আর্জেন্টিনা Vs Brazil লাইভ~আজকের আর্জেন্টিনা vs brazil live

আর্জেন্টিনা Vs Brazil লাইভ, আর্জেন্টিনা Vs Brazil আজকের খেলা কখন, কোথায় এবং কিভাবে দেখবেন এমন সব ধরনের ইনফরমেশন পেতে দেখুন খেলা ১৮ এর এই সম্পূর্ণ আর্টিকেলটি। অনূর্ধ্ব২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে প্রতিবেশী দুই দেশ আর্জেন্টিনা এবং ব্রাজিল। এই টুর্নামেন্টে গ্রুপ “এ”তে আর্জেন্টিনা Vs Brazil লাইভ ম্যাচটি শুরু হবে আজ সকাল ৬:৩০ মিনিটে। চলুন দেখে আসি আজকে আর্জেন্টিনা Vs Brazil লাইভ ম্যাচের যাবতীয় আপডেট ফলাফল।

আর্জেন্টিনা Vs Brazil লাইভ~আজকের আর্জেন্টিনা vs brazil live
আর্জেন্টিনা Vs Brazil লাইভ~আজকের আর্জেন্টিনা vs brazil live

আর্জেন্টিনা Vs ব্রাজিল আজকের খেলার ফলাফল

আর্জেন্টিনা : ১

ব্রাজিল : ৩

আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা আজকের ম্যাচে

অনূর্ধ্ব২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা খেলছে “এ”গ্রুপে। এই গ্রুপে আর্জেন্টিনা ছাড়াও রয়েছে ব্রাজিল, প্যারাগুয়ে, পেরু ও কলম্বিয়া। আর্জেন্টিনা “এ”গ্রুপ থেকে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ গোল ব্যবধানে পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় চার নম্বরে অবস্থান করছে সুতরাং ব্রাজিলের বিপক্ষে আজকের ম্যাচে আর্জেন্টিনা থাকবে কিছুটা চাপের ভিতর। কারণ আজকের ম্যাচে ব্রাজিলের সাথে পরাজিত হলে আর্জেন্টিনা পয়েন্ট তালিকার সবার নিচে অবস্থান করবে। সেক্ষেত্রে বলাই যাই ব্রাজিলের বিপক্ষে আজকের ম্যাচে আর্জেন্টিনা তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে। চলুন দেখে আসি আজকের ম্যাচের আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দলের খেলোয়ার তালিকা।

১. এফ. গোমেজ গার্থ ( গোল রক্ষক)
২. জে. অডে
৩. ভি.গোমেজ
৪. এল.এফ দি লোল্লো
৫. এ.গিয়াই
৬. এম.পেরোন
৭. জি.ইনফান্তিনো
৮. এন.পাজ
৯. এস.কাস্ত্রো
১০. এ.ভেলিজ
১১. এন.ভাইয়েহো

ব্রাজিলের খেলোয়াড় তালিকা আজকের ম্যাচে

অনূর্ধ্ব২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ব্রাজিল অনূর্ধ্ব ২০ দল রয়েছে তুলনামূলক সুবিধাজনক স্থানে। কারণ ব্রাজিল এই টুর্নামেন্টে এ গ্রুপ থেকে নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোল ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকায় তিন নাম্বার অবস্থান করছে। ফলে আর্জেন্টিনার সাথে আজকের ম্যাচে ব্রাজিল অনেকটা চাপমুক্ত হয়ে খেলতে পারবে। তা সত্ত্বেও খেলাটি যেহেতু আর্জেন্টিনার সাথে তাই একথা বলাই যাই জয়ের ব্যাপারে শতভাগ চেষ্টা করবে ব্রাজিল অনূর্ধ্ব ২০ দল। চলুন দেখে আসি আজকের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের খেলোয়াড় তালিকা।

১.এম. পন্টেস মোরেইরা ( গোল রক্ষক)
২. পি.ল্যানজা
৩. রবার্ট রেনান
৪. ওয়েভার্টন
৫. আর্থুর
৬. স্টেনিও
৭. এম. গোমেজ
৮. এ. সান্তোস
৯. জি. বিরো
১০. ক্রিশ্চিয়ান গোমেস দা কস্তা ( আলেক্সান্ডার )

আর্জেন্টিনা Vs Brazil লাইভ খেলা দেখা যাবে কোন চ্যানেলে

আর্জেন্টিনা Vs Brazil লাইভ আজকের ম্যাচটি বাংলাদেশ থেকে দেখতে

  1. Bangladesh: Toffee App
  2. Brazil: TV Globo/SporTV
  3. Bolivia: Unitel
  4. Chile: Canal 13
  5. Colombia: Caracol Televisión, RCN Televisión
  6. Ecuador: DirecTV Sports
  7. Paraguay: GEN and Datisa
  8. Peru: DirecTV/Latina
  9. Uruguay: Dexary Eventos
  10. Venezuela: Televen
  11.  Argentina: TyC Sports

আরো পড়ুন: পিএসজি আজকের খেলা লাইভ

আর্জেন্টিনা Vs Brazil লাইন আপ

আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচে আর্জেন্টিনার লাইনা আপ। গত ম্যাচে পরাজয়ের পরেও আর্জেন্টিনা ঠিক একই ফরমেশনে মাঠ সাজিয়েছে।

আর্জেন্টিনার আজকের ম্যাচের লাইন আপ

আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচে ব্রাজিলের লাইনা আপ

আর্জেন্টিনা Vs Brazil লাইন আপ
আর্জেন্টিনা Vs Brazil লাইন আপ

ব্রাজিলের আজকের ম্যাচের লাইন আপ ৪-৪-২ যা গত ম্যাচেও ছিলো একয়।

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram  পেজ)

4.5/5 - (2 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×