Jobs

এনএসআই নিয়োগ ২০২৩ | NSI Job Circular 2023 নিজেই আবেদন করুন

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই নিয়োগ ২০২৩ প্রকাশ করেছে ১৪ই এপ্রিল ২০২৩ তারিখে। সরকারী এই চাকুরীর নিয়গ বিজ্ঞপ্তি থেকে জানা যাই আবেদন শুরু হবে ৩০শে এপ্রিল দুপুর ১২টা থেকে থেকে এবং আবেদনের শেষ সময় ১৫ই মে, ২০২৩ সন্ধ্যা ৬টা পর্যন্ত। অর্থাৎ আবেদন চলবে ১৬দিন। এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সর্বমোট ১৭টি পদে ১৮৯টি শূন্য পদ দেখা যাচ্ছে। এনএসআই নিয়োগ যোগ্যতা, আবেদন ফি সহ সকল বিস্থারিত নিচে দেওয়া হল।

এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ NSI Job Circular 2023

প্রতিষ্ঠানের নামজাতীয় নিরাপত্তা গোয়েন্দা ( NSI )
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদনের প্রক্রিয়াএসএমএস/ওয়েবসাইট
সর্বমোট পদ১৭ টি
শূন্য পদের সংখ্যা২৮৯টি
প্রকাশের তারিখ১৪ এপ্রিল ২০২৩
আবেদন শুরু৩০ এপ্রিল ২০২৩
আবেদন শেষ১৫ মে ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট http://cnp.teletalk.com.bd
আবেদন ফিসর্বোচ্চ ৬০০ টাকা সর্বনিম্ন ১০০ টাকা

এনএসআই নিয়োগ ২০২৩ | NSI নিয়োগ ২০২৩

এনএসআই নিয়োগ ২০২৩ NSI Job Circular 2023

NSI Job Circular 2023 এনএসআই নিয়োগ ২০২৩

এনএসআই আবেদন করার নিয়ম | এনএসআই নিয়োগ ২০২৩

ক্রমিক নং-০১ এ উল্লিখিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

ক্রমিক নং-০২ হতে ১৭ পর্যন্ত বর্ণিত পদসমূহের ক্ষেত্রে সাধারণ প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা, এতিম, মহিলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যের কোটার প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

(III) এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখার ২২ সেপ্টেম্বর, ২০২২ তারিখের পরিপত্র নং- ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭২০-১৪৯ অনুযায়ী আবেদনকারীর বয়স ২৫/০৩/২০২০ তারিখে স্ব-স্ব পদের বিপরীতে উল্লিখিত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

অনলাইনে আবেদন ফরম পূরণ | এনএসআই নিয়োগ ২০২৩

প্রার্থীকে টেলিটকের Web address: http://cap.teletalk.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও অন্যান্য সাধারণ নির্দেশনাবলী উক্ত ঠিকানায় (Link) পাওয়া যাবে।

পরীক্ষার ফি: ক্রমিক নং-১ হতে ৩ এ উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি টাকা ৬০০/- (ছয়শত) ক্রমিক নং-৪ এ বর্ণিত পদের জন্য ফি টাকা ৫০০/- (পাঁচশত), ক্রমিক নং-৫ এ উল্লিখিত পদের জন্য ফি টাকা ৩০০/-(তিনশত), ক্রমিক নং-৬ হতে ১৩ এ বর্ণিত পদের জন্য ফি টাকা ২০০/- (দুইশত) এবং ক্রমিক নং-১৪ হতে ১৭ এ উল্লিখিত পদের জন্য ফি টাকা ১০০/- (একশত)।

পরীক্ষার ফি প্রদান পদ্ধতি: Online-এ আবেদন ফরম যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশমতে ছবি এবং Signature Upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র Submission সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থীকে প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করতে হবে। Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিবেন।

প্রথম SMS CNP< স্পেস > User ID লিখে send করুন 16222 নম্বরে। Example: CNP NCRPQBCR send to 16222

রিপ্লে আসবে : Applicant’s Name, Tk-000 will be charged as application fee. Your PIN is (8 digit number). To pay fee: type CNP < স্পেস > (8 digit PIN number) and send to 16222.

দ্বিতীয় SMS: CNP < স্পেস > YES < স্পেস > Pin লিখে send করুন 16222 নম্বরে। Example: CNP YES (8 digit number) send to 16222

রিপ্লে আসবে : Congratulations! Applicant’s Name, payment completed successfully for examination fee. User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx).

