আইপিএল

আইপিএল পয়েন্ট টেবিল 2023 | IPL points table 2023

আইপিএল পয়েন্ট টেবিল 2023 জানানো হয় প্রত্যেকটি ম্যাচ শেষে আইপিএল পয়েন্ট টেবিল 2023 আপডেটের মাধ্যমে। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ফ্রাঞ্চাইজি লীগ আইপিএল এর ১৬ তম আসর আইপিএল ২০২৩ শুরু হয়েছে ৩১ মার্চ থেকে। এবার আইপিএলে অংশগ্রহণ করেছে সর্বমোট ১০ টি দল। এই ১০ টি দল প্রথমে দুটি গ্রুপে (এ ও বি) ভাগ হয়ে খেলবে লীগ পর্বের ম্যাচ। লীগ পর্ব শেষে আইপিএল পয়েন্ট টেবিল 2023 এর শীর্ষে থাকা চারটি দল নিয়ে শুরু হবে আইপিএল ২০২৩ এর কোয়ালিফায়ার রাউন্ড। আইপিএল ২০২৩ এর পর্ব চলাকালীন প্রত্যেকটি ম্যাচ শেষে খেলা ১৮ এর পাতায় নিয়মিত আপডেট করা হবে আইপিএল পয়েন্ট টেবিল 2023।

আইপিএল পয়েন্ট টেবিল 2023  IPL points table 2023

আইপিএল পয়েন্ট টেবিল 2023

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ১৬ তম আসর আইপিএল ২০২৩ শুরু হয়েছে গত ৩১ মার্চ থেকে। এরই মধ্যে জমে উঠেছে এবার আইপিএল পয়েন্ট টেবিল 2023। তাহলে চলুন জেনে আসি আইপিএল পয়েন্ট টেবিল 2023 এ কোন দল রয়েছে কেমন অবস্থানে।

টিমম্যাচজয়হারটাইরান রেটপয়েন্টNRR
RR321004+2.067
LSG321004+1.358
GT220004+0.700
CSK321004+0.356
PBKS220004+0.333
KKR211002+2.056
RCB211002-1.256
MI202000-1.394
DC303000-2.092
SRH202000-2.867

 

এবার আইপিএলে যে ১০ টি দল অংশগ্রহণ করেছে লীগ পর্বে এই ১০টি দল ৭০ টি ম্যাচ খেলবে দুটি গ্রুপে (এ ও বি) ভাগ হয়ে। যেখানে প্রত্যেকটি দল তার নিজ গ্রুপের দলগুলির সাথে খেলবে ১টি করে ম্যাচ এবং অপজিট গ্রুপের প্রত্যেকটি দলগুলোর সাথে খেলবে ২টি করে ম্যাচ। এভাবে লীগ পর্বে প্রত্যেকটি দল ম্যাচ খেলার সুযোগ পাবে ১৪ টি। দলগুলি প্রত্যেকে লীগ পর্বে এই ১৪ টি ম্যাচ খেলে আইপিএল পয়েন্ট টেবিল 2023 এর পয়েন্ট বিবেচনায় শীর্ষে থাকা ৪টি দল খেলবে আইপিএল ২০২৩ এর কোয়ালিফায়ার রাউন্ডে।

আইপিএল পয়েন্ট টেবিল 2023 পয়েন্ট পাওয়ার নিয়ম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল পয়েন্ট টেবিল 2023 বিবেচনা করা হবে শুধুমাত্র লীগ পর্বের ম্যাচ গুলির জন্য। লীগ পর্বে প্রত্যেকটি দল যে ১৪টি করে ম্যাচ খেলবে সেখানে প্রতিটি ম্যাচে জয়লাভের জন্য জয় লাভ কারী দল পাবে ২ পয়েন্ট । সেক্ষেত্রে পরাজিত দলের পয়েন্ট অপরিবর্তিত থাকবে। তবে জয় পরাজয়ের ব্যবধানের উপর ভিত্তি করে প্রতিটি ম্যাচেই দেওয়া হবে রান রেট। সেক্ষেত্রে কোয়ালিফায়ার রাউন্ডে যাওয়ার জন্য একাধিক দলের পয়েন্ট সমান হলে রান রেট বিবেচনায় এগিয়ে থাকবে দল। অর্থাৎ আইপিএল পয়েন্ট টেবিল 2023 এর দলগুলির অবস্থান নির্ধারণে একাধিক দলের পয়েন্ট সমান থাকলে রান রেটে এগিয়ে থাকা দল থাকবে আগের স্থানে।

