পরিসংখ্যানফুটবলফুটবল বিশ্বকাপ
Trending

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড পরিসংখ্যান~Brazil vs Croatia head to head

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড পরিসংখ্যান কোন দল এগিয়ে? কোন দল বেশিবার জয়লাভ করেছে হেড টু হেড পরিসংখ্যান সহ সকল রেকর্ড দেখে নিন। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের ফুটবল নৌপুন্যের কদর সারা পৃথিবী জুড়ে। ব্রাজিল ফুটবল খেলাকে একটা শিল্পে রুপ দিয়েছে। অপরদিকে ক্রোয়েশিয়া সাম্প্রতিক সময়ে গতিময় ফুটবল খেলে সকলের হ্রদয়ে যায়গা করে নিয়েছে। ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল হেড টু হেড পরিসংখ্যান বিবেচনায় ব্রাজিল অনেকটাই এগিয়ে। তবে ক্রোয়েশিয়াকে খাট করে দেখার কোন সুযোগ নেই।

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড পরিসংখ্যান~Brazil vs Croatia head to head
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড পরিসংখ্যান~Brazil vs Croatia head to head

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড পরিসংখ্যান

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড পরিসংখ্যান সর্বমোট দেখা হয়েছে ৫বার। যেখানে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ২টা এবং বিশ্বকাপের মঞ্চে হেড টু হেড দেখা হয়েছে ৩বার।  বিশ্বকাপের ৩বারের দেখায় দুটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল এবং সর্বশেষ ২০২২ বিশ্বকাপে ১টি ম্যাচে জয়লাভ করে ক্রোয়েশিয়া। বিশ্বকাপে ব্রাজিলের জয়ের পরিমাণ ৮০%। অপরদিকে বিশ্বকাপে ক্রোয়েশিয়া জয়ের ২০% । আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচেও ব্রাজিলের জয় ১টি। জয়ের পরিমাণ ৫০%। বিপরীতে ক্রায়োশিয়ার অধরায় রয়েছে। বাকী একটি ম্যাচে ড্রা হয়েছে। ড্রার পরিমাণ ৫০%।  ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড পরিসংখ্যানে ব্রাজিলের মোট গোলের পরিমাণ ৮টি। বিপরীতে ক্রোয়েশিয়ার গোলের পরিমাণ মাত্র ৩টা।

সালম্যাচজয়ী দলস্কোরপ্রতিযোগিতা
১৭আগস্ট, ২০০৫ব্রাজিল বনাম ক্রোয়েশিয়াড্রা১-১
আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৩জুন, ২০০৬ক্রোয়েশিয়া বনাম ব্রাজিলব্রাজিল০-১ফিফা বিশ্বকাপ
১২জুন, ২০১৪ব্রাজিল বনাম ক্রোয়েশিয়াব্রাজিল৩-১ফিফা বিশ্বকাপ
০৩জুন, ২০১৮ক্রোয়েশিয়া বনাম ব্রাজিলব্রাজিল০-২
আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
০৯ডিসেম্বার, ২০২২ব্রাজিল বনাম ক্রোয়েশিয়াক্রোয়েশিয়া১-১ ( ২-৪ পেনাল্টি )ফিফা বিশ্বকাপ

 

ফুটবলে ক্রোয়েশিয়া পরিসংখ্যান

ইউরোপের ফুটবলের ডার্ক হর্স বলা হয় ক্রোয়েশিয়া কে। ক্রোয়েশিয়া ফুটবলে যাত্রা শুরু করে ২রা এপ্রিল ১৯৪০ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচেই ৪-০ গোলে শুভ সূচনা করে। ৪ই সেপ্টেম্বার ১৯৪১ সালে ক্রোয়েশিয়া ফিফার সদস্য পদ লাভ করে। ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় জয় ৪ই জুন ২০১৬ সালে সান মারিনোর বিপক্ষে ১০-০ গোল ব্যাবধানে। ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় পরাজয় ১১ই সেপ্টেম্বার ২০১৮ সালে স্পেনের বিপক্ষে ৬-০ গোল ব্যাবধানে লজ্জার রেকর্ড করে।

ক্রোয়েশিয়ার ফুটবলে যত অর্জন

ক্রোয়েশিয়া সর্বমোট ৭৬টা দলের সাথে ৩৪০টি ম্যাচ খেলেছে। যেখানে ক্রোয়েশিয়ার জয় ১৭৯টা ম্যাচে। জয়ের পরিমাণ ৫২.৬৫%। পরাজিত হয়েছে ৬৯টা  ম্যাচে। পরাজয়ের পরিমাণ ২০.২৯%। বাকী ৯২ টা ম্যাচে ড্রা হয়েছে। ড্রার পরিমাণ ২৭.০৫%। ক্রোয়েশিয়া সর্বমোট ৬বার বিশ্বকাপের মূল আসরে অংশগ্রহণ করেছে। ক্রোয়েশিয়া প্রথমবার ফিফা বিশ্বকাপে অংশ নেয় ১৯৯৮ সালে। অল্প কিছুদিনের মাথায় দলটি ২০১৮ সালে ফাইনাল খেলায় গৌরব অর্জন করে। এটিই তাদের বিশ্বকাপের সর্বোচ্চ সাফল্য।

