কুমিল্লা বনাম চট্টগ্রাম লাইভ~কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লাইভ

কুমিল্লা বনাম চট্টগ্রাম লাইভ ম্যাচ বিপিএল ২০২৩, আজ (শনিবার) বিপিএল ২০২৩ এর ঢাকা পর্বের দ্বিতীয় দিনে লিগ পর্বের ৩৫ তম ম্যাচে কুমিল্লা মুখোমুখি হচ্ছে চট্টগ্রামের বিপক্ষে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লাইভ ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় দুপুরে ১টা ৩০ মিনিট থেকে। কুমিল্লা বনাম চট্টগ্রাম আজকের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এখন বোলিং করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা বনাম চট্টগ্রাম লাইভ ম্যাচটি স্কোর বল বাই বল আপডেট এর মাধ্যমে খেলা ১৮ এর পাতায় দেখানো হচ্ছে।

কুমিল্লা বনাম চট্টগ্রাম লাইভ

→ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
→ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স :  ১৫৬ / ৭ ( ২০ ওভার
→কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৬০ / ৪  ( ১৯ ওভার )  
→ফলাফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ উইকেটে জয়ী 

কুমিল্লা বনাম চট্টগ্রাম লাইভ~কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লাইভ
কুমিল্লা বনাম চট্টগ্রাম লাইভ~কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লাইভ

কুমিল্লা বনাম চট্টগ্রাম আজকের ম্যাচের টস ফ্যাক্ট

বিপিএল ২০২৩ এবার আসর শুরু হয়েছে জানুয়ারির ৬ তারিখ থেকে। এরই মধ্যে বিপিএলে শেষ হয়েছে লিগ পর্বের ৩৪ টি ম্যাচ। বিপিএল ও ঘুরে এসেছে চট্টগ্রাম সিলেট। তবে এবার বিপিএল ২০২৩ পুরোপুরি শীতকালে অনুষ্ঠিত হওয়ায় টস জয় ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। কেননা শীতকালে রাতে প্রচুর শিশির পড়ায় পিচ থাকে অনেকটা ভেজা, এমন ভেজা পিছে আগে বোলিং করা দল প্রথম ৫ ওভার পিচ থেকে অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে। সেক্ষেত্রে বেশিরভাগ সময় টসে জয়ী দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে থাকে। সুতরাং কুমিল্লা বনাম চট্টগ্রাম আজকের ম্যাচে টস জয় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। চলুন দেখে আসি কুমিল্লা বনাম চট্টগ্রাম আজকের ম্যাচে দুই দলের সেরা একাদশ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর একাদশ আজকের ম্যাচে

কুমিল্লা ভিক্টোরিয়ান এবার আসরে ডিফেনডিং চ্যাম্পিয়ন হিসাবে শুরুটা ছিল খুবই নড়বড়ে। লীগ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচে তিনটিতেই হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে পরবর্তী ৬ ম্যাচের ছয়টিতেই জিতে দারুন ভাবে ফিরে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বর্তমান কুমিল্লা ভিক্টোরিয়ান্স লীগ পর্বে এখনো পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ৯টি ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় তিন নাম্বারে অবস্থান করছে । চলুন জেনে আসি চট্টগ্রামের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের আজকের একাদশ।

১. ইমরুল কায়েস ( C )
২.লিটন দাস
৩. মোসাদ্দেক হোসেন
৪. জাকের আলি
৫. মুস্তাফিজুর রহমান
৬. তানভির ইসলাম
৭. আশিকুর জামান
৮. মোহাম্মাদ রিজওয়ান
৯. নাছিম শাহ্‌
১০. খুশদিল শাহ
১১. জনসন চার্লস

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর একাদশ আজকের ম্যাচে

বিপিএল ২০২৩ ঢাকায় শুরু হয়ে চট্টগ্রাম সিলেট ঘুরে আবার ফিরেছে ঢাকায়, তারপরও পরিবর্তন হয়নি চট্টগ্রাম চালেঞ্জার্স এর ভাগ্য। এবার বিপিএল ২০২৩এ সবচেয়ে হতাশা জনক পারফরম্যান্স করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লীগ পর্বে এখনো পর্যন্ত নয়টি ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটি ম্যাচে। যার ফলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পয়েন্ট তালিকা অবস্থান করছে সবার নিচে। তারপরও শেষের দিকে কিছু ম্যাচ জিতে দলটি চাই ভালোভাবে শেষ করতে। চলো দেখে আসি আজকের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ।

১. শুভাগত হোম ( C )

২. আফিফ হোসেন

৩. ম্যাক্স ও’ডাউড 

৪. মেহেদী হাসান রানা

৫. উসমান খান ( W )

৬. ফরহাদ রেজা

৭. তাইজুল ইসলাম

৮. নিহাদুজ্জামান

৯. খাওজা নাফায়া

১০. জিয়াউর রহমান

১১. দারউইশ রাসুলি

আরো পড়ুন: বিপিএলে কে কতবার কাপ নিয়েছে

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram  পেজ)

1/5 - (1 vote)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×