Info

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ লাইভ ফলাফল দেখুন

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ লাইভ ফলাফল দেখুন আজকের প্রতিবেদনে। সিটি কর্পোরেশনের সর্বমোট কেন্দ্র ৪৮০টি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মোট প্রাথী সংখ্যা আছে ৩৩৪ জন। যেখানে মেয়র পদের জন্য নির্বাচন করছেন ৮ জন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদের জন্য নির্বাচন করছেন ২৪৬ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে লড়বেন ৩৩৩ জন প্রার্থী। সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। তবে পুরুষ ভোটার সংখ্যা ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন এবং নারী ভোটার সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১৮ জন। চলুন দেখে আসি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ লাইভ ফলাফল।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ লাইভ

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ লাইভ ফলাফল

সিটি কর্পোরেশন নিবাচনে ৪৮০টি কন্দ্রের মধ্যে ৪৮০ ভোট গননা শেষ হয় রাত ১ টা ৩০ মিনিটে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য মোট ৮ জন প্রার্থীর প্রতিক মোট ভোট প্রাপ্তি সহ দলের নাম নিচে প্রকাশ করা হল।

প্রার্থীর নামদলপ্রতীকমোট ভোট প্রাপ্তি
জায়েদা খাতুন ( জয়ী )স্বতন্ত্রটেবিল ঘড়ি২,৩৮,৯৩৪
আজমত উল্লাহ খানআওয়ামী লীগনৌকা২,২২,৭৩৭
এম এম নিয়াজ উদ্দিনজাতীয় পার্টিলাঙ্গল১৬,৩৬২
সরকার শাহনূর ইসলামস্বতন্ত্রহাতি২৩২৬৫
মো. হারুন-অর-রশীদস্বতন্ত্রঘোড়া২৭২৬
গাজী আতাউর রহমানইসলামী আন্দোলনহাতপাখা৪৫৩৫২
রাজু আহাম্মেদ এরশাদজাকের পার্টিগোলাপ ফুল৭২০৬
আতিকুল ইসলামগণফ্রন্টমাছ১৬,৯৭৪

 

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ সর্বশেষ ফলাফল

আজ ২৫শে মে ২০২৩ মোট ৮ জন প্রাথী নিয়ে হওয়া মেয়র পদে সর্বশেষ ফলাফলে এগিয়ে থাকছে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। এর পরেই রয়েছে সরকার সমর্থিত নৌকা প্রতীক থেকে আজমত উল্লাহ খান। তবে তাদের মধ্যে ভোটের ব্যাবধান খুব একটা বেশি না। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ সর্বশেষ ফলাফল পেয়ে চোখ রাখুন খেলা১৮ ওয়েবসাইটে আশা করি আপডেট ফলাফল পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)

3 Comments

  1. ভোট ফলাফল সম্পূর্ণ প্রকাশ করার আগেই কিভাবে আপনি ফলাফল দিয়ে দিয়েছেন?

    1. এখানে কোথাও সম্পূর্ণ ফলাফল প্রকাশ করা হয়নি। এখনও পর্যন্ত ২৮৯টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button