ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল লাইভ~ইন্টার মায়ামি ফাইনাল ম্যাচ

ইন্টার মায়ামির আজকের ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল। ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল লাইভ খেলার সকল তথ্য নিয়ে আজকের নিবন্ধ। ইন্টার মায়ামিতে লিওনেল মেসি পাড়ি জমানোর সাথে সাথে ক্লাবটি যেন কয়েক গুনে ফুলে ফেপে উঠেছে। যেখানে একটি টিকেট বাংলাদেশী টাকায় ৫/৬ হাজার টাকায় পাওয়া যেত সেখানে একটা ম্যাচের টিকেট ১৯ লাখ টাকায় ও কিনতে পিছু পা হচ্ছে না মেসি ভক্তরা। আজ ২০শে আগস্ট ২০২৩ বাংলাদেশ সময় সকল ৭ টায় শুরু হবে লিগস কাপের ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল ফাইনাল ম্যাচ।

ইন্টার মায়ামি ফাইনাল ম্যাচ~ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল লাইভ

ইন্টার মায়ামি ফাইনাল ম্যাচ

ইন্টার মায়ামিতে লিওনেল মেসি যোগ দেওয়ার সাথে সাথে একের পর এক রেকর্ড ব্রেক করে যাচ্ছে টানা ৬ ম্যাচে একটিতেও পরাজিত হতে হয়নি ইন্টার মায়ামিকে। লিগস কাপের ফাইনাল ম্যাচে মেসি কি পারবে অপরাজিত থাকতে অন্তত আর একটি ম্যাচ- দেখার অপেক্ষায় মেসি ভক্তরা। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে পা রাখার আগে দুর্দশাই চলছিলো তাদের মাঠের পারফর্ম্যানসে লিগ কাপে টানা ১১ হারে লিগ থেকে থিটকে পড়ার সংখ্যা অথচ মেসির ছোঁয়াতে যেনে ক্লাবটি বদলে গেলো রাতা রাতি। চলুন দেখে আসি ইন্টার মায়ামি ফাইনাল ম্যাচের সকল আপডেট।

  • ম্যাচ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল
  • খেলার সময়: ২০শে আগস্ট রবিবার ৭ টা

ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল লাইভ

টানা ৬ ম্যাচে জয়ে টাইটেল রেসে মায়ামির খেলা লাউভ দেখার জন্য ১৯ লাখ টাকাও খরচ করতে কোন রকম দ্বিধা না করা ভক্তই দলে দেয় মেসি ফুটবল প্রেমীদের কাছে কতটা প্রিয় খেলোয়াড়।

লিগস কাপের ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ হিসেবে আছে ন্যাশভিল। তাদের পারফর্মও বলে দেয় দলটি বেশ ভাল টানা ৪ ম্যাচে জয় নিয়ে ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হিসেবে থাকছে ক্লাবটি। চলুন দেখা আসি ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল লাইভ ফলাফল।

  • ইন্টার মায়ামি: ১+১০ ( লিওনেল মেসি ২৩” ) +পেনাল্টি
  • ন্যাশভিল: ১+৯ ( fafa picault ৫৭” ) +পেনাল্টি
  • সময়: ৯০ মিনিট
  • ফলাফল: ইন্টার মায়ামি ১১-১০ ন্যাশভিল

ইন্টার মায়ামি ফাইনাল ম্যাচ~ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল লাইভ

ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল পরিসংখ্যান

প্রথমে ইন্টার মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর যে ৬ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেই ৬ ম্যাচের একটা পরিসংখ্যান তুলে ধরবো। টানা ৬ ম্যাচে ২১টি গোল এবং ৫টি পেনাল্টি গোল দিয়ে ৬ ম্যাচে টানা জয়ের পর ফাইনালে ইন্টার মায়ামি। বিপরীতে ক্লাবটি হজম করেছে ৭টি গোল এবং ৩টি পেনাল্টি গোল। অন্যদিকে ন্যাশভিল ক্লাবটি সর্বশেষ ৬টি ম্যাচে ৫টিতে জয়লাভ করেছে। যেখানে গোল দিয়েছে ১৫টি সাথে ১১ টি পেনাল্টি গোল। বিপরীতে গোল খেয়েছে ৮টি এবং পেনাল্টি গোল খেয়েছে ৮টি।

সর্বশেষ ক্লাব পরিসংখ্যান বিবেচনায় ইন্টার মায়ামি ১০০% জয়লাভ করেছে তবে ন্যাশভিলের জয়ের পরিমাণ ছিলো ৮৩.৩৪%। পরিসংখ্যান বিবেচনায় ইন্টার মায়ামি এগিয়ে থাকলেও পিছিয়ে নেয় ন্যাশভিল ক্লাবটি।

ইন্টার মায়ামিতে মেসির গোল সংখ্যা

ইন্টার মায়ামিতে লিওনেল মেসি এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯টি গোল ১ টা এসিস্ট অর্জন করেছে যাথে একটা হলুদ কার্ডও ছিলো। ইন্টার মায়ামিতে মেসির প্রতি ম্যাচে গোল করেছেন ১৫০%। ইন্টার মায়ামিতে লিওনেল মেসির এমন গোল করার ধারা অব্যাহত থাকলে ক্লাব পরিসংখ্যানে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুতে বেশি সময় লাগবে না লিওনেল মেসির।

ইন্টার মায়ামি খেলোয়াড় তালিকা আজকের ম্যাচে

ইন্টার মায়ামি ফাইনাল ম্যাচ আজ সুতরাং ইন্টার মায়ামি চাইবে সেরা একাদশ মাঠে নামাতে চাইবে ইন্টার মায়ামি। চলুন দেখে আসি আজকের ম্যাচে ইন্টার মায়ামির খেলোয়াড় তালিকা।

D. Callender (GK), Alba, Miller, Kryvtsov, Yedlin, Cremaschi, Busquets, Arroyo, Taylor, Martinez, Messi

ন্যাশভিল খেলোয়াড় তালিকা আজকের ম্যাচে

ইন্টার মায়ামি একটানা ৬ ম্যাচে জয়ের পর লিগ কাপের ফাইনালে অন্যদিকে টানা ৫ ম্যাচে জয়ের পর ন্যাশভিল ফাইনালে। ন্যাশভিল আগে থেকেই বুঝতে পাচ্ছে ইন্টার মায়ামি তাদের সেরা প্রতিপক্ষ। আজকের ম্যাচে তাদের সেরা একাদশ দিয়ে দল সাজাতে চাইবে ন্যাশভিল। চলুন দেখে আসি ন্যাশভিলের আজকের ম্যাচের সেরা একাদশ।

E. Panicco (GK), Lovitz, Zimmerman, MacNaughton, Moore, Shaffelburg, Godoy, McCarty, Muyl, Mukhtar, Surridge

আরো পড়ুন: ইন্টার মায়ামির সকল ম্যাচের সময় সূচি দেখে নিন 

(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

4.9/5 - (107 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×