ফুটবল
Trending

ব্রাজিল বনাম ভেনেজুয়েলা লাইভ খেলা (বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্ব)

ব্রাজিল বনাম ভেনেজুয়েলা লাইভ ম্যাচ ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে, আজকের (শুক্রবার) ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় ভোর ৬:৩০ মিনিটে। ব্রাজিল বনাম ভেনেজুয়েলা লাইভ ম্যাচ বিশ্বকাপের বাছাইপর্বের তৃতীয় ম্যাচে। প্রথম ও দ্বিতীয় ম্যাচে দারুণ ব্যাবধান জয়ে দল পৌঁছে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। যার ফলে আজক্র ম্যাচে ব্রাজিল চাইবে তাদের জয়ের ধারা বজায় রাখে দলকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখা। ব্রাজিল বনাম ভেনেজুয়েলা লাইভ ম্যাচটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে দেখার উপায় জানতে দেখুন খেলা ১৮ এর সম্পূর্ণ আর্টিকেলটি।

ব্রাজিল বনাম ভেনেজুয়েলা লাইভ~Brazil vs Venezuela

ব্রাজিল বনাম ভেনেজুয়েলা লাইভ ম্যাচ

ব্রাজিল বনাম ভেনিজুয়েলা লাইভ ম্যাচটি ব্রাজিলের কুইয়াবার অবস্থতি এরিনা প্যান্টনাল স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারিত হবে। ব্রাজিল বনাম ভেনেজুয়েলা লাইভ ম্যাচটি আজ ১৩ই, অক্টবর ( শুক্রবার) বাংলাদেশ সময় ৬:৩০ মিনিটে শুরু হবে। বাংলাদেশ থেকে ম্যাচটি দেখা যাবে ফিফার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এছাড়াও অন্যান্য দেশ থেকে ব্রাজিল বনাম ভেনিজুয়েলা লাইভ ম্যাচ টিভি দেখার উপায় নিচের টেবিলে দেয়া হল। তার আগে চলুন দেখে আসি ব্রাজিল বনাম ভেনেজুয়েলা আজকের ম্যাচের দুই দলের খেলোয়ার তালিকা।

  • সময়: সম্পূর্ণ সময়
  • ব্রাজিল:  ১
  • ভেনিজুয়েলা: ১
  • ফলাফল: ড্রা

ব্রাজিলের খেলোয়ার তালিকা আজকের ম্যাচে

২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল ইতিমধ্যে পয়েন্ট টেবিলের উপরে বেশ দারুণ সময় পার করছে। তবে আজ ভেনেজুয়েলার সাথে জয়ী হতে পারলে পয়েন্ট টেবিলের সেরাটা ধরে রাখতে পারবে ব্রাজিল। ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে বিশাল জয় পার ব্রাজিল। পরের ম্যাচে পেরুর সাথে ১-০ গোল ব্যাবধানে জয় বাছাইপর্ব ব্রাজিলের জন্য আগে থেকেই সহজ করেছে তারা। জয়ের ধাঁরা ধরে রাখরে আজকের ম্যাচের সেরাটা দিয়ে দল সাজাবেন ব্রাজিল। চলুন দেখে আসি আজকের ম্যাচে ব্রাজিলের সেরা একাদশ।

ব্রাজিল : এডারসন সান্তানা ডি মোরেস ( গোল রক্ষক), দানিলো, মার্কিনিও, গাব্রিয়েল, আরানা, রোড্রিগো, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, ভিনিসিউস জুনিয়র, নেইমার, জেসাস,

ভেনেজুয়েলার খেলোয়াড় তালিকা অনূর্ধ্ব২০ আজকের ম্যাচে

ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আজকের ম্যাচে ভেনেজুয়েলা মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল ব্রাজিল। গত ম্যাচে ভেনেজুয়েলা প্যারাগুয়ের সাথে ১-০ গোল ব্যবধানে জয় এবং প্রথম ম্যাচে কলোম্বিয়ার বিপক্ষে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের ৫ নাম্বার পজিশনে অবস্থান করছে। ভেনেজুয়েলা আজকের ম্যাচে জায় না ধরে রাখতে পারলে  পয়েন্ট তালিকায় নিচে চলে যেতে হবে । তাই ব্রাজিলের বিপক্ষে আজকের ম্যাচটি ভেনেজুয়ালার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে আসি ব্রাজিলের বিপক্ষে আজকের ম্যাচে ভেনেজুয়েলার বেস্ট ইলেভেন।

ভেনেজুয়েলা : রাফায়েল রোমেরো, মিগেল নাভারো, উইলকার এঞ্জেল,  ইয়র্ডান ওসোরিও, আলেকজান্ডার গোনজালেজ, ইয়েফারসন সোটেলদো, সেবাস্টিয়ান রিঙ্কন, ইয়াঞ্জেল হেরেরা, সোসা সোরদেরো, সালোমন রন্ডন, ইয়োসেফ মার্টিনেজ।

আপডেট পেতে ফলো করুন আমাদের Google News পেজ।

3/5 - (5 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button