Info
Trending

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ । এসএসসি পরীক্ষার সময়সূচি 2023 pdf

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ প্রকাশিত হয়েছে আজ ( ২০ ফেব্রুয়ারি) কিছুক্ষণ আগে। বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ সকল বোর্ডের জন্য প্রকাশ করেছে। প্রকাশিত এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ অনুযায়ী, এসএসসি পরীক্ষা ২০২৩ শুরু হবে আগামী ৩০ মে , ২০২৩ তারিখ থেকে। প্রত্যেকদিন সকাল ১০টা হতে পরীক্ষা আরম্ভ হবে তবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে উপস্থিত হতে হবে। নিচে বাংলাদেশের সকল বোর্ডের এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ দেওয়া হলো।

পোস্ট শিরনামএসএসসি পরীক্ষার রুটিন ২০২৩
রুটিন প্রকাশ২০/০২/২০২৩
এসএসসি পরিক্ষা শুরু৩০/০৪/২০২৩
এসএসসি পরীক্ষার রুটিন PDFPDF Download

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩

বিষয় ও সময় সকাল ১০টা থেকে ১টা পর্যন্তবিষয় কোডতারিখ ও দিনবিষয় ও সময় বিকাল ২টা থেকে ৫টা পর্যন্তবিষয় কোড

১। বাংলা (আবশ্যিক)-১ম পত্র

২। সহজ বাংলা-১ম পত্র

১০১

১০৩

৩০/০৪/২০২৩

রবিবার

XX

১। বাংলা (আবশ্যিক)-২য় পত্র

২। সহজ বাংলা ২য় পত্র

১০২

১০৪

০২/০৫/২০২৩

মঙ্গলবার 

XX
১। ইংরেজি (আবশ্যিক)-১ম পত্র১০৭

০৩/০৫/২০২৩

বুধবার

XX
১। ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র১০৮

০৭/০৫/২০২৩

রবিবার

XX
১। গণিত (আবশ্যিক)১০৯

০৯/০৫/২০২৩ 

মঙ্গলবার

XX
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি১৫৪

১০/০৫/২০১৩

বুধবার

XX

১। ইসলাম ও নৈতিক শিক্ষা

২। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা

৩। বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা

৪। খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা

১১১

১১২

১১৩

১১৪

১১/০৫/২০২৩

বৃহস্পতিবার

XX

১। পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়)

২। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

৩। ফিন্যান্স ও ব্যাংকিং

১৩৬

১৫৩

১৫২

 

১৪/০৫/২০২৩

রবিবার

XX

১। গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়)

২। কৃষি শিক্ষা (তত্ত্বীয়)

৩। সঙ্গীত (তত্ত্বীয়)

৪ । আরবি

৫। সংস্কৃত

৬। পালি

৭। শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়)

৮। চারু ও কারুকলা (তত্ত্বীয়)

 

১৫১

১৩৪

১৪৯

১২১

১২৩

১২৪

১৩৩

১৪৮

১৫/০৫/২০২৩

সোমবার 

XX

১। রসায়ন (তত্ত্বীয়)

২। পৌরনীতি ও নাগরিকতা

৩। ব্যবসায় উদ্যোগ

১৩৭

১৪০

১৪৩

১৬/০৫/২০২৩

মঙ্গলবার

XX
১। ভূগোল ও পরিবেশ১১০

১৭/০৫/২০২৩

বুধবার

XX

১। জীব বিজ্ঞান (তত্ত্বীয়)

২। অর্থনীতি

১৩৮

১৪১

১৮/০৫/২০২৩

বৃহস্পতিবার

XX

১। বিজ্ঞান

২। উচ্চতর গণিত (তত্ত্বীয়)

১২৭

১২৬

২১/০৫/২০২৩

রবিবার

XX
১। হিসাব বিজ্ঞান১৪৬

২২/০৫/২০২৩

সোমবার

XX
১। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়১৫০

২৩/০৫/২০২৩

মঙ্গলবার

XX
এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩। এসএসসি পরীক্ষার সময়সূচি 2023 pdf
এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩। এসএসসি পরীক্ষার সময়সূচি 2023 pdf

এসএসসি ব্যবহারিক পরীক্ষার রুটিন ২০২৩

২৪/০৫/২০২৩ বুধবার হতে ৩০/০৫/ ২০২৩ মঙ্গলবার পর্যন্ত। (উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে) এবং ০৬/০৬/২০২৩ মঙ্গলবার তারিখের মধ্যে হাতে হাতে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।

ব্যবহারিক পরিক্ষার সময় 

সময় প্রতিদিন সকাল ১০ টা হতে পরীক্ষা শুরু হবে।

ব্যবহারিক পরিক্ষার স্থান

স্ব স্ব পরিক্ষা কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ যে যেই কেন্দ্র থেকে পরিক্ষা দিচ্ছে। 

ব্যবহারিক পরিক্ষার নির্দেশাবলি

সঙ্গীত বিষয়ের সঙ্গীত অংশের কেন্দ্রে পরীক্ষা ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, অনুষ্ঠিত হবে। নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক G সনাক্তকারী শিক্ষকসহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল ৯.৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ভেন্যুতে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছে) ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না।

এসএসসি পরীক্ষা ২০২৩ বিশেষ নির্দেশাবলি

১। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

৩। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

৪। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে। 

৫। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।

৬। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিম্ন উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, , বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৭। পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/ বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৯। কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

১০। পরীক্ষার্থীগণ পরীক্ষার সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

১১। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।

১২। সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।

১৩। ব্যবহারিক পরীক্ষা কেন্দ্র/ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

১৪। পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf

২০২৩ সালে এসএসসি পরিক্ষার রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা/রাজশাহী/কুমিল্লা/যশোর/চট্টগ্রাম / বরিশাল / সিলেট /দিনাজপুর/ময়মনসিংহ। অর্থাৎ সকল বোর্ডের পরিক্ষার রুটিন একই। সুতরং আপনি কোন জেলা বা বোর্ড থেকে পরিক্ষা দিচ্ছেন সেটা মুখ্য বিষয় না। এসএসসি পরিক্ষার pdf রুটিন নিচ থেকে ডাউনলোড করে নিন।

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ PDF
এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ PDF

[button color=”primary” size=”small” link=”https://dhakaeducationboard.gov.bd/data/20230220125517813919.pdf” icon=”” target=”true” nofollow=”false”]SSC 2023 Routine PDF[/button]

২০২৩ সালের এসএসসি পরীক্ষা কবে হবে?

আজ ২০শে ফেব্রুয়ারি ২০২৩ এসএসসি পরিক্ষার রুটিন প্রকাশ করেছ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। যেখানে ২০২৩ সালের এসএসসি পরিক্ষা শুরু হবে ৩০ শে এপ্রিল ২০২৩ এবং শেষ হবে ২৩শে মার্চ ২০২৩।

 ২০২৩ সালের এসএসসি পরীক্ষার রুটিন 

২০২৩ সালের SSC পরিক্ষার রুটিন প্রকাশের সাথে সাথে আমাদের সাইটে প্রকাশ করেছে যা নিচ থেকে ডাউনলোড করতে পারবেন। 

আরো পড়ুন: সোনার তরী কবিতার নামকরণের সার্থকতা জানুন

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram  পেজ)

5/5 - (5 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button