আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী অনুযায়ী আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ওডিআই, টি২০ টেস্ট, পরিসংখ্যান দেখে নিন এক নজরে। 
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড পরিসংখ্যান
সকল ফরম্যাট ( ওয়ানডে, টি২০, টেস্ট ) পরিসংখ্যানে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড সর্বমোট ২৩৫ ম্যাচ খেলেছে যেখানে ইংল্যান্ড ১১৩ ম্যাচে জয়লাভ করছে। ইংল্যান্ডের জয়ের পরিমাণ ৪৮.০১%। অন্যদিকে নিউজিল্যান্ড জয়লাভ করেছে ৬৮ ম্যাচে। নিউজিল্যান্ডের জয়ের পরিমাণ ২৮.৯৮%। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড হেড টু হেড পরিসংখ্যানে এই ২৩৫ ম্যাচে ৫৪ ম্যাচ ড্রা বা ফলাফল হয়নি। ড্রা বা ফলাফল না হওয়ার পরিমাণ ২২.৯৮%।
| মোট ম্যাচ | ২৩৫ |
| ইংল্যান্ডের জয় | ১১৩ |
| নিউজিল্যান্ডের জয় | ৬৮ |
| ইংল্যান্ডের জয় % | ৪৮.০১% |
| নিউজিল্যান্ডের জয় % | ২৮.৯৪% |
| ড্রা বা ফলাফল হয়নি | ৫৪ |
| ড্রা বা ফলাফল হয়নি % | ২২.৯৮% |
| প্রথম খেলেছিল | ৭ই, জুন ২০০৯ |
| সর্বশেষ খেলেছিল | ৩১শে, মার্চ ২০২৩ |
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ওডিআই পরিসংখ্যান
নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ওডিআই ফরম্যাটে সর্বপ্রথম ম্যাচ খেলে ১৮ই জুলাই, ১৯৭৩ সালে। ওডিআই ফরম্যাটে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড হেড টু হেড মোট ৯৬ ম্যাচ খেলেছে যেখানে নিউজিল্যান্ড জয়লাভ করেছে ৪৫ ম্যাচে। নিউজিল্যান্ডের জয়ের পরিমাণ ৪৬.৮৮%। ওডিআই ফরম্যাটে ইংল্যান্ড জয়লাভ করেছে ৪৫ ম্যাচে। ইংল্যান্ডের জয়ের পরিমাণ ৪৬.৮৮%। দুই দলের মধ্যকার ৯৬ ম্যাচের ৬ টি ম্যাচ ড্রা বা ফলাফল হয়নি। ড্রা বা ফলাফল না হওয়ার পরিমাণ ৬.২৫%। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড সর্বশেষ ম্যাচ খেলে ০৫ই অক্টবর ২০২৩ সালে।
| মোট ম্যাচ | ৯৬ |
| নিউজিল্যান্ডের জয় | ৪৫ |
| ইংল্যান্ডের জয় | ৪৫ |
| নিউজিল্যান্ডের জয় % | ৪৬.৮৮% |
| ইংল্যান্ডের জয় % | ৪৬.৮৮% |
| ড্রা বা ফলাফল হয়নি | ৬ |
| ড্রা বা ফলাফল হয়নি % | ০৬.২৫% |
| প্রথম খেলেছিল | ১৮ই জুলাই, ১৯৭৩ |
| সর্বশেষ খেলেছিল | ০৫ই, অক্টবর, ২০২৩ |
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড টি২০ পরিসংখ্যান
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড টি২০ ফরম্যাটে সর্বপ্রথম ম্যাচ খেলে ১৮ই সেপ্টম্বর, ২০০৭ সালে। তার পর থেকে এখনও পর্যন্ত মোট ২৭ ম্যাচ খেলে ইংল্যান্ড জনলাভ করেছে ১৬ ম্যাচে। ইংল্যান্ডের জয়ের পরিমাণ %। অপরদিকে নিউজিল্যান্ড জয়লাভ করেছে ১০ ম্যাচে। নিউজিল্যান্ডের জয়ের পরিমাণ %। টি২০ ফরম্যাটে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড হেড টু হেড ২৭ ম্যাচের একটি ম্যাচে কোন ফলাফল হয়নি। ফলাফল না হওয়ার পরিমাণ ৩.৭১%। দল দুটি সর্বশেষ টি২০ ম্যাচ খেলে ০৫ই সেপ্টম্বর, ২০২৩ সালে ।
| মোট ম্যাচ | ২৭ |
| ইংল্যান্ডের জয় | ১৬ |
| নিউজিল্যান্ডের জয় | ১০ |
| ইংল্যান্ডের জয় % | ৫৯.২৬% |
| নিউজিল্যান্ডের জয় % | ৩৭.০৪% |
| ড্রা বা ফলাফল হয়নি | ১ |
| ড্রা বা ফলাফল হয়নি % | ৩.৭১% |
| প্রথম খেলেছিল | ১৮ই সেপ্টম্বর, ২০০৭ |
| সর্বশেষ খেলেছিল | ০৫ই সেপ্টম্বর, ২০২৩ |
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্ট পরিসংখ্যান
টেস্ট পরিসংখ্যানে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড সর্বপ্রথম ম্যাচ খেলে ১৪ই ফেব্রুয়ারি ১৯৩০ সালে । হেড টু হেড নিউজিল্যান্ড ইংল্যান্ড ১১২ ম্যাচ খেলেছে যেখানে ইংল্যান্ড জয়লাভ করেছে ৫২ ম্যাচে ইংল্যান্ডের জয়ের পরিমাণ %। অন্যদিকে নিউজিল্যান্ড জয়লাভ করেছে ১৩ ম্যাচে। নিউজিল্যান্ডের জয়ের পরিমাণ %। সর্বশেষ নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচ খেলে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ সালে।
| মোট ম্যাচ | ১১২ |
| ইংল্যান্ডের জয় | ৫২ |
| নিউজিল্যান্ডের জয় | ১৩ |
| ইংল্যান্ডের জয় % | ৪৮.২৯% |
| নিউজিল্যান্ডের জয় % | ২৮.৬৪% |
| ড্রা বা ফলাফল হয়নি | ৪৭ |
| ড্রা বা ফলাফল হয়নি % | ২৩.০৭% |
| প্রথম খেলেছিল | ১৪ই, ফেব্রুয়ারি ১৯৩০ |
| সর্বশেষ খেলেছিল | ১৪ই, ফেব্রুয়ারি, ২০২৩ |
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড হেড টু হেড পরিসংখ্যান সর্বশেষ আপডেট ০৫ই অক্টবর, ২০২৩ । দুই দলের মধ্যকার ম্যাচ আপডেট পেয়ে যাবেন সকল পরিসংখ্যান।
সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

