ইন্টার মায়ামি খেলা কবে~ইন্টার মায়ামি খেলা লাইভ দেখার উপায়

লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন ইন্টার মায়ামি খেলা কবে? ইন্টার মায়ামি খেলার সময়সূচি সহ ইন্টার মায়ামির খেলোয়াড় তালিকা সহ নানান প্রশ্ন। আজকের নিবন্ধে ইন্টার মায়ামি পরবর্তী ম্যাচ এবং ইন্টার মায়ামি খেলা কবে তা জানাবো।

ইন্টার মায়ামি খেলা কবে

ইন্টার মায়ামি পরবর্তী ম্যাচ ইন্টার মায়ামি খেলা কবে

  • তারিখ: ৫ অক্টবর, ২০২৩
  • প্রতিপক্ষ: ইন্টার মায়ামি বনাম শিকাগো ফায়ার
  • বাংলাদেশ সময়: ভোর ৬:৩০ মিনিট

আগস্ট মাসে ইন্টার মায়ামি খেলার সময় সূচি

আগস্ট মাসে ইন্টার মায়ামির সর্বমোট ৮টি খেলা রয়েছে যেখানে ইতিমধ্যে ৭টি খেলা হয়ে গিয়েছে এবং ৭টি খেলায় জয় পায় ইন্টার মায়ামি। ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ ন্যাশভিল -র সাথে নিচের টেবিলে ইন্টার মায়ামিয় আগস্ট মাসে সকল খেলার তারিখ এবং ফলাফল দেওয়া হল।  

তারিখবাংলাদেশ সময়ম্যাচফলাফল
১২/০৮/২০২৩ভোর ৬:৩০ মিনিটইন্টার মায়ামি বনাম শার্লট এফসি ইন্টার মায়ামি ৪-০
১৬/০৮/২০২৩ভোর ০৫:০০ মিনিটইন্টার মায়ামি বনাম ফিলাডেলফিয়াইন্টার মায়ামি ৪-১
২০/০৮/২০২৩সকাল ০৭:০০ মিনিট ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল 

ইন্টার মায়ামি ১-১

পেনাল্টি ১১-১০

২৪/০৮/২০২৩ভোর ০৫:০০ মিনিট ইন্টার মায়ামি বনাম এফসি সিনসিনাটি

ইন্টার মায়ামি ৩-৩

পেনাল্টি ৫-৪

২৭/০৮/২০২৩ভোর ০৫:৩০ মিনিট ইন্টার মায়ামি বনাম নিউ ইয়র্ক রেড বুলসইন্টার মায়ামি ২-০
৩১/০৮/২০২৩ভোর ০৫:৩০ মিনিট ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল০-০ ড্রা 

সেপ্টেম্বর মাসে ইন্টার মায়ামি খেলার সময় সূচি

সেপ্টেম্বর মাসে ইন্টার মায়ামির সর্বমোট ৬ টি ম্যাচ আছে। ইতিমধ্যে ৫ ম্যাচ শেষে ৩ ম্যাচে জয় নিয়ে ইন্টার মায়ামি এম এল এস এ ভাল জনপ্রিয়তা অর্জন করেছে। 

তারিখবাংলাদেশ সময়ম্যাচফলাফল
০৪/০৯/২০২৩সকাল ৮ টা লস অ্যাঞ্জেলেস এফ সি বনাম ইন্টার মায়ামিইন্টার মায়ামি ৩-১
১০/০৯/২০২৩ভোর ০৫:৩০ মিনিটস্পোর্টিং কানসাস সিটি বনাম ইন্টার মায়ামিইন্টার মায়ামি ৩-২
১৭/০৯/২০২৩রাত ৩ টা আটলান্টা ইউনাইটেড বনাম ইন্টার মায়ামিআটলান্টা ৫-২
২১/০৯/২০২৩ভোর ০৫:৩০ মিনিটইন্টার মায়ামি বনাম টরোন্টো এফ সিইন্টার মায়ামি ৪-০
২৫/০৯/২০২৩ভোর ০৫:৩০ মিনিটইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটিড্রা ১-১
২৮/০৯/২০২৩ভোর ০৬:৩০ মিনিটইন্টার মায়ামি বনাম হিউস্টন ডায়নামোহিউস্টন ডায়নামো ২-১

অক্টোবর মাসে ইন্টার মায়ামি খেলার সময় সূচি

চলতি মৌসুমে ( ২০২৩/২০২৪ ) লিওনেল মেসি মেজর লিগ সকার এর ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়াতে বাংলাদেশের সকল মেসি ভক্তরা ইন্টার মায়ামি খেলা কবে এটা জানতে চেয়েছে। নিচে আক্টোবর মাসে ইন্টার মায়ামির সকল ম্যাচের তারিখ সহ ফলাফল দেওয়া হয়। 

তারিখ  বাংলাদেশ সময়ম্যাচফলাফল
০১/১০/২০২৩ভোর ০৫:৩০ মিনিটনিউ ইয়র্ক সিটি বনাম ইন্টার মায়ামিড্রা ১-১
০৫/১০/২০২৩ভোর ০৬:৩০ মিনিটশিকাগো ফায়ার বনাম ইন্টার মায়ামি 
০৮/১০/২০২৩ভোর ০৫:৩০ মিনিট ইন্টার মায়ামি বনাম এফসি সিনসিনাটি 
 ২২/১০/২০২৩রাত ৪ টা ইন্টার মায়ামি বনাম শার্লট এফসি  

ইন্টার মায়ামি খেলা লাইভ দেখার উপায়

মেজর লিগ সকার এর সকল ব্রডকাস্ট স্বত্ব ইতিমধ্যে Apple TV+ কিনে নিয়েছে। তাই Apple TV+ থেকে খেলা সরাসরি দেখতে আপনাকে Apple TV+ থেকে তাদের নির্ধারিত ফী দিয়ে দেখতে হবে। তবে আপনি যদি ফ্রিতে ইন্টার মায়ামির খেলা দেখতে চান তাহলে খেলা চলাকালীন সময় ফেসবুকে লাইভ খেলা দেখতে পাবেন এছাড়া আমাদের ওয়েবসাইটে লাইভ খেলার স্কোর প্রকাশ করা হয়। 

আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম ব্রাজিল পরিসংখ্যান  

(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

4.9/5 - (46 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×