উয়েফা চ্যাম্পিয়নস লিগ কে কতবার জিতেছে || চ্যাম্পিয়নস লিগের ইতিহাস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ কে কতবার জিতেছে ফুটবল প্রেমীদের সারা বছর টিভির পর্দায় চোখ আটকে রাখায় জুডি মেলে না। মৌসুমের শুরুতে দল গোছানোর জন্য নামি দামি ক্লাব গুলো কাড়ি কাড়ি অর্থ ঢালে। সব দলের একটাই লক্ষ ইউরপের সেরা লিগ উয়েফা চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়া। উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্রথম প্রথমে শুরু হয় ১৯৫৫ সালে ইউরোপিয়ান কাপ নামে। পরে ১৯৯৫ সালে নাম পরিবর্তন করে রাখা হয় Union of European Football Associations সংক্ষেপে UEFA.

উয়েফা চ্যাম্পিয়নস লিগ কে কতবার জিতেছে  চ্যাম্পিয়নস লিগের ইতিহাস

একনজরে উয়েফা চ্যাম্পিয়নস লিগ কে কতবার জিতেছে দেখুন

১৯৫৬ সালে রেইমসকে হারিয়ে প্রথম বারের মত উয়েফা চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ান হয়ার সাদ গ্রহন করে রিয়াল মাদ্রিদ। এছারা পর পর তিন বার হ্যাটট্রিক শিরোপা ঘরে তোলে। এখন পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়নস লিগে সব থেকে সফল তম ক্লাবটি স্পেনের রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের পর সব থেকে সফল দলটি এসি মলান। ইউরপের বিভিন্ন দেশের সবচেয়ে দামি দামি ক্লাব গুলো নিয়ে প্রতি বছর জুন-জুলাইয়ে নতুন মৌসুম শুরু হয়।  এবার নিচের টিবিল থেকে দেখে নিন উয়েফা চ্যাম্পিয়নস লিগ কে কতবার জিতেছে তার একটা আপডেট তালিকা।

