্রুপ ১৬ 

ডিসেম্বর ৩, রাত ৯টা

ডিসেম্বর ৪, রাত ১টা

ডিসেম্বর ৪, রাত ৯টা

ডিসেম্বর ৫, রাত ১টা

ডিসেম্বর ৫, রাত ৯টা

ডিসেম্বর ৬, রাত ১টা

ডিসেম্বর ৬, রাত ৯টা

ডিসেম্বর ৭, রাত ১টা

কোয়ার্টার ফাইনাল

৯ ডিসেম্বর ই১-এফ২ জয়ী বনাম জি১-এইচ২ জয়ী রাত ৯টা
১০ ডিসেম্বর এ১-বি২ জয়ী বনাম সি১-ডি২ জয়ী রাত ১টা
১০ ডিসেম্বর এফ১-ই২ জয়ী বনাম এইচ১-জি২ জয়ী রাত ৯টা
১১ ডিসেম্বর বি১-এ২ জয়ী বনাম ডি১-সি২ জয়ী রাত ১টা

সেমিফাইনাল

১৪ ডিসেম্বর ৯ ডিসেম্বরের খেলার বিজয় দুই দল রাত ১টা
১৫ ডিসেম্বর ১০ ডিসেম্বরের খেলার বিজয় দুই দল রাত ১টা

তৃতীয় স্থান ম্যাচ

১৭ ডিসেম্বর, রাত ৯টা: সেমিফাইনালের দুই পরাজিত দল।

বিশ্বকাপ ফুটবল ২০২২ ফাইনাল

১৮ ডিসেম্বর, রাত ৯টা: সেমিফাইনালের দুই বিজয়ী দল।

ফুটবল বিশ্বকাপ ২০২২ সময় সূচি / ফুটবল বিশ্বকাপ কবে কোথায় কিভাবে অনুষ্ঠিত হবে কোন কোন দেশ খেলবে/ Qatar world cup 2022 scheduled
ফুটবল বিশ্বকাপ ২০২২ সময় সূচি

বিশ্বকাপ ফুটবল ২০২২ কবে হবে / ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে

ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিটি দেশে হওয়া সম্ভব না কারন ফুটবল বিশ্বকাপ আয়োজন করা মানে দেশের পুরো অনৈতিক কর্মকান্ডকে একতাবদ্ধ করা হয়। ফুটবল খেলা প্রতি বছর হয়না প্রতি চার (৪) বছরে একবার দেখা মিলে ফুটবল বিশ্বকাপের তা-ই এর আমেজও একটু বেশি অন্য সব খেলা থেকে, এবারের বিশ্বকাপ ফুটবল শুরু হবে কাতারে, ফিফার নিদের্শনাই বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সময় সূচি অনুযায়ী আগামী নভেম্বর মাসের ২১ তারিখে শুরু হবে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২।

বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে/ অংশ গ্রহন করবে।

কাতার বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে সুযোগ পাওয়া দেশের সংখ্যা ৫। স্বাগতিক কাতারসহ এশিয়া অঞ্চল থেকেও সুযোগ পেয়েছে ৫টি দেশ অপরদিকে ইউরোপ থেকে সর্বোচ্চ ১৩ দেশ খেলছে বিশ্বকাপে। কনক্যাকাফ থেকে থাকছে ৩টি এবং দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সুযোগ পাওয়া দেশের সংখ্যা চারটি (৪)। আর বাকি দুটি স্থান নির্ধারিত হয়েছে আন্তঃমহাদেশীয় প্লেঅফ কোয়ালিফায়ারের মাধ্যমে।

এরমাঝে এশিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুকে হারিয়ে। অপর কোয়ালিফায়ারে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে ৩২তম দল হিসেবে কাতারের টিকিট বুক করেছে কনক্যাকাফ অঞ্চলের কোস্টারিকা বিশ্বকাপ ফুটবল ২০২২ যে যে দেশ খেলবে তা হলোঃ

কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর,ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েলস, ইরান,আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব,ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, অস্ট্রেলিয়া,জার্মানি, স্পেন, জাপান, কোস্টারিকা,বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডা, মরক্কো,ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন,পর্তুগাল, উরুগুয়ে, ঘানা, দক্ষিণ কোরিয়া। এই ৩২টি দল নিয়ে কাতার বিশ্বকাপের আয়োজন শুরু হচ্ছে।

গ্রুপ অনুযায়ী কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর দলগুলোঃ

কাতার বিশ্বকাপের সময়সূচি প্রকাশ হওয়ার পর। প্রতিটি দল নিজেদের দাপট দেখানোর জন্য মরিয়া হয়ে গেছে তার মাঝে ফিফা কাতার বিশ্বকাপের জন্য ড্র আয়োজন করছে। ৩২ টি দলকে নিয়ে কাতার বিশ্বকাপের জন্য ড্র আয়োজন করছে ফিফা। ফিফা কাতারের জন্য আটটি (৮) গ্রুপ নিনর্য় করেন তার মাঝে হলোঃ গ্রুপ “এ” “বি” “সি” “ডি” “ই” “এফ” “জি” ও “এইচ” এই আটটিকে নিবাচর্ন করেন।

গ্রুপ এ:
কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর

গ্রুপ বি:
ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েলস, ইরান

গ্রুপ সি:
আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব

গ্রুপ ডি:
ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, অস্ট্রেলিয়া

গ্রুপ ই:
জার্মানি, স্পেন, জাপান, কোস্টারিকা

গ্রুপ এফ:
বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডা, মরক্কো

গ্রুপ জি:
ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন

গ্রুপ এইচ:
পর্তুগাল, উরুগুয়ে, ঘানা, দক্ষিণ কোরিয়া।

Rate this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button