আর্জেন্টিনা বনাম বলিভিয়া পরিসংখ্যান 2023

আর্জেন্টিনা বনাম বলিভিয়া লাইভ ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের জন্য বাংলাদেশ সময় আজ ১৩ই সেপ্টেম্বর মাঠে নামছে আর্জেন্টিনা বনাম বলিভিয়া। গ্রুপ পর্বে ৪ টি ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে যেখানে পয়েন্ট তালিকায় ব্রাজিল সবার উপরে আছে বিলিভিয়াকে ৫-১ গোলে পরাজিত করে। বিশ্বকাপের বাছাইপর্বের পয়েন্ট তালি কায় আর্জেন্টিনার অবস্থান রয়েছে তৃতীয় নাম্বারে। তবে বুধবারে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচে জয়ী হতে পারলে পয়েন্ট তালিকায় সবার উপরে উঠতে তাবে আলবিসেলেস্তে। চলুন ম্যাচের আগে দেখে আসি আর্জেন্টিনা বনাম বলিভিয়া পরিসংখ্যান দুই দলের স্কোয়াড এবং লাইভ দেখার উপায় গুলো।

আর্জেন্টিনা বনাম বলিভিয়া পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম বলিভিয়া হেড টু হেড সর্বপ্রথম ম্যাচ খেলে ১৬ই সেপ্টেম্বর ১৯২৬ সালে কোপা আমেরিকায়। তার পর থেকে এখনও পর্যন্ত আর্জেন্টিনা বনাম বলিভিয়া সর্বমোট ৪৩ টি ম্যাচ খেলেছে। এই ৪৩ ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করেছে ৩১ টি ম্যাচে। আর্জেন্টিনার জয়ের পরিমাণ ৭২.১০%। অন্যদকে বলিভিয়া জয়লাভ করেছে ৭ টি ম্যাচে। বলিভিয়ার জয়ের পরিমাণ ১৬.২৮%। আর্জেন্টিনা বনাম বলিভিয়া পরিসংখ্যানে ৪৩ ম্যাচে ৫ ম্যাচ ড্রা হয়েছে। ড্রার পরিমাণ ১১.৬৩%। আর্জেন্টিনা বনাম ব্রাজিল হেড টু হেড সর্বশেষ ম্যাচ খেলেছে ১৩ই সেপ্টেম্বর ২০২৩ সালে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে। সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা জয় পায় ৩-০ গোল ব্যাবধানে।

তারিখম্যাচফলাফলস্কোরপ্রতিযোগিতা
১৬-০৯-১৯২৬আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী৫-০কোপা আমেরিকা
৩০-০৯-১৯২৭আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী৭-১কোপা আমেরিকা
১৮-০১-১৯৪৫আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী৪-০কোপা আমেরিকা
১৯-০১-১৯৪৬আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী৭-১কোপা আমেরিকা
০৪-১২-১৯৪৭আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী৭-০কোপা আমেরিকা
০৬-১০-১৯৫৭বলিভিয়া বনাম আর্জেন্টিনাবলিভিয়া জয়ী২-০ফিফা বিশ্বকাপ
২৭-১০-১৯৫৭বলিভিয়া বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা জয়ী০-৪ফিফা বিশ্বকাপ
১১-০৩-১৯৫৯বলিভিয়া বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা জয়ী০-২কোপা আমেরিকা
২৮-০৩-১৯৬৩বলিভিয়া বনাম আর্জেন্টিনাবলিভিয়া জয়ী৩-২কোপা আমেরিকা
১৭-০৮-১৯৬৫বলিভিয়া বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা জয়ী১-৪ফিফা বিশ্বকাপ
২৯-০৮-১৯৬৫বলিভিয়া বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা জয়ী১-২ফিফা বিশ্বকাপ
২২-০১-১৯৬৭আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী১-০কোপা আমেরিকা
২৭-০৭-০৯৬৯আর্জেন্টিনা বনাম বলিভিয়াবলিভিয়া জয়ী১-৩ফিফা বিশ্বকাপ
২৪-০৮-১৯৬৯আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী১-০ফিফা বিশ্বকাপ
০৯-০৯-১৯৭৩আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী৪-০ফিফা বিশ্বকাপ
২৩-০৯-১৯৭৩আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী১-০ফিফা বিশ্বকাপ
২০-০৬-১৯৭৫আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী২-১কোপা কর্নেলিও সাভেদ্রা
২৭-০৬-১৯৭৫বলিভিয়া বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা জয়ী১-২ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
১৮-০৬-১৯৭৯বলিভিয়া বনাম আর্জেন্টিনাবলিভিয়া জয়ী২-১কোপা আমেরিকা
০৮-০৮-১৯৭৯বলিভিয়া বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা জয়ী০-৩কোপা আমেরিকা
১০-০৭-১৯৮৯বলিভিয়া বনাম আর্জেন্টিনাড্রা০-০কোপা আমেরিকা
১৭-০৬-১৯৯৩বলিভিয়া বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা জয়ী০-১কোপা আমেরিকা
০৮-০৭-১৯৯৫বলিভিয়া বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা জয়ী১-২কোপা আমেরিকা
২৪-০৪-১৯৯৬আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী৩-১ফিফা বিশ্বকাপ
০২-০৪-১৯৯৭আর্জেন্টিনা বনাম বলিভিয়াবলিভিয়া জয়ী১-২ফিফা বিশ্বকাপ
০৪-০৬-২০০০আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী১-০ফিফা বিশ্বকাপ
২৫-০৪-২০০১আর্জেন্টিনা বনাম বলিভিয়াড্রা৩-৩ফিফা বিশ্বকাপ
১৫-১১-২০০৩আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী৩-০ফিফা বিশ্বকাপ
২৬-০৩-২০০৫আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী১-২ফিফা বিশ্বকাপ
১৭-১১-২০০৭বলিভিয়া বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা জয়ী০-৩ফিফা বিশ্বকাপ
০১-০৪-২০০৯বলিভিয়া বনাম আর্জেন্টিনাবলিভিয়া জয়ী৬-১ফিফা বিশ্বকাপ
০১-০৭-২০১১বলিভিয়া বনাম আর্জেন্টিনাড্রা১-১কোপা আমেরিকা
১১-১১-২০১১বলিভিয়া বনাম আর্জেন্টিনাড্রা১-১ফিফা বিশ্বকাপ
২৬-০৩-২০১৩বলিভিয়া বনাম আর্জেন্টিনাড্রা১-১ফিফা বিশ্বকাপ
০৬-০৬-২০১৫বলিভিয়া বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা জয়ী০-৫ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
০৪-০৯-২০১৫বলিভিয়া বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা জয়ী০-৭ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
২৯-০৩-২০১৬আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী২-০ফিফা বিশ্বকাপ
১৪-০৬-২০১৬আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী৩-০কোপা আমেরিকা
২৮-০৩-২০১৭আর্জেন্টিনা বনাম বলিভিয়াবলিভিয়া জয়ী০-২ফিফা বিশ্বকাপ
১৩-১০-২০২০আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী২-১ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
২৮-০৬-২০২১আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী৪-১কোপা আমেরিকা
০৯-০৯-২০২১আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী৩-০ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
১৩-০৯-২০২৩আর্জেন্টিনা বনাম বলিভিয়াআর্জেন্টিনা জয়ী৩-০ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব

আর্জেন্টিনা বনাম বলিভিয়া কোপা আমেরিকা পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম বলিভিয়া কোপা আমেরিকা পরিসংখ্যানে সর্বমোট ১৬টি ম্যাচ খেলেছে যেখানে বলিভিয়া জয়লাভ করেছে ২ ম্যাচে। বলিভিয়ার জয়ের পরিমাণ ১২.৫%। অনিদিকে  আর্জেন্টিনা জয়লাভ করেছে ১২ টি ম্যাচে আর্জেন্টিনার জয়ের পরিমাণ ৭৫%। ১৬ ম্যাচের মধ্যে ২টি ম্যাচে ড্রা হয়েছিলো। ড্রার পরিমাণ ১২.৫%। কোপা আমেরিকা পরিসংখ্যানে আর্জেন্টিনা অনেকটাই এগিয়া থাকবে।

আরো পড়ুনঃ আর্জেন্টিনা বনাম ব্রাজিল পরিসংখ্যান 

আর্জেন্টিনা বনাম বলিভিয়া লাইভ

  • আর্জেন্টিনাঃ ৩ ( ফার্নান্দেজ ৩১” ) ( ট্যাগলিয়াফিকো  ৪২”) ( নিকোলাস গনসালেস ৪২” )
  • বলিভিয়াঃ ০
  • সময়ঃ পূর্ণ সময়  

আর্জেন্টিনা বনাম বলিভিয়া লাইভ

লাইভ খেলা দেখুন এই লিংক থেকে https://www.fifa.com

আর্জেন্টিনা বনাম বলিভিয়া স্কোয়াড

 আর্জেন্টিনা বলিভিয়ার ১৩ তারিখের ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াড লাইন আপ নিচে দেওয়া হল।

বলিভিয়া: গুইলার্মো ভিজকারা; মদিনা, কুইন্টেরোস, জুসিনো, সুয়ারেজ, ফার্নান্দেজ; বেজারানো, ভিলামিল, উরসিনো, আরাসকাইটা; মোরেনো। 

আর্জেন্টিনা: মার্টিনেজ; মোলিনা, রোমেরো, ওটামেন্ডি, ট্যাগলিয়াফিকো; ডি পল, ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার; ডি মারিয়া, নিকোলাস গনসালেস, লা মার্টিনেজ। 

আর্জেন্টিনা বনাম বলিভিয়া পরিসংখ্যান আর্জেন্টিনা বনাম বলিভিয়া লাইভ স্কোয়াড

বলিভিয়া কি কখনো আর্জেন্টিনাকে হারিয়েছে?

বলিভিয়া এখনও পর্যন্ত আর্জেন্টিনাকে ৭ ম্যাচে পরাজিত করেছে যেখানে সর্বোচ্চ বড় ব্যাবধানে পরাজয় ছিলো পহেলা এপ্রিল ২০০৯ সালে ৬-১ গোল ব্যাবধানে ম্যাচটি ছিলো ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব। 

আরজেন্টিনা বনাম বলিভিয়া খেলা কবে?

আজ রাত ২ টায় আর্জেন্টিনা বনাম বলিভিয়ার খেলা আছে। খেলাটি বলিভিয়ার এস্তাদিও হার্নান্দো সাইলস স্টেডিয়ামে হতে যাচ্ছে। 

আর্জেন্টিনা বনাম বলিভিয়া কোন চ্যানেলে দেখাবে?

বাংলাদেশ থেকে কোন টিভি চ্যানেলে দেখা যাবে না। তবে আপনি খেলা চলাকালিন সময়ে ফেসবুকে সার্চ করতে পাবেন Argentina Vs Bolivia Live তার পর সেখানে লাইভ দেখতে পারবেন। এছাড়া খেলা ১৮ ওয়েবসাইটে লাইভ খেলার স্কোর জানতে পারবেন। 

(সবার আগে, সব খবর  প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

4.9/5 - (41 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×