আইপিএল ২০২৩ সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট

আইপিএল ২০২৩ সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর আপডেট তালিকা। যা আইপিএল এর প্রত্যেকটি ম্যাচ শেষে আপডেট করা হয়। এবারের আসরে সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করছে। যেখানে আইপিএলের লীগ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট ম্যাচে সংখ্যা ৭৪ টি। আইপিএল ২০২৩ সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকা খেলা ১৮ এর পাতায় সম্পূর্ণ আসর জুড়ে প্রত্যেকটি ম্যাচ শেষে আপডেট করা হবে। নিচে আইপিএল ২০২৩ এর সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকা এবং আইপিএল ২০২৩ এর সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকা দেওয়া হল।

আইপিএল ২০২৩ সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকা

ক্রমব্যাটসম্যানদল ম্যাচইনিংসরানগড়স্টাই.রেটসর্বোচ্চ
০১Ruturaj Gaikwad১৮৮৯৪.০০১৮৪.০০৯২
০২David Warner১৫৮৫২.৬৭১৯২.১১৭৩
০৩Jos Buttler১৫২৫০.৬৭১৭৫.০০৭৯
০৪Kyle Mayers১৩৯৪৬.৩৩১৫৬.২৫৭৩
০৫Shikhar Dhawan১২৬১২৬.০০১৩৭.৯৩৮৬
০৬Yashavi Jaiswal১২৫৪১.৬৭১৮৪.২১৬০
০৭Tilak Varma১০৬১০৬.০০১২১.৪৩৮৪
০৮Virat Kohli১০৩১০৩.০০১২৮.৫৭৮২
০৯S. Hetmyer৯৭৯৭.০০১৫২.৯৪২৬
১০Sanju Samson৯৭৩২.৩৩১৫৬.২৫২৫

 

আইপিএল ২০২৩ সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকা

ক্রমবোলারদল ম্যাচইনিংসউইকেটবলগড়বেস্ট
০১Yuzvendra Chahal৭২ ১১.৭৫
০২Mark Wood৪৮৭.৮৮
০৩Ravi Bishnoi৭২১২.৫০
০৪V. Chakaravarthy৪৬৮.২০
০৫Rashid Khan৪৮১১.৪০
০৬Trent Boult৭২১৭.৬০
০৭Nathan Ellis৪২১১.৪০
০৮Mohammed Shami৪৮১৪.০০
০৯Arshdeep Singh৪২১৩.২০
১০R. Ashwin৪২১৯.২৫

 

আইপিএল ২০২৩ এর ১০টি দল ও অধিনায়ক

আইপিএলের ১৬ তম রাউন্ডে যে ১০ টি দল অংশগ্রহণ করেছে তার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়েল, দিল্লি ক্যাপিটালস, রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এই ৬টি দল আইপিএল এর প্রথম আসর (২০০৮) থেকে শুরু করে এখনো পর্যন্ত সবগুলি আসরে (১৫ টি) অংশগ্রহণ করেছে। চেন্নাই সুপার কিংস আইপিএল এর প্রথম আসর থেকে খেললেও মাঝের দুটি আসরে ( ২০১৬ ও ২০১৭) ছিলেন টুর্নামেন্টের বাইরে। সানরাইজার্স হায়দারাবাদ দলটির আইপিএলে প্রথম অভিষেক হয় ২০১৩ সালে। তারপর থেকে এখনো পর্যন্ত এগারটি আসলে অংশগ্রহণ করেছে দলটির। এছাড়াও গুজরাট টাইটান্স ও লাখনো সুপার জায়েন্টের আইপিএলে অভিষেক ঘটে গত বছর ২০২২ সালে। নিচে আইপিএল ২০২৩ এর ১০টি দল ও অধিনায়কের তালিকা দেওয়া হল।

