Info
Trending

আজকের রডের দাম কত ২০২৩~BSRM, AKS, GPH সকল প্রকার রডের বাজার দাম ২০২৩

4.4/5 - (10 votes)

আজকের রডের দাম কত ২০২৩, রডের আজকের বাজার দর ২০২৩। নতুন করে আবারো রডের দাম বৃদ্ধি পেল বাজারে। সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্য সামগ্রীর দাম ব্যাপকভাবে ঊর্ধ্বমুখী। তবে রডের দাম বৃদ্ধিটা যেন অস্বাভাবিক। গত দুই মাস আগে যেখানে অ্যাভারেজ রডের গড় ৬০ গ্রেডের দাম টন প্রতি ৮০ থেকে ৮২ হাজার ছিল এখন দাম বৃদ্ধি পেয়ে ৮৯ থেকে ৯৩ হাজার পর্যন্ত হয়েছে

আজকের রডের দাম কত ২০২৩~BSRM, AKS, GPH সকল প্রকার রডের বাজার দাম ২০২৩

রডের বাজারে বর্তমান চাহিদা অনুযায়ী BSRM রডের টন প্রতি দাম ৯৪২০০ টাকা। এছাড়া AKS ও KSRM রডের দাম টন প্রতি ৯৩২০০ টাকা। রডের দাম নতুন করে বৃদ্ধির কারণ হিসেবে ট্রেড কর্পোরেশন অফ বাংলাদেশ (TCB) জানিয়েছে নতুন করে বিশ্ববাজারে জ্বালানি সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়াই বেড়েছে রডের দাম। নির্মাণ সামগ্রীর বাজারে বিশেষ করে রড, সিমেন্ট, এবং ইটের দাম বৃদ্ধি পাওয়া যেন নিত্যদিনের ঘটনা।

আজকে একরকম দাম তো কাল আরেক রকম। আমাদের সাইটটিতে এসব নির্মাণ সামগ্রী, যেগুলির দাম নিত্য পরিবর্তনশীল যেমন রড, সিমেন্ট ও ইট ইত্যাদির প্রত্যেকদিন কার বাজারদর আপডেট দেওয়া হয়। নিচের টেবিলে বাংলাদেশের বাজারে বিভিন্ন প্রকার রডের আপডেট দাম দেয়া হলো।

আজকের রডের দাম কত ২০২৩

বাংলাদেশে নির্মাণ সামগ্রীর বাজারে KSRM রডের চাহিদা সবচেয়ে বেশি বলা যায়। KSRM রড নির্মাণ সামগ্রীর বাজারে চাহিদা বেশি থাকায় দামও থাকে অন্যান্য রডের তুলনায় কিছুটা বেশি। বর্তমান বাজারে KSRM রডের টন প্রতি দাম ৯৬৫০০ টাকা। বিশ্ববাজারে নতুন করে গ্যাস ও স্কক্রাপ্টের দাম বৃদ্ধি পাওয়ায় রডের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ শতাংশ। যেখানে গত মাসেও KSRM রডের টন প্রতি দাম ছিল ৯৪২০০ টাকা। এক মাসের ব্যবধানে ২৩০০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে প্রতি টনে। KSRM রড সহ বাংলাদেশের বাজারে সকল প্রকার রডের আজকের রডের দাম কত ২০২৩ নিচের টেবিলে পাওয়া যাবে।

আরো পড়ুন  শবে বরাতের নামাজের নিয়ম~শবে বরাত ২০২৩ কত তারিখে
রডবর্তমান দাম ( টন )পূর্বের দামদাম বৃদ্ধ / হ্রাস পেয়েছে
BSRM96,50094,2002300
AKS94,50093,2001300
KSRM94,50093,2001300
BSI93,00088,8004200
Famous Steel91,00088,8002200
Suma Steel90,50088,8001700
Baizid Steel92,00088,8003200
Angel Rate96,00089,8006200
HKG91,00088,7002300
Mohammadi Steel91,50088,8002700
GPH93,50091,3002200
JSRM91,50088,8002700
Anwar Ispat93,00088,9004100
PHP Steels93,50089,9003600
Hi Teck91,00087,8003200
ZSRM91,50088.8002700
RSM93,00091.2001800
ASBRM90,00088,8001200

সর্বশেষ আপডেট: ০১/০৪/২০২৩

BSRM রডের আজকের দাম ২০২৩ | বর্তমানে Bsrm রডের দাম কত?