সেশনচ্যাম্পিয়ানরানার-আপস্কোর
১৯৫৫-৫৬রিয়াল মাদ্রিদরেইমস৪-৩
১৯৫৬-৫৭রিয়াল মাদ্রিদফিওরেন্তিনা২-০
১৯৫৭-৫৮রিয়াল মাদ্রিদমিলান৩-২
১৯৫৮-৫৯রিয়াল মাদ্রিদরেইমস২-০
১৯৫৯-৬০রিয়াল মাদ্রিদএইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট৭-৩
১৯৬০-৬১বেনফিকাবার্সেলোনা৩-২
১৯৬১-৬২বেনফিকারিয়াল মাদ্রিদ৫-৩
১৯৬২-৬৩মিলানবেনফিকা২-১
১৯৬৩-৬৪ইন্টার মিলানরিয়াল মাদ্রিদ৩-১
১৯৬৪-৬৫ইন্টার মিলানবেনফিকা১-০
১৯৬৫-৬৬রিয়াল মাদ্রিদএফ কে পার্টিজন২-১
১৯৬৬-৬৭সেল্টিকইন্টার মিলান২-১
১৯৬৭-৬৮ম্যানচেস্টার ইউনাইটেডবেনফিকা৪-১
১৯৬৮-৬৯মিলানএএফসি আয়াক্স৪-১
১৯৬৯-৭০ফেয়েনুর্ডসেল্টিক২-১
১৯৭০-৭১এএফসি আয়াক্স পানাথিনাইকস এফ.সি২-০
১৯৭১-৭২এএফসি আয়াক্সইন্টার মিলান২-০
১৯৭২-৭৩এএফসি আয়াক্সজুভেন্টাস১-০
১৯৭৩-৭৪বায়ান মিউনিখআতলেতিকো মাদ্রিদ৪-০ (P)
১৯৭৪-৭৫বায়ান মিউনিখলিডস ইউনাইটেড২-০
১৯৭৫-৭৬বায়ান মিউনিখএ এস সেইন্ট-এটিয়েন১-০
১৯৭৬-৭৭লিভার পুলবরুসিয়া ডর্টমুন্ড৩-১
১৯৭৭-৭৮লিভার পুলক্লাব ব্রুগ কে ভি১-০
১৯৭৮-৭৯নটিংহ্যাম ফরেস্টমালমো১-০
১৯৭৯-৮০নটিংহ্যাম ফরেস্টহ্যামবার্গার১-০
১৯৮০-৮১লিভার পুলরিয়াল মাদ্রিদ১-০
১৯৮১-৮২অ্যাস্টন ভিলাবায়ান মিউনিখ১-০
১৯৮২-৮৩হ্যামবার্গারজুভেন্টাস১-০
১৯৮৩-৮৪লিভার পুলরোমা১-১* (A)
১৯৮৪-৮৫জুভেন্টাসলিভার পুল১-০
১৯৮৫-৮৬এফসিএসবিবার্সেলোনা০-০* (B)
১৯৮৬-৮৭পোর্তুবায়ান মিউনিখ২-১
১৯৮৭-৮৮পিএসভি এইন্থোভেনবেনফিকা০-০* (C)
১৯৮৮-৮৯মিলানএফসিএসবি৪-০
১৯৮৯-৯০মিলানবেনফিকা১-০
১৯৯০-৯১রেড স্টার বেলগ্রেডওলাঁপিক দ্য মার্সেই০-০* (D)
১৯৯১-৯২বার্সেলোনাইউ.সি.স্যাম্পদোরিয়া১-০
১৯৯২-৯৩ওলাঁপিক দ্য মার্সেইমিলান১-০
১৯৯৩-৯৪মিলানবার্সেলোনা৪-০
১৯৯৪-৯৫এএফসি আয়াক্সমিলান১-০
১৯৯৫-৯৬জুভেন্টাসএএফসি আয়াক্স১-১* (E)
১৯৯৬-৯৭বরুসিয়া ডর্টমুন্ডজুভেন্টাস৩-১
১৯৯৭-৯৮রিয়াল মাদ্রিদজুভেন্টাস১-০
১৯৯৮-৯৯ম্যানচেস্টার ইউনাইটেডবায়ান মিউনিখ২-১
১৯৯৯-২০রিয়াল মাদ্রিদভালেনসিয়া৩-০
২০০০-০১বায়ান মিউনিকভালেনসিয়া১-১* (F)
২০০১-০২রিয়াল মাদ্রিদবায়ার লেভারকুজেন২-১
২০০২-০৩মিলানজুভেন্টাস০-০* (G)
২০০৩-০৪পোর্তুমোনাকো৩-০
২০০৪-০৫লিভার পুলমিলান৩-৩* (H)
২০০৫-০৬বার্সেলোনাআর্সেনাল২-১
২০০৬-০৭মিলানলিভার পুল২-১
২০০৭-০৮ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি১-১* (I)
২০০৮-০৯বার্সেলোনাম্যানচেস্টার ইউনাইটেড২-০
২০০৯-১০ইন্টার মিলানবায়ান মিউনিক২-০
২০১০-১১বার্সেলোনাম্যানচেস্টার ইউনাইটেড৩-১
২০১১-১২ চেলসিবায়ান মিউনিক১-১* (J)
২০১২-১৩বায়ান মিউনিকবরুসিয়া ডর্টমুন্ড২-১
২০১৩-১৪রিয়াল মাদ্রিদআতলেতিকো মাদ্রিদ৪-১
২০১৪-১৫বার্সেলোনাজুভেন্টাস৩-১
২০১৫-১৬রিয়াল মাদ্রিদআতলেতিকো মাদ্রিদ১-১* (K)
২০১৬-১৭রিয়াল মাদ্রিদজুভেন্টাস৪-১
২০১৭-১৮রিয়াল মাদ্রিদলিভার পুল৩-১
২০১৮-১৯লিভার পুলটটেনহ্যাম হটস্পার২-০
২০১৯-২০বায়ান মিউনিকপিএসজি১-০
২০২০-২১ চেলসিম্যানচেস্টার সিটি১-০
২০২১-২২রিয়াল মাদ্রিদলিভার পুল১-০
২০২২-২০২৩ম্যানচেস্টার সিটিইন্টার মিলান১-০

উয়েফা চ্যাম্পিয়নস লিগ সর্বাধিক ম্যাচ খেলা প্লেয়ারের নাম

পৃথিবীর অন্যতম জনপ্রিয় লিগ উয়েফা চ্যাম্পিয়নস লিগে পৃথিবীর সব নামি দামি প্লেয়ার খেলেছি বিভন্ন সময় বিভিন্ন ক্লাবের হয়ে। উয়েফা চ্যাম্পিয়নস লিগকে বলা হয় ইউরপ সেরা মিশন যেখানে একটি প্লেয়ার কখন কখনো খেলেছে একাধিক বার নিচের টিবিল থেকে দেখে নিন উয়েফা চ্যাম্পিয়নস লিগ সর্বাধিক ম্যাচ খেলা প্লেয়ারের নাম।

