লিওনেল মেসি, ফুটবলের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়। তাঁর নামের সাথে জড়িয়ে আছে অসংখ্য গোল, অবিশ্বাস্য ড্রিবলিং এবং দলকে জয়ের শিখরে নিয়ে যাওয়ার অসাধারণ ক্ষমতা। মেসির মোট ট্রফি সংখ্যা কত—এই প্রশ্ন প্রতিটি ফুটবলপ্রেমীর মনে উঁকি দেয়। সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত, মেসির মোট ট্রফি সংখ্যা ৯০ টি। এর মধ্যে ৪৩টি ক্লাব ট্রফি, ৫টি আন্তর্জাতিক ট্রফি এবং ৪২টি ব্যক্তিগত পুরস্কার রয়েছে। যদি আপনি মেসির সাফল্যের গল্প জানতে চান, তাহলে খেলা ১৮ এর এই নিবন্ধটি আপনার জন্য।
ক্লাব ট্রফি: বার্সেলোনা থেকে ইন্টার মায়ামি
মেসির ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় বার্সেলোনা-এ। ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত তিনি এখানে ৩৫টিরও বেশি ট্রফি জয় করেন। এরপর পিএসজি এবং সর্বশেষ ইন্টার মায়ামিতে যোগ দিয়ে আরও ট্রফি যোগ করেন নিজের ও ক্লাবের নামের পাশে। নিচে তাঁর ক্লাব ট্রফিগুলো টেবিল আকারে দেওয়া হলো:
| ট্রফি | সংখ্যা | ক্লাব | সিজন | 
|---|---|---|---|
| লা লিগা চ্যাম্পিয়ন | ১২ | এফসি বার্সেলোনা | ২০০৪/০৫, ২০০৫/০৬, ২০০৮/০৯, ২০০৯/১০, ২০১০/১১, ২০১২/১৩, ২০১৪/১৫, ২০১৫/১৬, ২০১৭/১৮, ২০১৮/১৯, ২০২০/২১ | 
| উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ | ৪ | এফসি বার্সেলোনা | ২০০৫/০৬, ২০০৮/০৯, ২০১০/১১, ২০১৪/১৫ | 
| কোপা দেল রে | ৭ | এফসি বার্সেলোনা | ২০০৮/০৯, ২০১০/১১, ২০১৩/১৪, ২০১৪/১৫, ২০১৫/১৬, ২০১৬/১৭, ২০২০/২১ | 
| ফিফা ক্লাব বিশ্বকাপ | ৩ | এফসি বার্সেলোনা | ২০০৯, ২০১১, ২০১৫ | 
| সুপারকোপা দে এস্পানা | ৭ | এফসি বার্সেলোনা | ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৮ | 
| উয়েফা সুপার কাপ | ৩ | এফসি বার্সেলোনা | ২০০৯, ২০১১, ২০১৫ | 
| লিগ ওয়ান | ২ | প্যারিস সাঁ-জার্মাঁ | ২০২১/২২, ২০২২/২৩ | 
| ট্রফি দেস চ্যাম্পিয়ন্স | ২ | প্যারিস সাঁ-জার্মাঁ | ২০২২, ২০২৩ | 
| লিগস কাপ | ১ | ইন্টার মিয়ামি সিএফ | ২০২৩ | 
| এমএলএস | ১ | ইন্টার মিয়ামি সিএফ | ২০২৩/২৪ | 
| মোট | ৪৩ | – | – | 
আন্তর্জাতিক ট্রফি: আর্জেন্টিনা
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমে কিছু হতাশা থাকলেও ২০২১-এর পর তিনি অসাধারণ সাফল্য পান। নিচে তাঁর আন্তর্জাতিক ট্রফিগুলো টেবিল আকারে দেওয়া হলো:
| ট্রফি | সংখ্যা | দল | সিজন | 
|---|---|---|---|
| ফিফা বিশ্বকাপ | ১ | আর্জেন্টিনা | ২০২২ | 
| কোপা আমেরিকা | ২ | আর্জেন্টিনা | ২০২০/২১, ২০২৩/২৪ | 
| কনমেবল-উয়েফা চ্যাম্পিয়ন্স কাপ | ১ | আর্জেন্টিনা | ২০২১/২২ | 
| অলিম্পিক স্বর্ণপদক | ১ | আর্জেন্টিনা অলিম্পিক দল | ২০০৮ | 
| মোট | ৫ | – | – | 
মেসির ব্যক্তিগত ট্রফি
| পুরস্কার | সংখ্যা | বিবরণ | সিজন | 
|---|---|---|---|
| ব্যালন ডি’অর | ৮ | বিশ্বের সেরা ফুটবলার হিসেবে ফিফার পুরস্কার | ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১, ২০২৩ | 
| ইউরোপীয় গোল্ডেন বুট | ৬ | এফসি বার্সেলোনার হয়ে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা | ২০০৯/১০, ২০১১/১২, ২০১২/১৩, ২০১৬/১৭, ২০১৭/১৮, ২০১৮/১৯ | 
| সর্বোচ্চ গোলদাতা | ২৩ | লা লিগা (১০), উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (৬), কোপা দেল রে (৫), লিগস কাপ (১), কোপা আমেরিকা (১), U20 বিশ্বকাপ (১) | ২০০৪/০৫, ২০০৮/০৯, ২০০৯/১০, ২০১০/১১ (২টি), ২০১১/১২ (৩টি), ২০১২/১৩, ২০১৩/১৪, ২০১৪/১৫ (২টি), ২০১৬/১৭ (২টি), ২০১৭/১৮, ২০১৮/১৯ (২টি), ২০১৯/২০, ২০২০/২১ (২টি), ২০২২/২৩ | 
| লা লিগা বর্ষসেরা খেলোয়াড় | ৯ | এফসি বার্সেলোনার হয়ে | ২০০৮/০৯, ২০০৯/১০, ২০১০/১১, ২০১১/১২, ২০১২/১৩, ২০১৪/১৫, ২০১৬/১৭, ২০১৭/১৮, ২০১৮/১৯ | 
| টিএম-প্লেয়ার অফ দ্য সিজন | ৪ | স্পেন | ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ | 
| মোট | ৪২ | – | – | 
মেসির ট্রফি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর
লিওনেল মেসি এমন একজন খেলোয়াড় যাকে নিয়ে একজন ফুটবল্প্রেমির মনে হাজারো প্রশ্ন আসতে পারে। খেলা ১৮ যেহেতু বিগত চার বছর খেলার বিভিন্ন আপডেট তথ্য প্রকাশ করে তাই আমাদের জানা মেসি সম্পর্কে সাধারন মানুষের কিছু প্রশ্ন উত্তর দেওয়া হল।
মেসির মোট ট্রফি সংখ্যা কত ২০২৫?
সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বার মাস পর্যন্ত লিওনেল মাসের ট্রাফি সংখ্যা ৯০ টি।
মেসির গোল্ডেন বুট কয়টি?
মেসির গোল্ডেন বুট ৬টি, যা ২০০৯/১০, ২০১১/১২, ২০১২/১৩, ২০১৬/১৭, ২০১৭/১৮, ২০১৮/১৯ মৌসুমে বার্সেলোনার হয়ে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হিসাবে এই অর্জন।
মেসির ব্যালন ডি’অর কয়টি?
বিশ্বের সেরা ফুটবলার হিসেবে ফিফার পুরস্কার হিসেবে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয় যা মেসি সর্বোচ্চ আট বার ( ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১, ২০২৩ ) পেয়েছেন।
 
					
 
                                