BSRM রডের আজকের দাম ২০২৩ , BSRM রড বাংলাদেশের নির্মাণ শ্রমিকদের বাজারে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন রড বলা যায়। BSRM রড বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রথম স্টিল রোলিং প্লান্ট হিসেবে প্রতিষ্ঠিত হয় ১৯৫২ সালের। BSRM রড বসতবাড়ি নির্মাণ, বড় বড় স্থাপনা নির্মাণ, ব্রিজ নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে নির্ভরতার প্রতীক। বর্তমান বাংলাদেশের নির্মাণ সামগ্রীর বাজারে BSRM রডের মূল্য সবচেয়ে বেশি। BSRM রড প্রতি টন বর্তমান বাজার মূল্য ৯৪২০০ টাকা। যা গত দুই সপ্তাহ আগেও ছিল ৯৩ হাজার টাকা। নতুন করে বিশ্ববাজারে জ্বালানি ও স্ক্রাপ্টের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতিটি ব্রান্ডের রডের দামও বৃদ্ধি পেয়েছে। যা আজকের রডের দাম কত ২০২৩ এ আপডেট পেয়ে যাবেন।

AKS রডের আজকের দাম ২০২৩

AKS রডের আজকের দাম ২০২৩, বাংলাদেশের নির্মাণ সামগ্রী বাজারে রড গুলোর মধ্যে AKS রডের চাহিদা বেশ ভালো। বসতবাড়ি, ব্রিজ, বড় স্থাপনা নির্মাণে এ রোডের চাহিদা ব্যাপক বলা যায়। AKS রডটি বাংলাদেশ আবুল খায়ের গ্রুপের একটি পণ্য। বর্তমান বাংলাদেশের বাজারে AKS রডের বাজার দর টন প্রতি ৯৪৫০০ টাকা। গত মাসেও এই রডের বাজারদর ছিল ৯১০৫০ টাকা। গত দেড় মাসে এ রডের দাম ১৩০০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমান দাম ৯৩২০০ টাকা। নির্মাণ সামগ্রীর বাজারে প্রতিটি রডের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ বিশ্ববাজারে নতুন করে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া।

GPH রডের আজকের দাম ২০২৩

Gph রডের আজকের দাম ২০২৩, Gph রড দেশের বাজারে প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তির রড Gph রড। বসত বাড়ি নির্মাণ, ব্রিজ নির্মাণ, অথবা গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে Gph রড বাংলাদেশ নির্মাণ শিল্প বাজারে নতুন নির্ভরতার প্রতীক। GPH রডের বর্তমান বাজার দাম প্রতি টন ৯৩৫০০ টাকা। যা গত দুই সপ্তাহ পূর্বেও ছিল ৯১ হাজার ৩০০শ টাকা। আপডেট আজকের রডের দাম কত ২০২৩ উপরের দেওয়া টেবিল থেকে দেখে নিন।

KSRM রডের আজকের দাম ২০২৩

বর্তমান সময়ে KSRM কোম্পানির রডের প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪,৫০০ টাকা। যা গত মাসেও  ৯৩২০০ টাকা ছিল। জ্বালানি দাম বৃদ্ধি পাওয়ার কারনে দাম বাড়ানো হয়েছে ১৩০০ টাকা প্রতি টনে।

আরো পড়ুন  ওমান ভিসা চেক করার নিয়ম~পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ভিসা চেক

আরো পড়ুন: পদ্মা সেতুর টোল তালিকা 2023

আজকের রডের দাম কত ২০২৩ এখানে বাংলাদেশের সকল ব্রান্ডের আপডেট পন্য দেওয়া হয়েছে। আরো কিছু জানার থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram  পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!