ফুটবল

আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয়গুলো

আজকে আমরা আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয়গুলো নিয়ে কথা বলবো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল আর্জেন্টিনা। শুধু সেরা দলই না ফুটবল ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় দল গুলোর একটি আর্জেন্টিনা। তিনবার বিশ্বকাপ জেতা লাতিন আমেরিকার এই দেশটির অনেক সফলতা যেমন আছে, আছে অনেক ব্যর্থতাও। আজকের প্রতিবেদনে আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয় গুলো খুঁজতে গেলে অনেক বেশি দূরে যেতে হবে না। ২০১৮ সালের ২৮ মার্চ স্পেনের সাথে হওয়া ম্যাচটিতে আর্জেন্টিনা ৬-১ ব্যবধানে পরাজিত হয়। যেটি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় গুলোর মধ্যে অন্যতম। স্পেনের মাদ্রিদ শহরে অবস্থিত মেট্রোপলিটনো স্টেডিয়ামে সেদিন আর্জেন্টিনার সমর্থকরা কেঁদেছিল অঝোর ধারায়। আর্জেন্টিনার জালে সেদিন একে-একে ৬ গোল দিয়েছিল স্পেনের দিয়াগো কস্তা,আন্দ্রে ইনিয়েস্তারা। চলুন জেনে আসি ২০১৮ সালে হয়ে যাওয়া আর্জেন্টিনা স্পেন এর সেই ম্যাচ সম্পর্কে।

একনজরে আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয়গুলো

→আর্জেন্টিনা বনাম স্পেন, ২৮ মার্চ, ২০১৮

স্পেনের মাদ্রিদ শহরে হওয়া সেই ম্যাচটিতে (আর্জেন্টিনা বনাম স্পেন)ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল স্পেনই।কারণ ওই ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি(ইনজুরি কারণে)  ছিলেন মূল একাদশের বাইরে। এদিকে স্পেনের দলটিও ছিল তারকাতে ঠাসা। জেরার্ড পিকে, সার্জিও রামোস, আন্দ্রে ইনিয়েস্তা, দিয়াগো কস্তাদের মতো তারকাদের নিয়ে ফেভারিট দল হিসেবেই মাঠে নেমেছিল স্পেন। মাত্র ১২ মিনিটের মাথায় মার্কো আসেন্সিওর পাস থেকে গোল করে বসেন দিয়াগো কস্তা। এরপর ২৭মিনিটের মাথায় আবারো  মার্কো আসেন্সিওর পাস থেকে গোল করেন ইসকো।

আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয়গুলো আর্জেন্টিনার যত লজ্জার রেকর্ড আর্জেন্টিনার সর্বোচ্চ গোল খাওয়ার রেকর্ড গোল খাওয়ার রেকর্ড লিস্ট

 

এরপর বিরতির আগে ঠিক ৩৯ মিনিটের মাথায় আর্জেন্টিনার মিডফিল্ডার নিকোলাস ওটামেন্ডি আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন। হাফটাইমের পর শুরুতেই ৫২ মিনিটের মাথায় এ্যাসপ্যাসের পাস থেকে স্পেনের হয়ে তৃতীয় গোলটি করেন ইসকো। এদিন স্পেনীয় ফুটবলাররা সবাই যেন মেতেছিলেন গোল উৎসবে। এই উৎসবে যোগ দিতে স্পেনের মিডফিল্ডার আলস্যানট্রাও দূরপাল্লার শটে গোল করে বসেন। এরপর খেলার শেষের দিকে ৭৩ মিনিটের মাথায় স্পেনের গোলরক্ষক ডেভিড ডি জিয়ার লম্বা শট থেকে বল পেয়ে যান এ্যাসপ্যাস।এবং স্পেনের হয়ে পঞ্চম বারের মত আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে দেন এ্যাসপ্যাস। তার ঠিক এক মিনিট পরেই (৭৪ মিনিটে) স্পেনের হয়ে ৬ নম্বর গোলটি করেন ইসকো।স্পেনের হয়ে সেই ম্যাচে ইসকো তিনটি গোল করার মাধ্যমে  হ্যাটট্রিক পূর্ণ করেন। খেলা শেষে আর্জেন্টিনা ৬-১ব্যবধানে স্পেনের কাছে বিধ্বস্ত হয়। ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয়ের মধ্যে এটি অন্যতম।

আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের ম্যাচে আর্জেন্টিনার একাদশ

১.সার্জিও রোমেরো(গোলরক্ষক)

২.নিকলাস ট্যাগলিয়াফিকো

৩.মার্কোস রোজো

৪.নিকলাস ওটামেন্ডি

৫.ফাবরিকো বুসটোস

৬.জাভিয়ের মাসচেরানো

৭.লুকাস বিগলিস

৮.ম্যাক্সিমিলিয়ানো মেজা

৯.বানেগা

১০.জিওভানি লো সেলসো

১১.গঞ্জালো হিগুয়েন

স্পেন ছাড়াও আর্জেন্টিনা আরো দুইবার ৬-১ব্যবধানে পরাজিত হয়েছে।

বলিভিয়া বনাম আর্জেন্টিনা(২০০৯)

আর্জেন্টিনার কোচ হিসেবে দিয়াগো ম্যারাডোনার অধীনে আলবিসেলেস্তেরা বলিভিয়ার মাঠে সেদিন রীতিমতো বিধ্বস্ত হয়েছিল। বলিভিয়ার মাঠে এমনিতেও সবসময়ই ফেভারিট থাকে বলিভিয়ারাই। সমুদ্রপৃষ্ঠ থেকে বলিভিয়ার উচ্চতা বেশি হওয়ার কারণে এমনিতে অন্যসব দলগুলির বড় প্রতিপক্ষ থাকে প্রকৃতি।প্রকৃতির ফয়দাটা সেদিন পুরোপুরি ব্যবহার করেছিল বলিভিয়ার খেলোয়াড়রা।

বিশ্বকাপের বাছাইপর্বের সেই ম্যাচে আর্জেন্টিনার জালে জড়িয়ে ছিলেন একে একে ৬ গোল। বলিভিয়ার হয়ে সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন হোয়াকিন বেতেরো। এছাড়াও আলেক্স রদ্রিগো দা রোসা, দিদি তরিকো, ও মার্সেলো মার্তিনস করেন একটি করে গোল। সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছিলেন লুচো গঞ্জালেস। ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ ডিয়েগো ম্যারাডোনা সংবাদ সম্মেলনে বলেছিলেন বলিভিয়ার দেওয়া প্রতিটি গোল যেন তার হৃদপিণ্ড আঘাত করছিল। আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয়গুলো র মধ্যে পড়ে।

আর্জেন্টিনা বনাম চেকোস্লাভিয়া (১৯৫৮)

১৯৫৮সালে ফুটবল ইতিহাসের ষষ্ঠ বিশ্বকাপে সুইডেনের মাঠে চেকোস্লাভিয়া এর কাছে ৬-১গোল ব্যবধানে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা।

উরুগুয়ে বনাম আর্জেন্টিনা (১৯৫৯)

আর্জেন্টিনার গোলের ব্যবধানে সবচেয়ে বড় হার গুলোর মধ্যে অন্যতম ১৯৫৯ সালে উরুগুয়ের সাথে ম্যাচ। সেই ম্যাচে আর্জেন্টিনা ৫-০গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।

আর্জেন্টিনা বনাম কলম্বিয়া (১৯৯৩)

১৯৯৩ সালে হাওয়া আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ম্যাচ আর্জেন্টিনা কলম্বিয়ার কাছে পরাজিত হয় ৫-০ গোলের ব্যবধানে। যা আর্জেন্টিনার ইতিহাসে অন্যতম বড় ব্যবধানে পরাজয়গুলো মধ্যে অন্যতম।

আরো পড়ুন: আর্জেন্টিনার খেলা কবে ২০২৩

আর্জেন্টিনা দলের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে?

আর্জেন্টিনা ৫বার বিশ্বকাপ ফাইনালে খেলেছে, যেখানে দুইবার শিরোপা জয় লাভ করে (১৯৭৮, ১৯৮৬) সালে।

আর্জেন্টিনা সর্বোচ্চ কয়টা গোল খেয়েছে?

আর্জেন্টিনা সর্বোচ্চ গোল খেয়েছে স্পেনের বিপক্ষে ১-৬ গোলে উরুগুয়ের বিপক্ষে ৫-০গোলের ব্যবধানে, কলম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে, চেকোস্লাভিয়া কাছে ৬-১গোলর ব্যবধানে।

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News  পেজে )

4.8/5 - (309 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button