আইপিএল ২০২৩ কোন দল কোন গ্রুপে

এবার আইপিএলে যেহেতু ১০টি দল অংশগ্রহণ করছে তাই লীগ পর্বে দলগুলি ৫টি করে দল নিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। সেক্ষেত্রে দলগুলি নিজ গ্রুপের প্রত্যেকটি দলগুলির সাথে খেলবে একটি করে ম্যাচ এবং বিপরীত গ্রুপের দলগুলির সাথে খেলবে ২টি করে ম্যাচ। বিপরীত গ্রুপের প্রত্যেকটি দলের সাথে যে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে তার একটি ম্যাচ হবে হোম ভেন্যুতে এবং অন্য ম্যাচটি হবে অপজিট দলের হোম ভেন্যুতে। নিচে আইপিএল ২০২৩ কোন দল কোন গ্রুপে তার তালিকা দেওয়া হল।

গ্রুপ (A )গ্রুপ ( B )
কলকাতা নাইট রাইডার্সসানরাইজার্স হায়দ্রাবাদ
দিল্লি ক্যাপিটালসগুজরাট টাইটান্স
মুম্বাই ইন্ডিয়ান্সপাঞ্জাব কিংস
লখনউ সুপার জায়ান্টসরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রাজস্থান রয়্যালসচেন্নাই সুপার কিংস

 

আইপিএল খেলার খবর আপডেট ২০২৩

আমাদের খেলা ১৮ এর এই পেজে আইপিএল ২০২৩ খেলার খবর আপডেট করা হয় প্রতিটি ম্যাচ শেষে। তাই সবার আগে সব সময় আইপিএলে আজকে কোন দল জিতেছে বা আইপিএল খেলার খবর আপডেট জানতে চোখ রাখুন খেলা ১৮ এর পাতাই।

ম্যাচ আপডেট:

৬ষ্ঠ ম্যাচ ৩রা এপ্রিল , ২০২৩ ( সোমবার )
চেন্নাই সুপার কিংস বনাম লাখনো সুপার জয়েন
চেন্নাই সুপার কিংস : ২১৭/৭ (২০ওভার)
লাখনো সুপার জয়েন: ২০৫/৭ (২০ওভার)
ফলাফল : চেন্নাই সুপার কিংস ১২ রানে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ : মঈন আলী

৫ম ম্যাচ ২রা এপ্রিল , ২০২৩ ( রবিবার )
মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
মুম্বাই ইন্ডিয়ান্স : ১৭১/৭ (২০)
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৭২/১৬.২)
ফলাফল : রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮ উইকেটে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ : ফাফ দু প্লেসিস

৪র্থ ম্যাচ ২রা এপ্রিল , ২০২৩ ( রবিবার )
রাজস্থান রয়েলস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ
রাজস্থান রয়েলস : ২০৩/৫ (২০)
সানরাইজার্স হায়দ্রাবাদ : ১৩১/৮ (২০)
ফলাফল : রাজস্থান রয়েলস ৭২ রানে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ : জস বাটলার

৩য় ম্যাচ ১লা এপ্রিল , ২০২৩ (শনিবার )
লাখনৌ সুপার জায়ান্ট বনাম দিল্লি ক্যাপিটালস
লাখনৌ সুপার জায়ান্ট : ১৯৩/৬ (২০)
দিল্লি ক্যাপিটালস : ১৪৩/৯ (২০)
ফলাফল : লাখনৌ সুপার জায়ান্ট ৫০ রানে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ : মার্ক উড

২য় ম্যাচ ১লা এপ্রিল , ২০২৩ (শনিবার )
পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স
পাঞ্জাব কিংস : ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স :১৪৬/৭ (১৬) ডিএলএস পদ্ধতি
ফলাফল : পাঞ্জাব কিংস ৭ রানে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ : অর্শদীপ সিং

১ম ম্যাচ ৩১ মার্চ ২০২৩ (শুক্রবার)

চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স

চেন্নাই সুপার কিংস :১৭৮/৭ (২০)
গুজরাট টাইটান্স : ১৮২/৫ (১৯.২)
ফলাফল : গুজরাট টাইটান্স ৫ উইকেটে জয়ী।
ম্যান অফ দ্যা ম্যাচ : রশিদ খান

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

4.9/5 - (11 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button