ফুটবল

ব্রাজিল বনাম পেরু লাইভ – Brazil Vs Peru Live football

বাংলাদেশ সময় আজ সকাল ৮ টাই ব্রাজিল বনাম পেরু লাইভ ম্যাচ শুরু হবে পেরুর লিমাতে অবস্থিত পেরুর ন্যাশনাল স্টেডিয়াম থেকে। ম্যাচ শুরুর আগে ব্রাজিল বনাম পেরু পরিসংখ্যান লাইভ দেখার উপাউ সহ হেড টু হেড পরিসংখ্যান তুলে ধরবো এই নিবন্ধে।

Brazil Vs Peru Live football

ব্রাজিল vs পেরু বিশ্বকাপ বাছাই খেলা 2023 লাইভ

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে মাত্র এক ম্যাচ খেলে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। বিশ্বকাপের বাছাইপর্বে আজ মুখমুখি হবে পেরুর বিপক্ষে। ৫০ হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পূর্ণ পেরুর ন্যাশনাল স্টেডিয়াম আজ ব্রাজিলের জন্য দর্শক কানায় কানায় ভর্তি হতে যাচ্ছে। গত ম্যাচে দারুণ ছন্দে থাকে নেইমার, রদ্রিগো গোজ করেছিলেন জোড়া গোল।

আজকের ব্রাজিল বনাম পেরু লাইভ খেলা দেখতে দর্শকরা আরো মুখিয়া আছে। নেইমার বেশ কয়েক মাস ইনজুরির কারনে ক্লাবের বাইরে থাকার কারনে তাকে প্রাই ভুলতে বসেছিলো দর্শকরা তবে গত ম্যাচে যে পারফর্ম দেখিয়েছে তাতে দর্শকরা বুঝেছে নেইমার এখনও ফুরিয়ে যাই নি। চলুন ম্যাচ শুরুর আগে দেখে আসি ব্রাজিল বনাম পেরু পরিসংখ্যান।

আজকের ব্রাজিল বনাম পেরু লাইভ ম্যাচ সরাসরি

আজকের ম্যাচে ব্রাজিলের নেইমার সহ দলের সকল খেলোয়াড় তাদের পূর্বের পারফর্ম ধরে রাখতে নিজেদের সেরাটা দিতে চাইবে। অন্যদিকে পেরু গত ম্যাচে প্যারাগুয়ের সাথে ড্রা করে ইতিমধ্যে চাপে রয়েছে। তবে সেই চাপ কমাতে দলের পারফর্ম করা জরুরী। চলুন দেখে নেই আজকের ম্যাচে ব্রাজিল বনাম পেরু ম্যাচ সরাসরি লাইভ স্কোর।

  • ব্রাজিলঃ ১ ( মারকুইনহোস ৯০” )
  • পেরুঃ ০
  • সময়ঃ সম্পূর্ণ সময়

ব্রাজিল বনাম পেরু লাইভ - Brazil Vs Peru Live football

ব্রাজিল বনাম পেরু লাইভ খেলা অনলাইন ও টিভি চ্যানেলে সম্প্রচার

বাংলাদেশ থেকে কোন টিভি চ্যানেলে দেখাচ্ছে না ব্রাজিল বনাম পেরু সহ ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ম্যাচ গুলো তবে ফিফার নিজেস্ব ওয়েবসাইট থেকে ফ্রিতে লাইভ দেখতে পারবেন।👉🏾 https://www.fifa.com

ব্রাজিল বনাম পেরু পরিসংখ্যান

সকল প্রতিযগিতায় ব্রাজিল বনাম পেরু হেড টু হেড পরিসংখ্যানে সর্বমোট ৫২ টি ম্যাচ খেলেছে। হেড টু হেড এই ৫২ বারের দেখায় ব্রাজিল জয়লাভ করছে ৩৮ ম্যাচে। ব্রাজিলের জয়ের পরিমাণ ৭৩.০৮%। অন্যদিকে পেরু জয়লাভ করছে ৫ ম্যাচে । পেরুর জয়ের পরিমাণ ০৯.৬২%। ৫২ ম্যাচের মধ্যে ৭ ম্যাচ ড্রা হয়েছে। ড্রার পরিমাণ ১৩.৪৬%।

ব্রাজিল বনাম পেরু হেড টু হেড সর্বপ্রথম ম্যাচ খেলে ২৭শে ডিসেম্বার ১৯৩৬ সালে কোপা আমেরিকায়। প্রথম ম্যাচে ৩-২ গোল ব্যাবধানে জয়লাভ করে ব্রাজিল। দল দুটি সর্বশেষ ম্যাচে খেলে ১৩ই সেপ্টেম্বর ২০২৩ সালে, ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে। শেষ দেখায় ১-০ গোল ব্যাবধানে জয় পায় ব্রাজিল।

আরো পড়ুন: ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয় গুলো

ব্রাজিল বনাম পেরু আজকের ম্যাচে ব্রাজিলের খেলোয়াড় তালিকা

ব্রাজিলের জয়ের ধারাবাহিকতা বজয় রাখতে আজকের ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল। নেইমার, রদ্রিগো সহ সকল খেলোয়াড়দের নাম দেখুন নিচ থেকে।

ব্রাজিলের শুরুর লাইনআপ (৪-২-৩-১): অ্যালিসন (গোল রক্ষক ) — ড্যানিলো, গ্যাব্রিয়েল, মারকুইনহোস, লোদি — কাসেমিরো, গুইমারেস — রাফিনহা, নেইমার, রদ্রিগো — রিচার্লিসন।

ব্রাজিল বনাম পেরু আজকের ম্যাচে পেরুর খেলোয়াড় তালিকা

গত ম্যাচের ড্রা এবং আজকের ম্যাচে জয়ী হওয়ার তব্র চাপ নিয়ে সেরা একাদশ নিয়ে মাঠে নামছে পেরু চলুন দেখু আসি আজকের ম্যাচে পেরুর সেরা একাদশ।

পেরুর শুরুর লাইনআপ (৪-২-৩-১): গ্যালিস (গোল রক্ষক ) — করজো, আরাউজো, আব্রাম, ট্রাউকো — তাপিয়া, ইয়োতুন — পোলো, গঞ্জালেস, ক্যারিলো — গুয়েরেরো।

(সবার আগে, সব খবর  প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button