ইউরো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ৬বার। প্রথম অংশগ্রহণ করে ১৯৯৬ সালে। ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ সাফল্য ১৯৯৬ এবং ২০০৮ সালে কোয়াটার ফাইনাল খেলে। ক্রোয়েশিয়া এখনও ন্যাশন লিগে অংশগ্রহণ করেনি তবে ২০২৩ সালে অংশগ্রহণ করার কথা আছে।

ক্রোয়েশিয়ার ফুটবল বর্তমান অবস্থা

ডাক নাম: ভাত্রেনি

হেড কোচ: জ্লাৎকো দালিচ

ক্যাপ্টেন: লুকা মদরিচ

সর্বোচ্চ ম্যাচ: লুকা মদরিচ ( ১৫৯ )

সর্বোচ্চ গোলদাতা: ডেভর শুকার  ( ৪৫ )

ফিফা কোড: CRO

ফিফা রেংকিং:  ১৬৪৫.৬৪ ( ১২তম )

ক্রোয়েশিয়া বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক আছেন যারা: ডমিনিক লিভাকোভিচ, ইভিকা ইভুসিচ এবং ইভো গ্রাবিচ

ডিফেন্ডার আছেন যারা: ডিজান লভরেন, জস্কো ভার্ডিলো, ডোমাগোজ ভিদা, বোর্না বারিসিচ, জোসিপ জুরানোভিচ, বোরনা সোসা, জোসিপ স্ট্যানসিচ, মার্টিন এরলিক এবং জোসিপ সুতালো

মিডফিল্ডার আছেন যারা: লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লাভরো মাজের, ক্রিস্টিজান যাকিচ, লুকা সুচিচ

ফরওয়ার্ড আছেন যারা: ইভান পারিসিচ, আন্দ্রেজ কামারিক, আন্তে বুদিমির, ব্রুনো পেটকোভিচ, মিসলাভ ওরসিচ, মার্কো লিভাজা

লাইন আপ: ৪-৩-৩

ফুটবলে ব্রাজিলের পরিসংখ্যান

ব্রাজিল ৮৮টা দলের সাথে ম্যাচ খেলেছে ১০৩০টা। যেখানে জয় পেয়েছে ৬৫৮টা ম্যাচে। জয়ের পরিমাণ ৬৪%। ১০৩০টা ম্যাচের মধ্যে ড্রা হয়েছে ২১১টা ম্যাচে। ড্রার পরিমাণ ২০.৫০%। ব্রাজিলের হার ১৬১টা ম্যাচে। হারের পরিমাণ ১৫.৬৩%।

ফিফা বিশ্বকাপের সবগুলো আসরে অংশগ্রহন করাই ব্রাজিল ২২টি আসরে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ব্রাজিল ৭বার (১৯৫০, ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ ও বিশ্বকাপের ফাইনাল খেলে ৫বার ( ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে ) শিরোপা ঘরে তোলে।

ব্রাজিল ফুটবল পরিসংখ্যানে সবচেয়ে বড় জয় ১০ই এপ্রিল, ১৯৪৯ সালে সাও পাওলো স্টেডিয়ামে (ব্রাজিল )। বলিভিয়ার বিপক্ষে ১০-০ গোল ব্যাবধানে বিশাল জয়। ব্রাজিল ফুটবল পরিসংখ্যানে আরো একটি বড় জয় রয়েছে ১৪ই মার্চ ১৯৫৭ সালে কলোম্বিয়ার বিপক্ষে লিমা স্টেডিয়াম ( পেরু )। কলোম্বিয়ার ৯-০ গোল ব্যাবধানে জয় ব্রাজিল পরিসংখ্যানে দ্বিতীয় বড় জয়।

ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয় ১৮ই সেপ্টেম্বার ১৯২০ সালে ভি দেল মার্ ( চিলি ) স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে। ব্রাজিল ০-৬ গোল ব্যাবধানে পরাজিত হয়। ব্রাজিলের আরো একটি বড় পরাজয় ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে ৮ই জুলাই ২০১৪ সালে বেলো হরিজন্তে স্টেডিয়ামে ( ব্রাজিল ) ৭-১ গোলের ব্যাবধানে এক বিশাল লজ্জার রেকর্ড গড়ে। 

ফুটবলে ব্রাজিল দলের বর্তমান অবস্থা

হেড কোচ: তিতে

ক্যাপ্টেন: থিয়াগো সিলভা

সর্বোচ্চ গোল: পেলে ( ৭৭ )

ফিফা কোড: BRA

ফিফা রেংকিং: ১৮৪১.৩ ( ১ম )

বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াড: 

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এদেরসন সান্তানা, ওয়েভারটন পেরেরা।

ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, ব্রেমের, এদের মিলিতাও, মার্কুইনোস, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, কাসেমিরো, এভার্টন রিবেইরো, ফাবিয়ানহো, ফ্রেড, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র, রিচার্লিসন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, অ্যান্টনি ডস স্যান্টোস ও ভিনিসিয়াস জুনিয়র।

ব্রাজিলের লাইন- আপ: ৪-৩-৩।

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া খেলা কবে?

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড কোয়াটার ফাইনাল খেলা শুরু হবে বাংলাদেশ সময়ে ৯ই ডিসেম্বার রোজ শুক্রবার রাত ৯ টায়।

4.2/5 - (53 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button