NSI বিভিন্ন পদের বিস্তারিত | এনএসআই নিয়োগ ২০২৩

সর্বমোট ১৭টি পদের জন্য শূন্য পদ রয়েছে ২৮৯টি যেখানে সর্বোচ্চ গ্রেড ৬ এবং সর্বনিম্ন গ্রেড ২০। গেড অনুযায়ী আবেদনের ফি সহ কোন কোন জেলার প্রার্থীগন আবেদন করতে পারবে এনএসআই নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তির সকল তথ্য নিচে গ্রেড অনুযায়ী দেওয়া হল।

এনএসআই নিয়োগ সিনিয়র ইন্সট্রাক্টর শূন্য পদের সংখ্যা ৩

৬ বেতন গ্রেডে সিনিয়ার ইন্সট্রাক্টর পদে ৩টি শূন্য পদের জন্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ( NSI ) নিয়গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বেতন স্কেল রাখা হয়েছে ৩৫৫০০ থেকে ৬৭০১০ টাকা। সকল বিভাগের প্রার্থীগন আবেদন করতে পারবেন। এনএসআই নিয়োগ ২০২৩ এর ১৭টি পদের মধ্যে ৬ বেতন গ্রেডে সিনিয়ার ইন্সট্রাক্টর পদের জন্য প্রার্থীগন শিক্ষাগত যোগ্যতা যে কোন বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ( সম্মান ) ডিগ্রী থাকতে হবে। তবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটারের উপর দক্ষতা এবং সংশ্লিষ্ট বিষয়ে ৫বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়ার ইন্সট্রাক্টর পদের জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর এবং আবেদন ফি ৬০০টাকা।

সহকারী পরিচালক এনএসআই নিয়োগ শূন্য পদের সংখ্যা ৫

নবম গ্রেডে ২২০০০ থেকে ৫৩০৬০ বেতন স্কেলে সহকারী পরিচালক নিয়োগে শূন্য পদের সংখ্যা ৫ জন। এনএসআই নিয়োগ ২০২৩ সহকারী পরিচালক পদের জন্য সকল বিভাগের প্রার্থীগন আবেদন করতে পারবেন। প্রার্থীগন শিক্ষাগত যোগ্যতা যে কোন বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ( সম্মান ) ডিগ্রী এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সহকারী পরিচালক পদের জন্য আবেদন ফি থাকছে ৬০০ টাকা।

নবম গ্রেডে গবেষণা কর্মকর্তা শূন্য পদের সংখ্যা ১

উপরোক্ত পদের  ন্যায়ে সকল বিভাগের প্রার্থীগন আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যে কোন বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণির বা সমমানের সিজিপিএ স্নাতক ( সম্মান ) ডিগ্রী অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ( সম্মান ) ডিগ্রী এবং  প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানেও আবেদন ফি রাখা হয়েছে ৬০০টাকা।

ফিল্ড অফিসার বেতন গ্রেড ১০ শূন্য পদের সংখ্যা ২৬

দশম বেতন স্কেলের ফিল্ড অফিসার পদের শূন্য পদ সংখ্যা ২৬ জন। আমরা সবাই জানি দশম গ্রেডের বেতন স্কেল ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা। সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন। প্রার্থীগন শিক্ষাগত যোগ্যতা যে কোন বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রীসহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তবে পুরুষ প্রার্থীগনদের জন্য ৫ ফুট ৩ ইঞ্চি এবং মহিলা প্রার্থীগনদের জন্য ৫ ফুট উচ্চতা এবং বুকের মাপ উভয়ের ক্ষেত্রে ৩০-৩২ ইঞ্চি সম্প্রাসারিত থাকতে হবে। এনএসআই নিয়োগ ২০২৩ ফিল্ড অফিসার পদের জন্য ৫০০ টাকা ফি ধরা হয়েছে।

কম্পিউটার টেকনিশিয়ান বেতন গ্রেড ১১ শূন্য পদের সংখ্যা ১

এনএসআই নিয়োগ ২০২৩ এ প্রকাশিত ১১ গ্রেডের কম্পিউটার টেকনিশিয়ান এর জন্য শূন্য পদ ১ জন। বাংলাদেশের যে কোন জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন। কম্পিউটার টেকনিশিয়ান পদের জন্য বেতন স্কেল ধরেছে ১২৫০০ থেকে ৩০২৩০ টাকা। প্রার্থীগনের যে কোন স্বকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। বিশেষ যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে ২ বৎসরের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টেকনিশিয়ান পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা।

