আমি, মহাসিন হোসেন একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক ও বিশ্লেষক। আমি খেলা১৮ ওয়েবসাইটে নিয়মিত ক্রিকেট ও ফুটবল বিষয়ক পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং আপডেটেড ক্রীড়া সংবাদ লিখে...
- CEO
Share
বিপিএল ২০২৩ সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত
SHARE
বিপিএল ২০২৩ সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত যেন সমালোচকদের জবাব দিতে বিপিএলকে বেছে নিয়েছে। সাম্প্রতিক সময়ে নাজমুল হোসেন শান্তকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যে পরিমাণে ট্রল হয়েছে তা ছাড়িয়েছে আগের সব রেকর্ড কে। বিপিএল এর নবম আসর ২০২৩ নাজমুল হোসেন শান্ত হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। দিয়েছেন সমস্ত সমালোচনার যোগ্য জবাব।বিপিএল ২০২৩ সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্তএবার বিপিএলে নাজমুল হোসেন শান্ত ১৫ টি ম্যাচ খেলে ১১৫ এর বেশি স্ট্রাইকার রেটে করেছেন ৫১৬ রান, যা বিপিএল ইতিহাসে প্রথম বাংলাদেশী হিসেবে ১টি আসরে কোন ব্যাটসম্যানের রেকর্ড সর্বোচ্চ রান। নাজমুল হোসেন শান্ত ৫১৬ রান করতে ১৫ টি ম্যাচে বাউন্ডারি মেরেছে সর্বমোট ৫৭ টি এবং ওভার বাউন্ডারি মেরেছে ১২ টি। নাজমুল হাসান শান্ত এবার বিপিএলের সর্বোচ্চ ইনিংস ৮৯। এবার বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তুলতে ব্যাট হাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নাজমুল হোসেন শান্ত।আজও ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর সাথে শুরুতেই ২ উইকেট হারিয়ে দল যখন খাদের কিনারায় তখনই জ্বলে উঠলো নাজমুল হোসেন শান্ত ব্যাট। মুশফিকুর রহিমকে সাথে নিয়ে তৃতীয় উইকেটের দুটিতে করলেন ৭৯ রানের পার্টনারশিপ। ফাইনালে সিলেটের বিপদের মুহূর্তে ব্যাট হাতে করলেন ৪৫ বলে ৬৪ রান। এছাড়াও এবার বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দুই নাম্বারে রয়েছে রংপুর রেঞ্জার্সের উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার। রনি তালুকদার এবার বিপিএলে ১৩ টি ম্যাচ খেলে ১২৯ স্ট্রাইকার রেটে রান করেছে ৪২৫।বিপিএল ২০২৩ সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় তিন নাম্বার রয়েছে সিলেটের আরেক ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয় এবার বিপিএলে ১২টি ম্যাচ খেলে ১৪১ স্ট্রাইকার রেটে রান করেছেন ৪০৩। বিপিএল ২০২৩ সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর ব্যাটসম্যান লিটন কুমার দাস। লিটন কুমার দাস এবার বিপিএলে ১৩ টি ম্যাচ খেলে ১৩০ এর উপরে স্ট্রাইকার রেট নিয়ে রান করেছেন ৩৭৯।বিপিএল ২০২৩ এর সর্বোচ্চ রান সংগ্রহকে তালিকায় ঠিক ৫ নম্বরে অবস্থান করছে ফরচুন বরিশালের ক্যাপ্টেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান এবার বিপিএলে ১৩টি ম্যাচ খেলে ১৭৪ স্ট্রাইকার রেটে রান করেছেন ৩৭৫। এছাড়াও ঢাকার অধিনায়ক নাসির হোসেন ১২টি ম্যাচ খেলে ১২০ স্ট্রাইকার রেটে রান করেছেন ৩৬৬।বিপিএল ২০২৩ সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকা।
বিপিএল ২০২৩ সর্বোচ্চ রান সংগ্রাহক
নাজমুল হোসেন শান্ত : ৫১৬ রান
রনি তালুকদার : ৪১৬ রান
তৌহিদ হৃদয় : ৪০২ রান
লিটন কুমার দাস : ৩৭৯ রান
সাকিব আল হাসান : ৩৭৫ রানআরো পড়ুন: বিপিএল প্রাইজমানি ২০২৩(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
আমি, মহাসিন হোসেন একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক ও বিশ্লেষক। আমি খেলা১৮ ওয়েবসাইটে নিয়মিত ক্রিকেট ও ফুটবল বিষয়ক পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং আপডেটেড ক্রীড়া সংবাদ লিখে থাকি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইউরোপিয়ান ও আন্তর্জাতিক ফুটবল লিগের তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে আমার বিশেষ দক্ষতা রয়েছে।
To Get Latest update Please Follow Our Social Media.
Our commitment to accuracy, impartiality, and delivering breaking Sports news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.