প্লেয়ারের নামম্যাচ সংখ্যা
ক্রিস্তিয়ানো রোনালদো১৮৩
ইকার ক্যাসিয়াস১৭৭
লিওনেল মেসি১৫৬
জাভি হার্নান্দেজ১৫১
রাউল গোনসালেস১৪২
করিম বেনজেমা১৪২
রায়ান গিগস১৪১
  থমাস মুলার১৩৮
আন্দ্রেস ইনিয়েস্তা১৩০
সার্জিও রামোস১২৯
  

 

উয়েফা চ্যাম্পিয়নস লিগ খেলার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ানস লিগ মোট ৩২ টি দল নিয়ে আটটি গ্রুপে প্রথম রাউন্ড শুরু হয়। প্রথম রাউন্ড শেষে প্রতিটা গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষ থাকা দুইটি করে দল নিয়ে দ্বিতীয় রাউন্ড শুরু হয়।

এটিকে আরো শেষ ষোল বলা হয়। শেষ ষোলই প্রত্যেক দল সাবার সাথে দুইবার মুখোমুখি হয়। একটার হোম ম্যাচ এবং আরেকটি AWAY ম্যাচ। শেষ ষোল শেষে শুরু হয় কোয়াটার ফাইনালের ম্যাচ। যেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চারটি দল খেলে সেমি ফাইনালে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্ট

 

প্লেয়ারের নামগোল সংখ্যা
ক্রিস্তিয়ানো রোনালদো১৪০
লিওনেল মেসি১২৫
রবার্ত লেভানদোস্কি৮৬
করিম বেনজেমা৮৬
রাউল গোনসালেস৭১
রুড ভান নিস্টেলরুই৫৬
থমাস মুলার৫২
থিয়েরি অঁরি৫০
আলফ্রেদো দি স্তেফানো৪৯
আন্দ্রেই শেভচেঙ্কো৪৮
জ্লাতান ইব্রাহিমোভিচ৪৮

 

প্রাইজমানি উয়েফা চ্যাম্পিয়নস লিগের

প্রত্যেকটি দলের অংশ গ্রহন এবং ফলাফলের উপরের নির্ভর করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোন দল কত টাকা প্রাইজ মানি পাবে। টেলিভিশন বিজ্ঞাপন বাজারের উপর নির্ভর করে এই প্রাইজমানির পরিমান।

ক্লাব গুলোর প্রথমিক পর্বের প্রাইজমানির: প্রায় দুই লাখ ত্রিশ হাজার ডলার ( প্রায় দুই কোটি ত্রাশি লাক্ষ টাকা )

প্রথম পর্যায়ের বাছাইপর্ব: প্রায় দুই লাখ আশি হাজার ডলার ( প্রায় দুই কোটি আশি লাখ টাকা )

দ্বিতীয় পর্যায়ের বাছাইপর্ব: প্রায় তিন লাখ আশি হাজার ডলার ( প্রায় তিন কোটি আশি হাজার টাকা )

তৃতীয় পর্যায়ের বাছাইপর্ব: প্রায় চার লাখ আশি হাজার ডলার ( প্রায় চার কোটি আশি হাজার ডলার )

গ্রুপ পর্বে অংশ গ্রহন করলেই:  এক কোটি বায়ান্ন লাখ পঞ্চাশ হাজার ডলার ( প্রায়

গ্রুপ পর্বে ম্যাচ জয়লাভ করলেই:  সাতাশ লক্ষ ডলার ( প্রায় সাতাশ কোটি )

গ্রুপ পর্বে ড্র হলেই পাবে: নয় লক্ষ ডলার ( প্রায় নয় কোটি টাকা )

সেমি ফাইনাল দল পাবে: এক কোটি বিশ লাখ ডলার ( একশো বিশ কোটি টাকা )

রানার আপ দল পাবে: চৌদ্দ কটি চোহাত্তর লাখ ডলার প্রায়। ( চৌদ্দশো তিহাত্তর কোটি টাকা প্রায় )

চ্যাম্পিয়ান দল পাবে: আঠারো কোটি সাতচল্লিশ লাখ ডলার প্রায় ( আঠারোশো সাতচল্লিশ কোটি টাকা প্রায় )

বার্সেলোনা কতবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে?

বার্সেলোনা ১৯৯২, ২০০৬, ২০০৯, ২০১১, ২০১৫, সালে মোট ৫ বার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে।

রিয়াল মাদ্রিদ কতবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে?

রিয়াল মাদ্রিদ ১৯৫৬, ১৯৫৭, ১৯৫৮, ১৯৫৯, ১৯৬৬, ১৯৯৮, ২০০০, ২০০২, ২০০৬, ২০০৯, ২০১১, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, সর্বশেষ ২০২২ সালে মোট ১৬ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে।

# ট্যাগ উয়েফা চ্যাম্পিয়নস লিগ কে কতবার

4.8/5 - (92 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×