কম্পিউটার অপারেটর বেতন গ্রেড ১৩ শূন্য পদ ৩

৩ শূন্য পদে ১১০০০ থেকে ২৬৫৯০টাকা গ্রেডে কম্পিউটার অপারেটর নিয়োগ দিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ( NSI )। যেখানে প্রার্থীগনের যে কোন বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ( সম্মান ) বা সমমানের ডিগ্রী থাকতে হবে। বিশেষ দক্ষতা হিসেবে থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলাই ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার অপারেটর নিয়োগে আবেদন ফি ২০০ টাকা। এবং বাংলাদেশের সে কোন জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর শূন্য পদ ৬

এনএসআই নিয়োগ ২০২৩ এ প্রকাশিত ১৪তম গ্রেডের সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদের জন্য প্রার্থীগনের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রার্থীগনের বিশেষ দক্ষতায় থাকতে হবে

সাঁটলিপিতে গতি

(ক) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ৪৫ শব্দ 

(খ) ইংরেজি: প্রতি মিনিটে সর্বনিম্ন ৭০ শব্দ

কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি

(ক) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ

(খ) ইংরেজি: প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ

এছাড়া, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই- মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীগনকে। আবেদন ফি থাকছে ২০০ টাকা। তবে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদ সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন না।

যে সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন

ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, গাইবান্ধা ও সিলেট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। (এতিম কোটার উপযুক্ত যে কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন )

ফটেগ্রাফার বেতন গ্রেড ১৮ শূন্য পদ সংখ্যা ৪

১৮ গ্রেডের ৪ শূন্য পদের এই নিয়োগ বিজ্ঞপ্তির বেতন গ্রেড থাকছে ১০২০০ থেকে ২৪৬৮০ টাকা। গোয়েন্দা বিভাগে চাকরি যোগ্যতায় থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও ফটেগ্রাফিতে প্রশিক্ষণপ্রাপ্ত।

এছাড়া বিশেষ দক্ষতায় থাকতে হবে ডার্করুমের কাজ, কেমিক্যাল ব্যবহার ও ফটোগ্রাফিক ল্যাবরেটরি পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন এবং কম্পিউটার চালনোর দক্ষতা। উপরিউক্ত পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন ফি এখানেও ২০০টাকা।

ওয়্যারলেস অপারেটর বেতন গ্রেড ১৫ শূন্য পদ সংখ্যা ২১

এনএসআই নিয়োগ ২০২৩ এ প্রকাশিত ১৫ গ্রেডের ওয়্যারলেস অপারেটর বেতন গ্রেড ৯৭০০ থেকে ২৩৪৯০ টাকা। এই পদের জন্য প্রার্থীগণের কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতায় থাকতে হবে।

এছাড়া এনএসআই নিয়োগ ২০২৩ এর এই য়্যারলেস অপারেটর পদের জন্য বিশেষ দক্ষতায় থাকতে হবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতারযন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞানসম্পন্ন এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে ২০টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা। তবে, টেলিযোগযোগে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতাসম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য বলে বিবেচিত হবে। এই পদের জন্য প্রার্থীগণের আবেদন ফি থাকবে ২০০ টাকা। তবে নিম্নাক্ত জেলার প্রার্থীগণের ছাড়া আবেদন করতে পারবেন না।

যে সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন

ঢাকা, নারায়নগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দরবান, ফেনী, নোয়াখালী, রাজশাহী, পাবনা, নওগাঁ, নাটোর, রংপুর, কুড়িগ্রাম, খুলনা, ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর, না, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। (এতিম কোটার উপযুক্ত যে কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন )

অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড ১০ শূন্য পদের সংখ্যা ১

১৬তম বেতন গ্রেডের বেতন স্কেল ৯৩০০ টাকা থেকে ২২৪৯০ টাকা এনএসআই নিয়োগ ২০২৩ অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটার চালনায় দক্ষতা। সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি রাখা হয়েছে ২০০ টাকা।

এছারাও আরো ৭টি পদের যগ্যতা সহ সকল তথ্য উপরে ছবিতে দেওয়া আছে।

এনএসআই নিয়োগ ২০২৩ দেখে নিজেই আবেদন করুন খুব সহজে। আবেদন করতে কোন প্রকার সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের টিম খুব দ্রুতই আপনাকে সাহায্য করবে।

আরো পড়ুন: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৩

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

4.8/5 - (17 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button