অর্থ গুণক কাকে বলে (Money Multiplier) অর্থ গুণকের সূত্র

আজকে আমরা জানবো অর্থ গুণক কাকে বলে অর্থ গুণক কি এবং অর্থ গুণকের সূত্র সম্পর্কে। অর্থের যােগানের বিভিন্ন উপাদানের মধ্যে কাগজি ও ধাতব মুদ্রা হচ্ছে অন্যতম। অর্থাৎ কাগজি নােট ও ধাতব মুদ্রার উপর অর্থের যােগান নির্ভর করে। কাগজি নােট ও ধাতব মুদ্রার পরিবর্তন হলে অর্থের যােগানের ওপরিবর্তন হয়।

তবে কাগজি নােট ও ধাতব মুদ্রা যে হারে পরিবর্তন হয় অর্থের যােগান তার চেয়ে কয়েকগুণ বেশি পরিবর্তন হয়। সুতরাং, কাগজি ও ধাতব মুদ্রার পরিবর্তনের ফলে অর্থের যােগানের যে গুণিতক পরিবর্তন হয়, এই দু’য়ের অনুপাতকে অর্থ গুণক বলা হয়। কাগজি নােট ও ধাতব মুদ্রাকে আর্থিক ভিত্তি বা শক্তিশালী মুদ্রা (H) ও বলা হয়। সুতরাং শক্তিশালী মুদ্রার পরিবর্তন দ্বারা অর্থের যােগানের পরিবর্তনকে ভাগ করলে যা পাওয়া যায় তাকে অর্থ গুণক বলা হয়।

 অর্থ গুণক কাকে বলে (Money Multiplier) অর্থ গুণকের সূত্র
অর্থ গুণক কাকে বলে (Money Multiplier) অর্থ গুণকের সূত্র

অর্থ গুণককে নিমােক্ত সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়।

অর্থ গুণকের সূত্র

Km =ΔMs/ΔΗযেখানে,

Km = অর্থ গুণক,

ΔMs= অর্থের যােগানের পরিবর্তন,

ΔΗ = শক্তিশালী মুদ্রার পরিবর্তন।

অর্থ গুণকের আরেকটি সূত্রও রয়েছে ।

যথাঃKm =1+C/Rr + Crএখানে,

Km = অর্থ গুণক,

Cr= কারেন্সি অনুপাত,

Rr= রিজার্ভ অনুপাত ।

সূত্র থেকে দেখা যাচ্ছে যে, রিজার্ভ অনুপাত (Rr) ও কারেন্সি অনুপাত (Cr) জানা থাকলে মুদ্রা গুণকের মনজানা যায়।

আরো পড়ুনঃ

আশা করি  অর্থ গুণক কাকে বলে (Money Multiplier) এবং অর্থ গুণকের সূত্র সম্পর্কে পরিষ্কার ধারনা পেয়েছেন। আরো কিছু জানার থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ……

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

4/5 - (3 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×