আর্জেন্টিনা vs ব্রাজিল খেলা কবে 2023, বাংলাদেশ সময় কোন চ্যানেলে দেখাবে

আর্জেন্টিনা vs ব্রাজিল খেলা কবে 2023,বাংলাদেশ সময় কয়টায় শুরু হবে আর্জেন্টিনা vs ব্রাজিল ম্যাচ। আর্জেন্টিনা vs ব্রাজিল ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে? অথবা আর্জেন্টিনা vs brazil খেলা কবে 2023 ম্যাচ বাংলাদেশ থেকে দেখার উপায়। আর্জেন্টিনা vs ব্রাজিল এর আগামীকাল সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব ২০ ম্যাচ নিয়ে এ ধরনের প্রশ্নের সব ইনফরমেশন পেতে দেখুন খেলা ১৮ এর সম্পূর্ণ আর্টিকেলটি। আপনারা আরো জানতে পারবেন আর্জেন্টিনা vs brazil খেলা কোন চ্যানেলে দেখাবে

বিশ্বকাপ ২০২২ শেষ হয়েছে বেশ কিছুদিন, কমে গেছে ফুটবল নিয়ে উন্মাদনা। এরই মধ্যে আসছে ২৪ জানুয়ারি ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল ম্যাচ। আসন্ন এই ফুটবল ম্যাচ কে নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে তর্ক বিতর্ক ফুটবল প্রেমীদের মধ্যে কাজ করছে এক ধরনের উন্মাদনা। তাই আর্জেন্টিনা vs ব্রাজিল কালকের ম্যাচ বাংলাদেশ সময় কয়টায় অনুষ্ঠিত হবে এবং কিভাবে বাংলাদেশ থেকে এই ম্যাচ দেখা যাবে তার সঠিক ইনফরমেশন আপনাদেরকে দেয়া হলো।

টুর্নামেন্টের নামদক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৩
মোট দল১০ টি
মোট গ্রুপ২টি ( A, B )
প্রথম ম্যাচ২০ জানুয়ারি ২০২৩
মোট ম্যাচ৩৫টি
লাইভ ব্রডকাস্টBangladesh: Toffee App ( TV Channel )
প্রথম আসর১৯৫৪ সালে
সর্বোচ্চ জয়ী দলব্রাজিল ১১বার
আর্জেন্টিনা vs ব্রাজিল খেলা কবে 2023, বাংলাদেশ সময় কোন চ্যানেলে দেখাবে
আর্জেন্টিনা vs ব্রাজিল খেলা কবে 2023, বাংলাদেশ সময় কোন চ্যানেলে দেখাবে

আর্জেন্টিনা vs ব্রাজিল ম্যাচ সময়সূচী 2023

আর্জেন্টিনা vs ব্রাজিল ম্যাচটি শুরু হবে আগামীকাল ২৪ জানুয়ারি রোজ মঙ্গলবার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬:৩০ মিনিটে। তবে আগামীকাল আর্জেন্টিনা vs ব্রাজিল যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি মূলত দুই দেশের অনূর্ধ্ব২০ ফুটবলাররা মুখোমুখি হবে। সর্বশেষ ২০২১ সালে আর্জেন্টিনা vs ব্রাজিল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচটি অনিবার্য কারণে বাতিল হয়ে যায়।

→আর্জেন্টিনা vs ব্রাজিল ম্যাচ সময়সূচী 2023
→তারিখ : ২৪ জানুয়ারি, ২০২৩ (মঙ্গলবার)
→বাংলাদেশ সময় : সকাল ৬:৩০ মিনিট
→খেলার ধরন : সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব-২০)

আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা (অনূর্ধ্ব ২০)

সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ গ্রুপ “এ” থেকে আগামীকাল আর্জেন্টিনা মুখোমুখি হবে ব্রাজিলের বিপক্ষে। টুর্নামেন্টে “এ” গ্রুপ থেকে আর্জেন্টিনা একটি ম্যাচ খেলে পরাজিত হয়ে রয়েছে পয়েন্ট তালিকার ৪ নাম্বারে। তাই ব্রাজিলের সাথে আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখে আসি ব্রাজিলের বিপক্ষে আজকের ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা।
১. এফ. গোমেজ গার্থ ( গোল রক্ষক)
২. জে. অডে
৩. ভি.গোমেজ
৪. এল.এফ দি লোল্লো
৫. এ.গিয়াই
৬. এম.পেরোন
৭. জি.ইনফান্তিনো
৮. এন.পাজ
৯. এস.কাস্ত্রো
১০. এ.ভেলিজ
১১. এন.ভাইয়েহো

ব্রাজিলের খেলোয়াড় তালিকা (অনূর্ধ্ব ২০)

সাউথ আফ্রিকান চ্যাম্পিয়নশিপ গ্রুপ “এ”তে রয়েছে প্রতিবেশী দুই দেশ আর্জেন্টিনা এবং ব্রাজিল। এই গ্রুপ থেকে আগামীকাল ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনা বিপক্ষে। সাউথ আফ্রিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিল গ্রুপ পর্বে প্রথম ম্যাচে পেরুর সাথে ৩-০ গোল ব্যবধানে জয় লাভ করে পয়েন্ট তালিকায় ৩ নাম্বারে অবস্থান করছে। চলুন দেখে আসি আর্জেন্টিনার বিপক্ষে কালকে ম্যাচে ব্রাজিলের খেলোয়াড় তালিকা

১.এম. পন্টেস মোরেইরা ( গোল রক্ষক)
২. পি.ল্যানজা
৩. রবার্ট রেনান
৪. ওয়েভার্টন
৫. আর্থুর
৬. স্টেনিও
৭. এম. গোমেজ
৮. এ. সান্তোস
৯. জি. বিরো
১০. ক্রিশ্চিয়ান গোমেস দা কস্তা ( আলেক্সান্ডার )

আর্জেন্টিনা Vs ব্রাজিল আজকের খেলার ফলাফল

আর্জেন্টিনা : ১

ব্রাজিল : ৩

আর্জেন্টিনা vs brazil লাইভ খেলা কোন চ্যানেলে দেখাবে 2023

আর্জেন্টিনা vs ব্রাজিল আগামীকালকের ম্যাচটি দেখানো হবে কয়েকটি টিভি চ্যানেলে। নিচে সেগুলো দেওয়া হল।

  1. Bangladesh: Toffee App
  2. Brazil: TV Globo/SporTV
  3. Bolivia: Unitel
  4. Chile: Canal 13
  5. Colombia: Caracol Televisión, RCN Televisión
  6. Ecuador: DirecTV Sports
  7. Paraguay: GEN and Datisa
  8. Peru: DirecTV/Latina
  9. Uruguay: Dexary Eventos
  10. Venezuela: Televen
  11.  Argentina: TyC Sports

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ মোট ১০ টি দল। এই ১০টি দলকে ২টি গ্রুপে ভিভক্ত করে গ্রুপ পর্বের খেলা চলছে। ব্রাজিল এবং আর্জেন্টিনা রয়েছে গ্রুপ “A” তে। নিচে “A” পয়েন্ট তালিকা দেওয়া হল।

TeamPlayedWinLossDrowPoints
Colombia21014
Paraguay21014
Brazil11003
Argentina10100
Peru20200

 

আরো পড়ুন: আর্জেন্টিনা vs brazil হেড টু হেড পরিসংখ্যান

আশাকরি আর্জেন্টিনা vs brazil খেলা কবে, কখন কিভাবে লাইভ দেখবেন সকল তথ্য এখানে সঠিক পেয়েছে আরো কিছু জানতে নিচে কমেন্ট করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ )

4.3/5 - (16 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×